Health Desk BD

Health Desk BD Trusted Medical Insights �
Your health, our responsibility.

লিভারের ক্ষতি ধীরে ধীরে গড়ে ওঠে, এবং অনেক সময় কোনো লক্ষণ প্রকাশ পায় না যতক্ষণ না তা গুরুতর অবস্থায় পৌঁছায়। সাধারণত এটি শ...
31/10/2025

লিভারের ক্ষতি ধীরে ধীরে গড়ে ওঠে, এবং অনেক সময় কোনো লক্ষণ প্রকাশ পায় না যতক্ষণ না তা গুরুতর অবস্থায় পৌঁছায়। সাধারণত এটি শুরু হয় লিভারের কোষে চর্বি জমে যাওয়ার মাধ্যমে, যাকে ফ্যাটি লিভার বলা হয়। এটি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অ্যালকোহল সেবন বা বিপাকজনিত (metabolic) সমস্যার কারণে হতে পারে। সময়ের সাথে সাথে স্থায়ী প্রদাহ (chronic inflammation) লিভারে ফাইব্রোসিস সৃষ্টি করে, যেখানে দাগযুক্ত টিস্যু (scar tissue) সুস্থ কোষগুলোর জায়গা নেয়। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এটি সিরোসিসে পরিণত হয় যে পর্যায়ে লিভারের কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। দীর্ঘমেয়াদী ক্ষতির ফলে জিনের পরিবর্তন (mutation) ঘটতে পারে, যা শেষ পর্যন্ত লিভার ক্যান্সারে রূপ নিতে পারে। তাই প্রাথমিক প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোগীটা ধীরে ধীরে বলছিল—“স্যার, আমার বাঁচার ইচ্ছা নাই… আমার কেউ নাই… যা চিকিৎসা করতে চান করুন, কিন্তু আমি আর কোনো টেস্ট ক...
29/10/2025

রোগীটা ধীরে ধীরে বলছিল—

“স্যার, আমার বাঁচার ইচ্ছা নাই… আমার কেউ নাই… যা চিকিৎসা করতে চান করুন, কিন্তু আমি আর কোনো টেস্ট করব না।”

আমরা নির্বাক হয়ে গিয়েছিলাম, তবুও চেষ্টা থামাইনি।
শেষ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি,
হয়তো একটুখানি আশার টানেই।

আজ সকালে ডিউটি নিতে গিয়ে শুনলাম—
রাতের সেই মানুষটা আর নেই।

বিছানার পাশে পড়ে আছে
দুই-তিন বেলার অর্ধেক খাওয়া খাবার,
আর চারপাশে নিঃশব্দ এক শূন্যতা।

যাদের পৃথিবীতে কেউ থাকে না,
তাদের মৃত্যু যেন আরও নীরব, আরও অবহেলিত।

©ডাঃ আবু সুফিয়ান বিন আঃহামিদ

29/10/2025

Spinal anesthesia...
#মেডিসিন_রহস্য #মেডিকেল

21/10/2025

স্ট্রোকের সময় সঠিক চিকিৎসা না দিলে মস্তিষ্কের কোষ মিনিটে-মিনিটে মারা যায়।

সমস্যা নিয়ে আসা রোগীকে সারজেল লিখে দিছিলাম।  কারন আমি জানি সারজেল ভালো মেডিসিন। যে কাজের জন্য দিছিলাম, তার উপর ভালো কাজ ...
18/10/2025

সমস্যা নিয়ে আসা রোগীকে সারজেল লিখে দিছিলাম। কারন আমি জানি সারজেল ভালো মেডিসিন। যে কাজের জন্য দিছিলাম, তার উপর ভালো কাজ করে। এই কোম্পানী মেডিসিনের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে।

ফার্মেসীওয়ালা আলু পটল কোম্পানীর সিলিজেল মেরে দিয়েছে স্বল্পশিক্ষিত কাষ্টমার পেয়ে।

এখন বলেন আমার কি করা উচিত!!!

আর এই কারনেই জেনেরিক নাম আমরা লিখতে পারি না।

©ডা. শহীদ হাসান

15/10/2025

#মেডিসিন_রহস্য

অতিরিক্ত ঘামের আড়ালে 🌡️

রাত ২টা। ওয়ার্ডের আলো আধো অন্ধকার।
এক তরুণ (বয়স ২৪) হঠাৎ করে emergency তে ঢুকলো।

“স্যার, বুক ধড়ফড় করছে, ঘাম থামছে না, হাত কাঁপছে, মাথা ঘুরছে।”

ঘুম ঘুম কণ্ঠে ডাক্তার জিজ্ঞেস করলেন ,এই প্রথম?
নাকি আগেও?
আসলে এতো রাতে বেশি কথা বলতে ইচ্ছে করেনা,এনার্জি চলে যায়,হালকা ঘুমে জীবনে বিভিন্ন ঘটনার সাথে রিলেট করে আউফাউ স্বপ্ন চোখে ভাসে!!

রক্তচাপ মাপা হলো:
BP: 180/110 mmHg
Pulse: 128 bpm
Skin soaked with sweat

ডা. সাহেব ঘড়ি দেখলেন। রাতের এই সময়ে এত active sympathetic drive?
চোখে suspicion।কী হতে পারে? এতো রাতে তো মানুষ ঘুমায়,পোলাডার কী হইলো?

প্রথম ধারণা , “Anxiety attack?”
এই তুমি কস্ট টস্টো পাইছো নি রে?
কেউ ছাইড়া গেছে? নাকি কাইল পরীক্ষা? খুইলা কউ?

কিন্তু রোগী বলল, “স্যার, আমি তো একদম শান্ত মানুষ… কিন্তু এইরকম অ্যাটাক বারবার হয়। দিনে ২-৩ বার, হঠাৎ করেই।”মাঝেমধ্যে মাথাব্যথাও হয়!!

জেনারেল এক্সামিনেশন মাস্ট,সকল রোগীর ক্ষেত্রেই :
-Pupils dilated
-Tremor present
-No goitre
-No thyroid bruit
-Weight loss 5 kg last month
-No fever, no infection signs

ডা. মৃদু হাসলেন — “এটা simple hyperthyroidism নয়, এর পেছনে কিছু আছে…”

আচ্ছা কী কী কারণে এরকম হতে পারে?

এক্সক্লুশন মেথডে আগাইতে হবে!

আচ্ছা থাইরয়েড এর কজ তো হতেই পারে,এটা আগে এক্সক্লুড করি নাকি?

ECG,CBC with ESR ,C-xray এগুলা তো মাস্ট করতেই হবে!
ইনভেস্টিগেশন রিপোর্ট আসলো:

Results:

🛑TSH, T3, T4-Normal
🚫Blood glucose (random)-6.2mmol/L
ECG
🫵Sinus tachycardia only

পাজল মিলতেছেনা আসলে!!

থাইরেড বাদ,ইনসুলিনোমা বাদ!
আচ্ছা কোকেইন খেলেও তো এরকম হতে পারে।

ছেলে আবার মাশাল্লাহ ভদ্র ,নেশাপানি করেনা!!

carcinoid syndrome?

flushing,diarrhoea ,bronchospasm থাকবে,বাট htn?

মিলেনা তো?

এসব ভাবতে ভাবতে ভাবতেই আজকের ডিউটি শেষ!

বাসায় গিয়েও কী চিন্তা থেকে মুক্তি মেলে? কী করা যায়?

abdomen টা পালপেট করা দরকার না?

আচ্ছা একটা 24 hour urinary metanephrine কেনো দিচ্ছিনা?

-Episodic attacks of palpitation, sweating, headache

-Each episode lasts few minutes → spontaneous recovery

-During attacks → BP 180/110 mmHg, tachycardia, tremor

পুরোটা তো মিলে যায়!!

পরীক্ষার রেজাল্টের অপেক্ষায়,ডায়াগনোসিস করা নেশার মতো।
রেজাল্ট আসলো:

-High metanephrine/normetanephrine → catecholamine excess

-CT: adrenal medulla tumour → ✅

ডাননন!!

ফাইনাল ডায়াগনোসিস :
Phaeochromocytoma(A catecholamine-secreting tumour of adrenal medulla causing paroxysmal hypertension.
)

এটার ফাইনাল সল্যুশন হইলো adrenalectomy -surgucal excision of the tumor

কখনো কখনো যে ঘাম তুমি anxiety ভেবে উড়িয়ে দাও,
তা হয়তো শরীরের ভেতর লুকানো এক বোমার সতর্কসংকেত!!!

সার্জারী ইন্টার্নে এরকম একটা কেস পেয়েছিলাম!
সার্জারির পর ম্যাজিকাল ইমপ্রুভমেন্ট ছিলো আলহামদুলিল্লাহ!!

Dr.Adnan M Tamim

#মেডিকেল #ডাক্তার #মেডিসিন_রহস্য

14/10/2025
Define 😀!!
14/10/2025

Define 😀!!

12/10/2025

Patient: Dementia

Dementia হলে মানুষের মস্তিষ্কের কোষ ধীরে ধীরে নষ্ট হতে থাকে, যার ফলে মেমরি (স্মৃতি), চিন্তাশক্তি, বিচারবোধ, আচরণ ও দৈনন্দিন কাজ করার ক্ষমতা প্রভাবিত হয়।
এটা সাধারণত বয়স্ক বয়সে (৬০+) দেখা যায়, তবে আগে হলেও হতে পারে।
[সাধারণত নিয়াসিন( vit-B3 )এর অভাব হলে dementia দেখা দেয় । ]

Kwashiorkor: Body weight -( 60-80)% of normal Edema - present Cause - deficiency of protein with adequate calories intak...
12/10/2025

Kwashiorkor:

Body weight -( 60-80)% of normal
Edema - present
Cause - deficiency of protein with adequate calories intake

Marasmus:

Body weight -less than 60% of normal people
Edema - absent
Cause - deficiency of calorie

Marasmic kwashiorkor:

Body weight - less than 60% of normal people
Edema - present
Cause - deficiency of both protein and calorie

Ref: ABC book of biochemistry

রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও আশপাশের এলাকায় বর্তমানে অ্যানথ্রাক্স (Anthrax) সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটি একটি গুরুতর জনস্ব...
07/10/2025

রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও আশপাশের এলাকায় বর্তমানে অ্যানথ্রাক্স (Anthrax) সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা এবং এখনই সকলের সতর্ক হওয়া প্রয়োজন।

♦️অ্যানথ্রাক্স কীঃ

অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা মূলত গবাদিপশু যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদিতে হয়। সংক্রামিত প্রাণীর রক্ত, মাংস, চামড়া বা মৃতদেহের সংস্পর্শে এসে মানুষের শরীরে জীবাণুটি প্রবেশ করতে পারে।

♦️কিভাবে ছড়ায়ঃ

সংক্রামিত পশুর মাংস, রক্ত, চামড়া বা হাড় স্পর্শ করার মাধ্যমে।

অসুস্থ পশু জবাই করার সময় ক্ষত বা কাটা জায়গা দিয়ে জীবাণু শরীরে ঢুকে যেতে পারে।

কখনও কখনও আধা সেদ্ধ বা কাঁচা মাংস খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে।

♦️মানুষের মধ্যে উপসর্গঃ

অ্যানথ্রাক্স সাধারণত তিনভাবে সংক্রমণ ঘটায়—ত্বক, ফুসফুস ও অন্ত্রে। সবচেয়ে বেশি দেখা যায় ত্বকের অ্যানথ্রাক্স। এতে প্রথমে ছোট ফোস্কা হয়, পরে তা কালো ঘায়ে পরিণত হয়। অন্য উপসর্গগুলোর মধ্যে থাকতে পারে—

জ্বর ও দুর্বলতা

শরীর ব্যথা ও মাথাব্যথা

ঘা বা ফোস্কার চারপাশে ফোলা

গলা বা বুকে ব্যথা

♦️যেগুলো একদম করা যাবে নাঃ

অসুস্থ বা হঠাৎ মা*রা যাওয়া গরু বা ছাগল জ*বা*ই করা বা খাওয়া যাবে না।

মৃ*ত বা সন্দেহভাজন পশুর রক্ত, মাংস বা চামড়া কোনোভাবেই স্পর্শ করবেন না।

গরু মা*রা গেলে সেটি দাফন করার আগে অবশ্যই প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নিতে হবে।

♦️করণীয়

1. গবাদিপশুর খেয়াল রাখুন।

2. জ*বা*ইয়ের আগে নিশ্চিত হোন পশুটি সুস্থ কিনা।

3. ত্বকে ঘা, কালো দাগ বা ফোস্কা দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

4. আক্রান্ত এলাকার পশু কেনা-বেচা থেকে বিরত থাকুন।

5. পশুর খোঁয়াড় ও আশপাশ পরিষ্কার রাখুন এবং দূষিত বস্তু সাবধানে নিষ্পত্তি করুন।

ডা. মাহফুজ বাঁধন

07/10/2025

Anthrax থেকে সাবধান !!


Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Desk BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram