ডিজিটাল গোপালগঞ্জ

ডিজিটাল গোপালগঞ্জ Social News, Communication, Extra Social Entertainment, Famous place News, sports news, etc.

16/01/2021

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃঃ(সরকারি চাকরি /বেসরকারি চাকরিতে)

ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করেন বসেন। নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল আছে যা আমরা পরবর্তী পোস্টে আপনাদের কাছে উপস্থাপন করব ; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরীর পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ
ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলোপ্রায় ই করা হয়-
1. আপনার নাম কি?-
2. আপনার নামের অর্থ কী?-
3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
4. আপনার জেলার নাম কী?-
5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-
6. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?-
7. আপনার বয়স কত?-
8. আজ কত তারিখ?
9. আজ বাংলা কত তারিখ?-
10. আজ হিজরি তারিখ কত?-
11. আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?-
12. পত্রিকাটির সম্পাদকের নামকি?
13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।
14. আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কিকারনে বিখ্যাত তা আলোচনা করুণ।
16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
18. বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন?
19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?
21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?
22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন?সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন?
27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?
28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?
29. আপনার তিনটি গুন ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?
35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন?
36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
39. এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?
40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান
43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?
46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?
47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?
48. আপনার জীবনের লক্ষ্য কি?
49. কি আপনাকে রাগিয়ে তোলে?
50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
55. রিস্ক নিতে কি পছন্দ করেন?
56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
59. কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?
60. অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?
62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?
64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?
71. ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?
74. নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?
75. আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?
76. আপনার নিজের সময় জ্ঞান সম্পর্কে বলুন?
77. আপনি কেমন বেতন আশা করছেন বা আপনার সেলারি এক্সপেকটেশন কি?
ইন্টারভিউয়ের শেষে সাধারণত জানতে চাওয়া হয়, 'আপনার কি কিছু জানার আছে?'
প্রশ্ন তো জানা হলো। এবার উত্তরের পালা। এসকল প্রশ্নের পিছনের রহস্য কি, কেনো আপনাকে এ ধরনের প্রশ্ন করা হয় আর কি হতে পারে এর সম্ভাব্য উত্তর? এজন্য আমাদের সাথেই থাকুন ।

07/12/2020

পাসপোর্ট করতে যেয়ে যারা হয়রানির শিকার হন তাদের জন্য।
দালাল থেকে দূরে থেকে নিজের পাসপোর্ট নিজে করুন। 😊
ই-পাসপোর্ট ডিটেইলসঃ (A-Z)
১ম ধাপঃ (অনলাইন আবেদন)
i. www.epassport.gov.bd এ গিয়ে Apply Online এ ক্লিক করুন
ii. যা যা info চায় তা দিয়ে সাথে ই-মেইল দিয়ে একটি একাউন্ট খুলুন। ইমেইলে confirmation মেইল আসবে, account active করে নিন, ইনবক্সে মেইল খুজে না পেলে Junk Mail/ Spam Mail ফোল্ডারে খুজলে পেয়ে যাবেন।
iii. Account খোলার পর Apply for a new-e-passport দিন
iv. যা যা info প্রযোজন হয় দিন।
Confusions: Md এরপর dot দিবো কিনা দিবো না? Dot না দিলে সমস্যা হবে না তো?
উত্তরঃ e-Passport এ letter ছাড়া কোনো character প্রিন্ট হয় না। সুতনাং না দেয়াই উত্তম। এবং এই না দেয়ার জন্য ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না।
Warning: Permanent address কখনো ভাড়া থাকা বাসার address দিবেন না। যদি নিজের কেনা ফ্ল্যাটে থাকেন আর সেটাই permanent address হিসেবে দিতে চান সে ক্ষেত্রে। আপনার দলিলের কাগজের ফটোকপি চাইবে। দলিলের কাগজ করা না হলে, সেটা permanent address হিসেবে দিবেন না।
v. আপনি কোন ধরনের passport করবেন উল্ল্যেখ করে দিবেন।
৪৮ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৪,০২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৬,৩২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ৮,৬২৫ টাকা, ২ কার্য দিবসে
৪৮ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৫,৭৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৮,০৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১০,৩৫০ টাকা, ২ কার্য দিবসে
৬৪ পেইজ ৫ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৬,৩২৫ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ৮,৬২৫ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১২,০৭৫ টাকা, ২ কার্য দিবসে
৬৪ পেইজ ১০ বছরের মেয়াদ
*রেগুলারঃ ৮,০৫০ টাকা, ২১ কার্য দিবসে
*এক্সপেসঃ ১০,৩৫০ টাকা, ১০ কার্য দিবসে
*সুপার এক্সপ্রেসঃ ১৩,৮০০ টাকা, ২ কার্য দিবসে
vi. কোন way তে পেইমেন্ট করতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। এখন সম্ভবত অনলাইন অয়ে (bKash) বন্ধ। তাই অফলাইনেই করতে হবে।
vii. সব info ঠিক মত দেয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিটের পর e-mail এ-ও একটা confirmation মেইল আসবে। চেক করে নিতে পারেন।
viii. Application form টা download করে রাখুন।
২য় ধাপঃ (schedule selection)
i. Application Submit এরপর schedule select করতে হবে
ii. আপনার মন মত যে কোনো খালি slot এ appointment নিতে পারবেন।
৩য় ধাপঃ (পেইমেন্ট)
i. নির্ধারিত যে কোনো ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ করে দিলেই হবে
ব্যাংক সমূহঃ
ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank.
ii. ব্যাংকে আপনার নাম চাইবে শুধু। passport এ দেয়া হুবহু নামটা দিবেন। কিছু কিছু ক্ষেত্রে NID এবং Application এর কপি দেখতে চায়। তাই এক কপি নিয়ে যাবেন।
iii. টাকা জমা দেয়ার পর রিসিট/ payment slip দিবে/ সেটা যত্ন করে রাখবেন।

03/11/2020

ওরা (ভারত) যদি ফ্রান্সের জঘন্য কাজের সমর্থনে হ্যাশট্যাগ দিয়ে আলোচনায় আসতে পারে তাহলে আমরা কেন হ্যাশট্যাগের মাধ্যমে নবির ভালবাসা প্রকাশ করবো না!!!
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

الّۣلّۣهّۜـۣۜـۣۜمّۣ-ۣۜصۣۣۜۜـۣۜـّۣۜلّ-ۣۜعّۣۜلّۣۜـۣۜـۣۜـۜـۣۣﮱۣﻣۣۣۖۖحّۣۣۖمّۣۖـۣۖـۣـۣۨۖۛـۣـۣۖدّۣۣۖ-ۣۣۖۜوّۣۜاّۣلّۣۖ-ّۣۣۣۖۖۖۖﻣۣۣۣۖۖحّۣۣۖۖمّۣۖـۣۖـۣۖــۣۖـۣۖدّۣۣۖ🍃










(S.A.W.) ❤
(S.A.W.)
(S.A.W.)❤





❤️
❤️
(SAW)❤️



#ফ্রান্স_পন্য_বর্জন_করুন


(SAW)


🚫
😡
❤️
💚
💙
💜
💛

🇨🇵❌
🇨🇵❌ 🇨🇵❌
❤️
❤️
🇨🇵❌
🖤
❤️

#ফ্রান্স_পন্য_বর্জন_করুন 🇨🇵❌
#ফ্রান্স_বর্জন_করুন 🇨🇵❌
🇨🇵❌
🇨🇵❌ 🇨🇵❌
❤️
❤️
🇨🇵❌
🖤
❤️

#ফ্রান্স_পন্য_বর্জন_করুন 🇨🇵❌
#ফ্রান্স_বর্জন_করুন 🇨🇵❌থামবেন না দয়া করে! যতক্ষণ সুযোগ আছে, হ্যাশট্যাগ দিতে থাকুন, দিতেই থাকুন!



(S.A.W.) ❤
(S.A.W.)
(S.A.W.)❤





❤️
❤️
(SAW)❤️



#ফ্রান্স_পন্য_বর্জন_করুন


(SAW)


🚫
😡
❤️
💚
💙
💜
💛

🇨🇵❌
🇨🇵❌ 🇨🇵❌
❤️
❤️
🇨🇵❌
🖤
❤️

#ফ্রান্স_পন্য_বর্জন_করুন 🇨🇵❌
#ফ্রান্স_বর্জন_করুন 🇨🇵❌
🇨🇵❌
🇨🇵❌ 🇨🇵❌
❤️
❤️
🇨🇵❌
🖤
❤️

#ফ্রান্স_পন্য_বর্জন_করুন 🇨🇵❌
#ফ্রান্স_বর্জন_করুন 🇨🇵❌

10/10/2020

#ঢাকা_হতে_দেশের_সব_কয়টি_জেলার_দূরত্ব_জেনে_নিন।

১| নারায়ণগন্জ ------------ ১৭ কিঃমিঃ
২| মুন্সি গন্জ --------------- ২৭ কিঃমিঃ
৩| মানিক গন্জ -------------- ৬৪কিঃমিঃ
৪| গাজীপুর -------------------৩৭ কিঃমিঃ
৫| নরসিংদী ------------------৫২কিঃমিঃ
৬| ময়মনসিংহ ---------------১২২কিঃমিঃ
৭| কিশোর গন্জ ------------১০২ কিঃমিঃ
৮| নেত্রকোণা ---------------১৫৯কিঃমিঃ
৯| টাংগাইল -----------------৯৮কিঃমিঃ
১০| জামালপুর ---------------১৮৭ কিঃমিঃ
১১| শেরপুর --------------------২০৩ কিঃমিঃ
১২| ফরিদপুর -----------------১৪৫ কিঃমিঃ
১৩| মাদারীপুর -----------------১১১ কিঃমিঃ
১৪| গোপালগঞ্জ ---------------২৩২ কিঃমিঃ
১৫| রাজবাড়ি----------------- ১৩৬কিঃমিঃ( )
১৬| শরিয়তপুর ---------------২৩৮ কিঃমিঃ
১৭| চট্টগ্রাম --------------------২৬৪ কিঃমিঃ
১৮| কক্সবাজার-------------- ৪১৪ কিঃমিঃ
১৯| নোয়াখালী ------------- ১৬৩ কিঃমিঃ
২০| লক্ষীপুর -----------------২১৬ কিঃমিঃ
২১| ফেনী -------------------১৫১ কিঃমিঃ
২২| কুমিল্লা -----------------৯৭ কিঃমিঃ
২৩| চাঁদপুর ----------------১৬৯ কিঃমিঃ
২৪| ব্রাক্ষণবাড়ীয়া------------১২৭ কিঃমিঃ
২৫| সিলেট------------------ ২৭৮কিঃমিঃ
২৬| সুনামগন্জ------------- ৩৪৬কিঃমিঃ
২৭| মৌলভীবাজার ----------- ২১৪কিঃমিঃ
২৮| হবিগন্জ--------------- ১৭৯কিঃমিঃ
২৯| রাংগামাটি---------------৩৪০কিঃমিঃ
৩০| খাগড়াছড়ি--------------২৭৫ কিঃমিঃ
৩১| বান্দরবান--------------৩৩৮ কিঃমিঃ
৩২| রাজশাহী---------------২৭২ কিঃমিঃ
৩৩| নওগাঁ----------------- ২৮৩কিঃমিঃ
৩৪| চাঁপাইনবাবগন্জ-------৩২০ কিঃমিঃ
৩৫| নাটোর---------------- ২২৩ কিঃমিঃ
৩৬| পাবনা--------------- ১৬১কিঃমিঃ
৩৭| সিরাজগন্জ------------ ১৪২ কিঃমিঃ
৩৮| বগুড়া--------------- ২২৮কিঃমিঃ
৩৯| জয়পুরহাট------------২৮০ কিঃমিঃ
৪০| রংপুর----------------- ৩৩৫ কিঃমিঃ
৪১| গাইবান্ধা---------------৩০১ কিঃমিঃ
৪২| কুড়িগ্রাম---------------৩৯৪কিঃমিঃ
৪৩| লালমনিরহাট----------৩৯০কিঃমিঃ
৪৪| দিনাজপুর--------------৪১৪ কিঃমিঃ
৪৫| নীলফামারী-----------৩৯৬কিঃমিঃ
৪৬| পঞ্চগড়---------------৪৯৪ কিঃমিঃ
৪৭| ঠাকুরগাঁও-------------৪৫৯ কিঃমিঃ
৪৮| খুলনা---------------- ৩৩৫ কিঃমিঃ
৪৯| বাগেরহাট ------------৩৭০ কিঃমিঃ
৫০| সাতক্ষীরা------------৩৪৩ কিঃমিঃ
৫১| যশোর----------------২৭৩ কিঃমিঃ
৫২| মাগুড়া---------------১৭৭ কিঃমিঃ
৫৩| নড়াইল-------------- ৩০৭কিঃমিঃ
৫৪| কুষ্টিয়া-----------------২৭৭কিঃমিঃ
৫৫| ঝিনাইদহ--------------২২৮ কিঃমিঃ
৫৬ |চুয়াডাংগা---------------২৬৭ কিঃমিঃ
৫৭| মেহেরপুর--------------- ২৯৬ কিঃমিঃ
৫৮| বরিশাল-----------------২৭৭ কিঃমিঃ
৫৯| ঝা্লকাটি----------------২৯০ কিঃমিঃ
৬০| পিরোজপুর--------------৩০৪ কিঃমিঃ
৬১| ভোলা-------------------৩১৭কিঃমিঃ
৬২| পটুয়াখালী---------------৩১৯ কিঃমিঃ
৬৩| বরগুনা------------------৩৬১ কিঃমিঃ

কে কত নম্বরে আছেন?

এই সেই লোক যার নাম আল্লাবক্স চৌধুরী, পুলিশের সাবেক এসপি হিসাবে প্রকাশ! মেজর সিনহাকে হত্যার পরে যার কাছে ওসি প্রদীপ নানা ...
11/08/2020

এই সেই লোক যার নাম আল্লাবক্স চৌধুরী, পুলিশের সাবেক এসপি হিসাবে প্রকাশ! মেজর সিনহাকে হত্যার পরে যার কাছে ওসি প্রদীপ নানা কুপরামর্শ নিচ্ছিলেন। তিনি প্রদীপকে নানা ভাবে দেখিয়ি দিচ্ছিলেন কি করে এই বিপদ থেকে বাঁচতে পারে। কি করে ভুয়া মামলা দিয়ে ভিকটিমদেরকে আরও বিপদে ফেলা সম্ভব। এই ব্যক্তির সাথে কথপোকথনে বুঝা যাচ্ছে, এর সাথে ক্রিমিনাল প্রদীপের নিয়মিত কথা হয়।
আল্লাবক্স সাহেব আপাতত বাড়ি থেকে পালিয়েছেন।

14/06/2020

১. প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেলেন।
২. ধর্ম প্রতিমন্ত্রী মারা গেলেন।
৩. স্বাস্থ্য সচিব করোনা আক্রান্ত।
৪. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্ব-স্ত্রীক CMH হাসপাতালে ভর্তি।
৫. স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু।
৬. মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের মৃত্যু।
৭. প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হাসপাতালে।
৮. এস আলম গ্রুপের মালিকের মৃত্যু
৯. অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যু
১০. অতিরিক্ত তথ্য সচিবের মৃত্যু
১১. সিলেটে ইউপি সচিবের মৃত্যু
১২. বগুড়ার সাবেক এমপি পুতুলের মৃত্যু
১৩. ফেনি দুই আসনের এমপির বড় ভাইয়ের মৃত্যু
১৪. ঢাকার সাবেক এমপি মগবুলের মৃত্যু
১৫. চট্টগ্রাম বাশখালির এমপি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে।
১৬. যশোর ৪ আসনের এমপি করোনা আক্রান্ত।
১৭. চট্টগ্রাম ৮ আসনের এমপি সহ পরিবারের ১০ জন আক্রান্ত।
১৮. রাজবাড়ী ১ আসনের সাবেক এমপির স্ত্রী আক্রান্ত।
১৯. প্রাক্তন পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী এডভোকেট রহমত আলীর মৃত্যু।
২০. তিন দিনে তিন ইউপি চেয়ারম্যানের মৃত্যু।
২১. রাজস্ব কর্মকর্তার মৃত্যু।
২২. ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এখনো হাসপাতালে।
২৪. নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার আক্রান্ত।
২৫. জামালপুর-২ আসনের ফরিদুল হক খান আক্রান্ত।
২৬.ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম,
২৭.নিজের ব্যক্তিগত সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়।
এই মৃত্যুর মিছিল চলতেই থাকবে.... চলুন কাউন্ট ডাউন শুরু করা যাক....
এই কাউন্ট ডাউন উপলক্ষে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন,
"হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান!"
কাজী নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মাথা ঝাকিয়ে ঘাড় বাকিয়ে বলেন,
"দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ"
তবে ভারতচন্দ্র এ বিষয়ে প্রথমে কোন মন্তব্য না করিতে চাইলেও, পরক্ষণেই তিনি অস্ফুটস্বরে বলে ওঠেন,
"নগর পুড়িলে, দেবালয় কি এড়ায়?"
এড়ায় না... গেট রেডি ফর ২৮...

13/06/2020

আমার রুমে একটা বোতল ভর্তী পানি থাকে। এখান থেকে আমি পানি খাই, আর আমার রুমের ভেতরের গাছ গুলোকে খাওয়াই। ওরা ও আমার রুমের বাসিন্দা এবং আমি বিশ্বাস করি ওরা ও আমাকে অনুভব করে। মহান বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমান করেছেন গাছেদের জীবন আছে। আর বর্তমানে বিজ্ঞানের আশির্বাদে আমরা এও জানতে পারছি গাছেদের অনুভূতি রয়েছে এবং গাছেদের নিজেদের মাঝে একটা বেশ যোগাযোগব্যবস্থা ও রয়েছে।

ধরুন একটা হাতি একটা জংগলে এসে এক দিক দিয়ে গাছের পাতা খাওয়া শুরু করলো তখনেই গাছটা অন্যগাছ গুলোর কাছে এই বার্তা ছড়িয়ে দেয়। আর এর পরেই ওই গাছ গুলো নিজেদের পাতায় বিশেষ কিছু উপাদান ছড়িয়ে দেয় যাতে পাতা গুলো তেতো স্বাদের হয়ে যায় যাতে হাতিটা আর পাতা খেতে উৎসাহী না হয়।

কখনো যদি গোল আলু গাছ লাগান এবং আলু খেতে চান তবে ভুলেও কখনো গাছের পাতা স্পর্শ করবেন না। এতে গাছেরা ভীষণ রেগে যায়। তারা আত্বরক্ষার জন্যে টক্সিক ক্যামিকেল তৈরি করে। এতে গাছ শক্ত সামর্থ্য হবার জন্যে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। নতুন পাতাও হয় প্রচুর কিন্তু এই পাতা খেলে ঠিকেই বিষাক্ত স্বাদ পাওয়া যায়। আর একটা সময়ে গাছ যখন বয়স্ক হয়ে যায় তখন আপনি ভাববেন এতো বড় গাছ হয়েছে কতো না আলু হবে। কিন্তু তুলে দেখবেন নতুন কোনো আলুই হয় নি, কারন গাছ নিজের আত্বরক্ষার জন্যেই সব শক্তি খরচ করে ফেলেছে তাই নতুন প্রজন্ম সৃষ্টির দিকে সে কোনো কাজেই করতে পারে নি।

এক গাছের সাথে যেমন অন্যগাছের যোগাযোগ হয়, তেমনি কিন্তু গাছেদের মধ্যে যুদ্ধও হতে পারে। অন্যান্য প্রানীর মতো আধিপত্য বিস্তার এর জন্যে একটি গাছ অন্য একটি গাছ তার পাতা, শিকড় ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ক্যামিকেল ছড়িয়ে দিয়ে অন্যগাছ কে মেরে ফেলে নিজের বেঁচে থাকা বা তার চারাদের জন্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। গাছেদের এই যুদ্ধকে বলে অ্যালেলোপ্যাথি। একটি গাছ অন্য একটি গাছের সাথে যেই বায়োক্যামিকেল এর মাধ্যমে যুদ্ধ করে সেই অস্ত্রের নাম অ্যালেলোকেমিকল।

গাছেরা তার নিজের টিকে থাকা এবং তার চারাদের টিকিয়ে রাখার জন্যে যেহেতু যুদ্ধ করে কাজেই তাদের নিজেদের মাঝে ভালোবাসাও রয়েছে।

যতোই দিন যাচ্ছে ততোই কিন্তু গাছের আনন্দ কান্না গুলো আমরা ভালো বুঝতে পারছি। গাছেরা কিন্তু অভিমান ও করে। ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র সলোমন আইসল্যান্ড এর আদিবাসীরা বিশ্বাস করে গাছেদের আত্মা আছে। তাই কোনো গাছ যদি তাদের জন্যে সমস্যাজনক মনে হয় তখন গ্রামের সব মানুষরা গিয়ে দিনের পর দিন ওই গাছকে গালি দিতে থাকে। ওরা বিশ্বাস করে এতে গাছের আত্মা গাছকে ছেড়ে চলে যায়। আর অদ্ভুত ভাবে দেখা যায় কিছুদিন পরে গাছটির পাতা শুকিয়ে পরে যাচ্ছে। এবং সত্যি সত্যিই গাছটি মারা যায়।

ফ্লাট ওয়ার্ম এর মাথা যদি কেটে ফেলে তাহলে সে পূনরায় নিজের মাথা এবং ব্রেইন যেমন তৈরি করে নেয়। তেমনি অদ্ভুত প্রকৃয়ায় পূর্বের ব্রেইন এর তথ্যও নতুন ব্রেইনে রি-স্টোর করে। একটা গাদা ফুল গাছের ডাল কেটে এনে লাগিয়ে দিলে। কিছুদিন পরে ডালটি থেকে শেকড় গজায়। ডালটি বেঁচে যায়। এবার একটা থট এক্সপেরিমেন্ট করলে কেমন হয়, যদি এই নতুন লাগানো ডালটি নিজের ব্রেইন তৈরি করে সেই ব্রেইনে পুর্বের গাছের সকল তথ্য রি-স্টোর করে নেয় তাহলে কেমন হয়?

ফিরে আসি আমার রুমে। আমার এই ইনডোর প্লান্ট গুলো বাতাসের কার্বোনডাই অক্সাইড গ্রহন করছে আর সালোকসংশ্লেষণ এর সময়ে কিছু জলীয় বাষ্প তৈরি করছে। এই দুইটা পদ্ধতিতেই আমার রুমকে এই তীব্র গরমে বেশ খানিকটা ঠান্ডা রেখে আমাকে শান্তি দিচ্ছে।

রহস্যের দেশ ইজিপ্টের মানুষেরা অ্যালোভেরা গাছ কে বলে "plant of immorality" এর কারন তারা মনে করতো এই গাছ অশুভ শক্তিদের তাড়িয়ে দিতে পারে। তাই ঘরের দরজায় তারা এই গাছ টানিয়ে রাখতো। ধরে নিলাম ইজিপ্টবাসির গল্পের গরু গাছে উঠেছে কিন্তু বিজ্ঞান বলে এলোভেরা রাতে অনেক বেশি অক্সিজেন সরবারহ করে মানুষকে প্রশান্তি দিতে পারে।

ল্যাভেন্ডার নামে সুন্দর বেগুনী ফুলের একটা গাছ আছে। এই গাছ বাতাসে যেই ক্যামিকেল ও গন্ধ ছড়িয়ে দেয় তা স্নায়ুর উত্তেজনা কমায়, ঘুম না হওয়ার রোগ ইনসোমনিয়া এবংকী ডিপ্রেশন ও কমায়।

মানুষ নানান ধরনের প্রানী পোষে। ইংরেজি তে যাকে বলে pet, আমি আমার গাছ গুলোকে পুষি। এদের সাথে আমার সুখ দুঃখের কথা বলি। ওদের কয়েকজনের নাম ও রাখার কথা ভাবছি। আমার মনে হয় ওরা আমার কথা বোঝে। হয়তো শব্দে বা ইশারায় উত্তর দিতে পারছে না কিন্তু তার পাতার মাধ্যমে কোনো ক্যামিকেল বাতাসে ছড়য়ে দিচ্ছে। সেই ক্যামিকেল এর জন্যেই হোক আর জমে থাকা কথা গুলো বলতে পারার জন্যেই হোক কিছুক্ষণ এর মধ্যেই মনের মাঝে একটা শান্তি শান্তি অনুভূতি আসে।

জেফরি বাওয়া নামে শ্রীলঙ্কান একজন আর্কিটেক্ট গৃহনির্মানের একটা দারুণ ডিজাইন আবিষ্কার করেছে। বাওয়া'র ডিজাইনের বিশেষত্ব হচ্ছে ভেতর এবং বাহিরকে মিলিয়ে দেওয়া। বাসস্থানকে প্রকৃতির অংশ করে নেওয়া। আমার খুব ইচ্ছে করে মিয়াওয়াকি পদ্ধতিতে একটা বিশাল জঙ্গল বানিয়ে তার মধ্যে জেফরি বাওয়ার ডিজাইনে একটা বাড়ি বানাতে।

মিয়াওয়াকি পদ্ধতি হচ্ছে আরেক আশির্বাদ এর নাম। জাপানের প্রকৃতিবিদ আকিরা মিয়াওয়াকি নামের এই ভদ্রলোকের কাছে পৃথিবীর ঋণ সীমাহীন। উনি জঙ্গল তৈরির একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি তৈরি করেছে যাতে অল্প যায়গায় মধ্যেই অনেক অনেক গাছ লাগানো যায়। যেখানে এক একর জমিতে গাছ লাগানো যায় আটশো বা এক হাজার সেখানে এই পদ্ধতিতে লাগানো যাবে বারো হাজার গাছ। এই পদ্ধতি তে জঙ্গল তৈরি করলে প্রথম ছয় মাস তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে এর পর জঙ্গলটি নিজেই নিজের রক্ষণাবেক্ষণ করবে। দশ বছরের মাথায় গিয়ে জঙ্গলের বাস্তুসংস্থান বা পরিবেশটা সৃষ্টি হবে একশো বছরের পুড়ানো যেকোনো প্রাকৃতিক জঙ্গলের মতো। বর্তমানে এই পদ্ধতিতে পুরো পৃথিবী জুড়ে হাজার হাজার বনাঞ্চল তৈরি হচ্ছে।

প্রকৃতীর সন্তানেরা যতোই প্রকৃতীর কাছা কাছি থাকবে ততোই নিরাপদ। আর যতো সে প্রকৃতীর কাছ থেকে দুড়ে সরে যাবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবার সম্ভাবনা ততোটাই বেশি। পৃথিবীকে দাপিয়ে বেড়ানো আদিম প্রানী ডাইনোসরগোষ্ঠী হারিয়ে গেলেও কিন্তু আদিম প্রানী আরশোলা এখনো টিকে আছে । তিব্বতের বুদ্ধভিক্ষুরা চেতনার ভেতরে লুকানো জ্ঞান খুঁজতে বলুন আর নিজের মনের ভেতরে ডুব দিয়ে পৃথিবীকে আরো ভালো করে জানতেই বলুন ছুটে যায় পাহাড়ে অরণ্যর গহীনে।

যুক্তরাষ্ট্রের মিশিগান ও কানসাস বিশ্ববিদ্যালয়ের একদল গভেষক জানিয়েছেন কোনো ব্যক্তি এক ঘণ্টা প্রকৃতিতে সময় কাটালে তার স্মৃতিশক্তি প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পায় এবং প্রকৃতিতে যদি কয়েক দিন থাকা যায়, তাহলে সৃজনশীল কাজের ক্ষমতা বৃদ্ধি পায় ৫০ শতাংশ। আমরা যদি একটি গাছের সঙ্গে অধিক সময় ব্যয় করি, তাহলে মানসিক অসুস্থতা, মাথাব্যথা ও অন্যান্য মনস্তাত্ত্বিক সমস্যার কিছুটা উপশম ঘটে।

আমাদের ভারতবর্ষীয় অঞ্চলের মানুষদের মধ্যে যে পঞ্চভূতে বিশ্বাস এবং এর ওপরে ভিত্তি করে গৃহ সাজাবার রিচুয়াল ছিলো সেটাতেও কিন্তু প্রকৃতীর মাঝে বাস করার বিষয়টিই খুঁজে পাওয়া যায়। পঞ্চভূত বলতে বুঝায় আকাশ, পানি, মাটি, বায়ু এবং আগুনকে। এই অঞ্চলের মানুষেরা বিশ্বাস করতো এই পাঁচটি জিনিশ সৃষ্টির আদি ভিত্তি এবং বাড়ি বানানোর সময়ে যদি এই পাঁচটি জিনিশের অবস্থানের একটা সঠিক সামঞ্জস্যতা তৈরি করা যায় তবে সে ঘরে সুখ আসবে। আর সামঞ্জস্যতা না থাকলে সে ঘরে কখনোই সুখ আসবে না।

দিনে দিনে এসব প্রাচিন বিশ্বাস হারিয়ে যায়, মানুষ ও প্রকৃতিকে হারিয়ে ফেলতে চায়। তাই হয়তো প্রকৃতি নানান দুর্যোগ দিয়ে আবার সবাইকে তার কাছেই ফিরিয়ে নেয়।

প্রকৃতিকে ধরে রাখতে চাইলে তার সব উপাদান গুলোকেও টিকিয়ে রাখতে হবে। বাটার ফ্লাই এফেক্ট নামে একটা থিউরি আছে। পৃথিবীর এক প্রান্তে কোনো একটা প্রজাপতির পাখা নাড়ানোর মতো সামান্যা ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর অন্য প্রান্তে বিশাল ঝর বয়ে যেতে পারে।

প্রকৃতীর প্রতিটা উপাদান খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বহীন কেঁচোরা মাটিতে গর্ত করে গাছের শেকড়ে বয়ে নিয়ে যায় বাতাস। বাতাসে থাকা নাইট্রজেন গাছের শিকরে লেগে গাছকে বৃদ্ধি করে। সাপের বিষ থেকে তৈরি হয় জীবনদায়ী ঔসুধ। বর্তমানে তো চিকিৎসা কাজে মাছির ডিম ও ব্যাবহার হয়। কিছু কিছু বিশেষ রোগে শরিরের বিভিন্ন অংশ পচন ধরে। পচে যাওয়া অংশ গুলো সরিয়ে ফেলতে না পারলে সেগুলো আশপাশের যায়গাগুলোকেও পচিয়ে ফেলে। কিন্তু এসব যায়গাতে অশ্রপচার করাটাও বেশ সমস্যা জনক। এই জন্যে বিজ্ঞানীরা এক অদ্ভুত পদ্ধতি আবিষ্কার করেছে। তারা ওইসব পচে যাওয়া যায়গা গুলোতে ইনজেক্ট করে মাছির ডিম ঢুকিয়ে দেয়। কিছুদিন পরেই সে ডিম থেকে বেড়িয়ে আসে ক্ষুধার্ত লার্ভা। তারা পচা যায়গা গুলো খেয়ে ফেলে। এবং পুরো পচা অংশ খাওয়া হয়ে গেলে তারা বেড়িয়ে আসে।

সকল সমস্যার সমধান যেমন প্রকৃতিতেই রয়েছে। আবার ওই প্রকৃতীর সকল উপাদান গুলোও গুরুত্বপূর্ণ। প্রকৃতিকে টিকিয়ে রাখতে চাইলে এর প্রতিটা উপাদানকেই টিকিয়ে রাখতে হবে। কারন প্রতিটা উপাদানেই একটা একটা আংটার মতো হয়ে তৈরি করেছে বাস্তুসংস্থান এর একটা লম্বা চেইন। এই জন্যে প্রকৃতীর প্রতিটা উপাদানই জরুরী। একটা হটাৎ করে কমে গেলে অন্যটাও হুমকির মধ্যে পরে।

ধরুন আপনি ডিসকভারি চ্যানেল দেখতে দেখতে হরিনের জন্যে ভীষন মায়া জন্মে গেলো। ভাবলেন সুন্দরবনের বাঘ গুলোতে কি নির্মম ভাবে হরিণ গুলোকে খেয়ে ফেলে। আপনি চুপি চুপি একটা রাইফেল নিয়ে বের হয়ে গেলেন, আর সুন্দরবনের সব বাঘ গুলোকে মেরে ফেললেন। এবার কি হবে জানেন? বাঘ নেই তাই হরিণের সংখ্যা অস্বাভাবিক রকম বেড়ে যাবে। হরিণ গাছের ছোটো চারা খেয়ে ফেলে। ফলে নতুন গাছ হবে না। কয়েক বছরের মধ্যেই গাছের চারা, ঘাস ও বড় গাছের কাছাকাছি থাকা পাতা সব শেষ হয়ে যাবে। তারপর খাদ্য অভাবে হরিন মরে যাবে।

একবার চীন দেশের মাওসেতুং এর সরকার হিসেব করে দেখলো বছরে চড়ুই পাখিরা ক্ষেত থেকে যে পরিমান শস্য খেয়ে ফেলে তা দিয়ে গোটা চীন বেশ কয়েকদিন চলতে পারে। তাই তারা দেশের সব চড়ুই পাখি মেরে ফেললো। আশ্চর্যজনক ভাবে পরের বছর থেকে চীনে মহামারি শুরু হয়ে যায়। কারন এই বছর শস্য সব পোকায় নষ্ট করে ফেলেছে। এতোদিন চড়ুই পাখি গুলোতে এই পোকা গুলোকে খেয়ে ফেলতো। এই বছর চড়ুই পাখিও নেই, পোকা বেড়ে গেছে অসম্ভব রকম। সব ফসল নষ্ট। পরবর্তী কয়েক বছর সে মহামারি ছিলো আর প্রায় ৩৬ মিলিয়ন মানুষ এতে মারা যায়। শেষ পর্যন্ত অন্য দেশ থেকে তাদের চড়ুই পাখি আনতে হয়েছে।

লেখকঃ মোহম্মদ বায়েজিদ
১০ জুন ২০২০
পালং, শরীয়তপুর।

বাংলাদেশের জনপ্রিয় ৫০টি দর্শনীয় স্থান।ইনশাআল্লাহ দেশের পরিস্থিতি ভাল হলে আবার শুরু হবে দেশে দেশে ভ্রমন।
11/06/2020

বাংলাদেশের জনপ্রিয় ৫০টি দর্শনীয় স্থান।

ইনশাআল্লাহ দেশের পরিস্থিতি ভাল হলে আবার শুরু হবে দেশে দেশে ভ্রমন।

 #করোনায়_আক্রান্ত_এক_যুবকের_শেষ  #কথাগুলো_ছিল_এমন — #হাসপাতালের_বিছানা থেকে বলছি, 😭😭😭 #দয়া_করে শুনবেন কি মানুষ !! আমি এক...
31/05/2020

#করোনায়_আক্রান্ত_এক_যুবকের_শেষ #কথাগুলো_ছিল_এমন —

#হাসপাতালের_বিছানা থেকে বলছি, 😭😭😭
#দয়া_করে শুনবেন কি মানুষ !!

আমি এক তাগড়া যুবক, বয়স-২৭, নিরোগ, তরতাজা।।

ভেবেছিলাম, এই করোনাভাইরাস ঘটিত মহামারি আমার রোগপ্রতিরোধ ব্যবস্থা ভাঙতে পারবে না।

ষোলো দিন আগে, জ্বর হলো আমার; সাধারণ ফ্লু ভেবে চুপচাপ কাটিয়ে দিলাম দিনটা।

পনেরো দিন আগে, শরীর ব্যথা; জ্বর কমে, বাড়ে; পেইনকিলার খেলাম দু'টো।

চৌদ্দ দিন আগে, জ্বর আসে, যায়; শরীর ব্যথা বাড়ে তো বাড়েই; সিজন চেঞ্জ হচ্ছে, আমি ফ্লুতেই থাকলাম, আমি পেইনকিলারেই থাকলাম।

তেরো দিন আগে, সারাদেহে ব্যথা কমলো, এলো গলা ব্যথা।

বারো দিন আগে, খুশখুশে কাশি, গলা ব্যথা বাড়ে, কমে; জ্বর ছিলো; আশঙ্কিত আমি ডায়াগনোসিসে গেলাম।

এগারো দিন আগের ভোরে, জানলাম, আমি কোভিড-১৯ পজিটিভ; স্বাদ ও ঘ্রাণ এই দুই ইন্দ্রিয় ক্ষমতা হারাতে আরম্ভ করলো।

দশ দিন আগে, দু'কানের ভিতরে তীক্ষ্ণ ব্যথা; স্বাদ নেই, গন্ধ নেই; ব্যথা গলায়, কাশি, জ্বর দেহে।

নবম দিন থেকে, বাকি সব উপসর্গের সাথে আরম্ভ হলো শ্বাসকষ্ট।

অষ্টম, সপ্তম, ষষ্ঠ দিন গেলো; সে কী প্রাণপণ চেষ্টা আমার, একটু বাতাস নিতে বুকের ভিতরে! হায়, এ-জগতে একমুঠো হাওয়া কি নাই!

আজ থেকে ছয় দিন আগে ঘর থেকে বের করা হয়েছিলো আমাকে-

পুলিশ ছিলো দু'জন, দু'জন স্বাস্থ্যকর্মী ছিলো, ছিলো একটি অ্যাম্ব্যুলেন্স।

আমার মাকে উঠতে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্সে, আমার বাবাকে আসতে দেওয়া হয়নি আমার সাথে, আমার ভাইকে আটকে দেওয়া হয়েছে ঘরের দুয়ারেই, আমার বোন তখন অজ্ঞান আমার শোকে।

অ্যাম্বুলেন্স চলে আসছিলো তার প্রিয় সাইরেন বাজিয়ে;

ভেতরে চিৎ শোওয়া আমি, একটু শ্বাসের খোঁজে আথালি পাথালি আমি, মাথাটা একটু তুলে আমার দু'পায়ের ফাঁক গলে, অ্যাম্বুলেন্সের দরজার ছোট্ট জানলা দিয়ে দেখেছিলাম-

#আমার_বিদায়পথের_দিকে_অপলক তাকিয়ে ধুলায় শুয়ে আছেন আমার মা,

দু'হাতে মাথাটা চেপে দু'হাঁটু ধুলায় গেঁথে অবিশ্বাসে তাকিয়ে আছেন আমার বাবা।

আমার বোন তখন ঘরের মেঝেয় অচেতন।

আমি শেষ দেখা দেখেছিলাম আজন্ম প্রিয়তম মানুষগুলোকে আমার।

আজ ছয়দিন, হাসপাতালের আইসিইউ-কক্ষের ভিতরে, শুভ্র বিছানায় শুয়ে আছি আমি;

#ওষুধ_নেই_এই_জগতে_এ- #ব্যাধির;

এই যে ছয়-ছয়টা দিন বেঁচে ছিলাম, রোগপ্রতিরোধী পথ্য খেয়ে, যদি মিরাকল হয়, যদি সেরে ওঠে পরাজিত দেহটা আমার!

হাজারে-হাজারে তো এভাবেই ফিরে যেতে পেরেছে মায়ের কোলে, বাবার বুকে!

#আমি_ছিলাম_না_ফেরার_দলে;

আজ, ডাক্তারের চোখের দিকে তাকিয়ে, বুঝতে অসুবিধে হয়নি, আমি মারা যাচ্ছি;

নার্সের চোখে আমি জল দেখেছি গতকাল, জেনেছি এই জন্মভূমি, এই পৃথিবী, আমার মায়ের বুক, আর আমার নয়।

ি_মারা_যাচ্ছি।

জানি, আমার লাশটাকে ছুঁতে দেওয়া হবে না আমার পরিজনদের কাউকেই,

জানি, আমাকে দাহ করা হবে পাঁচজন পুলিশের সামনে,

জানি, আমাকে নিয়ে যাওয়া হবে চারজন অনাত্মীয়ের কাঁধে চড়ে;

মা নিষিদ্ধ, বাবা নিষিদ্ধ, নিষিদ্ধ আমার ভাই ও বোন, আমার কাছে, আমার লাশেরও কাছে।

আমি সুস্থ, সবল যুবক ছিলাম এক, বয়স-২৭, করোনাভাইরাসের কাছে হেরে যাওয়া, কাবু।

পৃথিবীতে আজ বেঁচে থাকা প্রিয় মানুষেরা, হাসপাতালের বিছানা থেকে বলছি, দয়া করে শুনবেন প্লিজ?-

আজ থেকে সতেরো দিন আগে মায়ের নিষেধ সত্ত্বেও ঘর ছেড়ে বেরিয়েছিলাম আমি।

জানি না, আমার দেহতে বয়ে নেওয়া এ-মারণব্যাধি আমার মা, বাবা, ভাই কিংবা বোনের দেহে সংক্রমণ করে দিয়ে মরে যাচ্ছি কিনা।

#মানুষ, #ঘরে_থাকবেন_প্লিজ?
এ মৃত্যু, জগতের নির্মমতম মৃত্যু।।

#ঘরে_থাকি_সুস্থ_থাকি_পরিবারকে_সুস্থ_রাখি

07/05/2020

পুরো টা পড়বেন তাহলে অন্তত কিছু শিখতে পারবেন !

১২৫ টি শব্দের অর্থ জানলে কুরআনের ৫৫% শব্দের অর্থ জানা হয়ে যায় আর ৩২০ টি জানলে জানা হয় ৭৫%!!!

জ্বি, ঠিক তাই। কুরআনের শব্দ সংখ্যা ৭৭,৪০০ এর কিছু বেশি হলেও ধাতু ও মৌলিকত্বের বিচারে শব্দ মাত্র ১৮২০ টি। এই শব্দগুলোর অনেক শব্দেরই ঘটেছে পুনরাবৃত্তি। তাই, বেশি ব্যবহৃত শব্দগুলো আগে শিখলে কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝতে সহজ হয়।

আমার মত যারা মাদ্রাসায় পড়েনি বা আরবী যাদের ভাষা নয়, তারা এসব পুনরাবৃত্তিমূলক শব্দগুলো হতে ৫-১০ টি দৈনিক মনে রাখলে বেশিদিন লাগবে না এসব জানতে ইনশা-আল্লাহ। দ্রুতই তখন কুরআন পড়ার সময় দেখবেন অর্থ পুরো না বুঝলেও অনেক আয়াতেরই অর্থের অনুবাদ ছাড়াই অনেকটা কাছাকাছি যেতে পারবেন।

আল্লাহ আমাদের জন্য কুরআন বুঝা ও মানা সহজ করুন, আমীন।

আমাদের মাতৃভাষা বাংলা,সেজন্য আমরা যখন কোরআন পড়ি ,না বুঝেই তেলাওয়াত করতে হয় কারণ আমরা কোরআনিক আরবী জানিনা,কোরআন পড়ার পাশাপাশি বুঝে পড়াটা খুব জরুরী।তেলাওয়াতের সময় যখন তেলাওয়াত করি তখন শুধু আবৃত্তি করি কিন্তু কী পড়তেছি কী এটার ব্যাখা, এটার অর্থ কী আমরা জানিনা!নামাযে যখন ইমামের পেছনে শুনি তখন যদি আমরা কুরআনের আরবী বুঝতে পারতাম তাহলে নামাযে খুশু খুযু আসতো,মনোযোগ দিতে পারতাম।কিন্তু আমরা কী করি?
সারাটা জীবনই এভাবে না বুঝে কাটিয়ে দেই ,কখনও কুরআনের আরবী শেখার চেষ্টাও করিনা!কতোই অভাগা আমরা!
পার্থিব জীবনের সফলতার জন্য বইয়ের পর বই আমরা মুখস্ত করতে পারি। গেগ্রাসে গিলতে পারি শত শত থিওরী,শুধুমাত্র এই দুনিয়ায় কয়টা বছর ভালো থাকার জন্য।অথচ কখনোই দ্বীনি ইলম জানার জন্য চেষ্টা করিনা আমরা।
রাসুলুল্লাহ (স) বলেন :জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরয।
কোরআনিক আরবী শিখতে হলে আমরা ভয় পাই,মনে করি না জানি এটা কতো কঠিন।আসলে যারা শিখেছেন তাদের অভিজ্ঞতা মতে এটা ততোটাই সহজ শুধুমাত্র একটু চেষ্টা দরকার।আপনাকে পুরো আরবী ভাষা শিখতে হবেনা। vocabulary শিখতে হবে যতো বেশি পারেন।আজকে ইনশাআল্লাহ পবিত্র কোরআনে অনেক বেশি ব্যবহৃত ১০০ টি শব্দ দেয়ার চেষ্টা করবো।এগুলো একদম বেসিক noun,pronoun, adjective, verb,preposition and question words.জোড়া তালি দেয়ার শব্দগুলো শিখতে পারলে ইনশাআল্লাহ যখন vocabulary আরো বেশি করে জানবেন তখন আরবী পড়ে নিজেই অর্থ বুঝে নিতে পারবেন।প্রতিদিন পাচটি করে শব্দ শিখবেন এটাই যথেষ্ট।

1st day:
1.هَذَا[হাযা](this(male-এটা
2.هَـذِهِ -[হাযিহি]this(female এটা)
3.هَـؤُلآءِ -[হা-উলা-ই]these (এইসকল)
4.ذَلِكَ -[যালিকা]that(male যাহা, যে)
5.تِلْكَ -[তিলকা]that(female যাহা,যে)

2nd day :
6.أُولَئِكَ -[উলাইকা]those(যাহারা,সেগুলো)
7.اَلَّذِىْ -[আল্লাযি]who(male যে)
8.اَلَّتِىْ -[আল্লাতি]who (female)
9.اَلَّذِيْنَ -[আল্লাযিনা]those who(তোমরা যারা)
10.تَحْتَ -[তাহতা]under(তলদেশে,নিচে)

3rd day :
11.فَوْقَ -[ফাওক্বা]above(উপর)
12.قَبْلَ -[ক্ববলা](before -(সামনে,আগে
13.ﺑَﻌْدَ -[বা'দা]after(পরে,পরবর্তী কালে,)
14.بَيْنَ -[বাইনা]between(মধ্যবর্তী স্থানে)
15.دُونَ -[দুনা]besides(তুলনায়,পার্শ্বে)

4th day :
16.عِنْدَ -['ইন্দা]near (নিকটবর্তী, প্রায়)
17.يَمِيْنْ -[ইয়ামিন]right(ন্যায়,ঠিক,সত্য)
18.شِمَالْ -[শিমাল]left(বাদিকে)
19.ٱللَّه -Allah
20.رَب -রব

5th day :
21.أَرْض -[আরদ্বা](পৃথিবী (World
22.قَوْم -[ক্বওম]nation জাতি
23.ءَايَة -[আয়াহ]চিহ্ন /আায়াত
24.كُل -[কুল্লু]every (প্রত্যেক, সব)
25.رَسُول -[রসূল]messenger (দূত)

6th day :
26.يَوْم -[ইয়াওম] day (দিন)
27.عَذَاب - ['আযাব] punishment (আজাব)
28.سَمَآء -[সামা'] sky(আকাশ)
29.شَىْء -[শাইই্] thing(জিনিস,ঘটনা,ব্যাপার)
30.كِتَاب -[কিতাব

7th day :
31.حَق -[হাক্ব] truth (সত্য)
32.نَاس - [নাস] people (সম্প্রদায়)
33.مِن - [মিন] from (হতে, থেকে)
34.فِى -[ফী] in (অভ্যন্তরে, মধ্যে)
35.عَلَى -['আলা] upon (সন্নিকটে)

8th day :
36.اِلَى -[ইলা] to (কাছে, প্রতি)
37.عَن -['আন] about (সম্পর্কিত,সম্পর্ক)
38.حَتَّی -[হাঁত্তা] until (যতক্ষণ না)
39.مَعَ -[মা'আ]with(একত্রে, সঙ্গে)
40.بِ -[বি]with(সাথে)

9th day:
41.كَ -[কা]like (মত,প্রায়)
42.لِ -[লি] for (জন্য)
43.مَن -[মান] who (যে)
44.مَا / مَاذَا -[মা যা] (what (কী, যাহা
45.أَيْنَ -[আইনা] where (যেথায়,কোথায়)

10 the day :
46.مَتى -[মাতা] when(কখন,তখন)
47.لِمَ / لِمَاذَا -[লিমা/লিমা যা] why(কেন,কী জন্য)
48.كَيْفَ -[কাইফা] how (কেমন,কিভাবে)
49.هَلْ -[হাল] are (হয়)
50.أَيُّ -[আইয়্যু] which (যেটি, যেগুলো)
11 the day :
51.كَمْ -[কামা] how much (কতোটুকু)
52.لَا -[লা] no(না)
53.مَا -[মা] not (মোটেই নয়)
54.لَمْ -[লাম] not (নয়)
55.لَنْ -[লান] never (কখনোও না)

12 th day :
56 .كَلَّا -[কুল্লা] nay (বস্তুত)
57.لَيْسَ -[লাইসা] it is not (মতো নয়)
58.بَلَى -[বালা] of course (নিশ্চয়ই)
59.نَعَمْ [নাআ'ম]-yes
60.مُؤْمِن -[মু'মিন] believer(বিশ্বাসী)

13 th day :
61.سَبِيل -[সাবিল] way (পথ,উপায়)
62.أَمْر -[আম্র]command (আজ্ঞা, নির্দেশ)
63.بَعْض -[বা'দ] some (কেহ,কিছু)
64.خَيْر -[খইর] better (উত্তম, শ্রেষ্ঠ)
65.إِلَٰه -ইলাহ

14 th day :
66.آخِر -[আখির] last ( শেষ)
67.جَنَّة -[জান্নাহ] বাগান
68.نَار -[নার] fire ( আগুন)
69.غَيْر -[গইর] without (ব্যতিরেকে,ব্যতীত)
70.قَلْب -[ক্বলব] heart ( অন্তর)

15th day :
71.عَبْد -[আব্দ]slave (গোলাম)
72.أَهْل -[আহল] family (দল,পরিবার)
73.يَد -[ইয়াদ] hand(আয়ত্তে,হাত)
74.قَالَ -[ক্বলা] he said (বলেছেন)
75.كَانَ [কানা] -he was

16th day :(verbal)
76.ءَامَنَ- [আমানা-he believed (তিনি বিশ্বাস করেছিলেন)
77.عَلِمَ -[আলিমা]he knew (তিনি জানতেন)
78.جَعَلَ -[জা'আলা]he made (তৈরী করেছেন)
79.كَفَرَ -[কাফার] he disbelieved (অবিশ্বাস করেছিলো)
80.جَآءَ [জাআ]-he came

17th day :
81.عَمِلَ -[আমিলা]he did (করেছিলেন)
82.آتَى -[আ—তা] he gave (তিনি দিয়েছেন/লেন)
83.رَءَا -[—রআ]he saw (তিনি দেখেছিলেন)
84.أَتَى -[আতা]he came (তিনি এসেছিলেন)
85.شَآءَ -[শা—আ] he wished (ইচ্ছে পোষণ করেছিলেন)

18th day :
86.خَلَقَ -[খলাক্ব] he created (তিনি তৈরী করেছেন)
87.أَنزَلَ -[আংযালা]he sent down(তিনি প্রেরণ করলেন)
88.كَذَّبَ -[কাযযাবা] he denied (মিথ্যে বলা অর্থে ব্যবহৃতও হয়,অস্বীকার করা অর্থেও)
89.دَعَا -[দা'আা] he invoked (প্রার্থনা করা অর্থে)
90.ٱتَّقَى -[আত্তাক্বা] he feared (ভয়)

19th day :
91.هَدَى -[হাদা] he guided (পরিচালিত করলেন)
92.هُوَ -[হুয়া] he (তিনি,সে)
93.هُمَا -[হুমা] they both (উভয়েই)
94.هُمْ -[হুম] they (male -তারা)
95.هِيَ -[হিয়া] she (এটা স্ত্রীবাচক)(সে)

20 th day :
96.هُنَّ -[হুন্না] they (female তারা)
97.أَنْتَ -[আংতা] you (male,তুমি)
98.أَنْتُمَا -[আংতুমা] you both (তোমরা উভয়েই)
99.أَنَا -[আনা] I (আমি)
100.نَحْنُ -[নাহঁনু] we (আমরা)

উপরিউক্ত শব্দগুলোর সম্ভাব্য বাংলা অর্থ আমি দেয়ার চেষ্টা করেছি,তবে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ ভিন্ন হতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন।
যেহেতু কোরআনে কারিম আমাদের জীবনের সঠিক গাইড লাইন দেয়। সে জন্যে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সকাল, কিংবা রাতে অথবা সাহরির আগে-পরে তাফসির চর্চার কাজ করতে পারেন। কোরআনে কারিমকে বুক সেলফে সাজিয়ে রেখে লাভ নেই। অনুবাদসহ বাংলা তাফসির গ্রন্থ কিনে ঘরের শোভা বাড়িয়ে লাভ নেই। কোরআন শরিফ এবং তাফসিরগুলোকে সেলফ থেকে নামিয়ে পড়ার টেবিলে আনতে হবে, নিয়মিত পড়তে হবে।
আল্লাহ্‌ কোরআনে ৪ বার বলেছেন--

আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি ? (সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)

তাই চলুন কোরআনকে কোরআনের ভাষাতেই বুঝার চেষ্ঠা করি ।

[পুরো লেখাটি কয়েকটি পৃথক লেখার সমন্বয়ে গঠিত। ঈষৎ পরিমার্জিত]
সূত্রঃ তাদাব্বুরে কুরআন ও পাঠশালা গ্রুপ।

Address

College Road
Gopalganj
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিজিটাল গোপালগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডিজিটাল গোপালগঞ্জ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram