10/01/2025
☑️☑️ এনার্জি মাশরুম নামে খ্যাত কর্ডিসেফ মিলিটারিস একটি সুপার এনার্জি মাশরুম যা মানবদেহের স্বাস্থ্য উপকারিতার জন্য প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।
☑️☑️ বিশ্বব্যাপী এথলেটস ও ব্যায়ামবিদদের জন্য এটি একটি আদর্শ খাবার। ইহা মানব দেহের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে শ্বাস-প্রশ্বাসের উন্নতি ঘটায়; ফলে জীবনীশক্তি ও শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়। কর্ডিসেফ মিলিটারিস-এ বিদ্যমান নানাবিধ বায়োঅ্যাকটিভ যৌগ যেমন- কর্ডিসেপিন, কডিমিন, পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, এরগোস্টেরল ও অন্যান্য কার্যকরী উপাদান যা শরীরের বিভিন্ন সিস্টেমকে পুনরুজ্জীবিত করে।
☑️☑️ কর্ডিসেপিন কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে সিরাম ক্রিয়েটিনিন এর মাত্রা কমাতে সাহায্য করে। বিভিন্ন গবেষণার ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে সি. মিলিটারিস কার্যকরভাবে বর্ধিত টেস্টোস্টেরনের মাত্রার মাধ্যমে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে ও অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে দেয় ফলে যৌনশক্তিরও বৃদ্ধি ঘটে। ডায়াবেটিস মেলাইটাস থেকে সৃষ্ট প্রজনন বৈকল্য কমাতে কর্ডিসেফ মিলিটারিস একটি সম্ভাব্য ওষুধের পরিপূরক হতে পারে।