16/12/2025
মহান বিজয় দিবস কেবল উৎসবের দিন নয়, এটি একটি আত্মজিজ্ঞাসার দিন !
ফরিদপুর ডিবেট ফোরামের পক্ষ থেকে প্রতিবছর ১৬ই ডিসেম্বর গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
আমরা নাগরিকদের প্রশ্ন করি-“দেশ নিয়ে আপনি কী ভাবছেন?”
এই কর্মসূচি জনগণকে শুধু স্মরণ করায় না যে আমরা স্বাধীন, বরং মনে করিয়ে দেয় এই স্বাধীনতার দায়ও আমাদের। একটি স্বাক্ষর এখানে নিছক নাম নয়; এটি একটি মতামত, একটি প্রতিশ্রুতি, একটি নাগরিক অবস্থান।
গণস্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষ- ছাত্র, শিক্ষক, শ্রমজীবী, প্রবীণ সকলেই রাষ্ট্রচিন্তায় অংশ নেওয়ার সুযোগ পান। এতে করে বিজয় দিবস আবেগের গণ্ডি পেরিয়ে চিন্তার মঞ্চে রূপ নেয়। দেশপ্রেম তখন কেবল স্লোগান নয়, হয়ে ওঠে দায়িত্বশীল ভাবনার নাম।
আমাদের এই কর্মসূচির সবচেয়ে বড় গুরুত্ব হলো—
এটি প্রশ্ন তোলে, সচেতনতা তৈরি করে এবং ভবিষ্যতের নাগরিকদের চিন্তাশীল করে গড়ে তোলে।
কারণ যে জাতি প্রশ্ন করতে জানে, সেই জাতিই এগিয়ে যেতে পারে।
ফরিদপুর ডিবেট ফোরাম বিশ্বাস করে, বিজয়কে ধরে রাখতে হলে শুধু স্মরণ নয়, প্রয়োজন সচেতন অংশগ্রহণ।
আর সেই পথচলার এক অনন্য উদ্যোগই হলো আমাদের বিজয় দিবসের গণস্বাক্ষর কর্মসূচি। 🇧🇩