03/01/2022
কেনো ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপিস্টদের এ্যালোপ্যাথিক ড্রাগ এর প্রয়োজন পড়ে না??
-------------------------------------------------------------------
আমরা প্রায় সবাই জানি যে এ্যালোপ্যাথি একটি ফার্মাসিউটিক্যাল চিকিৎসাপদ্ধতি।আর ফিজিওথেরাপি হলো একটি নন-ফার্মাসিউটিক্যাল চিকিৎসাপদ্ধতি।
ফিজিওথেরাপি চিকিৎসায় ব্যথা কমানোর জন্য অনেক ইন্টারভেনশনের ভিতর একটি প্রধান ইন্টারভেনশন হলো থেরাপিউটিক এক্সারসাইজ বা চিকিৎসা ব্যায়াম।
এই চিকিৎসা ব্যায়ামের ফলে শরীরের
হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্রন্হি থেকে এন্ডোরফিন(Endorphin) রিলিজ হয় যা Opioids receptor এর সাথে bind করে ব্যথা দূর করে।
এ্যালোপ্যাথিক ব্যথানাশকগুলোর মধ্যে রয়েছে NSAID,Acetophenone ,Opioid ইত্যাদি। এর মধ্যে সর্বোচ্চ কার্যক্ষমতার একটি হলো Opioid . এই Opioid (যেমন মরফিন) গুলোও সেই একই Opioid রিসেপ্টর এ ক্রিয়া করে যেটায় চিকিৎসা ব্যায়াম এর ফলে নিংসৃত Endorphin ক্রিয়া করে।
তাই দেখা যাচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ হলো ব্যথানাশক ড্রাগের বিকল্প।
(এ বিষয়ে এরপরও সন্দেহ থাকলে পড়তে পারেন-
Vina J, Sanchis‐Gomar F, Martinez‐Bello V, Gomez‐Cabrera MC. Exercise acts as a drug; the pharmacological benefits of exercise. British journal of pharmacology. 2012 Sep 1;167(1):1-2.)
এখন কথা হলো কোন রোগের কোন ব্যথায় কতটুকু Endorphin রিলিজের জন্য কি পরিমাণ এবং কোন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ কত সময় ধরে করা প্রয়োজন?
সেটি জানতেই আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিতে হবে।
এই ত গেলো একটি মাত্র ইন্টারভেনশনের কথা। এরকম আরো অনেক পেইন কমানোর ইন্টারভেনশন আছে ফিজিওথেরাপিতে।তাই কোনও
ফিজিওথেরাপিস্ট এর এ্যালোপ্যাথিক ড্রাগ ব্যবহার এর প্রয়োজন পড়ে না।
এ্যালোপ্যাথি চিকিৎসা নিন এ্যালোপ্যাথদের থেকে,ফিজিওথেরাপি চিকিৎসা নিন ফিজিওথেরাপিস্টদের থেকে।
সচেতনতাই হোক সুস্থতার পথপ্রদর্শক।
--------------------------------------------------------------------------
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
ফিজিওথেরাপিস্ট
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি)
নিটোর (পঙ্গু হাসপাতাল), ঢাকা বিশ্ববিদ্যালয়
ফিজিওথেরাপি প্র্যাকটিশনার,
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।
দারুসসালাম টাওয়ার (২য় তলা),মিরপুর রোড,ঢাকা