আশার আলো হোমিও হল

আশার আলো হোমিও হল Homeo Practitioner Abu Bakar Siddique. M.A; L.H.M.P; D.H.M.S (In Course). ASHAR ALO HOMEO HALL
Gopalpur Bazar, Durgapur, Rajshahi.

24/09/2025

🍀 ্ষনে হোমিওপ্যাথি।
🌺হোমিওপ্যাথি আয়ত্ব করতে যাদের কষ্ট হয়/বা আত্মস্ত করতে ইচ্ছুক তাঁদের জন্য পোষ্টটি গুরুত্বপূর্ন।এখান থেকে প্রাথমিক ধারনা নিয়ে বসে যান মেটেরিয়া মেডিকা নিয়ে।৫০টির ধারনা দেওয়া হল।প্রতিটি অন্তরে গেথে নিন।
( #শুধুমাত্র_শেখার_জন্য )

1🎯 আঘাত পেয়ে যেকোন রোগ হলে- Arnica
2🎯 হঠাৎ আসা তরুণ বা যেকোন রোগে- Aconite
3. গলায় মাছের কাঁটা বিধলে-Silicia 200
4. ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে-Staphysagria
5. পিন, তারকাটা, পেরেক, লোহা বিধলে-Ledum Pal 200
6. অতিরিক্ত হাঁচি আসলে-Natrum Mur 30
7. যানবাহনে চড়ে বমি হলে-Cocculus Ind
8. ঘুমের মাঝে নাক ডাকলে- O***m
9. ঘুম না আসলে- O***m
10. অত্যধিক ঘুমের জন্য লেখা পড়ার ক্ষতি হলে-Ferrum Phos 3x
11. চোখের পাতায় বার বার অঞ্জলি/তেলেঙ্গা হলে-Staphysagria
12. যেকোন স্থানে, যেকোন ব্যথায়-Mag phos 6x
13. ক্ষুধা ও বলশক্তি বৃদ্ধির জন্য-Nux Vom Q
14. খাবারে রুচি না থাকলে-Amloki Q
15. শরীরের কোন স্থান কেটে রক্তপাত ঘটলে-Calendula Q (বাহ্যিক)
16. বর্ষা/বৃষ্টির কারণে যেকোন রোগ হলে-Rhus Tox
17. আমাশয় হলে-Merc Sol
18. আমাশয়ে রক্ত গেলে-Merc Cor
19. শরীরের যেকোন স্থান দিয়ে টাটকা লাল রক্ত স্রাব হলে-Sinaberis
20. কি ঔষধ প্রয়োগ করবেন না জানলে-NuxVom- 30
21. নড়াচড়া বা চাপলে আরাম-RhusTox
22. চুপচাপ থাকলে আরাম-Bryonia Alb
23. স্কুল কলেজ/অবিবাহিত যুবকদের কামরিপু দমনের জন্য Cantharis
24. গায়ক/বক্তার স্বর ভেঙ্গে গেলে-Custicum/Arg Nit
25. স্মরণশক্তি লোপ পেলে-Anacardium
26. খিটখিটে মেজাজ বদ-রাগি লোকদের যেকোন রোগে-Camomila
27. আগুন, গরম ও রৌদ্রজনিত যেকোনো রোগে বা সমস্যায়-Glonoine
28. শুঁচিপায়ি রোগির জন্য- Syphillinum-10m
29. বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে-Cina
30. মৌমাছি হুল ফুটালে-Apis Mel
31. চুন খেয়ে জিহ্বা পুড়লে/সমস্যা হলে-Causticum
32. পিঠে ব্যথায়-Lycopodium
33. ঘাড় ব্যথার জন্য-Conium
34. দুরগন্ধযুক্ত যেকোন স্রাব হলে-Achinesia
35. সোরাইসিসের জন্য-Gynocardium Q
36. যা খায় তাই বমি করে, কোন খাবার হজম হয়না-Symphoricur pus 30
37. মাথায় যন্ত্রনা বা ব্রেনের যেকোন সমস্যায়- Kali Phos 6x
38. মহিলাদের জরায়ু ঝুলে গেলে-Sipia 200
39. মহিলাদের তল পেটে ব্যথা হলে-Colophylom Q
40. প্রস্রাব ধারনে অক্ষমতা-Causticum 200
41. গুরুপাক খাবার খেয়ে অসুখ হলে-Pulsitilla
42. যেকোনো বাতের জন্য -Guacum
43. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে-Calcaria phos-6x
44. শরীরে আইরনের অভাব হলে-Ferum phos-6x
45. শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন হলে- Five Phos
46. ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে মাথাব্যথা-Calcaria phos
47. রোগী কথায় কথায় “ #যদি” শব্দ থাকলে- Arg Nit 200
48. মুখ ও গলার ভিতর যেকোন রোগে- Marc Sol
49🎯ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঔষধ- Eupatorium Perfoliatum
50🎯 হৃদরোগের মহা ঔষধ- Crataegus Oxyacantha

#বিঃদ্রঃ সংগৃহীত তথ্য গুলো শুধুমাত্র প্রাথমিক ধারনা পেতে সহযোগীতা করবে। বিষদভাবে জানতে মেটেরিয়া মেডিকা আবশ্যক।

🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে। তবে হোমিওপ্যাথি সম্পর্কে জ্ঞান না থাকলে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিৎ নয়।

তাই ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ সেবন ই বিপদজনক।

20/09/2025

🔹 ক্যান্হারিস (Cantharis) এর ১০০টি লক্ষণ

১–২০ : প্রস্রাব ও মূত্রতন্ত্র
1. প্রস্রাবে প্রচণ্ড জ্বালা।
2. ঘন ঘন প্রস্রাবের তাগিদ।
3. অল্প অল্প প্রস্রাব হওয়া।
4. প্রস্রাবের সময় ভয়ানক ব্যথা।
5. প্রস্রাব আটকে যাওয়া।
6. প্রস্রাব করতে না পেরে যন্ত্রণায় কাতর হওয়া।
7. প্রস্রাবের সঙ্গে রক্ত আসা।
8. প্রস্রাবের রঙ গাঢ় লাল।
9. মূত্রথলি ফোলা।
10. কিডনির এলাকায় ব্যথা।
11. মূত্রথলিতে প্রদাহ।
12. প্রস্রাব না হওয়ার কারণে খিঁচুনি।
13. প্রস্রাব শুরু হওয়ার আগে যন্ত্রণা।
14. প্রস্রাবের সময় যন্ত্রণা।
15. প্রস্রাব শেষ হওয়ার পরও যন্ত্রণা থাকে।
16. প্রস্রাব করতে গিয়ে পেট চাপলাগে।
17. মূত্রথলিতে টান টান ভাব।
18. প্রস্রাবে জ্বালা এততীব্র যে রোগী জলখেতে ভয়পায়।
19. প্রস্রাব ফোঁটা ফোঁটা করে আসা।
20. প্রস্রাবে পুঁজ মিশ্রিত।

২১–৪০ : ত্বক ও পোড়া
21. হঠাৎ গরমে পোড়া ব্যথা।
22. পোড়ার জায়গায় তীব্র জ্বালা।
23. পোড়ার পর ফোস্কা ওঠা।
24. ফোস্কা ভরা ঘা।
25. পোড়ার পর ক্ষত ধীরে শুকানো।
26. সূর্যের তাপে জ্বালা।
27. গরম পানিতে হাত-পা পুড়ে যাওয়া।
28. ফোসকার চারপাশ লাল হয়ে ফোলা।
29. চামড়া চুলকানি।
30. গরমে চামড়ায় ফোসকা।
31. জল লাগলেই পোড়ার জায়গায় ব্যথাবাড়ে।
32. শরীরে অসহ্য জ্বালা, পানি ঢালতে ইচ্ছা হয়।
33. শরীরে ছোট ছোট পানিভরা ফোসকা।
34. ফোসকা ভেঙে পুঁজ হওয়া।
35. ব্যথার কারণে শরীর ছটফট করা।
36. পোড়ার জায়গায় ঠান্ডা লাগলেই আরাম।
37. সূর্য পোড়ার কারণে মাথা ব্যথা।
38. গরমে সারা শরীর লাল হয়ে যাওয়া।
39. পোড়া জায়গায় স্পর্শ সহ্য হয়না।
40. পোড়া জায়গায় শীতল জল দিলে জ্বালাকমে।

৪১–৬০ : হজম ও পেট
41. পেটে জ্বালা।
42. পেটের ভেতর টান টান ভাব।
43. অন্ত্রে প্রদাহ।
44. রক্তমিশ্রিত পাতলা পায়খানা।
45. পায়খানা করার সময় ব্যথা।
46. অর্শ্বরোগের ব্যথা।
47. পেট ফাঁপা।
48. পেটে কুঁচকানো ব্যথা।
49. তীব্র গ্যাসের ব্যথা।
50. পেট ব্যথা প্রস্রাবের সাথে সম্পর্কিত।
51. পেটেজ্বালা এতবেশি যে জল খেলেও বাড়ে।
52. বমি বমি ভাব।
53. টক ঢেকুর।
54. বমিতে রক্ত।
55. খাওয়ার পর জ্বালা বাড়ে।
56. খাওয়ার সময় পানি খেলেই ব্যথা।
57. মুখ শুকনো।
58. মুখের ভেতর ফোসকা।
59. জিভে সাদা আস্তরণ।
60. মুখে পুড়ার মত অনুভূতি।

৬১–৮০ : নারীদের উপসর্গ
61. যোনিতে তীব্র জ্বালা।
62. প্রস্রাবের সাথে যোনি ব্যথা।
63. জরায়ু অঞ্চলে টান টান ব্যথা।
64. যোনিতে প্রদাহ।
65. মাসিকে তীব্র ব্যথা।
66. মাসিকের সময় প্রস্রাবের জ্বালা বাড়ে।
67. জরায়ু থেকে রক্তপাত।
68. যোনিপথে ফোসকা।
69. গর্ভাবস্থায় মূত্রথলির ব্যথা।
70. প্রসবের পর প্রস্রাব আটকে যাওয়া।
71. যোনিতে শীতল জলদিলে আরামলাগে।
72. সাদা স্রাবের সময় জ্বালা।
73. জরায়ুর প্রদাহ।
74. যোনি শুকিয়ে যাওয়া।
75. ডিম্বাশয়ে ব্যথা।
76. যৌন সম্পর্কের সময় ব্যথা।
77. যৌন সম্পর্কের পর প্রস্রাবে জ্বালা।
78. মাসিক বেশি হওয়া।
79. মাসিকের রক্ত গাঢ়।
80. মেয়ে শিশুর প্রস্রাব আটকে যাওয়া।

৮১–১০০ : অন্যান্য উপসর্গ
81. পুরুষদের যৌনাঙ্গে প্রদাহ।
82. পুরুষদের যৌন উত্তেজনা অস্বাভাবিক বেড়ে যাওয়া।
83. পুরুষদের প্রস্রাবে রক্ত।
84. পুরুষাঙ্গে ফোসকা।
85. স্নায়বিক উত্তেজনা বেড়ে যাওয়া।
86. খিঁচুনি জাতীয় অবস্থা।
87. শরীরে অস্থিরতা।
88. রোগী জল দেখতে পারেনা।
89. রোগী জল খেলেই কষ্ট বেড়েযায়।
90. প্রচণ্ড তৃষ্ণা।
91. আলো সহ্য হয় না।
92. শব্দে অসহ্যতা।
93. শরীর গরম থাকে।
94. জ্বরের সময় শরীরে জ্বালা।
95. মাথায় গরম অনুভূতি।
96. মাথা ঝিম ঝিম।
97. মাথায় ব্যথা।
98. চোখে জ্বালা।
99. কানে টান টান ব্যথা।
100. অস্থির হয়ে ছটফট করা।



👉 সারসংক্ষেপ:
ক্যান্হারিস মূলত প্রস্রাবের জ্বালা-ব্যথা, মূত্রথলির প্রদাহ, কিডনির সমস্যা, পোড়া ফোসকা, এবং যেকোনো তীব্র জ্বালা জাতীয় সমস্যায় কার্যকর।
সংগৃহীত।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩ এর গেজেট
20/09/2025

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩ এর গেজেট

16/09/2025

✔️🎍১০টি ভিন্ন ভিন্ন রোগের জন্য ৩টি করে হোমিও ঔষধ এবং তাদের প্রধান কাজ (লক্ষণ) সাজিয়ে দিলাম:( সংগৃহীত)।

১. জ্বর (Fever)

1. Aconite – হঠাৎ ঠান্ডা লাগার পর জ্বর, অস্থিরতা, ভয়।

2. Belladonna – হঠাৎ উচ্চ জ্বর, লালচে চোখ-মুখ, মাথা ব্যথা।

3. Arsenicum Album – জ্বরের সাথে তীব্র দুর্বলতা, তৃষ্ণা, উদ্বেগ।

---

২. কাশি (Cough)

1. Drosera – দীর্ঘক্ষণ কাশি, রাতে বেশি, বমি পর্যন্ত হয়।

2. Spongia – শুকনা কাশি, শ্বাসে বাঁশির মত শব্দ।

3. Antimonium Tart – বুক ভরা কফ, উঠাতে কষ্ট হয়।

---

৩. ডায়রিয়া (Diarrhoea)

1. Podophyllum – সকালে পাতলা, ঝর্ণার মত পায়খানা।

2. Arsenicum Album – ডায়রিয়ার সাথে দুর্বলতা ও তীব্র তৃষ্ণা।

3. China – বেশি পরিমাণ ডায়রিয়ার পর দুর্বলতা।

---

৪. মাথা ব্যথা (Headache)

1. Belladonna – হঠাৎ মাথা ব্যথা, লাল চোখ, আলো সহ্য হয় না।

2. Nux Vomica – কাজের চাপ বা বদহজমে মাথা ব্যথা।

3. Glonoinum – রোদে হাঁটার পর মাথা ব্যথা।

---

৫. পেট ব্যথা (Abdominal Pain)

1. Colocynth – ক্রোধ বা দুঃখের পর তীব্র পেট ব্যথা, হাঁটু মুড়ে শোয়ার ইচ্ছে।

2. China – গ্যাস জমে পেট ফাঁপা, চাপ দিলে আরাম।

3. Carbo Veg – অতিরিক্ত গ্যাস, ডাকার পর আরাম।

---

৬. ত্বকের সমস্যা (Skin Diseases)

1. Sulphur – পুরনো চুলকানি, গরমে বাড়ে, রাতে বেশি।

2. Graphites – ত্বক ফেটে যায়, আঠালো স্রাব বের হয়।

3. Rhus Tox – চুলকানি, ফোস্কা, গরমে আরাম লাগে।

---

৭. বমি (Vomiting)

1. Ipecac – অবিরাম বমি বমি ভাব, কিছু খেলেই বমি।

2. Nux Vomica – অতিভোজন বা মদ্যপানের পর বমি।

3. Arsenicum Album – খাবার-পানির সাথে বমি, দুর্বলতা।

---

৮. মূত্র সমস্যা (Urinary Disorders)

1. Cantharis – ঘন ঘন প্রস্রাব, জ্বালা, অল্প অল্প প্রস্রাব।

2. Apis Mellifica – প্রস্রাব আটকে থাকে, জ্বালা, ফুলে যাওয়া।

3. Sarsaparilla – প্রস্রাবের শেষে জ্বালা, কিডনির সমস্যা।

---

৯. অ্যাজমা / শ্বাসকষ্ট (Asthma)

1. Arsenicum Album – রাতে শ্বাসকষ্ট, শুতে পারা যায় না।

2. Ipecac – কাশি ও শ্বাসকষ্ট একসাথে, কফ ওঠে না।

3. Antimonium Tart – বুক ভরা কফ, শ্বাসকষ্টে হাঁপ ধরা।

---

১০. স্নায়বিক দুর্বলতা (Nervous Weakness)

1. Phosphoric Acid – দুঃখ বা চিন্তার পর দুর্বলতা।

2. Kali Phos – অতিরিক্ত পড়াশোনা বা কাজের পর স্নায়বিক দুর্বলতা।

3. Ignatia – মানসিক আঘাত বা দুঃখে দুর্বলতা, হঠাৎ কান্না।

🩺Dr.Md.Forhad Hossain
D.H.M.S(B.H.B),DHAKA
Pdt(Hom)
Consultant:Homoeopathic Medicine
Helpline:01955507911

15/09/2025

প্রকৃতির ১০ টি শক্তিশালী ওষুধ

09/09/2025

হোমিওপ্যাথি কী? হোমিওপ্যাথি কীভাবে কাজ করে?
?

নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক গন নামের পূর্বে ডা: পদবী ব্যবহার করতে পারবেন।
31/08/2025

নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক গন নামের পূর্বে ডা: পদবী ব্যবহার করতে পারবেন।

14/07/2025

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।

©Copy.

11/07/2025

কোন ঔষধের সকল লক্ষণ রোগীর মধ্যে থাকা জরুরি নয়, বরং রোগীর সকল লক্ষণ যে ঔষধের সাথে সব চেয়ে বেশি মিলে যাবে, তা-ই হবে রোগীর ঔষধ।

Address

Gopalpur Bazar
Durgapur

Alerts

Be the first to know and let us send you an email when আশার আলো হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram