14/07/2022
🥰আলহামদুলিল্লাহ!!
প্রিয় জীবন রক্ষা ব্লাড ডোনেশন ক্লাব Life Saving Blood Donation CulB LSBDC পরিবারের আরেকটি অর্জন 😍
স্বেচ্ছাসেবী সংগঠন সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ(SBDFB) এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সামাজিক সংগঠন সন্মাননা ২০২২ইং এ সামাজিক ও মানবিক কাজে বিশেষভাবে অবদান রাখায় সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB)-র পক্ষ থেকে জীবন রহ্মা ব্লাড ডোনেশন ক্লাব Life Saving Blood Donation CluB(LSBDC) কে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান।।
জীবন রহ্মা ব্লাড ডোনেশন ক্লাব পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও ভালো লাগার প্রিয় পরিবার সোনারতরী রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ (SBDFB) কে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা 💖💖