Homna Blood Bank

Homna Blood Bank স্বেচ্ছায় রক্তদান, বাঁচাতে পারে শত শত প্রাণ!

04/06/2024

#একটি জরুরি ম্যাসেজ★★
#দয়া করে কেউ হেলায় ভাসিয়ে দিবেন না
তাহলে জাতি বা সমাজের ধ্বংস অনিবার্য ★★
#একটি গ্রাম ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দাবি,,
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
প্রিয় কালিপুর বাসী
আপনারা সকলেই অবগত আছেন যে, আমাদের কালিপুর মধ্য পাড়া শাহী জামে মসজিদের সামনে একটা মাজার নির্মানের কাজ চলতেছে, আমরা সকল যুবকরা প্রতিবাদ করার পরেও সেখানে নির্মান কাজ চলমান, আপনারা জানেন একটি মাজারে কি পরিমান শির্ক ও বেদাতি কাজ চলে, এখন হয়তো নির্মানের কিছু দিন সেখানে কিছুই করবে না তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো এক সময় এই মাজারে নাচ গান ও নেশার আসর বসবে, তাই এখনোই সময় আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া, এবং এই মাজার নির্মানে বাধা দেওয়া, তাই আমরা কালিপুর যুব সমাজ ও মুরুব্বিদের নিয়ে যোহর নামাজের পরে সবাই একত্রিত হবো, এবং এই মাজার নির্মানে বাধা দিবো, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, আশা করি দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই মাজার নির্মানে বাধা হয়ে থাকবো।
#যা গ্রামের সকলের নৈতিক দায়িত্ব**
#যা একটি গ্রাম বা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট*
#কালিপুর গ্রামবাসী ও আশেপাশের গ্রামগুলোর সহযোগিতা কামনা করছি একটি গ্রাম ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য।।

মানবতার টানে ভয় নাই রক্তদানে❣️ Delivery patient B+ লাল ভালোবাসা দান করলেন প্রিয় স্বেচ্ছাসেবী ও আমার ছোট ভাই সাইফুল ইসলাম...
31/12/2022

মানবতার টানে ভয় নাই রক্তদানে❣️ Delivery patient B+ লাল ভালোবাসা দান করলেন প্রিয় স্বেচ্ছাসেবী ও আমার ছোট ভাই সাইফুল ইসলাম Saif Sarkar । লাইফ সেফ ব্লাড ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো।

29/12/2022
নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। রক্তদান করলে রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়। এতে রক্তচাপ ন...
29/12/2022

নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। রক্তদান করলে রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

Address

Village: Kalipur Post: Monipur Thana: Homna
Homna
3546

Alerts

Be the first to know and let us send you an email when Homna Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram