10/03/2023
✅✅পারফরমেন্স চাই✅✅
❌❌পার্সেনটিজ % নয়❌❌
❌❌❌খামারীগনদের উদ্দেশ্যে বলি আপনাদের খামারে সাদা কালো (ক্রস) গাভীকে কখনোই ১০০% বীজ দিয়ে প্রজনন করাবেন না।❌❌❌
সবাই শুধু জানতে চায় গরুটা কত পার্সেন্ট % ?
আমরা সবাই চাই,পার্সেনটিজ % নয়,
পারফরমেন্স চাই,অর্থাৎ
গাভীটি কত লিঃ দুধ দিচ্ছে সেটা গুরুত্ব দিন,
গাভীর বাচছা জম্মের পর সঠিক ওজন নিয়ে ভাল ভাবে বেড়ে উঠছে কিনা সেটা দেখতে হবে,
বাচ্ছা রোগ মুক্ত ভাবে বেড়ে উঠছে কিনা সেটা দেখতে হবে,
তাহলেই আমাদের খামার লাভবান হবে,
আমাদের দেশের তাপমাত্রা গরম,এ দেশে ১০০% ফ্রিজিয়ান গাভী পালন সম্ভব নয়,কারন ফ্রিজিয়ান গাভী বরপের বা তুষারের দেশের গরু,হলেন্ডের ফ্রিজলেন্ড নামক স্থানে ফ্রিজিয়ান গাভীর জম্ম, সেখানে ঠান্ডা আবহাওয়ায় এরা ভাল ভাবে বেড়ে উঠে,
কিন্তু আমাদের দেশের গরম আবহাওয়ায় ১০০% বা পিউর ফ্রিজিয়ান গাভী ভাল ভাবে বেড়ে উঠতে পারেনা,আমাদের দেশে আবহাওয়ায় আদ্রতা বেশী,যা গাভীর শরীরের সাথে এডজাষ্ট হয় না,গরম পড়লে ফ্রিজিয়ান হাঁপাতে থাকে,মুখ দিয়ে লালা ঝরে,অসুস্থ হয়ে যায়,সৌদীতে বা মরুভূমিতে আমাদের থেকে তাপমাত্রা বেশি হলেও, আদ্রতা কম তাই সেখানে ১০০% পিউর ফ্রিজিয়ান পালন করা সম্ভব,
তাই আমাদের দেশের আবহাওয়ার জন্য ৬২% পার্সেন্ট ব্লাডের ফ্রিজিয়ান পালন করা বেশ উপযোগী,এর চেয়ে বেশি % এর গাভী পালন করা উচিত নয়,তবে কেউ কেউ ৭৫% ব্লাডের ফ্রিজিয়ান গাভী পালন করতে চাই, এটাই লাষ্ট বর্ডার, এর থেকে বেশি % এর ফ্রিজিয়ান গাভী পালন করা লাভ জনক না হয়ে উল্টা লস হবে,
কারন তখন এই সব হাই % ফ্রিজিয়ান গাভী আমাদের তাপমাত্রায় খাপ খাওয়ানো যাবেনা এবং রোগ বেশি হবে,
দুধ ও মাংস দুটোই কম উৎপাদন হবে,
আয়ের চেয়ে খরচের পরিমান বেড়ে যাবে,
তাই আমরা সবাই বেশি % এর গাভী না খুজে,বেশি পারফরমেন্স খুজব বেশি দুধ দেয়া গাভী খুজতে হবে, কারন আমাদের দেশের গরম আবহাওয়ায় বেশী % এর গাভী কিন্তু বেশি দুধ দিতে সক্ষম হবে না,
ক্রস গাভীকে ১০০% সিমেন দিয়ে প্রজনন না করাই ভাল,
যদি আমাদের একটি ক্রস গাভী ৭৫% ফ্রিজিয়ান হয়,,দুধ ২০ লিঃ,বেশি/ কম,
ষাড় ১০০%, মায়ের দুধের ক্ষমতা ৫০ লিঃ,
তাহলে জম্ম নেয়া বকনা হবে ৩৭.৫% + ৫০%=৮৭.৫%
দুধ দেওয়ার কথা ১০+২৫=৩৫ লিঃ,বেশি/ কম,
আমাদের দেশে ৩৫ লিঃ থাকলেও এই বকনা গাভী হলে ৩৫ লিঃ দুধ দিতে পারবে না,
কারন এর ব্লাড % বেশি,
এই বকনা জম্মের পর এর অনেক রোগ হবে,
ভাল ওজন নিয়ে বেড়ে উঠবে না,
গরম সহষ্য করতে না