Hathazari Digital Physiotherapi Center

Hathazari Digital Physiotherapi Center যে কোন ধরনের ফিজিওথেরাপি ও হোম সার্ভি?

ফিজিও থেরাপি দিতে গিয়ে আপনি কি কি সমস্যা ফেইস করেন??
21/03/2022

ফিজিও থেরাপি দিতে গিয়ে আপনি কি কি সমস্যা ফেইস করেন??

👉স্ট্রোক কিংবা ব্যাথা, পুরুষ কিংবা মহিলাযে সব রোগীকে ফিজিওথেরাপী দিতে হয় কিন্তু করনার কারণে বা শারীরিক অক্ষমতার কারনে হা...
22/02/2022

👉স্ট্রোক কিংবা ব্যাথা, পুরুষ কিংবা মহিলা
যে সব রোগীকে ফিজিওথেরাপী দিতে হয় কিন্তু করনার কারণে বা শারীরিক অক্ষমতার কারনে হাসপাতালে যেতে পারছেন না তাদের বাসায় গিয়ে আমরা ফিজিওথেরাপী দিয়ে থাকি।

সাথে সাথে আমরা এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি।
চট্টগ্রাম শহরে জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশ এর যে কোন যায়গায় আমরা এ্যাম্বুলেন্স দ্বারা রুগী পাঠানো হয়।
আমাদের সাথে ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
Whatsapp: 01814-295685

ব্যাথার ওষুধ কে না বলি, ফিজিও থেরাপি গ্রহন করি।
17/01/2022

ব্যাথার ওষুধ কে না বলি, ফিজিও থেরাপি গ্রহন করি।

ফিজিওথেরাপি হোম সার্ভিসআমাদের দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট  যারা চট্টগ্রাম ও হাটহাজারী  শহরের বিভিন্ন যায়গা...
17/01/2022

ফিজিওথেরাপি হোম সার্ভিস
আমাদের দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যারা চট্টগ্রাম ও হাটহাজারী শহরের বিভিন্ন যায়গায় ফিজিওথেরাপি হোম সার্ভিস সুনামের সাথে রোগীর চিকিৎসা দিচ্ছেন।
কেন ফিজিওথেরাপি হোম সার্ভিসের গ্রহণ করিবেন!
🔹আপনি কি ব্যাক-পেইন সম্মুখীন?
🔹আপনার প্যারলাইসিস এর কারনে শারীরিক
ভারসাম্য হারিয়েছেন?
🔹আপনি কি ফ্লোজেন সোল্ডার সমস্যায় ভুগছেন?
🔹আপনি কি হাটা চলায় অক্ষম?
🔹আপনার ব্যথার কারনে ঘুম নিয়ে সমস্যা হচ্ছে?
আপনারা আমাদের অভিজ্ঞ এবং প্রত্যয়িত ফিজিওথেরাপিস্টদের সাথে পরামর্শ করা উচিত যারা আপনার প্রয়োজন অনুসারে হোম সার্ভিস সরবরাহ করতে পারে। আপনি আমাদের দৈনিক, সাপ্তাকি কিংবা মাসিক ভিত্তিতে সেবা গ্রহন করতে পারেন।
💠হোম ফিজিওথেরাপি কী?
ফিজিওথেরাপি অর্থ শারীরিক চিকিৎসা ফিজিওথেরাপিস্টরা প্রতিরোধের পাশাপাশি পুনর্বাসনের জন্যও কাজ করে। ফিজিওথেরাপি চিকিৎসা প্রাপ্তি কেবল ব্যথা হ্রাস করবে না বরং নমনীয়তাও বাড়িয়ে তুলবে।
এভাবেই আমরা আমাদের কাজ নিয়ে প্রক্রিয়া করি
আমাদের বিশেষজ্ঞরা প্রথমে আপনার অসুস্থতা এবং চিকিৎসার ইতিহাস সম্পর্কে জানবেন।
তারপরে তারা আপনার অবস্থা এবং করণীয় মূল্যায়ন ও পরীক্ষা করবে।
তারা একটি চিকিৎসা পরিকল্পনার ফর্ম্যাট করবে যা তাদের সর্বোত্তম হবে
আপনি প্রত্যাশিত চিকিৎসা এবং কার্যধাপগুলি পাবেন।
➡️হোম ফিজিওথেরাপি চিকিৎসার সুবিধা
বর্তমানে ফিজিওথেরাপির প্রয়োজন ক্রমবর্ধমান।
আমাদের লক্ষ্য আপনার সুবিধাজনক পরিবেশে একটি চাপ-মুক্ত থেরাপি সেশন সরবরাহ করা।
বাড়িতে ফিজিওথেরাপি সমর্থন কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে। বাচ্চাদের থেকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি সবার জন্য প্রযোজ্য।
আমাদের হোম ফিজিওথেরাপি থেকে আপনি যে সকল সুবিধা পাবেন
🩺একান্ত গুরুত্বের সাথে
রোগীদের যত্ন চিকিৎসা এমনভাবে যাতে এটি দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রচার করে। ফিজিওথেরাপিস্ট নির্দিষ্ট জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ দিতে পারেন। যখন সে আপনাকে দেখবে তখন সে আপনাকে 100% মনোযোগ দেবে।
🕰️সময় সাশ্রয়
ফিজিওথেরাপিস্ট আপনার বাড়িতে পৌঁছে এবং সেশন শুরু করে। আপনি যতক্ষণ এটি বুক করেছেন ততক্ষণ এটি স্থায়ী থাকবে। অভ্যর্থনাটির অপেক্ষায় আপনি যাত্রাপথে সময় সাশ্রয় করবেন। পরিবর্তে, আপনি সরাসরি অন্য কাজে ফিরে যেতে পারেন।
🏠কমফোর্ট হোম
সবাই ক্লিনিক এবং হাসপাতাল পছন্দ করে না। হাসপাতালে যাতায়াতও ব্যস্ত ও সময়সাপেক্ষ। ইতিমধ্যে, আপনি বাড়িতে থাকার আরাম উপভোগ করতে পারেন। আপনি পুরো সময়টি কেবল নিরাময়ে ব্যয় করতে পারেন।
👌অধিক কার্যকরী
বাসায় ফিজিওথেরাপি সেশন গুলো অনেক বেশি কার্যকারী । আপনার সমস্যা গুলো দ্রুত নিরাময়ে সহায়তা করবে। একান্ত গুরুত্বের সাথে চিকিৎসার পরিকল্পনাগুলি আরও কার্যকর করে তোলে।
🙋‍♂️এটি নিরাপদ
হোম-বেসড ফিজিওথেরাপি সংক্রমণের ঝুঁকি রোধ করার জন্য আদর্শ বিকল্প। বাড়িতে আপনি ক্লিনিকের উদ্দীপনাজনিত ঝুঁকি থেকে দূরে রয়েছেন।
ফিজিওথেরাপি হোম সার্ভিসের যেকোন সেবা পেতে যোগাযোগ করুন
মোবাইল:☎️ 01814-295685

#ফিজিওথেরাপি





https://khoborbangla71.com/2021/11/25/6830/
09/01/2022

https://khoborbangla71.com/2021/11/25/6830/

এখন চিকিৎসার উদ্দেশ্য কেবল রোগ ভালো করা নয়, একটি রোগ ভালো করতে গিয়ে যাতে শরীরের অন্য ক্ষতি না হয়ে যায় সে দিকেও খেয়া....

আপনার সাথে মিলে কিনা দেখেনতো??
09/01/2022

আপনার সাথে মিলে কিনা দেখেনতো??

কেনো ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপিস্টদের এ্যালোপ্যাথিক ড্রাগ এর প্রয়োজন পড়ে না??----------------------------------------...
03/01/2022

কেনো ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপিস্টদের এ্যালোপ্যাথিক ড্রাগ এর প্রয়োজন পড়ে না??
-------------------------------------------------------------------

আমরা প্রায় সবাই জানি যে এ্যালোপ্যাথি একটি ফার্মাসিউটিক্যাল চিকিৎসাপদ্ধতি।আর ফিজিওথেরাপি হলো একটি নন-ফার্মাসিউটিক্যাল চিকিৎসাপদ্ধতি।

ফিজিওথেরাপি চিকিৎসায় ব্যথা কমানোর জন্য অনেক ইন্টারভেনশনের ভিতর একটি প্রধান ইন্টারভেনশন হলো থেরাপিউটিক এক্সারসাইজ বা চিকিৎসা ব্যায়াম।
এই চিকিৎসা ব্যায়ামের ফলে শরীরের
হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্রন্হি থেকে এন্ডোরফিন(Endorphin) রিলিজ হয় যা Opioids receptor এর সাথে bind করে ব্যথা দূর করে।
এ্যালোপ্যাথিক ব্যথানাশকগুলোর মধ্যে রয়েছে NSAID,Acetophenone ,Opioid ইত্যাদি। এর মধ্যে সর্বোচ্চ কার্যক্ষমতার একটি হলো Opioid . এই Opioid (যেমন মরফিন) গুলোও সেই একই Opioid রিসেপ্টর এ ক্রিয়া করে যেটায় চিকিৎসা ব্যায়াম এর ফলে নিংসৃত Endorphin ক্রিয়া করে।

তাই দেখা যাচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ হলো ব্যথানাশক ড্রাগের বিকল্প।
(এ বিষয়ে এরপরও সন্দেহ থাকলে পড়তে পারেন-
Vina J, Sanchis‐Gomar F, Martinez‐Bello V, Gomez‐Cabrera MC. Exercise acts as a drug; the pharmacological benefits of exercise. British journal of pharmacology. 2012 Sep 1;167(1):1-2.)

এখন কথা হলো কোন রোগের কোন ব্যথায় কতটুকু Endorphin রিলিজের জন্য কি পরিমাণ এবং কোন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ কত সময় ধরে করা প্রয়োজন?
সেটি জানতেই আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিতে হবে।

এই ত গেলো একটি মাত্র ইন্টারভেনশনের কথা। এরকম আরো অনেক পেইন কমানোর ইন্টারভেনশন আছে ফিজিওথেরাপিতে।তাই কোনও

ফিজিওথেরাপিস্ট এর এ্যালোপ্যাথিক ড্রাগ ব্যবহার এর প্রয়োজন পড়ে না।

এ্যালোপ্যাথি চিকিৎসা নিন এ্যালোপ্যাথদের থেকে,ফিজিওথেরাপি চিকিৎসা নিন ফিজিওথেরাপিস্টদের থেকে।
সচেতনতাই হোক সুস্থতার পথপ্রদর্শক।

--------------------------------------------------------------------------
ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
ফিজিওথেরাপিস্ট
ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি)
নিটোর (পঙ্গু হাসপাতাল), ঢাকা বিশ্ববিদ্যালয়
ফিজিওথেরাপি প্র্যাকটিশনার,
ফ্রিমেডি ফিজিওথেরাপি এন্ড কনসালটেশন সেন্টার।
দারুসসালাম টাওয়ার (২য় তলা),মিরপুর রোড,ঢাকা

Address

Chittagong
Hathazari
4330

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801844040802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hathazari Digital Physiotherapi Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram