Dr.Masudul Haque Roni

Dr.Masudul Haque Roni Government Employee
Doctor
Health Influencer

➤বর্তমানে শহরে গ্রামে যে রোগটা মহামারি আকারে দেখা দিচ্ছে তা হচ্ছে স্ক্যাবিস।শিশু থেকে বৃদ্ধ সবাই এই রোগে আক্রান্ত।শিশুদে...
19/03/2024

➤বর্তমানে শহরে গ্রামে যে রোগটা মহামারি আকারে দেখা দিচ্ছে তা হচ্ছে
স্ক্যাবিস।শিশু থেকে বৃদ্ধ সবাই এই রোগে আক্রান্ত।
শিশুদের জন্য এটা বেশি ভয়ংকর, কারন সঠিকভাবে চিকিৎসা করা না হলে এটা পরবর্তীতে কিডনি জটিলতা সৃষ্টি করতে পারে।

স্ক্যাবিস এক প্রকার চর্মজনিত রোগ যা Sarcoptes scabei নামক এক প্রকার জীবাণু দ্বারা সংঘটিত হয়।

এর প্রধান লক্ষণ সমূহ :
‌ ➤আঙ্গুলের ফাঁকে, আঙ্গুলে, বগলে, যৌনাঙ্গে, নাভি ও নাভির চার দিকে ছোট ছোট দানা বা গুটি দেখা দেয়।

➤‌গুটি গুলোতে প্রচণ্ড চুলকায় এবং চুলকানি রাতে বেশি হয়।

➤‌পরিবারের একাধিক সদস্য এতে আক্রান্ত থাকে।
চিকিৎসা :
‌পারমেথ্রিন:
➤পারমেথ্রিন স্ক্যাবিসের জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা। এটি ঘাড় থেকে নিচে, শরীরের সব জায়গায় রাতে ঘুমানোর আগে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে হয়। শরীরের প্রতিটি জায়গায় পারমেথ্রিন লাগাতে হবে, নাহলে সুস্থ অংশও সংক্রমিত হবে।
‌আইভারমেক্টিন:
➤ব্যবহার করা যেতে পারে। এটা খুবই কার্যকরী একটা ওষুধ।
এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
➤‌তবে এর পাশাপাশি যাবতীয় গৃহস্থ জিনিসপত্র এবং যারা রোগীর সংস্পর্শে ছিলেন,তারাও চিকিৎসার আওতায় থাকবেন।
➤‌বিছানার চাদর,কাপড় ,তোয়ালে সহ ব্যবহৃত সবকিছু গরম পানিতে ধুয়ে রোদে শুকানো উচিত।
প্রতিরোধ :
➤‌ স্ক্যাবিসের জন্য কোন টিকা পাওয়া যায় না।
➤‌সংক্রমণের লক্ষণ না দেখা সত্ত্বেও রোগীর সংস্পর্শে যারা থাকেন, সবারই চিকিৎসা করা বাঞ্ছনীয়।
‌ ➤পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাই স্ক্যাবিস রোধের মোক্ষম উপায়।

সঠিক ভাবে ওষুধ সেবন ও পরিষ্কার পরিচ্ছন্নতা মাধ্যমে এই রোগ নির্মূল করা যায়।
বর্তমানে সবচেয়ে কার্যকরী ওষুধ পারমেথ্রিনের অযাচিত ব্যাবহারে এটি অকার্যকর হয়ে পড়েছে।
তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

ডা:মাসুদুল হক রনি
এমবিবিএস, বিসিএস,এফসিপিএস (মেডিসিন-পার্ট ২)
চেম্বার:ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,গুনবতী, চৌদ্দগ্রাম, কুমিল্লা
প্রতি শুক্রবার :সকাল ১০ টা -রাত ৮ টা।

15/02/2024

আপনি কি আপনার আদর্শ ওজন জানেন?
না জানলে নিচের ফর্মুলা ব্যাবহার করে জেনে নিন আপনার আদর্শ ওজন।

IBW(Ideal Body Weight) = Height in cm - 100
মনে করেন কারো উচ্চতা ১৬৭ সেমি।
তাহলে তার আদর্শ ওজন হল,
১৬৭-১০০ =৬৭ কেজি।

#জানতে_চাই_জানাতে_চাই।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক প্রতিরোধর এখনি সময়।
নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন।
#ঘাম_দিয়ে_রক্ত_বাঁচান
Dr.Masudul Haque Roni

এখন থেকে অনলাইনে ও রোগীদের সেবা দেয়া হবে।যোগাযোগের জন্য QR Code স্ক্যান করুন!https://hospitalindoctor.page.link/FCJGdRez...
10/10/2023

এখন থেকে অনলাইনে ও রোগীদের সেবা দেয়া হবে।
যোগাযোগের জন্য QR Code স্ক্যান করুন!
https://hospitalindoctor.page.link/FCJGdRezMUHN2Dk88

চোখে সাইকেলের স্পোক ঢুকে শিশুর মারাত্নক অবস্থা :ঢামেক হাসপাতালের     অবিশ্বাস্য সাফল্য 💙বৃহস্পতিবার রাতে, চোখের দুর্ঘটনা...
29/08/2023

চোখে সাইকেলের স্পোক ঢুকে শিশুর মারাত্নক অবস্থা :ঢামেক হাসপাতালের অবিশ্বাস্য সাফল্য 💙

বৃহস্পতিবার রাতে, চোখের দুর্ঘটনা নিয়ে ২ বছর বয়সী শিশুকে নিয়ে পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে আসে।খেলতে খেলতে দুর্ঘটনাবশত বাইসাইকেলের স্পোক অবুঝ শিশুটির ডান চোখে ঢুকে যায়।যেটি প্রায় ১৫ সেমি. লম্বা আর ১.৫ মিমি. চওড়া।
এদিকে রোগীর পরিবার, রোগী সহ শুক্রবার হাসপাতাল থেকে হঠাৎ পালিয়ে যায় ও বিভিন্ন জায়গা ঘুরে আবার সেই রাতেই ঢামেকে এসে ভর্তি করানো হয়।

ঢামেক নিউরোসার্জন(স্নায়ুবিশেষজ্ঞ) অধ্যাপক ফজলে এলাহি মিলাদ এর সহায়তায়, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক আহমেদ'র নেতৃত্বে একদল চৌকশ তরুণ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দল শনিবার সকালে ওপথালমোলজির
(চক্ষুবিদ্যা) অপারেশন থিয়েটারে জটিল এই অস্ত্রোপচার কোন রকম জটিলতা ছাড়াই সম্পন্ন করেন।

অপারেশন পরবর্তী শিশুর জ্ঞানের মাত্রা (জিসিএস)১৫/১৫।
মস্তিষ্ক এবং চোখের কোন রকম ক্ষতি ছাড়াই অস্ত্রোপচারটি করা সম্ভব হওয়ায়, শিশুটির পরিবার সন্তুষ্টি প্রকাশ করে।

নানিয়ারচর উপজেলা পরিষদের মাসিক সভায়
28/02/2023

নানিয়ারচর উপজেলা পরিষদের মাসিক সভায়

অটিজম বিষয়ক কর্মশালা।
27/02/2023

অটিজম বিষয়ক কর্মশালা।

22/02/2023

This is a case of duchenne muscular dystrophy.This case i had find in MSF-GOYALMARA HOSPITAL.
It is a x-linked recessive disorder.

Address

Trunk Road
Feni

Telephone

+8801894775505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Masudul Haque Roni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Masudul Haque Roni:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category