Rubaia Parvin Reety

Rubaia Parvin Reety Professionally, I am a nutritionist and a TV Program Presenter.

05/11/2025

আমার কাছে একজন আপু টিয়া পাখির ডায়েট চার্ট চেয়েছেন। 🤍

01/11/2025

ছানার পায়েশ।
৫০০ গ্রাম - ৫০০ টাকা
১ কেজি - ৯০০ টাকা৷
অর্ডার করুন - 01627504069

মাশাআল্লাহ আমার পিটু।
01/11/2025

মাশাআল্লাহ আমার পিটু।

Designer Mizan Somrat bhaiya
31/10/2025

Designer Mizan Somrat bhaiya

30/10/2025

বাংলাদেশের শাড়ি কলকাতায় রিপ্রেজেন্ট করেছি। #রুবাইয়ারীতি #পুষ্টিবিদ

" সাপ্লিমেন্ট ও মেডিসিন ছাড়া ১০ কেজি ওজন কমানোর/বাড়ানোর চ্যালেঞ্জ নিন।  " কোর্স ফি - ৩০০০ টাকা। যারা চ্যালেঞ্জ নিবেন - ১...
30/10/2025

" সাপ্লিমেন্ট ও মেডিসিন ছাড়া ১০ কেজি ওজন কমানোর/বাড়ানোর চ্যালেঞ্জ নিন। "

কোর্স ফি - ৩০০০ টাকা।

যারা চ্যালেঞ্জ নিবেন -

১. আপনি যদি ফিট ও সুন্দর থাকতে চান।
৩. যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান।
৪. চুল পড়া, স্কিনের যেকোনো সমস্যা যদি প্রতিরোধ করতে চান।

নিয়মনীতি -

১. প্রথমে বিকাশে পুরো টাকাই পেমেন্ট করতে হবে।
বিকাশ পার্সোনাল - 01627504069 ( Send Money)
২. ডায়েট চার্ট নেয়ার পর What's App এ পুষ্টিবিদ রুবাইয়া রীতির সাথে প্রত্যেক মুহূর্তে যোগাযোগ রাখতে হবে এবং আপনার লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের আপডেট দিতে হবে।
৩. আপনার ডায়েট চার্ট অন্যের সাথে শেয়ার করবেন না এবং পুষ্টিবিদ ছাড়া অন্যের চার্ট গ্রহন করবেন না।
৪. ডায়েট চার্টের ১ বেলা ফলো না করলে রুবাইয়া রীতিকে জবাবদিহি করতে হবে।
৫. বাইরের খাবার ও দাওয়াতের খাবার খাওয়ার আগে অনুমতি নিতে হবে।
৬. মনে রাখবেন এই চ্যালেঞ্জ গ্রহন করার সাথে সাথে আপনার খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল আমার নিয়ন্ত্রণে চলে আসবে।
৭. উপরোক্ত নিয়মনীতির ৬ টি বিষয়ে আপত্তি থাকলে আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করার প্রয়োজন নেই।

উপকারীতা -

১. ইনশাআল্লাহ ওজন সুস্থভাবে দ্রুত কমে যাবে।
২. ২৪ ঘন্টা না চেয়েও আপনি একজন অভিজ্ঞ পুষ্টিবিদের যোগাযোগে থাকবেন।
৩. ৪-৫ বার ডায়েট চার্ট চেঞ্জ হবে।
৪. চ্যালেঞ্জ শেষে আপনি সফল হলে আপনার জন্য সুন্দর পুরষ্কার থাকবে।
৫. ওজন ১০ কেজি কমানো/বাড়ানোর আগ পর্যন্ত বাড়তি টাকার প্রয়োজন নেই।

রুবাইয়া রীতি
পুষ্টিবিদ, ফরাজী হাসপাতাল লি:

What's App: 01627-504069

#পুষ্টিবিদ #রুবাইয়ারীতি

জানেন একজন মানুষের সৌন্দর্য্য প্রকাশ পায় কখন? যখন সে ভালো ব্যবহার দ্বারা মানুষের মন জয় করে। একজন মানুষ দেখতে যতই সুন্দরী...
30/10/2025

জানেন একজন মানুষের সৌন্দর্য্য প্রকাশ পায় কখন? যখন সে ভালো ব্যবহার দ্বারা মানুষের মন জয় করে। একজন মানুষ দেখতে যতই সুন্দরী হোক তার আচরণ, ব্যবহার ও স্বভাব সুন্দর ও পরিপাটি না হলে প্রথম দেখায় তাকে পছন্দ হলেও ধীরে ধীরে মানুষ তার ভুলে তাকে দূরে সরিয়ে দেয়। সুতরাং কেউ আপনার সাথে ভালো ব্যবহার করলে এবং আপনার বিপদে পাশে থাকলে তার সাথে কখনোই এমন কোনো অন্যায় করে তাকে বিপদে ফেলবেন না যেন পরবর্তীতে সে আর আপনাকে আগের স্থানে রাখতে ভয় পায়। তবুও বলছি কেউ কারোর সাথে অন্যায় করলে মাফ চাইবেন। ক্ষমা সবাই চাইতে পারে না। যে ক্ষমা চাইতে পারে আল্লাহ কখনোই তাকে নিরাশ করেন না।

20/10/2025

Birthday Blast

#রুবাইয়ারীতি #পুষ্টিবিদ

১০ কেজি ওজন কমানোর/বাড়ানোর চ্যালেঞ্জ নিন। কোর্স ফি - ৩০০০ টাকা। যারা চ্যালেঞ্জ নিবেন - ১. আপনি যদি ফিট ও সুন্দর থাকতে চা...
17/10/2025

১০ কেজি ওজন কমানোর/বাড়ানোর চ্যালেঞ্জ নিন।

কোর্স ফি - ৩০০০ টাকা।

যারা চ্যালেঞ্জ নিবেন -

১. আপনি যদি ফিট ও সুন্দর থাকতে চান।
৩. যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান।
৪. চুল পড়া, স্কিনের যেকোনো সমস্যা যদি প্রতিরোধ করতে চান।

নিয়মনীতি -

১. প্রথমে বিকাশে পুরো টাকাই পেমেন্ট করতে হবে।
বিকাশ পার্সোনাল - 01627504069 ( Send Money)
২. ডায়েট চার্ট নেয়ার পর What's App এ পুষ্টিবিদ রুবাইয়া রীতির সাথে প্রত্যেক মুহূর্তে যোগাযোগ রাখতে হবে এবং আপনার লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের আপডেট দিতে হবে।
৩. আপনার ডায়েট চার্ট অন্যের সাথে শেয়ার করবেন না এবং পুষ্টিবিদ ছাড়া অন্যের চার্ট গ্রহন করবেন না।
৪. ডায়েট চার্টের ১ বেলা ফলো না করলে রুবাইয়া রীতিকে জবাবদিহি করতে হবে।
৫. বাইরের খাবার ও দাওয়াতের খাবার খাওয়ার আগে অনুমতি নিতে হবে।
৬. মনে রাখবেন এই চ্যালেঞ্জ গ্রহন করার সাথে সাথে আপনার খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল আমার নিয়ন্ত্রণে চলে আসবে।
৭. উপরোক্ত নিয়মনীতির ৬ টি বিষয়ে আপত্তি থাকলে আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করার প্রয়োজন নেই।

উপকারীতা -

১. ইনশাআল্লাহ ওজন সুস্থভাবে দ্রুত কমে যাবে।
২. ২৪ ঘন্টা না চেয়েও আপনি একজন অভিজ্ঞ পুষ্টিবিদের যোগাযোগে থাকবেন।
৩. ৪-৫ বার ডায়েট চার্ট চেঞ্জ হবে।
৪. চ্যালেঞ্জ শেষে আপনি সফল হলে আপনার জন্য সুন্দর পুরষ্কার থাকবে।
৫. ওজন ১০ কেজি কমানোর/বাড়ানোর আগ পর্যন্ত বাড়তি টাকার প্রয়োজন নেই।

রুবাইয়া রীতি
পুষ্টিবিদ, ফরাজী হাসপাতাল লি:

What's App: 01627-504069

#পুষ্টিবিদ #রুবাইয়ারীতি

অন্যায় মাফ করার মানে এই না যে অতীত ভুলে যাচ্ছি। মাফ সবাই করতে পারে না এবং ভুল না করা সত্ত্বেও মিলেমিশে সবাই থাকতে পারে ন...
16/10/2025

অন্যায় মাফ করার মানে এই না যে অতীত ভুলে যাচ্ছি। মাফ সবাই করতে পারে না এবং ভুল না করা সত্ত্বেও মিলেমিশে সবাই থাকতে পারে না। আল্লাহ তায়ালা সবই জানেন ও দেখেছেন। আমার কখনোই কোন ভুল হয়নি। ভুল একটাই আমি অনেক আবেগী।

15/10/2025

সম্মানের প্রাপ্ত মর্যাদা না দেওয়ার মানে হলো অহংকার করা। রাসুল (সা.) বলেছেন, “যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না” [

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rubaia Parvin Reety posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rubaia Parvin Reety:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category