Doctors & Medical Students Association,Saghata,Gaibandha

Doctors & Medical Students Association,Saghata,Gaibandha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctors & Medical Students Association,Saghata,Gaibandha, Doctor, Saghata, Gaibandha.

আগামী ১ (এক) বছরের জন্য ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সাঘাটা এর ডক্টরস ইউনিটের নতুন কমিটি প্রদান করা হলো।
25/05/2023

আগামী ১ (এক) বছরের জন্য ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সাঘাটা এর ডক্টরস ইউনিটের নতুন কমিটি প্রদান করা হলো।

ভূয়া ডাক্তার ও প্রতারক চিনে রাখুন।আতিকুল হক।বাসা কেরানীগঞ্জ।ছিলেন ওয়ার্ড বয়(ওটি বয়)। ডা: আতিকুল ইসলাম (এমবিবিএস,এফসিপিএস...
23/05/2023

ভূয়া ডাক্তার ও প্রতারক চিনে রাখুন।
আতিকুল হক।বাসা কেরানীগঞ্জ।ছিলেন ওয়ার্ড বয়(ওটি বয়)। ডা: আতিকুল ইসলাম (এমবিবিএস,এফসিপিএস-শিশু, বিএমডিসি: A-47797) এর রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন ধরে গাইবান্ধার বোনারপাড়ায় বোনারপাড়া ডিজিটাল হসপিটালে আল্ট্রাসনো,সিজার সহ অনেক অপারেশন করে যাচ্ছিলেন।আল্ট্রাসনো বা অপারেশন করার মত কোন জ্ঞান বা অভিজ্ঞতা অথবা কোন অনুমোদন তার নেই।এই প্রতারক ভূয়া ডাক্তার এর আগে এই অপরাধের জন্য ঢাকায় ৬ মাসের জেল খেটেছে।তিনি শুন্যজ্ঞান নিয়ে যাদের অপারেশন করেছেন আল্লাহ জানেন তারা কেমন আছেন বা পরবর্তীতে তাদের কি হতে পারে।যেকোন চিকিৎসাসেবা নেবার আগে অবশ্যই চিন্তা করবেন কোথায় ও কার কাছে চিকিৎসা নিচ্ছেন।নাহলে হতে পারে দীর্ঘমেয়াদি ক্ষতি এমনকি মৃত্য।সাবধান থাকুন,সুস্থ্য থাকুন।

22/05/2023

বোনারপাড়া ডিজিটাল হসপিটালে এতদিন ভুয়া ডাক্তার দিয়ে বিভিন্ন ধরনের জটিল অপারেশন এবং চিকিৎসা করানো হতো।ডা: আতিকুল ইসলাম নামে একজন ডাক্তারের অজান্তে তার রেজিষ্ট্রেশন নাম্বার ব্যাবহার করে এই ভুয়া চিকিৎসক এসব অপচিকিৎসা চালায়ে যান।তার করা একটা আল্ট্রাসনো রিপোর্ট দেখে সন্দেহ হলে তার সঙ্গে যোগাযোগ করা হয়।সে সময় তার একাডেমিক কোয়ালিফিকেশন জানতে চাইলে সে কোন তথ্যই দিতে পারেনি।পরে যে বিএমডিসি নাম্বার দিয়েছে-সেটা ভেরিফাই করে দেখা যায় তা ডা: আতিকুল ইসলাম (শিশু বিশেষজ্ঞ) এর বিএমডিসি নাম্বার।বোনারপাড়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করলে তারা কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।উল্লেখ্য এর আগেও অনেকবার বোনারপাড়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের নামে নানান অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সিজার,এপেন্ডিসেকটমি,পিত্তথলির অপারেশনের মত কত শত অপারেশন সে করেছে ভাবতেই গা শিউরে উঠে।
সচেতন হোন, অপচিকিৎসার হাত থেকে বাঁচুন।

উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। পৃথিবীতে ২৫ বছরের উর্ধে জনসংখ্যার শতকরা ৪০ ভাগ উচ্চ রক্তচাপে আক্রান্ত। বিশ্বে প্রতি বছর ১৭....
27/01/2023

উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। পৃথিবীতে ২৫ বছরের উর্ধে জনসংখ্যার শতকরা ৪০ ভাগ উচ্চ রক্তচাপে আক্রান্ত। বিশ্বে প্রতি বছর ১৭.৩ মিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপ এবং এর আনুষঙ্গিক জটিলতায় মৃত্যু বরণ করে। আর উচ্চ রক্তচাপ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। উচ্চ রক্তচাপ প্রতিরেধে চাই নিয়ন্ত্রিত জীবন যাপন আর সচেতনতা। তাই নিজে সচেতন হোন এবং সবার মাঝে সচেতনতা তৈরি করুন।

খাওয়ার স্যালাইনঃ সরবত নয়, ঔষধ।~~~~~~~~~~~~~~~~~~~~~~~প্রাসঙ্গিক ঘটনাঃ************তখন আমি ঢাকা মেডিক্যাল কলেজ এর সহকারী ...
25/01/2023

খাওয়ার স্যালাইনঃ সরবত নয়, ঔষধ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
প্রাসঙ্গিক ঘটনাঃ
************
তখন আমি ঢাকা মেডিক্যাল কলেজ এর সহকারী রেজিস্ট্রার। বিকেলে ওয়ার্ড এ ভর্তিকৃত রোগীগুলো দেখছিলাম। সেই মুহূর্তে মহাখালী কলেরা হাসপাতাল থেকে ২ টা ডায়রিয়ার রোগী রেফার হয়ে আসে। দুজনেই অজ্ঞান, খিচুনি হচ্ছে! সাথে থাকা serum electrolyte এর রিপোর্ট থেকে জানলাম, একজনের সোডিয়াম ১৬৫, আরেকজনের ১৯৩! (সোডিয়াম শরীরের একটি গুরুত্বপূর্ণ লবণ যার স্বাভাবিক মাত্রা ১৩৫-১৪৫, কম বা বেশি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ)। প্রথম রোগী ডায়ালিসিস এর সাহায্যে বেঁচে গেলেও দ্বিতীয় রোগী মারা গেল।

কেন এমন হলো??
***************
ডায়ারিয়ার রোগীর তো সোডিয়াম কমে যাবার কথা! তাহলে বেড়ে গেলো কেন??
আসলে, দুজন ই খাবার স্যালাইন এর গুঁড়ার সাথে সঠিক পরিমাণে পানি মিশান নাই! একটু গুঁড়ার সাথে একটু পানি মিশিয়ে (পরিমাপ না করে) স্যালাইন বানিয়েছেন। আর এখানে গুড়োর তুলনায় পানির পরিমাণ কম ছিলো।

এমনটা কেন করেন?
****************
খবর স্যালাইন যে একটা ঔষধ, এটা অনেকেই মনে করেন না, মনে করেন সরবত! যার ফলে, এখানে যে স্যালাইনের গুঁড়ার সাথে নির্দিষ্ট পরিমাণ পানি মেশাতে হয় তা ই অনেকে জানেন না।
আর, বাচ্চাদের তো পুরোটা স্যালাইন এক বারে কাজে লাগে না। তাছাড়া, শীতকালে স্যালাইন বানিয়ে রেখে দিলে তা ঠান্ডা হয়ে থাকবে। তাই, অনেকেই একটু স্যালাইন এর গুঁড়ার সাথে পরিমাপ না করেই একটু পানি দিয়ে অল্প পরিমাণ স্যালাইন বানান। আবার, অনেকেই বেশি পাউডার দিয়ে স্যালাইন বানিয়ে খাওয়ালে ডায়রিয়া তাড়াতাড়ি ভালো হবে বলেও মনে করেন।

সঠিক নিয়ম?
***********
প্যাকেট এর পুরোটা গুড়া/পাউডার একবারে ঠিক ৫০০মিলি/আধা লিটার পানির সাথে ভালো করে মিশাতে হবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী স্যালাইন নিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে।
একবার বানানো স্যালাইন ১২ ঘণ্টা সংরক্ষণ করা যাবে। এর মধ্যে ব্যাবহৃত না হলে বাড়তি স্যালাইন ফেলে দিতে হবে।

কেমন পানি দিয়ে স্যালাইন বানাতে হবে?
*********************************
স্বাভাবিক তাপমাত্রার নিরাপদ খাবার পানি।

কতটুকু স্যালাইন একবারে খাওয়াতে হবে?
**********************************
যদি পানিশূন্যতা (dehydration ) না থাকে, তবে প্রতিবার পাতলা পায়খানার পরে —
—> ২ বছরের ছোট বাচ্চার ক্ষেত্রে, ৫০-১০০মিলি (১ চা চামচ এ ধরে ৫ মিলি।সুতরাং ১০-২০ চা চামচ)।
—>২-৫ বছরের বাচ্চার ক্ষেত্রে, ১০০-২০০ মিলি (২০-৪০ চামচ)।

আরও একটি প্রচলিত ভুলঃ
**********************
অনেকেই মনে করেন, স্যালাইন এ থাকা গ্লুকোজ শক্তির উৎস হিসেবে কাজ করে। এজন্য অনেকেই শক্তি আরও বেশি পাওয়ার জন্য extra চিনি যোগ করেন।
প্রকৃত পক্ষ্যে স্যালাইন এ থাকা গ্লুকোজ রোগীর শরীরে কোন শক্তি দেয় না। বরং, এই গ্লুকোজ কোষের ভিতরে লবণ ঢুকাতে সহায়তা করে। আর, extra চিনি যোগ করলে তা ডায়রিয়া/ পাতলা পায়খানা (osmotic diarrhoea) আরও বাড়িয়ে দিতে পরে।

মোটকথাঃ
********
—>স্যালাইন বানানোর সময় প্যাকেট এ বিদ্যমান সবটুকু গুড়া/পাউডার একবারে ঠিক ৫০০মিলি/ আধা লিটার নিরাপদ খাবার পানির সাথে মিশাতে হবে।
—> স্যালাইন বানানোর সময় কোন অবস্থাতেই প্যাকেট এ বিদ্যমান পাউডার এর বাইরে অন্য কিছু (যেমনঃ চিনি , গুড়, লবণ, লেবু) মেশানো যাবে না।
—> বানানো স্যালাইন সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ব্যবহৃত না হলে তা ফেলে দিতে হবে।

~~~~~~~~~~~~~~~~~~~
ডাঃ খালিদ আহমেদ সাইফুল্লাহ
সহকারি অধ্যাপক (শিশু)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর।

খেঁজুরের কাঁচা রস খেয়ে উদযাপন করার আগে একবার ভাবুন "এটাই জীবনের শেষ দিন নয়তো?
24/01/2023

খেঁজুরের কাঁচা রস খেয়ে উদযাপন করার আগে একবার ভাবুন "এটাই জীবনের শেষ দিন নয়তো?

04/10/2022

মঙ্গলবার (৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক মিডিয়া ব্র....

সুস্থ জীবনযাপনে সচেতনতা জরুরি..
23/09/2022

সুস্থ জীবনযাপনে সচেতনতা জরুরি..

কার্ডিয়াক চিকিৎসায় এ যেন এক মাইলফলক 👌👌
14/08/2022

কার্ডিয়াক চিকিৎসায় এ যেন এক মাইলফলক 👌👌

Address

Saghata
Gaibandha
5750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors & Medical Students Association,Saghata,Gaibandha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category