19/10/2025
হলুদের গুণাগুণ
হলুদ (Curcuma longa) শুধু রান্নার মসলা নয়, এটি একাধারে ত্বকের জন্য অত্যন্ত উপকারী প্রাকৃতিক উপাদান। এর কিছু প্রধান উপকারিতা হলো—
অ্যান্টি-ইনফ্লেমেটরি: হলুদ ত্বকের লালচে ভাব, চুলকানি এবং ফোলাভাব কমাতে সাহায্য করে।
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ: এটি ত্বকের বয়সের ছাপ দূর করে উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: নিয়মিত ব্যবহারে হলুদ ত্বকের কালো দাগ, রোদে পোড়া দাগ এবং ব্রণের দাগ হালকা করে।
ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয়: হলুদ ত্বকের রুক্ষতা কমিয়ে একে মসৃণ ও কোমল করে।