25/10/2025
আজ ২৫শে অক্টোবর । দিনটা উৎসর্গিত পৃথিবীর সব জলমাথা ও স্পাইনা বিফিডা আক্রান্ত মানুষের জন্য। আমরা আমাদের ছোট্ট পরিসরে চেষ্টা করি কি ভাবে দিনটি ওদের জন্য আনন্দ মুখর করা যায়। তবে এবার আমরা সেভাবে করছি না। চারজন স্পাইনা বিফিডা শিশু যাদের বাকি জীবন হুইল চেয়ারে কাটাতে হবে, তাদের জন্য অটোমেটিক হুইল চেয়ার উপহার দিয়ে তাদের জীবনের পজিটিভ পরিবর্তনের চেষ্টা করছি। আল্লাহ আমাদের নেক নিয়ত কবুল করুন।
আজ ভিডিও হলো আমাদের চার বছরের রাইসার । সে মাদারীপুর থাকে। ও অনেক সময় দুঃখ করে বলতো ও কেন খেলতে যেতে পারে না, স্কুলে যেতে পারে না। তার এই অসীম কষ্ট নিরসনের জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা। আবার ও ধন্যবাদ দিচ্ছি যাদের জাকাতের কারনে এই অসম্ভব সম্ভব হলো।