সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

  • Home
  • Bangladesh
  • Feni
  • সিভিল সার্জনের কার্যালয়, ফেনী

সিভিল সার্জনের কার্যালয়, ফেনী The official page of Office of The Civil Surgeon,
Feni.

24/10/2025
📢 আগামীকাল ফেনী জেলায় ২৫/১০/২৫ তারিখ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে তার তালিকা নিম্নে দেয়া হল :ফেনী পৌরসভ...
24/10/2025

📢 আগামীকাল ফেনী জেলায় ২৫/১০/২৫ তারিখ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে তার তালিকা নিম্নে দেয়া হল :

ফেনী পৌরসভা:
---------------

১. পৌরসভা স্থায়ী টিকাদান কেন্দ্র :

ফেনী সদর উপজেলা:
--------------------
কাজিরবাগ ইউনিয়ন।
১ নং ওয়ার্ড মধ্যম সোনাপুর তালিমুল কোরআন মাদ্রাসা
২নং ওয়ার্ড আদিল শাহ নূরানী মাদ্রাসা।
৩ নং ওর্য়াড মজিদ মিয়ার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

কালিদহ ইউনিয়ন।
১ নং ওর্য়াড লালপুল আয়েশা ছিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা, লালপুল জামেয়া কোরআন মাদ্রাসা এবং লালপুল মারকাযুল হুদা মহিলা মাদ্রাসা।
২ নং ওর্য়াড মাইজবাডিয়া জাইমা হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা।
৩ নং ওর্য়াড আলোকদিয়া নুরানি ইবতেদায়ী মাদ্রাসা।

মোটবী ইউনিয়ন।
১ নং ওর্য়াড মোটবী চৈতুল্লা নুরানি মাদ্রাসা।
২ নং ওর্য়াড ইজ্জত পুর হাফেজিয়া মাদ্রাসা।
৩ নং ওর্য়াড জামেয়া রশিদিয়া উত্তর শাখা ও জামেয়া রশিদিয়া মধ্যম শাখা ।

ছনুয়া ইউনিয়নঃ-
১নং ওয়ার্ড- হাফেজীয়া নুরানী মাদ্রাসা।
২নং ওয়ার্ড- পশ্চিম ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩নং ওয়ার্ড- টঙ্গীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফরহাদ নগর ইউনিয়ন
১নং ওয়ার্ড- মধ্যম ফরহাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২নং ওয়ার্ড- সায়েরা খাতুন নুরানী মাদ্রাসা।
৩নং ওয়ার্ড- আদর্শ নুরানী হাফেজী মাদ্রাসা।
: ধর্মপুর ইউনিয়ন
১নং ওয়ার্ড -পূ্র্ব কাছাড় মদিনাতুল উলুম মাদ্রাসা।
২নং ওয়ার্ড -ছালেহা সুলতানা মহিলা মাদ্রাসা।
৩ নং ওয়ার্ড -ধর্মপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা

পাঁচগাছিয়া
১নং ওয়ার্ড - তারালিয়া নুরানি মাদ্রাস
২নং ওয়ার্ড -উত্তর কাশেমপুর জামেয়া মাদানিয়া বাইতুল উলুম মাদ্রাসা।
৩নং ওয়ার্ড - দক্ষিন কাশেমপুর আলাবক্স মাদ্রাসা।

ধলিয়া
০১নং ওয়ার্ড
বাগেরহাট নূরানি মাদরাসা
মদিনাতুল উলুম মাদরাসা
২ নং ওয়ার্ড
ধলিয়া দারুল হেদায়া মাদ্রাসা,
ধলিয়া দারুল উলুম লোকমানিয়া ইসলামীয়া কাওমী মাদ্রাসা,
৩ নং ওয়ার্ড
দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

লেমুয়া ইউনিয়ন
১নং ওয়ার্ড -খানকা শরীফ নূরানী মাদ্রাসা
২ নং ওয়ার্ড - লেমুয়া মডেল মাদ্রাসা ও কেরনিয়া নূরানী মাদ্রাসা
৩নং ওয়ার্ড - রহিমপুর আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা
বালি গাঁও,
৩ নং ওয়ার্ড । ১/ কাতালিয়া দারুল উলুম মাদ্রাসা। ২/কাতালিয়া ফরাজী কোনা ইসলামিয়া মাদ্রাসা।

ফুলগাজী উপজেলা:
--------------------

ফুলগাজী ইউনিয়ন :
১ নং ওয়ার্ড---নিলক্ষী হুরাইরা ইসলামিয়া মাদ্রাসা
২ নং ওয়ার্ড---গোসাইপুর ও ধলিপুর রহমান মাদ্রাসা
৩ নং ওয়ার্ড---দক্ষিন দৌলতপুর ও বৈরাগপুর আনোয়ারা ইসলামিয়া মাদ্রাসা

মুন্সিরহাট ইউনিয়ন :
১ নং ওয়ার্ড---- নোয়াপুর ও শান্তিবাজার তাঃমাঃ
২নং ওয়ার্ড---পৈথারা সঃ প্রাঃবিদ্যালয়
৩ নং ওয়ার্ড-----জামিয়া ইঃ জমিরিয়া মাদ্রাসা

দরবারপুর ইউনিয়ন:
১ নং ওয়ার্ড----- মুন্সিরহাট দারুল উম্মাহ মাদ্রাসা
২ নং ওয়ার্ড---পূর্বদরবারপুর ইঃমাঃ মাদ্রাসা
৩ নং ওয়ার্ড---দক্ষিন বড়ইয়া ইসলামিয়া মাদ্রাসা

আনন্দপুর ইউনিয়নঃ
১ নং ওয়ার্ড-----আনন্দপুর ইসলামিয়া মাদ্রাসা
২ নং ওয়ার্ড---ওয়েল সোসাইটি একাডেমি
৩ নং ওয়ার্ড---হাজরা তোফাজ্জল হাফেজিয়া ও হাসানপুর কাউসার চৌধুরী নুরানী মাদ্রাসা

আমজাদহাট ইউনিয়নঃ
১ নং ওয়ার্ড-----নূরনিসা তাঃকুঃমাঃ
২ নং ওয়ার্ড---বসন্তপুর খাজুরিয়া সঃ উলুম মাদ্রাসা
৩ নং ওয়ার্ড---রৌশনাবাদ দাখিল মাদ্রাসা

জি এম হাট ইউনিয়নঃ
১ নং ওয়ার্ড----দারুল উরুম মাদ্রাসা
২ নং ওয়ার্ড---নূরপুর দারুর উম্মাহ মহিসুন্নাহ মাদ্রাসা
৩ নং ওয়ার্ড---ঘাটঘর দারুল উলুম মাদ্রাসা

ছাগলনাইয়া উপজেলা :
---------------------

(১) রাধানগর ইউনিয়ন :

================

১। কাশীপুর হাফেজিয়া মাদ্রাসা

২। লক্ষীপুর চাপরাশি বাড়ী নুরানি মাদ্রাসা

৩। দারুন নাজাত তাহফিজুল কুরআন মাদ্রাসা

২) মহামায়া ইউনিয়ন :

================

১। মনুর হাট ইবতেদায়ী মাদ্রাসা

২। চাঁদগাজী মডেল একাডেমি

৩। বক্তার হাট নুরানি মাদ্রাসা

(৩) পাঠানগর ইউনিয়ন :
==============
১। পূর্ব শিলুয়া নুরানি মাদ্রাসা

দাগনভুইয়া উপজেলা :
---------------------

** ১ নং সিন্দুরপুর ইউনিয়ন।
১/১ -- রঘুনাথপুর মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা
১/২-- বারিকান্দি এবতেদায়ী মাদ্রাসা
১/৩ সিন্দুরপুর নুরানি মাদ্রাসা

** ২ নং রাজাপুর ইউনিয়ন।
২/১ -- মেহেদী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
২/২-- কামারপুকুরিয়া দারুল হেদায়া মাদ্রাসা --১৫৫
২/৩-- রাজাপুর নুরানি মাদ্রাসা

** ৩ নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন।
৩/১-- প্রতাপপুর মাদ্রাসা
৩/২ -- গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩/৩-- বাংলাদেশ অরফানেজ সেন্টার

** ৪ নং রামনগর ইউনিয়ন।
৪/১ -- রহমানিয়া মোহাম্মদিয়া দারুলউলুম মাদ্রাসা --৭০
৪/২ -- রামনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
৪/৩ -- বায়তুল মোকাদ্দাস মাদ্রাসা

** ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন।
৫/১ বরইয়া আলী আকবর হাই স্কুল
৫/২ -- বিজয়পুর মাদ্রাসা
৫/৩ -- দেবরামপুর জাহানারা উচ্চ বিদ্যালয়

** ৬ নং দাগনভূঞা ইউনিয়ন।
৬/১ --৷ উম্মুল কোরা মাদ্রাসা এবং আবু বকর দাখিল মাদ্রাসা
৬/২ ইবনে আব্বাস দাখিল মাদ্রাসা
৬/৩ দক্ষিণ কারিপুর হোসাইনিয়া মাদ্রাসা

** ৭ নং মাতুভূঞা ইউনিয়ন।
৭/১ বদরপুর দারুল উলূম মাদ্রাসা
৭/২ বেকের বাজার দারুসসুন্নাহ মাদ্রাসা
৭/৩ দারুস সুফা ইসলামিয়া মাদ্রাসা

** ৮ নং জায়লস্কর ইউনিয়ন।
৮/১ রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮/২ -- দক্ষিণ জায়লস্কর সুইয়া মাদ্রাসা
৮/৩ --উত্তর বারাহিগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়

সোনাগাজী উপজেলা :
----------------------
সোনাগাজী উপজেলা:

১ নং চর মজলিশপুর:

(1)চান্দলা মনিরুল উলুম ইসলামীয়া মাদ্রাসা
(2)রাঘবপুর এমদাদুল মাদ্রাসা
(3)চান্দলা তালিমুল কুরআন মাদ্রাসা
(4)আল মদিনা আন্তর্জাতিক হেফজ মাদ্রাসা

২ নং বগাদানা:

(1)এস কে বিদ্যানিকেতন

৩ নং মঙ্গলকান্দি:

(1)আই এ এস দারুল কুরআন মাদ্রাসা
(2)লকুর দোকান তালিমুল কুরআন মাদ্রাসা
(3)মারকাজুল উলুম ছোট ইদগাহ মাদ্রাসা
(4)দারুস সালাম মঙ্গলকান্দি মাদ্রাসা এবং এতিমখানা

৪ নং মতিগন্জ:নেই

৫নং চর দরবেশ:

(1)কেরামতিয়া মডেল মাদ্রাসা
(2)মদীনাতুল উলুম মাদ্রাসা
(3)দারুল উলুম আহমদীয়া মাদ্রাসা
(4)সকীনাতুল উলুম মাদ্রাসা

৬নং চরচান্দিয়া:
(1)দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসা
(2)আশরাফুল উলুম মাদ্রাসা

৭নং সোনাগাজী:

৮ নং আমিরাবাদ:

(1)চরডুব্বা ইসলামীয়া মাদ্রাসা
(2)জামেয়া আয়েশা ইসলামীয়া মাদ্রাসা

বি.দ্র: পরশুরাম উপজেলায় আগামীকাল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন না থাকলেও সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করা হবে।

আজ ২৩/১০/২৫ তারিখ, ফেনী সিভিল সার্জন কার্যালয় এর উদ্যোগে এবং জেলা প্রশাসন ফেনীর সার্বিক সহযোগিতায় শহরের ইমপেরিয়াল  ডায়াগ...
23/10/2025

আজ ২৩/১০/২৫ তারিখ, ফেনী সিভিল সার্জন কার্যালয় এর উদ্যোগে এবং জেলা প্রশাসন ফেনীর সার্বিক সহযোগিতায় শহরের ইমপেরিয়াল ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত ডায়াগনস্টিক সেন্টার টি বিগত কিছুদিন ধরে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এর অনুমোদন ব্যতিরেকে এক্স রে করে আসছিলো যদিও জেলা স্বাস্থ্য বিভাগ এর পক্ষ হতে তাদের এক্স রে বন্ধ রাখার জন্য বারংবার নির্দেশনা দেয়া হয়েছিলো। উক্ত অভিযানে জেলা প্রশাসন এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার, নেজারত শাখা জিমরান মোহাম্মদ সায়েক মহোদয়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম মহোদয়, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার বৃন্দ ডা. মো. ইমাম হোসেন মহোদয় এবং ডা. মো. রাশেদুল হাসান মহোদয়। উক্ত অভিযানে প্রতিষ্ঠানটির এক্স রে বিভাগ লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয় এবং মেডিকেল প্র্যাকটিশনার ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক অধ্যাদেশ ১৯৮২ এর ১৩(২) ধারা অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়।

📢 সম্মানিত ফেনীবাসী, আগামীকাল ২৩/১০ /২৫ তারিখ, বৃহস্পতিবার  ফেনী জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্য...
22/10/2025

📢 সম্মানিত ফেনীবাসী, আগামীকাল ২৩/১০ /২৫ তারিখ, বৃহস্পতিবার ফেনী জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালিত হবে তার তালিকা নিম্নে দেয়া হল :

ফেনী পৌরসভা:
---------------
১. ইকরা মহিলা মাদ্রাসা
২. পূর্ব মধুপুর উচ্চ বিদ্যালয়
৩. পূর্ব মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. হলি ক্রিসেন্ট ইন্সটিটিউট
৫. আবু তৈয়ব মাদ্রাসা
৬. রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. রামপুর শাহীন একাডেমি

ফেনী সদর উপজেলা:
--------------------

ধলিয়া:

০১নং ওয়ার্ড। আল হেরা দাখিল মাদরাসা
০২ নং ওয়ার্ড।ধলিয়া ইসলামীয়া একাডেমী
৩নং ওয়ার্ড দক্ষিণ এবং উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লেমুয়া ইউনিয়ন :

১নং ওয়ার্ড -মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
২ নং ওয়ার্ড - লেমুয়া একাডেমী ও কেরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩নং ওয়ার্ড - কসবা ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মজুমদারহাট মডেল একাডেমি

পাঁচগাছিয়া ইউনিয়ন :-
১নং ওয়ার্ড -ডোমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
২নং ওয়ার্ড - পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩নং ওয়ার্ড - দক্ষিন কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কাজিরবাগ ইউনিয়ন:-
১ নং ওর্য়াড সোনাপুর দারুসসালাম ইবতেদায়ী মাদ্রাসা।
২ নং ওর্য়াড মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩ নং ওর্য়াড কাজিরবাগ আইডিয়াল স্কুল।

কালিদহ ইউনিয়ন:-
১নং ওর্য়াড গোবিন্দপুর আইডিয়াল কিন্ডারগার্টেন।
২ নং ওর্য়াড কালিদহ এস সি হাইস্কুল।
৩ নং ওর্য়াড আলরাজি একাডেমি লালপুল

মোটবী ইউনিয়ন :-
১ নং ওর্য়াড শাহপুর তালিমুল কোরান নুরানি মাদ্রাসা।
২ নং ওর্য়াড কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩ নং ওর্য়াড লস্করহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

ফুলগাজী উপজেলা:
-------------------

ফুলগাজী ইউনিয়ন :
১ নং ওয়ার্ড---দেড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
২ নং ওয়ার্ড---শ্রীপুর ইস্কান্দারিয়া আলীম মাদ্রাসা
৩ নং ওয়ার্ড---ফুলগাজী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলগাজী আইডিয়াল একাডেমি

আনন্দপুর ইউনিয়ন :
১ নং ওয়ার্ড-- আনন্দপুর শিশু একাডেমী
২নং ওয়ার্ড---বন্দুয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩ নং ওয়ার্ড--- হাসানপুর দারুল উলুম মাদ্রাসা

আমজাদহাট ইউনিয়ন:
১ নং ওয়ার্ড----- ইসলামিয়া বাজার নুঃ মাঃ
২ নং ওয়ার্ড--- বসন্তপুর উচ্চ বিদ্যালয়
৩ নং ওয়ার্ড---রৌশনাবাদ একাডেমী

ছাগলনাইয়া উপজেলা :
---------------------
(১) রাধানগর ইউনিয়ন :
================
১। আবদুল হাই নুরানি মাদ্রাসা
2। লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়
৩। দারুল উলুম ইসলামিয়া মাদ্রসা
৪। আইউব দারোগা নুরানি মাদ্রাসা

(২) ঘোপাল ইউনিয়ন :
================
১। হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়
২। দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩। ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫। আলহাজ্ব অজিবা খাতুন নুরানি মাদ্রাসা

(৩) মহামায়া ইউনিয়ন :
================
১। পশ্চিম দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
২। চাঁদগাজী তৌহিদ একাডেমি
৩। চাঁদগাজী জামেয়া ইসলামিয়া মাদ্রাসা

(৪) ছাগলনাইয়া ইউনিয়ন :
=================
১। ছাগলনাইয়া দারুস সোফা মহিলা মাদ্রাসা
২। দারুল মা'আরিফ একাডেমী
৩। আবুল খায়ের নুরানি মাদ্রাসা
৪। ছাগলনাইয়া মডেল হাই স্কুল
৫। আলহেরা নুরানি মাদ্রাসা
৬। দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা
৭। মাষ্টার পাড়া নুরানি মাদ্রাসা
৮। তাহফিজুল মডেল হেফজ মাদ্রাসা
৯। জাহানারা নুরানি মাদ্রাসা

পরশুরাম উপজেলা :
-------------------

২/১

পরশুরাম মিশন একাডেমি

২/২

মেরিট একাডেমি+বর্ণমালা পাঠশালা

২/৩

রেদয়ানুল করিম নুরানী মাদ্রাসা

৩/১

শালধর নুরানী মাদ্রাসা+শালধর এতিম খানা

দাগনভুইয়া উপজেলা :
---------------------

** ১ নং সিন্দুরপুর ইউনিয়ন।
১/১-- কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল
১/২ -- সামছুল হক মিয়া একাডেমি
১/৩ -- কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

** ২ নং রাজাপুর ইউনিয়নঃ
২/১ --আবদুল নবী সরকারি প্রাথমিক বিদ্যালয়
২/২ -- ফাতেমা (রাঃ) মহিলা মাদ্রাসা
২/৩-- রাজাপুর ইসলামিয়া মাদ্রাসা

** ৭ নং মাতুভূঞা ইউনিয়ন।
৭/১--রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭/২-- উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ
৭/৩ -- আবদর রব ভূঞা এতিমখানা

** ৮ নং জায়লস্কর ইউনিয়ন।
৮/১ -- লালপুর মাদ্রাসা
৮/২-- সিলোনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা
৮/৩ -- দরবার শরীফ মাদ্রাসা

সোনাগাজী উপজেলা :
---------------------
সোনাগাজী উপজেলা:

১ নং চর মজলিশপুর:

(1)কুঠিরহাট বালিকা সরকারী প্রাঃবিঃ
(2)বিষ্ণপুর সরকারী প্রাঃবিঃ
(3)কুঠিরহাট সরকারী প্রাঃবিঃ

২ নং বগাদানা:

(1)আহসানিয়া মডেল মাদ্রাসা
(2)আওরারখীল সরকারী প্রাঃবিঃ

৫ নং চর দরবেশ:

(1)আহমাদীয়া মাদ্রাসা
(2)দক্ষিণ চর দরবেশ মডেল উচ্চ বিদ্যালয়
(3)দক্ষিণ-পূর্ব চর দরবেশ সরকারী প্রাঃবিঃ

এন্টিমাইক্রোবিয়াল রেজিসটেন্স বিষয়ক আলোচনা সভা :----------------------------জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর, ফেনীর আয়োজনে ফেনী...
22/10/2025

এন্টিমাইক্রোবিয়াল রেজিসটেন্স বিষয়ক আলোচনা সভা :
----------------------------
জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তর, ফেনীর আয়োজনে ফেনী সরকারি পাইলট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এন্টিমাইক্রোবিয়াল রেসিটেন্স ( এন্টিবায়োটিক এর অকার্যকারিতা) নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি পাইলট স্কুলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম মহোদয়। এসময় ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বোধগম্য ভাষায় মান্যবর সিভিল সার্জন মহোদয় কিভাবে এন্টিবায়োটিক এর অকার্যকারিতা প্রতিরোধ করা যায় তা তুলে ধরেন এবং শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসক এর প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক সেবন না করা এবং এন্টিবায়োটিক এর কোর্স চিকিৎসক এর প্রেসক্রিপশন অনুযায়ী পূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য এমবিবিএস / বিডিএস ডিগ্রি ছাড়া কোনো ভুয়া চিকিৎসক যাতে এন্টিবায়োটিক প্রেসক্রাইব করতে না পারে সে বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সচেষ্ট রয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ফেনী সার্কেল, ফেনী কর্তৃক  জেলা প্রশাসন ফেনী প্রাঙ্গনে...
22/10/2025

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ফেনী সার্কেল, ফেনী কর্তৃক জেলা প্রশাসন ফেনী প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তীতে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন মহোদয় এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো: রাশেদুল হাসান মহোদয়।

21/10/2025
সম্মানিত ফেনীবাসী, আগামীকাল ২২/১০/২৫ তারিখ, ফেনী জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরি...
21/10/2025

সম্মানিত ফেনীবাসী, আগামীকাল ২২/১০/২৫ তারিখ, ফেনী জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালিত হবে তার তালিকা নিম্নে দেয়া হল :

ফেনী পৌরসভা:
---------------
১. ফেনী ভিক্টোরিয়া একাডেমী
২. জিন নুরাইন মাদ্রাসা
৩. জামেয়া হাফসা মাদ্রাসা
৪. আলীমুদ্দিন মাদ্রাসা
৫. দারুল হিকমাহ মাদ্রাসা
৬. পূর্ব বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. ছিদ্দিক মেমোরিয়াল স্কুল
৮. পশ্চিম মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯. মেহেদি সাইদি পৌর বিদ্যানিকেতন
১০. মধুপুর উচ্চ বিদ্যালয়
১১. রওজাতুল উলুম মাদ্রাসা
১২. মহিলা মাদ্রাসা পাঠানবাড়ী
১৩. হলি চাইল্ড ইন্স:
১৪. গ্রীন স্কুল
১৫. জামিয়া মাদ্রাসা
১৬. মধ্যম চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৭. কাজী হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৮. উত্তর চাড়িপুর হাজী আ. গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৯. তানজিমুল উম্মাহ মাদ্রাসা
২০. রিবাকুল মিল্লাত মাদ্রাসা
২১. আলহাজ্ব কোব্বাদ আহম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়
২২. দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফেনী সদর উপজেলা:
--------------------

বালিগাঁও:

১নং ওয়ার্ড, ধুমসাহাদ্দা মহিলা মাদ্রাসা
২নং ওয়ার্ড. হকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩নং ওয়ার্ড, মরুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মরুয়ার চর তাজবিদুল নূরানী মাদ্রাসা, ডোমরা নাজেরিয়া মাদ্রাসা।

ছনুয়া ইউনিয়নঃ-
১নং ওয়ার্ড- কেরাণী বাড়ি নুরানী মাদ্রাসা।
২নং ওয়ার্ড- ছনুয়া ঘোনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও ছনুয়া হাফেজিয়া মাদ্রাসা।
৩নংওয়ার্ড- মারকাজুল কোরআন মাদ্রাসা।

শর্শদি ইউনিয়ন :-

১ নং ওয়ার্ড
১.উত্তর খানে বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
২.উত্তর খানে বাড়ি হাফিজিয়া মাদ্রাসা
৩.দক্ষিণ খানে বাড়ি মাদ্রাসা
২নং ওয়ার্ড
১.জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
২.জাহানপুর ভূঁইয়াপুকুর হাফেজিয়া মাদ্রাসা
৩.মডার্ন জাহানপুর ইসলামিয়া মাদ্রাসা
৩নং ওয়ার্ড
নোয়াবাদ দাখিল মাদ্রাসা

কালিদহ ইউনিয়ন:-

১ নং ওর্য়াড জামিয়া মাদানিয়া মাদ্রাসা সিলোনীয়া।
ধর্মপুর ইউনিয়ন
১ নং ওয়ার্ড -পদুয়া কাসেমুল উলুম মাদ্রাসা।
২ নং ওয়ার্ড -মটুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
৩নং ওয়ার্ড - ধর্মপুর পিঠাপাশারী নূরানী মাদ্রাসা।

ফাজিলপুর ইউনিয়নঃ-
১নং ওয়ার্ড- আর বি হাট ওয়াইস কুরুনী (রাঃ)মাদ্রাসা।
২নং ওয়ার্ড- উঃ ফাজিল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩নং ওয়ার্ড- ফাজিল পুর দরুল উলুম ইসলামিয়া কওমী মাদ্রাসা।

ফরহাদ নগর ইউনিয়নঃ-

১নং ওয়ার্ড- মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়।
২নং ওয়ার্ড- ইকরা একাডেমি তালিমুল কোরআন মাদ্রাসা, ও সায়েরা খাতুন মাদ্রাসা, কেএম ঘোনা।
৩নং ওয়ার্ড- আদর্শ উচ্চ বিদ্যালয় ও আদর্শ শিশু নিকেতন।

ফুলগাজী উপজেলা:
-------------------

মুন্সিরহাট ইউনিয়ন :
১ নং ওয়ার্ড---
২ নং ওয়ার্ড---পৈথারা উচ্চ বিদ্যালয়
৩ নং ওয়ার্ড---মুন্সিরহাট মেরিট একাডেমী

দরবারপুর ইউনিয়ন :
১ নং ওয়ার্ড---মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা
২নং ওয়ার্ড--চকবস্তা মাদ্রাসা
৩ নং ওয়ার্ড--- দক্ষিণ বরইয়া ইসলামিয়া মাদ্রাসা

জিএমহাট ইউনিয়ন:
১ নং ওয়ার্ড----- দারুল কোরআন মাদ্রাসা
২ নং ওয়ার্ড--- রাহাতেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়
৩ নং ওয়ার্ড---ঘাটঘর দারুল উলুম মাদ্রাসা

পরশুরাম উপজেলা :
--------------------

১/১

ইফাত আক্তার নুরানী মাদ্রাসা

১/২

দঃ কাউতলী আহমদিয়া মাদ্রাসা

১/৩

নিজকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়+জ্বিন নুরানী মাদ্রাসা

৪/১

চারিগ্রাম মদিনাতুল উলুম মাদ্রাসা+খন্ডল ওসমানীয়া মাদ্রাসা+খন্ডল হাই দারুল কুরান হেফজ মাদ্রাসা

৪/৩

সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়+ সোনাপুর মাদ্রাসা

দাগনভুইয়া উপজেলা :
---------------------

দাগনভূঞা
২২/১০/২০২৫
** ৩ নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন:
৩/১ প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩/২ গজারিয়া হাই স্কুল
৩/৩ চন্দ্রদ্বীপ মাদ্রাসা

** ৪ নং রামনগর ইউনিয়ন:
৪/১ জামেয়া ওয়াহিদা মদিনা উলুম মাদ্রাসা
৪/২ রামনগর কে, এম, সি
৪/৩ মোকলেসুর রহমান নূরনী মাদ্রাসা

** ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন:
৫/১ এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫/২ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫/৩ ইসহাকিয়া আলী মাদ্রাসা

** ৬ নং দাগনভূঞা ইউনিয়নঃ
৬/১ গাউচিয়া মাদ্রাসা
৬/২ কাশেম লাইলি দাখিল মাদ্রাসা
৬/৩ ফাজিলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

সোনাগাজী উপজেলা :
---------------------

সোনাগাজী উপজেলা:

১ নং চর মজলিশপুর:

২ নং বগাদানা:

(1)দারুল নাজাত নূরানী হাফেজীয়া মাদ্রাসা
(2)মোহাম্মদীয়া নূরানীয়া হাফেজীয়া মাদ্রাসা

৩ নং মঙ্গলকান্দি:

(1)রাজাপুর মিফতাহুল উলুম মাদ্রাসা
(2)খাদেমুল কুরআন মহিলা মাদ্রাসা
(3)মাষ্টার মজিবুল হক কিন্ডার গার্ডেন
(4)আনন্দীপুর সরকারী প্রাঃবিঃ
(5)সমপুর সরকারী প্রাঃবিঃ

৪ নং মতিগন্জ:
(1)সাতবাড়ীয়া গণশিক্ষা কেন্দ্র
(2)সাতবাড়ীয়া সরকারী প্রাঃবিঃ

৫নং চর দরবেশ:

৬নং চরচান্দিয়া:

(1)হামিদীয়া দাখিল মাদ্রাসা
(2)ওয়ালী আল হিদারীয়া দাখিল মাদ্রাসা
(3)পূর্ব চরচান্দিয়া সরকারী প্রাঃবিঃ

৭নং সোনাগাজী:
(1)সোনাগাজী সিটি বিদ্যালয়
(2)কবি নজরুল সরকারী প্রাঃবিঃ
(3)আফসার উদ্দীন প্রাঃবিঃ
(4)ফ্রাইম আইডিয়াল উচ্চ বিদ্যালয়
(5)আল ফারুক একাডেমী
(6)তুলাতলী সরকারী প্রাঃবিঃ

৮ নং আমিরাবাদ:

(1)আহম্মদপুর সরকারী প্রাঃবিঃ
(2)জামেয়া ইসলামীয়া মাদ্রাসা

৯ নং নবাবপুর:

(1)সুলতানপুর নূরানী হাফেজীয়া মাদ্রাসা
(2)রঘুনাথপুর কায়সার রায়হান সরকারী প্রাঃবিঃ

ছাগলনাইয়া উপজেলা :
---------------------

(১) ছাগলনাইয়া ইউনিয়ন :

=================

১।পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২। পূর্ব অলিকেফায়েত উল্লাহ মডেল হেফজখানা

৩।পূর্ব ছাগলনাইয়া আয়েশা মহিলা মাদ্রাসা।

৪। মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা

(২) পাঠান নগর ইউনিয়ন :

=================

১। পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

২। বাথানিয়া সরকারি প্রাথমিকবিদ্যালয়

৩। কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪। পূর্ব পাঠানগড় আইডিয়াল স্কুল

৫। পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৩) শুভপুর ইউনিয়ন :

===============

১। জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২। আব্দুস সালাম ইসলামিয়া হেফজ মাদ্রাসা।

৩। ছয়গরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪। দক্ষিন মন্দিয়া তালিম উদ্দিন ইসলামিয়া মাদ্রাসা

🔍জাতীয় টিসিভি ক্যাম্পেইন পরিদর্শন :------------------------------------- সারাদেশের ন্যায় ফেনী জেলাতেও উৎসব মুখর পরিবেশে ...
21/10/2025

🔍জাতীয় টিসিভি ক্যাম্পেইন পরিদর্শন :
------------------------------------- সারাদেশের ন্যায় ফেনী জেলাতেও উৎসব মুখর পরিবেশে জাতীয় টিসিভি ক্যাম্পেইন ২০২৫ এর কার্যক্রম চলমান রয়েছে। আজ ২১/১০/২৫ তারিখ, মঙ্গলবার ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয় পরশুরাম উপজেলার সলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেসকল শিক্ষার্থী এখনো টিকা নেয়নি তাদের টিকা নিতে উদ্বুদ্ধ করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু মহোদয় এবং জেলা ইপিআই সুপারিন্টেডেন্ট কাজল কান্তি পাল মহোদয়, সামগ্রিক ভাবে শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা নিতে আসছেন।

22/11/2023

ফেনী সিভিল সার্জন অফিস, সেবা প্রদানে অক্টোবর মাসে সারা দেশে ৬৪ জেলা সিভিল সার্জন অফিসের মধ্যে ১ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ৪র্থ, ৩য় ও ১ম স্থান অর্জন করেছিল।

এছাড়াও ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবা প্রদানে অক্টোবর মাসে ৪৩০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৯ম স্থান অর্জন করেছে। উল্লেখ্য জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ১০ম, ৮ম ও ৫ম স্থান অর্জন করেছিল।

ফুলগাজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যসেবা প্রদানে অক্টোবর মাসে ৪৩০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ১৮ তম স্থান অর্জন করেছে। অনান্য উপজেলাসমূহ আগের চেয়ে ভালো করেছে।

এই ধারাবাহিক সাফল্যের পেছনের মূল অনুপ্রেরনায় ছিল মান্যবর বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য (চট্টগ্রাম) জনাব ডা. মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও গতিশীল নেতৃত্ব।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা-
* প্রফেসর (ডা.) সাহেদুল ইসলাম কাওসার, সন্মানিত সভাপতি, বিএমএ ফেনী।
* সিভিল সার্জন অফিসসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিশেষ করে
*ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়, UH&FPO, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
*ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, UH&FPO, ফুলগাজী।
*আমজাদ হোসেন সুমন, পরিসংখ্যানবিদ, সিভিল সার্জন অফিস।
*উত্তম পাল, পরিসংখ্যানবিদ, ছাগলনাইয়া।
এবং পরিসংখ্যানবিদ, ফুলগাজি।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when সিভিল সার্জনের কার্যালয়, ফেনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সিভিল সার্জনের কার্যালয়, ফেনী:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram