Dr. MD. Abdus Salam

Dr. MD. Abdus Salam Dr. Md. Abdus Salam
MBBS, BCS(Health)
Lecturer (Microbiology)
Dinajpur Medical College

আসসালামু আলাইকুম।  আগামী দুই মাস ( ১২ অক্টোবর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত)  ফাউন্ডেশন ট্রেনিং এর জন্য  বগুড়ায় থাকবো ইনশাআল্...
12/10/2025

আসসালামু আলাইকুম। আগামী দুই মাস ( ১২ অক্টোবর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত) ফাউন্ডেশন ট্রেনিং এর জন্য বগুড়ায় থাকবো ইনশাআল্লাহ। এ জন্য চেম্বারের সময় সুচিতে পরিবর্তন হচ্ছে। সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত।

রোগী দেখার সময় :

শুক্রবার - সারাদিন
শনিবার - সকাল ১০ টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত

08/10/2025
02/10/2025

তাপ-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার ব্যবস্থাপনা

- হিট ক্র্যাম্পস (Heat Cramps)
- লক্ষণ: বেদনাদায়ক পেশী সংকোচন, সাধারণত পা বা পেটে।
- চিকিৎসা:
- রিহাইড্রেশন (ORS বা লবণ-চিনির পানি)।
- আক্রান্ত পেশী হালকা ম্যাসাজ ও স্ট্রেচিং।
- শীতল পরিবেশে বিশ্রাম।

- হিট এক্সহসশন (Heat Exhaustion)
- লক্ষণ: অতিরিক্ত ঘাম, দুর্বলতা, বমি বমি ভাব, মাথাব্যথা, ঠাণ্ডা ও স্যাঁতসেঁতে ত্বক।
- চিকিৎসা:
- দ্রুত শীতল স্থানে নিয়ে যাওয়া।
- হাইড্রেশন (ORS বা IV নরমাল স্যালাইন প্রয়োজনে)।
- কাপড় ভিজিয়ে শরীর ঠাণ্ডা করা।
- Vital signs মনিটরিং (BP, Pulse, Temp)।

- হিট স্ট্রোক (Heat Stroke)
- লক্ষণ: Core temperature >40°C, CNS dysfunction (confusion, seizure, coma), Anhidrosis (ঘাম বন্ধ হওয়া)।
- জরুরি ব্যবস্থা:
- Rapid Cooling: Ice packs (গ্রিন, বগল, ঘাড়ে), Fan with water spray, Cold IV fluids।
- Airway, Breathing, Circulation (ABC) নিশ্চিত করুন।
- ICU ম্যানেজমেন্ট প্রয়োজন হতে পারে

- প্রিভেনশন (Prevention):
- Hydration জোরদার করুন (প্রতি দিন ৩ লিটার পানি)।
- Direct sunlight এড়ান, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন।
- High-risk patients (DM, HTN, CKD, Elderly) কে বিশেষ মনোযোগ দিন।
- Physical activity সময় বিরতি নিন ও শীতল পরিবেশ বজায় রাখুন।

- ফার্মাকোলজিক ম্যানেজমেন্ট:
- Avoid Paracetamol—ineffective in heat stroke
- Benzodiazepines (seizure control)
- Electrolyte correction (Na+, K+, Mg2+ imbalance check করুন)।

সতর্কতা: দেরিতে ট্রিটমেন্ট হলে রোগীর মৃত্যুঝুঁকি হতে পারে 😭😭😭

ধন্যবাদ

শুভ সকাল🤲
01/10/2025

শুভ সকাল🤲

এই গরমে অনেকের অনেক ধরনের Skin disease হচ্ছে। এত মাঝে Fungal infection অন্যতম। Fungal এর কথা বললেই মাথায় সবার আগে আসে Ti...
30/09/2025

এই গরমে অনেকের অনেক ধরনের Skin disease হচ্ছে। এত মাঝে Fungal infection অন্যতম। Fungal এর কথা বললেই মাথায় সবার আগে আসে Tinea এর কথা।

Tinea এর কয়েকটি variant আছে। যেমন-
- Tinea facialis
- Tinea cruris
- Tinea corporis
- Tinea unguinum
- Tinea Barbae
- Tinea manuum
- Tinea pedis

আজ এখানে আমি বলবো, Tinea corporis সম্পর্কে--

(১) শরীরের কোন অংশ আক্রান্ত হয়? (Sites)

- বগল
- কুচকি
- পেঁটের ভাঁজ

(২) আক্রান্ত হবার কারণ? (causes)

- টিনিয়া কর্পোরিস ডার্মাটোফাইট নামে পরিচিত একটি ক্ষুদ্র ছত্রাক দ্বারা সৃষ্টি হয়। এই ক্ষুদ্র ছত্রাকগুলি সাধারণত ত্বকের উপরিভাগে বাস করে এবং যখন সুযোগ পায়, তখন তারা ফুসকুড়ি বা সংক্রমণ ঘটাতে পারে।

এখন জানতে হবে, এরা কখন কখন সংক্রমণ ঘটানোর সুযোগ পায়?

- ভেজা এবং আদ্র শরীরে, অতিরিক্ত ঘেমে গেলে।
- ইম্যুন ডেফিসিয়েন্সি যাদের রয়েছে। ( যেমন - এইডস।
- গরম এবং বদ্ধ পরিবেশে বসবাস করা।
- আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে থাকে এবং তার ব্যবহৃত জিনিস ব্যবহার করা। ( যেমন- গামছা, তোয়ালে, পোশাক।)

(৩) লক্ষণ-

- এগুলো সাধারণত গোলাকার চাকতির মতো দেখতে হয়। প্রথমে ছোট্ট ফুসকুড়ির মতো উঠলেও পরে আস্তে আস্তে বৃত্তাকার হয়। এবং এই চাকার আকার, আকৃতি দিন দিন বাড়তে থাকে।

- আক্রান্ত স্থাণে চুলকানি এবং অস্বস্তি হয়।

- ফুসকু্ঁড়ির চারপাশের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

(৪) ডায়াগনোসিস -

- ত্বকের স্ক্র‍্যাপিং এর উপর কেরাটিন দ্রবীভূত করার জন্য এক ফোঁটা পটাশিয়াম হাইড্রোকক্সাইড দ্রবণে দ্রবীভূত করে, অণুবীক্ষণ যন্ত্রের নীচে ফাংসের উপস্থিতি বুঝা যায়।

(৫) চিকিৎসা -

- এটার প্রধান চিকিৎসা হলো আক্রান্ত স্থানে এন্টিফাংগাল ক্রিম ব্যবহার করা। (২-৪ সপ্তাহের জন্য, দিনে ১ বার)

- এছাড়াও ওরাল এন্টি ফাংগাল ড্রাগও ব্যবহার করা যায়। এক্ষেত্রে Itraconazole, Tebinafine, ketoconazole চয়েস লিস্টে থাকতে পারে।

(৬) প্রতিরোধ -

- পানি, মাটি এবং গাছপালা স্পর্শ করার পরে ভালো করে হাত ধোয়া।

- আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা।

- ঢিলেঢালা পোশাক পড়া।

ধন্যবাদ।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Piarul, Nazmul Hossain, Masum Khan, M...
30/09/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Piarul, Nazmul Hossain, Masum Khan, Mosharraf Hossain, চিরচেনা সাহিদ, Munna Ahmed, Anisur Rahman, Mamun Rosid, Mi Rubel, Jahangir Kabir

Scabies (খোস পাঁচড়া/খুজলি) ও এর ব্যবস্থাপনা:Scabies হলো Sarcoptes scabiei var. hominis নামক মাইট (এক ধরনের ক্ষুদ্র পরজীব...
27/09/2025

Scabies (খোস পাঁচড়া/খুজলি) ও এর ব্যবস্থাপনা:

Scabies হলো Sarcoptes scabiei var. hominis নামক মাইট (এক ধরনের ক্ষুদ্র পরজীবী) দ্বারা সৃষ্ট একটি চর্মরোগ। এটি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে ছড়ায় এবং সাধারণত পরিবার বা ঘনিষ্ঠ পরিবেশে দ্রুত ছড়িয়ে যেতে পারে।

বেশ কিছুদিন ধরে আমাদের দেশে বিশেষ করে শহরাঞ্চলে এ রোগ সর্বত্রই ছড়িয়ে পড়েছে। কেউ কেউ একে কোভিড-১৯ এর টিকা নেওয়ার ফলে সৃষ্ট চুলকানি বলে অপপ্রচার চালাচ্ছে। কোভিডের টিকার সাথে এ রোগের কোন রকম সম্পর্ক নেই।

# লক্ষণসমূহ:

১. তীব্র চুলকানি – বিশেষ করে রাতে বেড়ে যায়।

২. চামড়ায় গুটি বা ফুসকুড়ি – সাধারণত হাতের আঙুলের ফাঁকে, কব্জিতে, কনুই, নাভি, উরু, কোমর, বগল ও পুরুষাঙ্গে দেখা যায়।

৩. বারো (Burrows) – মাইটের খোঁড়া ছোট সাদা রেখা, যা সাধারণত হাতের আঙুলের ফাঁকে দেখা যায়।

৪. সংক্রমণ – চুলকানোর ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ (secondary infection) হতে পারে।

# রোগ নির্ণয় (Diagnosis):

সাধারণত রোগীর ইতিহাস ও ক্লিনিক্যাল লক্ষণের ভিত্তিতে নির্ণয় করা হয়।

# চিকিৎসা ও ব্যবস্থাপনা:

১. ওষুধ: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী

২. জীবনধারা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা:

- পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে, কারণ এটি অত্যন্ত সংক্রামক।

- ব্যবহৃত পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে।

- সংক্রমিত ব্যক্তির কাপড়, বিছানা ৩ দিন আলাদা রাখা উচিত।

- নখ কেটে পরিষ্কার রাখা ও অতিরিক্ত চুলকানো থেকে বিরত থাকা জরুরি।

৩. বিশেষ বিবেচনা:

- Crusted scabies (নরওয়েজিয়ান স্ক্যাবিস): রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তীব্র আকার ধারণ করতে পারে এবং উচ্চমাত্রার আইভারমেকটিন ও পারমেথ্রিন প্রয়োজন হয়।

- চিকিৎসকের পরামর্শে শিশু ও গর্ভবতীদের ক্ষেত্রে নিরাপদ চিকিৎসা বেছে নিতে হবে।

- সঠিক চিকিৎসার পরেও চুলকানি ২-৪ সপ্তাহ থাকতে পারে, যা ইমিউন প্রতিক্রিয়া (post-scabetic itch) বলে পরিচিত।

নোট:
- দীর্ঘ মেয়াদে এই রোগ বিশেষ করে শিশুদের কিডনির জটিলতা সৃষ্টি করতে পারে।
- এটি যৌন বাহিত রোগ, তাই সাবধানতা অবলম্বন করতে হবে।
- প্রচন্ড সংক্রামক হওয়ার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহন অতীব গুরুত্বপূর্ণ ও চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন ঔষধ গ্রহন করা যাবে না।

ধন্যবাদ।

রোগী দেখার সময়: বৃহস্পতিবার, শনিবার, রবিবার, সোমবার বিকাল ৩ টা থেকে ৮ টা পর্যন্ত। এবং শুক্রবার সারাদিন।
26/09/2025

রোগী দেখার সময়:
বৃহস্পতিবার, শনিবার, রবিবার, সোমবার বিকাল ৩ টা থেকে ৮ টা পর্যন্ত।
এবং শুক্রবার সারাদিন।

দিনাজপুর মেডিকেল কলেজ হতে আগত আপনাদের অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় ডাক্তার ডা. মো: আব্দুস সালাম।  তাই আপনার সুস্বাস্থ্য স...
24/09/2025

দিনাজপুর মেডিকেল কলেজ হতে আগত আপনাদের অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় ডাক্তার ডা. মো: আব্দুস সালাম। তাই আপনার সুস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আজই আসুন স্বাস্থ্য সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে, শিবদিঘী মোড়, রানীশংকৈল।

প্রয়োজনে ০১৩৩৯৫৫১৬০২

রোগী দেখার সময় :

বৃহস্পতিবার - বিকাল ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত
শুক্রবার - সারাদিন
শনিবার - বিকাল ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত
রবিবার - বিকাল ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত
সোমবার - বিকাল ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত

Address

Dinajpur Medical College
Dinajpur
5200

Telephone

+8801751324540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. MD. Abdus Salam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. MD. Abdus Salam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram