Bandhan Bangladesh-বন্ধন বাংলাদেশ

Bandhan Bangladesh-বন্ধন বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bandhan Bangladesh-বন্ধন বাংলাদেশ, Dhaka.
(1)

মানুষের উপকার করার সবচেয়ে সহজ উপায় হলো একটাই, একজন মুমূর্ষু রুগীর রক্তের প্রয়োজনে রক্ত দান করা।
রক্ত প্রতারক হতে সাবধান।রক্ত দানের আগে টাকা দিবেন না। বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি পরিচয়ে কেউ টাকা চাইলে তাকে আইনে সোপর্দ করুন।
অনুরোধক্রমে
এডমিন প্যানেল এই পেইজটা সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমূলক কাজের নিমিত্তে সামাজিক দায়বদ্ধতা ও মুক্ত মানসিকতার দীপ্ত উন্মেষ মাত্র! আপনি কি স্বেচ্ছায় রক্তদান করতে চান তাহলে আপনার নাম,লোকেশন,রক্তের গ্রুপ লিখে মেসেজ/শেয়ার দিতে পারেন এই
https://www.facebook.com/groups/mdhelal/
https://web.facebook.com/BLDJB/
লিংকে । আপনার আশে পাশে কারো লাগলে আপনার সাথে যোগাযোগ করবো আমরা ।
রক্তের প্রয়োজনে নিম্নোক্ত তথ্য সমূহ প্রদান করুনঃ
১. রোগির সমস্যা,
২. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে
৩. হসপিটালের নাম ও ঠিকানা, ব্লক/ওয়ার্ড, কেবিন/ বেড নং, কত তলায়, (এ্যাডমিট না থাকলে হসপিটালের নাম লিখে সাথে বহিঃবিভাগ লিখবেন)
৪. কোন দিন ও কোন সময়ের মধ্যে লাগবে এবং
৫. মোবাইল নাম্বার (রোগীর সাথে হসপিটালে যিনি আছে) এবং উনি রোগীর কি হোন?
অনুগ্যহ করে তথ্যগুলো দিয়ে Reply করুন অথবা রিপোস্ট করুন
আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো।
ধন্যবাদ

18/10/2025

ভেজাল আর ভেজাল। এখন মুখের টুথপেষ্টও ভেজাল ভরা। আমরা কোথায় যাব আর কি খাব বা কি ব্যবহার করব সবই ভেজাল।
চ্যানেল-২৪ এর সৌজন্যে।

মডারেটর নিয়োগ বিজ্ঞপ্তিঃ আমাদের গ্রুপে কিছু সংখ্যক একটিভ মডারেটর নিয়োগ দেওয়া হবে।শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হবে -📥১) অবশ্...
15/10/2025

মডারেটর নিয়োগ বিজ্ঞপ্তিঃ

আমাদের গ্রুপে কিছু সংখ্যক একটিভ মডারেটর নিয়োগ দেওয়া হবে।

শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হবে -📥
১) অবশ্যই প্রতিদিন একটিভ থাকতে হবে ।
২) গ্রুপে কোনো সমস্যা হলে এডমিন কি মেনশন দিতে হবে।
৩) সকল মেম্বারদের সাথে ভালো আচরণ করতে হবে।
৪) গ্রুপে প্রতিদিন নিয়মিত পোস্ট করতে হবে।
৫) গ্রুপে প্রতিদিন লাইক কমেন্টস দিয়ে সময় দিতে হবে।
৬) কোন সমস্যার কারনে দীর্ঘ সময় না থাকতে পারলে, তা এডমিনদের জানাতে হবে।
৭) গ্রুপের নিয়ম যথাযথ মেনে পোস্ট এপ্রুপ করতে হবে।
৮) গ্রুপের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
৯) রক্তদানের পোস্ট নির্দিষ্ট লেখাগুলো কমেন্টে দিতে হবে।
১০) গ্রুপে মিটিং থাকলে মিটিং-এ জয়েন করতে হবে।
১১) এডমিনদের নির্দেশ মানতে হবে।

মানবতার স্বার্থে যারা কাজ করতে চান। এটি একটি মানবিক গ্রুপ এখানে কোন ধরনের সেলারি প্রদান করা হয় না এবং মডারেটরদের এক্টিভিটি সন্তোষজনক না হলে, পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। 😊
কেউ যদি সমস্ত নিয়ম মেনে আমাদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে চান তাহলে তাহলে কমেন্টস করুন।
অনুরোধক্রমে
এডমিন মোডারেট প্যানেল
বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি
fans

04/10/2025

সেচ্ছাসেবীগন কত কষ্ট করেন যিনি এই কাজে জড়িত তিনি ভালোই বুঝেন। অনেক মানুষ সরাসরি নিষেধ করে দেন। তারপরও সেচ্ছাসেবীরা বসে থাকে না, নেশা আর পেশারমত ডোনার খুঁজে দেন এবং কাজ করেন মানবতার জন্য।
জয় হোক রক্তদাতার, জয় হোক মানবতার
রক্তের বন্ধন হোক আমাদের আত্মার বন্ধন
জনসচেতনতায়: বন্ধন বাংলাদেশ।

04/10/2025

আমরা মানুষকে দেখানোর জন্য কাজ করছি না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষের উপকার করা আল্লাহর কাছে প্রতিদান চাওয়া। আমাদের ভালো কাজের প্রতিদান একমাত্র আল্লাহর কাছে।

02/10/2025

আল্লাহ যেন আমাদেরকে রক্তদানের মতো ভালো কাজ করার তৌফিক দান করেন।আমিন।
বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি
Bandhan Bangladesh-বন্ধন বাংলাদেশ
fans
#বন্ধন_বাংলাদেশ

28/09/2025

সিজারের রোগীর জন্য আগে থেকে রক্তদাতা খুঁজে রাখুন। মনে রাখবেন সময় মতো রক্ত না পাইলে বিপদ হতে পারে।

আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি এর সম্মানিত প্রতিষ্ঠাতা-সভাপতি এবং গ্রুপ এডমিন জনাব Md. Helal ...
26/09/2025

আলহামদুলিল্লাহ।
আমাদের বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি এর সম্মানিত প্রতিষ্ঠাতা-সভাপতি এবং গ্রুপ এডমিন জনাব Md. Helal Uddin Mahi গত ২১.০৯.২০২৫ইং সারাদিনের ব্যস্ততা আর ক্লান্তি শেষে রাতে একজন বাবার জীবন বাঁচানোর চেষ্টায় মাত্র ৩৩তম রক্ত দানের মাধ্যমে ৩৬তম (৩৪তম হোল ব্লাড+২তম প্লাটিলেট) রক্ত দান কর্মসুচি সম্পন্ন করলেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন রোগী এবং ডোনারের নেক হায়াত দান করেন। 🤲আমিন।

বিঃদ্রঃ আমাদের এই পোস্ট কোন লোক দেখানো এবং কোন স্বার্থের জন্য নয়। শুধু মাত্র রক্ত দানে উৎসাহিত করার জন্য এই পোস্ট। আমরা রক্তদান কর্মসূচি সম্পুর্ণ সেচ্ছাসেবী হিসেবে করছি এবং রক্ত দানে উৎসাহিত করার জন্য এই পোস্ট করছি।

আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি পরিবারের সম্মানিত সদস্য, নিয়মিত রক্তদাতা, সেচ্ছাসেবী ও মানবতার...
26/09/2025

আলহামদুলিল্লাহ।
আমাদের বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি পরিবারের সম্মানিত সদস্য, নিয়মিত রক্তদাতা, সেচ্ছাসেবী ও মানবতার ফেরিওয়ালা Abu Taher ভাই ৮তম রক্ত দান সম্পন্ন করেছেন।

আমরা রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। আমিন।🤲🤲

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর জীবন বাঁচানোর জন্য এই আপু ছুটে এসেছেন রক্ত দেয়ার জন্য। যেখানে একজন যুবক সুঁইকে ভয়...
22/09/2025

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর জীবন বাঁচানোর জন্য এই আপু ছুটে এসেছেন রক্ত দেয়ার জন্য।
যেখানে একজন যুবক সুঁইকে ভয় পাই বলে রক্ত দান করেন না সেখানে এই আপু রক্ত দানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি পরিবার পক্ষ হতে এই আপুর জন্য শুভকামনা রইল।

22/09/2025

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Bandhan Bangladesh-বন্ধন বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bandhan Bangladesh-বন্ধন বাংলাদেশ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

এই page টা সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমূলক কাজের নিমিত্তে সামাজিক দায়বদ্ধতা ও মুক্ত মানসিকতার দীপ্ত উন্মেষ মাত্র! আপনি কি স্বেচ্ছায় রক্তদান করতে চান তাহলে আপনার নাম,লোকেশন,রক্তের গ্রুপ লিখে মেসেজ/শেয়ার দিতে পারেন এই লিংকে । https://www.facebook.com/groups/mdhelal/ https://web.facebook.com/BLDJB/ আপনার আশে পাশে কারো রক্ত লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । রক্তের প্রয়োজনে নিম্নোক্ত তথ্য সমূহ প্রদান করুনঃ ১. রোগির সমস্যা, ২. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে ৩. হসপিটালের নাম ও ঠিকানা, ব্লক/ওয়ার্ড, কেবিন/ বেড নং, কত তলায়, (এ্যাডমিট না থাকলে হসপিটালের নাম লিখে সাথে বহিঃবিভাগ লিখবেন) ৪. কোন দিন ও কোন সময়ের মধ্যে লাগবে এবং ৫. মোবাইল নাম্বার (রোগীর সাথে হসপিটালে যিনি আছে) এবং উনি রোগীর কি হোন? অনুগ্রহ করে তথ্যগুলো দিয়ে Reply করুন অথবা রিপোস্ট করুন আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো। ধন্যবাদ