02/11/2025
সংক্রামক রোগ বিস্তারের অন্যতম মাধ্যম দাঁতের চিকিৎসা। যেখানে-সেখানে চিকিৎসা নিলে আপনি নিশ্চিতভাবেই আক্রান্ত হবেন। এই ২৫৫ জনের একজনকে চিকিৎসা করার পর ঐ যন্ত্রপাতি সঠিকভাবে স্টেরিলাইজেসন না করলে; এগুলি দিয়ে যাদের চিকিৎসা করা হবে, সবাই আক্রান্ত হবেন।
⚠️চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সাবধান হোন। অল্প টাকার লোভে পরে অপচিকিৎসার শিকার হয়ে হেপাটাইটিস বি, সি, ডি বা এইভআইভিতে আক্রান্ত হতে পারেন!!
এছাড়াও সেলুন/পার্লারে চুল, দাঁড়িকাটা & ফেসিয়াল ইত্যাদি করার ব্যাপারে সতর্ক থাকুন।