26/10/2025
মিনা ও রফিকের বিয়ে হয়েছিল ৮ বছর আগে।
সবকিছুই ছিলো সুন্দর—ভালোবাসা, সম্মান, সংসার।
কিন্তু একটা শূন্যতা তাদের জীবনে ছিল... সন্তান না হওয়া।
অসংখ্য পরীক্ষা, রিপোর্ট, চিকিৎসা—সব কিছু চেষ্টা করেও ফল মিলেনি।
শেষমেশ এক পরিচিতজনের পরামর্শে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে শুরু করেন।
সম্পূর্ণভাবে রোগীর শারীরিক ও মানসিক অবস্থা অনুযায়ী ধৈর্য ধরে চিকিৎসা চলতে থাকে—
মিনার ঘুমের সমস্যা, মানসিক চাপ, অনিয়মিত পিরিয়ড, ও হরমোনাল ভারসাম্য ছাড়াও আরও নানান সমস্যা গুলো আল্লাহর রহমতে স্বাভাবিক হতে শুরু করে হোমিওপ্যাথিক সঠিক ঔষধের মাধ্যমে।
মাত্র ৬ মাস পরই সেই অলৌকিক সংবাদ—
মিনা গর্ভবতী! 🩷
আজ তাদের ঘরে এক কন্যা সন্তান —
সবাই আল্লাহর অশেষ রহমত আর হোমিপ্যাথির উছিলা 💫
👉 হোমিওপ্যাথি শুধু ওষুধ নয়, এটি শরীরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার এক বৈজ্ঞানিক উপায়।
বিশ্বাস রাখুন, আশা হারাবেন না।
এই ধরনের সমস্যায় যদি থেকে থাকেন তাহলে পরামর্শ ও চিকিৎসা নিতে চলে আসুন An Najat Homeo Care এ।
আমি আপনার উছিলা হতে পারি সুস্থ সুন্দর জীবনের মালিক আল্লাহ। 😌
#হোমিওপ্যাথি #বন্ধ্যাত্ব 🌿