01/10/2025
lotion
আসসালামু আলাইকুম আপুরা ❤️
'শারমিন জ্যোতির'' আপুর স্পেসিয়াল অরগানিক ম্যাজিক লোশন (Magic Whitening Lotion)। ❤️❤️
বাতাসে জলীয়বাষ্পের ঘাটতি থাকায় তা ত্বকের সংস্পর্শে এলেই আর্দ্রতা শুষে নিতে আরম্ভ করে। ফলে ত্বক নিষ্প্রাণ ও শুষ্ক হয়ে কালো হয়ে যায় ক্রমশ। অতি শুষ্ক ত্বকে নানা ধরনের র্যাশ, চুলকানি হয়। ত্বকের শুষ্কতা রোধের প্রধান হাতিয়ার হচ্ছে ময়েশ্চরাইজ়ার যা এই লোশনে (Magic Whitening Lotion) আপনি পেয়ে যাবেন। গোসলের পরে তোয়ালে দিয়ে গা মুছে ভেজা ত্বকেই Magic Whitening Lotion ব্যবহার করতে হবে।
এই লোশনে আছে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের গুণাবলী। মোট ১০ টি উপাদান যা থাইল্যান্ড ও জাপান থেকে সরাসরি আমদানিকৃত।এই পণ্যটি আপনার ত্বককে করবে কোমল ও মসৃণ। চিটচিটে না করে ত্বককে দেয় সঠিক পুষ্টি, দিনভর সুরভিত আর আর্দ্র রাখার বিশেষ নিশ্চয়তা দিচ্ছে এই পণ্যটি যা বাইরের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট থেকে সম্পূর্ণ আলাদা। ১০০% অরগানিক 💯💯💯
🔸🔸🔸কার্যকারিতাঃ
# আপনার ত্বকের উজ্জলতা বাড়াবে
# আপনাকে ফর্সা করবে ২/৩ শেড।
# কোমল ও মসৃণ করবে।
# বেবি স্কিন এর মত Soft করবে।
# ড্যামেজ স্কিন রিপেয়ার করবে।
# ত্বক ফিরে পাবে নতুন প্রান।
✅✅✅**** স্পেসিয়াল ব্যাপার হচ্ছে এই লোশানটি আপনারা হাত ও বডির পাশাপাশি মুখেও ব্যবহার করতে পারবেন।
Male >< Female Both can used it 🟣🟣🔵🔵