08/12/2025
আজকাল অনলাইনে অনেক শিশু ও কিশোর-কিশোরী সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এর ফলে তাদের মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ছে—বিষণ্ণতা, উদ্বেগ, একাকীত্ব এমনকি আত্মহত্যার ভাবনাও আসে। ভাবুন তো, মাত্র ১০-১২ বছরের ছোট্ট একটি মেয়েটা যখন তার মায়ের টিকটক ভিডিওতে এধরণের অশ্লীল ও যৌন হয়রানিমূলক মন্তব্য দেখে, তখন তার স্কুল ও সামাজিক জীবনে কত বড় লজ্জা ও কষ্টের মুখোমুখি হতে হয়!
CBC News আর Forbes এ কীভাবে বাবা-মা তাদের সন্তানদের নিয়ে ইমব্যারাসিং পোস্ট করে, সেটাও একরকম বুলিং—যার খোরাক পেয়ে সেই সন্তান আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের খারাপ মন্তব্য সন্তানের আত্মসম্মান ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর অসুবিধা সৃষ্টি করে, যা হতে পারে জীবনের উপর থেকে অমোচনীয় ক্ষতি।
ভিডিওটি দেখুন, সচেতন হোন এবং শেয়ার করে দিন যাতে আরও বাবা-মায়েরা বুঝতে পারেন এই সমস্যার গভীরতা এবং সাবধান হতে পারেন।
#সাইবারবুলিং #মানসিকস্বাস্থ্য #ডাঃআব্দুল্লাহমুকিত #টিকটক #পারিবারিকজীবন #সোশ্যালমিডিয়া #শিশুদেরযত্ন #পারিবারিকসম্পর্ক #কন্টেন্টক্রিয়েটর #প্যারেন্টিং #ডাঃমুকিত #বুলিং #শিশুরযত্ন