01/11/2025
ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং এক মাসের ওষুধ প্রদান করা হয়।
২০২৩ সালের জুন মাস থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় চার হাজার (৪০০০) উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের রোগী অনলাইন নিবন্ধনের মাধ্যমে এনসিডি কর্নার থেকে নিয়মিত সেবা নিচ্ছেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি নির্ধারিত টীম সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করে থাকে।
অনলাইন নিবন্ধনের মাধ্যমে এনসিডি কর্নার থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি সঠিক মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে আসতে হবে।
উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি আপনাদের দায়িত্ব হলো হাসপাতাল থেকে সাময়িক সময়ের জন্য ওষুধ প্রদান বন্ধ থাকলে নিজ দায়িত্বে ওষুধ কিনে খাবেন। পাশাপাশি, নিয়মিত হাঁটাচলা করা, ধূমপান এবং সকল প্রকার তামাক ও তামাক জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবেন, আলগা লবন ও চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকবেন, শারীরিক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করবেন এবং ওজন নিয়ন্ত্রণে রাখবেন।
আসুন আমরা সকলে মিলে নীরব ঘাতক উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন হই এবং সুস্থ থাকি।