তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী/ ফায়ার সার্ভিস সংলগ্ন

  • Home
  • Bangladesh
  • Feni
  • তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী/ ফায়ার সার্ভিস সংলগ্ন

তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী/ ফায়ার সার্ভিস সংলগ্ন tareak physio therapy centre

07/08/2025

গলা কেটে হত্যা করা হলো একজন সাংবাদিককে!
একজন কলম সৈনিক…
একজন সত্যের অনুসন্ধানী…
একজন সাংবাদিককে কীভাবে এমন নৃশংসভাবে হত্যা করা হয়?

একজন সাংবাদিকের দোষ কী ছিল?
সে কি সত্য প্রকাশ করেছিল?
সে কি দুর্নীতির প্রতিবাদ করেছিল?
সে কি ক্ষমতাধরদের মুখোশ খুলে দিয়েছিল?

আমরা কী এমন ভয়ংকর সমাজে বাস করছি, যেখানে সত্য বলার মূল্য হয় প্রাণ?
একজন সাংবাদিকের জীবন এতটাই মূল্যহীন হয়ে গেছে?

📌 কমেন্টে বিস্তারিত লিখুন –
এই ঘটনা কোথায় ঘটেছে?
কি ছিল ঘটনার পেছনে মূল কারণ?
জড়িতদের শাস্তির বিষয়ে আপনার মতামত কী?

সাংবাদিকতা যেন অপরাধ না হয়।
সত্য বলা যেন গলা কেটে বন্ধ না করা হয়।

11/07/2025

এই জুলুম নৃশংসতার শেষ কোথায়
আওয়ামী লীগের বর্বরতা কেও হার মানিয়েছেন

পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতাল এরিয়ায় যেভাবে ব্যাবসায়ী সোহাগকে মেরে নৃত্য করা হয়। চকবাজারের স্থানীয় থানার এক সাধারণ সম্পাদক প্রার্থী এই ঘটনায় অভিযুক্ত। কোন দল তা বুঝে নেন।

10/07/2025

ছাগলনাইয়ার পরিস্থিতি😭
তিব্র পানির স্রোতে গাড়ী উল্টে যাচ্ছে!
(শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন?

26/04/2025

তারেক ফিজিওথেরাপী সেন্টার ফেনী
আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম ফেনীতে আপনার হাতের নাগালে।
সেবা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ
স্থান :শহীদুল্লাহ কাউসার সড়ক ফায়ার সার্ভিস সংলগ্ন, সিটি প্লাজা নীচ তলা, ফেনী
মোবাইল : 01813-671450
সেবার মানটাও ভালো-খরচটাও খুব কম

15/04/2025

🌀 যেসব সমস্যায় আমরা আপনাদের তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী সেবা দিচ্ছিঃ

💥 ভাঁজ করতে সমস্যা।
💥 সিঁড়ি দিয়ে উঠা নামা করতে অসুবিধা।
💥 নিচে বসে কাজ করতে পারছেন না।
💥 নিচে বসে নামাজ পড়তে পরেছেন না।
💥 পায়ের গোড়ালিতে ব্যাথা।
💥 হাড় ক্ষয়।
💥 অনেকক্ষন দাড়াতে এবং হাটতে আসুবিধা।
💥 তলপেটে ব্যথা।
💥 কাঁধে ব্যথা।
💥 সায়াটিকা।
💥 গোড়ালি মচকে যাওয়া।
💥 পেশী ব্যথা।
💥 সার্ভিকাল সমস্যা।
💥 খেলাধুলার আঘাত।
💥 পক্ষাঘাত।
💥 সেরিব্রাল পালসি (শিশু)।
💥 হিল ব্যাথা।
💥 হাটু ব্যথা বা হাঁটু অস্টিওআর্থারাইটিস।
💥 পোস্ট হাটু প্রতিস্থাপন.
💥 পোস্ট অপারেটিং পুনর্বাসন।
💥 ফ্র্যাকচার কেস।
💥 ঘাড় ব্যাথা।
💥 হাটু ব্যাথা।
💥 মুখ বেঁকে যাওয়া।
💥 প্রতিবন্ধী শিশুর হাঁটা চলার থেরাপি।
💥 আঘাত এর ব্যাথা।
💥 গোড়ালীর ব্যাথা।
💥 হাড়ক্ষয় জনিত বেথা।
💥 জয়েন্ট শক্ত হয়ে যাওয়া।
💥 অপারেশন পরবর্তী ব্যাথা বা শক্ত হয়ে যাওয়া।

🌀 তাই আর দেরি না করে ফিজিওথেরাপি সেবা নিন শুধুমাত্র একটি ফোন কলে।
অথবা কল করুনঃ
01813671450
তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী

23/12/2024
24/11/2024

👉৭/৮ দিনের ভিতরে ফিজিওথেরাপির মাধ্যমে শরীরের সকল ব্যাথা নিরাময় করা সম্ভব, ইনশাআল্লাহ। আমাদের আছে পুরুষ এবং মহিলাদের জন্য অভিজ্ঞ থেরাপিস্ট।
👉ফিজিওথেরাপি সেবা পেতে আমাদের নাম্বারে কল করুন:
01813671450

💥রোগী দেখবেন প্রতিদিন
💥ঘাট ব্যাথা, হাটু ব্যাথা, স্ট্রোক, মুখ বেঁকে যাওয়া, সেরিব্রাল পালসি,প্রতিবন্ধি শিশু ও গোড়ালি ব্যথা।
💥আঘাত জনিত ব্যথা,হাড় ক্ষয় জনিত রোগ।
জয়েন্ট শক্ত হয়ে যাওয়া।
💥 বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যা

💥যোগাযোগ ঠিকানা:
💥তারেক ফিজিওথেরাপি সেন্টার
ইউনিট-১: সিটি প্লাজা নিচতলা, ফায়ার সার্ভিস সংলগ্ন, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ইউনিট-২: নাজির রোড়, কুমিল্লা বাসষ্টান্ড, ফেনী।

30/10/2024

মানবিক পোস্ট,,,,,
শিশুর পরিবার খোঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছি,,,,,

নাম= সুমাইয়া পিতা রাসেদ মালদ্বীপ প্রবাসী,মাতা লিমা বেগম,ভোলা বোরহানউদ্দিন উপজেলার মনিরাম কাজির হাট এর পাশেই ইউনুস হাওলাদার বাড়ি,
মেয়েটি আজ চরফ্যাশন উপজেলার শশীভুষন বাজারে পাওয়া গেছে,কারো পরিচিত হলে আমার মেসেঞ্জারে যোগাযোগ করার অনুরোধ রইল।

25/08/2024

পানি এবং শুকনো খাবার লাগলে আমার সাথে যোগাযোগ করুন.. ব্যবস্থাপনা পরিচালক তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী/ ফায়ার সার্ভিস সংলগ্ন

25/08/2024

পানি অথবা শুকনো খাবার লাগলে আমাকে কল করুন.. ব্যবস্থাপনা পরিচালক তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী/ ফায়ার সার্ভিস সংলগ্ন

Address

সিটি প্লাজা নিচতলা, ফায়ার সার্ভিস সংলগ্ন, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী
Feni
3900

Telephone

+8801851277240

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী/ ফায়ার সার্ভিস সংলগ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to তারেক ফিজিওথেরাপি সেন্টার ফেনী/ ফায়ার সার্ভিস সংলগ্ন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram