Swink AR International

Swink AR International Omrah Hajj, Visa Processing, Manpower & Air Ticket

09/11/2025

শিঘ্রই খুলবে মালেএশিয়া কলিং ভিসা, আমাদের কাছে সব সেক্টরের এবং সব ধরনের ভিসা পাবেন। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে কোন কোন সেক্টরে বাংলাদেশি কর্মী নিবে👇

🏗️ Construction (নির্মাণ) সাইট শ্রমিক, কারিগরি সহকারী। হেল্পার,লেবার।
🏭 Manufacturing (ফ্যাক্টরি) মেশিন অপারেটর, প্রোডাকশন, প্যাকেজিং।
🌴 Plantation (প্ল্যানটেশন) পাম অয়েল, রাবার ও বাগান শ্রমিক।
🚜 Agriculture (কৃষি) ফল-সবজি চাষ, গ্রীন হাউজ ও ফার্ম শ্রমিক।
🧹 Services (সার্ভিস) হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনার, হেলপার।

✈️ মালয়েশিয়ায় সবচেয়ে বেশি চাহিদা Construction, Manufacturing, Plantation ও Agriculture সেক্টরে।
👉 সুযোগ নিন, কিন্তু আইন ও নিয়ম মেনে চলুন💪

Swink AR International
*"পুরানা পল্টন, ইসলাম ইস্টেট, ঢাকা।
হোয়াটসঅ্যাপ :
+৮৮০১৭১১৩১২৯৮৪, +৮৮০১৬৭৯৮১৫২৩৬

🚨 দুবাইয়ে জরুরি নিয়োগ! 🚨দ্রুত নিয়োগ চলছে! আপনার যদি অভিজ্ঞতা থাকে ও ভালো একটি চাকরির সুযোগ চান, তাহলে এখনই আবেদন করুন।🔹 ...
09/08/2025

🚨 দুবাইয়ে জরুরি নিয়োগ! 🚨
দ্রুত নিয়োগ চলছে! আপনার যদি অভিজ্ঞতা থাকে ও ভালো একটি চাকরির সুযোগ চান, তাহলে এখনই আবেদন করুন।

🔹 পদসমূহ:
▪️ ফোরম্যান – ৬ জন (বেতন: ২৫০০–২৭০০ দিরহাম)
▪️ টেকনিশিয়ান – ৩০ জন (ইলেকট্রিক্যাল কাজে অভিজ্ঞতা আবশ্যক, বেতন ২১০০-২৩০০ দিরহাম)
▪️ হেলপার – ২০ জন (বেতন: ১৫০০–১৮০০ দিরহাম)
▪️ ২০ জন ইলেকট্রনিক্স কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

🔧 কাজের ধরন:
স্ল্যাব মার্কিং, পাইপিং ওয়্যারিং, বক্স ফিক্সিং, ডিবি ড্রেসিং

🏠 সুবিধাসমূহ:
✔️ থাকা
✔️ টান্সপোর্ট
✔️ ইনসুরেন্স (সব কোম্পানি বহন করবে)
✔️ ২ ঘণ্টা বাধ্যতামূলক ওভারটাইম (যদি প্রয়োজন হয়)
🍽️ খাবার নিজের

আফজাল : মাদক, জুয়া, ছিনতাইআকাতি, নাশকতাসহ যে কোনো ধরণের অপরাধ দমনের জন্য সদর থানা পুলিশের পক্ষ থেকে এলাকার সাধারণ জনগণকে...
02/09/2015

আফজাল : মাদক, জুয়া, ছিনতাইআকাতি, নাশকতাসহ যে কোনো ধরণের অপরাধ দমনের জন্য সদর থানা পুলিশের পক্ষ থেকে এলাকার সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করার জন্য স্ব-স্ব এলাকায় ভিজিডিং কার্ড বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা ঝাউডাঙ্গা ও বল্লী ইউনিয়নে দায়িত্বরত বিট অফিসার এসআই অহিদুজ্জামান এই কার্ড বিতরণ করেন এবং সাধারণ জনগণের উদ্দেশ্য বলেন, এলাকার যে কোনো ধরণের অপরাধমুলক কর্মকান্ডের সহযোগিতার আহবান জানান। ওই ভিজিডিং কার্ডে সদর থানার ওসি, পুলিশ কন্ট্রোল রুমসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কয়েকটি মোবাইল ফোন নাম্বার দেওয়া হয়েছে। এই সব মোবাইল নাম্বারে সঠিক তথ্য দিলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করা সম্ভব হবে। পুলিশকে সহযোগিতার জন্য তথ্য দাতার নাম গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে সকল বিট অফিসারকে অপরাধমুলক কর্মকান্ড রুখতে সাধারণ জনগণের মধ্যে এই ভিজিডিং কার্ড বিতরণ করে পুলিশকে সহযোগীতার কথা বলা হয়েছে।

রণবীরের সাথে সম্পর্ক ছিল, আছে এবং থাকবে: দীপিকা২০১৫ মে ১৪ ১১:৩৫:৩১রণবীরের সাথে সম্পর্ক ছিল, আছে এবং থাকবে: দীপিকারণবীর-দ...
14/05/2015

রণবীরের সাথে সম্পর্ক ছিল, আছে এবং থাকবে: দীপিকা
২০১৫ মে ১৪ ১১:৩৫:৩১
রণবীরের সাথে সম্পর্ক ছিল, আছে এবং থাকবে: দীপিকা

রণবীর-দীপিকার অফ-স্ক্রিন জুটি ভেঙে গেছে দীর্ঘদিন আগেই, কিন্তু তারপরও তাঁরা একাধিকবার রিল লাইফে জুটি বেঁধেছেন। সম্প্রতি রণবীর-দীপিকা ব্যস্ত ছিলেন তাঁদের ‘তমাশা’ ছবির কাজ নিয়ে। আর তখনই সংবাদমাধ্যমে ফের তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হতে শুরু করে নয়া জল্পনা।

কিন্তু সমস্ত জল্পনাকে উড়িয়ে দীপিকা এবার তাঁর আর রণবীরের সম্পর্ক নিয়ে আরও একধাপ এগিয়ে এক সাক্ষাত্কারে বললেন তাঁর সঙ্গে রণবীরের এক বিশেষ সমীকরণ আছে। যা ভাষায়, বা কয়েকটা শব্দে বিশ্লেষণ করা সম্ভব নয়। আর সেই বিশেষ সম্পর্ক তাঁর এবং রণবীরের মধ্যে ছিল, আছে এবং থাকবে।

তাঁদের মধ্যে সম্পর্কে ভাঙন ধরার একবছরের মধ্যে ২০১৩ সালে অয়ন মুখার্জীর ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র হাত ধরে রুপোলি পর্দায় আসেন এই জুটি। এবং সেই ছবির বক্স অফিস সাফল্যের কথা সকলেরই জানা। এই ছবি মুক্তির পর সংবাদমাধ্যম যখন দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে নানা কথা বলা শুরু করে, তখন দর্শক কিন্তু তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রির প্রশংসায় পঞ্চমুখ। দুজনকে ফের আবার একসঙ্গে দেখা যাবে ইমতিয়াজ আলি-র ‘তমাশা’ ছবিতে।

দীপিকা মনে করেন তাঁদের সম্পর্কে কথা কখনও বন্ধ হবে না, কিন্তু তাঁরা একে অপরের সঙ্গে যে বিশেষ বন্ধুত্ব শেয়ার করেন, তাঁরই প্রতিচ্ছবি দেখা যায় তাঁদের দুজনের অভিনীত প্রতিটি ছবিতে। সেই জন্যই হয়তো তাঁদের অভিনীত প্রতিটি ছবিই সুপারহিট, দাবি দীপিকার

রণবীরের সাথে সম্পর্ক ছিল, আছে এবং থাকবে: দীপিকা

আইপিএলে ডিজে গান নিষিদ্ধ !২০১৫ মে ১৩ ২২:৪৬:৪০আইপিএলে ডিজে গান নিষিদ্ধ !আইপিএলে খেলার ফাঁকে ফাঁকে গান বাজছে এটা নিত্ত নৈম...
14/05/2015

আইপিএলে ডিজে গান নিষিদ্ধ !
২০১৫ মে ১৩ ২২:৪৬:৪০
আইপিএলে ডিজে গান নিষিদ্ধ !

আইপিএলে খেলার ফাঁকে ফাঁকে গান বাজছে এটা নিত্ত নৈমত্তিক ব্যাপার। কিন্তু হঠাৎই আইপিএল ফাইনাল আসার আগে হোঁচট খেল সিএবি। তাও আবার আদালতের কাছে।

বুধবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফাইনালের দিন রাত দশটার পর ইডেনে মাইক বাজানো এবং ম্যাচ শেষে বাজি ফাটিয়ে জয়োৎসব করা সম্পূর্ণনিষিদ্ধ।

আর বাজানো হলেও সেই শব্দের মাত্র যেন ৯০ ডেসিবেলের বেশি অতিক্রম না করে। এ ব্যাপারে সিএবি হাইকোর্টের দ্বারস্থ হলেও এদিন তাদের নিরাশ হয়েই ফিরতে হল। আইপিএলের আট বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার ই ইডেন ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছিল। সেবছরেও বেশি রাতে লাউডস্পিকার বাজানো বা বাজি ফাটানোর ক্ষেত্রে প্রথমে নিষেধাজ্ঞা জারি করেও পরে অনুমতি দেয় হাইকোর্ট।

কিন্তু এবার সেটা হল না। দ্বিতীয়বারের জন্য আইপিএল ফাইনালে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। আগামী ক’দিনে ব্যাপক কোনও রদবদল না হলে আইপিএল ফাইনালের রাতে ‘ডিজে’-র গান কিংবা বাজির প্রদর্শনী দেখার থেকে এবছর বঞ্চিতই থাকতে হবে ইডেনের দর্শকদের।
- See more at: http://www.bd24live.com/bangla/article/42501/index.html .RF07hQjq.dpuf

আইপিএলে খেলার ফাঁকে ফাঁকে গান বাজছে এটা নিত্ত নৈমত্তিক ব্যাপার। কিন্তু হঠাৎই আইপিএল ফাইনাল আসার আগে হোঁচট খেল সিএবি। তাও আবার আদালতের কাছে।

Special Desk :ছেলেরা ঠোঁট গোলাপি করতে যা করবেন২০১৫ মে ১৪ ১৩:২৪:১৪ছেলেরা ঠোঁট গোলাপি করতে যা করবেনসূর্যের অতি বেগুনি রশ্ম...
14/05/2015

Special Desk :
ছেলেরা ঠোঁট গোলাপি করতে যা করবেন
২০১৫ মে ১৪ ১৩:২৪:১৪
ছেলেরা ঠোঁট গোলাপি করতে যা করবেন

সূর্যের অতি বেগুনি রশ্মি, ধূমপান, চা-কফি পান এবং বয়স ইত্যাদি বিভিন্ন কারণের ছেলেদের ঠোঁটে কালচে ভাব চলে আসে। যা খুবই অস্বস্তিকর। কিন্তু এই সমস্যারও সমাধান রয়েছে। ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটে পুনরায় গোলাপি আভা আনতে আছে কিছু প্রাকৃতিক ও সহজ পদ্ধতি-
মধু
মধু একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন সারারাত। কয়েক সপ্তাহ এভাবে প্রতিদিন শোবার পূর্বে ঠোঁটে মধু লাগান। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের কালচে ভাব দূর হতে দেখবেন।

লেবুর রস
লেবুর রস খুব ভালো একটি ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত। ঠোঁটের কালচে ভাব দূর করতে এটি খুবই কার্যকরী একটি উপকরণ। রাতে ঘুমাতে যাবার আগে সামান্য লেবু চিপে তাজা রসটি দিয়ে ঠোঁট খুব ভালো ভাবে ম্যাসাজ করুন। নিয়ম মেনে প্রতিদিন এই কাজটি করুন। কয়েকদিনের মধ্যেই ঠোঁটের রঙের পার্থক্য দেখতে পাবেন।

চিনি
প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনি ব্যবহার করা হয় অনেক কাজেই। চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের কালচে ভাব দূর হওয়ার সাথে সাথে ঠোঁটের মরা চামড়াও দূর হয়। ত্বকের জন্য স্ক্রাবিং যতটা গুরুত্বপূর্ণ ঠোঁটের জন্যও ঠিক তাই। ৩ চামচ চিনি ও ২ চামচ বাটার একসাথে মিসিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে অন্তত ২ বার এই পেস্টটি দিয়ে ঠোঁট স্ক্রাব করুন। এতে আপনার ঠোঁটের মরা চামড়া দূর হবে এবং কালচে ভাব দূর হয়ে ঠোঁটে গোলাপি আভা আসবে।

বীটরুট
বীটরুট ঠোঁটের রঙ হালকা করা ও উজ্জলতা বাড়াতে বেশ কার্যকরী একটি উপাদান। বীটরুটের রস ঠোঁটে রক্তিম আভা নিয়ে আসে। তাই তাজা বীটরুটের রস ঠোঁটে লাগিয়ে ঠোঁটের কালচে ভাব দূর করতে পারেন।

বরফ
অনেকেই বরফের এই গুনটি সম্পর্কে ধারনা রাখেন না। যে কোন দাগের ওপর বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায়। ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন প্রতিদিন। এতে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হবে। বরফ ঠোঁটের আদ্রর্তার পরিমান ঠিক রেখে ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও পরিত্রান দেবে।

দুধের সর
দুধের সরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি প্রাচীন কাল থেকেই চলে আসছে। প্রাচীন যুগে রানীরা এই পদ্ধতি ব্যবহার করতেন। আপনিও এই পদ্ধতির মাধ্যমে আপনার ঠোঁটের হারানো দ্যুতি ফিরে পেতে পারেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে বেশ কয়েকবার ব্যবহারে কিছুদিনের মধ্যেই আপনার ঠোঁটে ফিরবে গোলাপি আভা।
- See more at: http://www.bd24live.com/bangla/article/42561/index.html .LVHi7Z3v.dpuf

সূর্যের অতি বেগুনি রশ্মি, ধূমপান, চা-কফি পান এবং বয়স ইত্যাদি বিভিন্ন কারণের ছেলেদের ঠোঁটে কালচে ভাব চলে আসে। যা খুবই অস্বস্তিকর। কিন্তু এই সমস্যারও সমাধান রয়েছে। ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটে পুনরায় গোলাপি আভা আনতে আছে কিছু প্রাকৃতিক ও সহজ পদ্ধতি-

14/05/2015

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ জুন দিন ধার্য করেছেন আদালত।

Address

Dhaka
1212

Telephone

+8801711312984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swink AR International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram