19/03/2024
➤বর্তমানে শহরে গ্রামে যে রোগটা মহামারি আকারে দেখা দিচ্ছে তা হচ্ছে
স্ক্যাবিস।শিশু থেকে বৃদ্ধ সবাই এই রোগে আক্রান্ত।
শিশুদের জন্য এটা বেশি ভয়ংকর, কারন সঠিকভাবে চিকিৎসা করা না হলে এটা পরবর্তীতে কিডনি জটিলতা সৃষ্টি করতে পারে।
স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ যা Sarcoptes scabei নামক এক প্রকার জীবাণু দ্বারা সংঘটিত হয়।
এর প্রধান লক্ষণ সমূহ :
➤আঙ্গুলের ফাঁকে, আঙ্গুলে, বগলে, যৌনাঙ্গে, নাভি ও নাভির চার দিকে ছোট ছোট দানা বা গুটি দেখা দেয়।
➤গুটি গুলোতে প্রচণ্ড চুলকায় এবং চুলকানি রাতে বেশি হয়।
➤পরিবারের একাধিক সদস্য এতে আক্রান্ত থাকে।
চিকিৎসা :
পারমেথ্রিন:
➤পারমেথ্রিন স্ক্যাবিসের জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা। এটি ঘাড় থেকে নিচে, শরীরের সব জায়গায় রাতে ঘুমানোর আগে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হয়। শরীরের প্রতিটি জায়গায় পারমেথ্রিন লাগাতে হবে, নাহলে সুস্থ অংশও সংক্রমিত হবে।
আইভারমেক্টিন:
➤ব্যবহার করা যেতে পারে। এটা খুবই কার্যকরী একটা ওষুধ।
এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
➤তবে এর পাশাপাশি যাবতীয় গৃহস্থ জিনিসপত্র এবং যারা রোগীর সংস্পর্শে ছিলেন,তারাও চিকিৎসার আওতায় থাকবেন।
➤বিছানার চাদর,কাপড় ,তোয়ালে সহ ব্যবহৃত সবকিছু গরম পানিতে ধুয়ে রোদে শুকানো উচিত।
প্রতিরোধ :
➤ স্ক্যাবিসের জন্য কোন টিকা পাওয়া যায় না।
➤সংক্রমণের লক্ষণ না দেখা সত্ত্বেও রোগীর সংস্পর্শে যারা থাকেন, সবারই চিকিৎসা করা বাঞ্ছনীয়।
➤পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাই স্ক্যাবিস রোধের মোক্ষম উপায়।
সঠিক ভাবে ওষুধ সেবন ও পরিষ্কার পরিচ্ছন্নতা মাধ্যমে এই রোগ নির্মূল করা যায়।
বর্তমানে সবচেয়ে কার্যকরী ওষুধ পারমেথ্রিনের অযাচিত ব্যাবহারে এটি অকার্যকর হয়ে পড়েছে।
তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।
ডা:মাসুদুল হক রনি
এমবিবিএস, বিসিএস,এফসিপিএস (মেডিসিন-পার্ট ২)
চেম্বার:ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,গুনবতী, চৌদ্দগ্রাম, কুমিল্লা
প্রতি শুক্রবার :সকাল ১০ টা -রাত ৮ টা।