04/06/2024
#একটি জরুরি ম্যাসেজ★★
#দয়া করে কেউ হেলায় ভাসিয়ে দিবেন না
তাহলে জাতি বা সমাজের ধ্বংস অনিবার্য ★★
#একটি গ্রাম ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দাবি,,
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
প্রিয় কালিপুর বাসী
আপনারা সকলেই অবগত আছেন যে, আমাদের কালিপুর মধ্য পাড়া শাহী জামে মসজিদের সামনে একটা মাজার নির্মানের কাজ চলতেছে, আমরা সকল যুবকরা প্রতিবাদ করার পরেও সেখানে নির্মান কাজ চলমান, আপনারা জানেন একটি মাজারে কি পরিমান শির্ক ও বেদাতি কাজ চলে, এখন হয়তো নির্মানের কিছু দিন সেখানে কিছুই করবে না তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো এক সময় এই মাজারে নাচ গান ও নেশার আসর বসবে, তাই এখনোই সময় আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া, এবং এই মাজার নির্মানে বাধা দেওয়া, তাই আমরা কালিপুর যুব সমাজ ও মুরুব্বিদের নিয়ে যোহর নামাজের পরে সবাই একত্রিত হবো, এবং এই মাজার নির্মানে বাধা দিবো, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, আশা করি দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই মাজার নির্মানে বাধা হয়ে থাকবো।
#যা গ্রামের সকলের নৈতিক দায়িত্ব**
#যা একটি গ্রাম বা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট*
#কালিপুর গ্রামবাসী ও আশেপাশের গ্রামগুলোর সহযোগিতা কামনা করছি একটি গ্রাম ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য।।