Riyad in SEE

Riyad in SEE Student || Mentor || Free thinker
Khulna Medical College (K-32)

মানুষের উরুর হাড়—ফিমার। শরীরের সবচেয়ে লম্বা আর শক্তিশালী হাড়। কিন্তু কোনো কারণে যদি এই পুরো হাড়টাই নষ্ট হয়ে যায়, তখন মান...
29/11/2025

মানুষের উরুর হাড়—ফিমার। শরীরের সবচেয়ে লম্বা আর শক্তিশালী হাড়। কিন্তু কোনো কারণে যদি এই পুরো হাড়টাই নষ্ট হয়ে যায়, তখন মানুষের চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একসময় এমন পরিস্থিতিতে পা কেটে ফেলার সিদ্ধান্তই ছিল একমাত্র উপায়।

কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানে এসেছে বড় পরিবর্তন।
এই অবস্থায় ডাক্তাররা করতে পারেন টোটাল ফিমোরাল রিপ্লেসমেন্ট নামের এক জটিল অস্ত্রোপচার।

এই অপারেশন করা হয় তিনটি মূল কারণে—
1️⃣ হাড়ে ক্যান্সার বা বড় কোনো টিউমার হলে
2️⃣ ভয়াবহ দুর্ঘটনায় হাড় এমনভাবে ভেঙে গেলে যা আর জোড়া লাগে না
3️⃣ আগের অপারেশনের জটিলতা বা ইনফেকশনে হাড় নষ্ট হয়ে গেলে

এখানে পুরো উরুর হাড়টাই ফেলে দেওয়া হয় এবং টাইটানিয়ামের তৈরি নতুন একটি ফিমার বসানো হয়।

এই নতুন ধাতব হাড় রেডিমেড নয়। রোগীর সিটি স্ক্যান বা 3D ইমেজিং করে নিখুঁত মাপ অনুযায়ী বানাতে হয়। কারণ শরীরের প্রতিটি মানুষের হাড়ের আকার একে অন্যের থেকে আলাদা।

টাইটানিয়াম ব্যবহারের কারণ—
এটি শরীরের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং খুবই মজবুত।

অপারেশনের কিছুদিন পর থেকেই রোগী আবার ধীরে ধীরে হাঁটা শুরু করতে পারেন। আগে যেখানে পা হারানোর ভয়ে জীবন থমকে যেত, এখন সেখানেই নতুন করে বেঁচে ওঠার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞান আজ মানুষকে হারিয়ে না দিয়ে—
তার নিজের পায়ে দাঁড়ানোর পথ দেখাচ্ছে।

মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা হলো৷ সবাই দৌড়া দৌড়ি করে হাসপাতালে ছুটছে। এর মধ্যে তিনি গেলেন টাকা নিয়ে। ক্ষতিগ্রস্ত আহত ...
27/11/2025

মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা হলো৷ সবাই দৌড়া দৌড়ি করে হাসপাতালে ছুটছে। এর মধ্যে তিনি গেলেন টাকা নিয়ে। ক্ষতিগ্রস্ত আহত নিহতের মাঝে টাকা দিচ্ছেন। আমার কিছুটা মেজাজ খারাপ হলো। এই সময় মানুষ টাকা দিতে কেন যায়?

মিরপুর ক্যামিকেল ফ্যাক্টরিতে আগুন লেগে ২০/২২ জন মারা গেল কিছুদিন আগে। এখানেও দেখি সেই লোক। মাঝরাতে গিয়ে ১ লাখ করে টাকা দিয়ে আসলেন ক্ষতিগ্রস্তদের।

কড়াইল বস্তিতে আগুন লাগলো। রাত গভীরে দেখি আবারও সেই লোক। হাতে টাকা আর খাবারের প্যাকেট।

যেকোনো বিপদ আপদে মানুষের সবার প্রথম কি প্রয়োজন হয় বলেন তো? টাকা। হ্যাঁ। এই টাকা তাতক্ষনিক পাওয়া যায় না। সবাই পকেটে নিয়েও ঘুরে না। আবার অনেকের টাকা থাকেই না। দুর্ঘটনা বিপদ আপদে টাকার সন্ধান করে বহু মানুষ ছুটতে ছুটতে হয়রান হয়ে যায়।

কড়াইল বস্তিবাসী গত রাতে সবাই না খেয়ে থেকেছিল। সব আগুন ছাই। তিনি এলেন খাবারের প্যাকেট নিয়ে। একদম প্রাথমিক যে সাহায্যগুলো মানুষের প্রয়োজন হয় তিনি সব সময় সেই সাহায্যগুলো নিয়ে হাজির হন। সেটা দিন হোক কিংবা মাঝরাত হোক।

একদিন এই বুড়ো মানুষটি আর থাকবেন না। তখন হন্যে হয়ে খুঁজেও তাকে দেখবেন না কেউ। বিপদে আপদে দুর্ঘটনায় সবার আগে টাকা নিয়ে ছুটবেন না। রাজনৈতিক রেষারেষি বিরোধিতা অন্য দিকে সরিয়ে একজন ভালো মানুষের গুনগান এই দেশে গাওয়ার সংস্কৃতি এখনো তৈরী হয় নি৷ তাই উনার গুনগান বিরোধীরা কখনো গাইবে না। কিন্তু স্বীকার তো করবেন। সেটা হয়তো এখন করবেন না। যেদিন উনি আর থাকবেন না সেদিন হয়তো করবেন।

আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক। ভালো মানুষরা বহুদিন বেঁচে থাকুক দুনিয়ায়।

~ জায়েফ খান নাদিম!

Happy?🙂করাইল,ঢাকা।
26/11/2025

Happy?🙂

করাইল,ঢাকা।

21/11/2025

ভূমিকম্পে বিল্ডিং ধ্বসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বায়ান্ন ব্যাচের
এক শিক্ষার্থী ইন্তেকাল করেছেন!

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের🇧🇩🎉সবার পারফরম্যান্সের হিসাব আজকে নাহআজ শুধু এইটুকু বলবোআমদের একজন হামজা আছে💙
18/11/2025

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের🇧🇩🎉

সবার পারফরম্যান্সের হিসাব আজকে নাহ
আজ শুধু এইটুকু বলবো
আমদের একজন হামজা আছে💙

 😢
01/11/2025

😢

Please stop Darfur genocide😢

Scenario of Darfur ,Sudan 😢Massacred by RSF militaries Killed almost 2000 people in just two days
30/10/2025

Scenario of Darfur ,Sudan 😢
Massacred by RSF militaries
Killed almost 2000 people in just two days

🦴 একটা ছোট ছেলের বড় লড়াই — হাড়ের ক্যান্সার জয় করে ফিরে আসা জীবনেএই হাড়টি ১১ বছরের এক ছেলের যার femur বা উরুর হাড়ে ধরা পড়...
28/10/2025

🦴 একটা ছোট ছেলের বড় লড়াই — হাড়ের ক্যান্সার জয় করে ফিরে আসা জীবনে
এই হাড়টি ১১ বছরের এক ছেলের যার femur বা উরুর হাড়ে ধরা পড়ে এক ভয়াবহ ক্যান্সার, নাম Ewing’s Sarcoma।
এটি শিশুদের মধ্যে দেখা পাওয়া এক ধরনের হাড়ের টিউমার, যা দ্রুত বাড়তে থাকে এবং জীবনের জন্য হুমকি হয়ে ওঠে।

অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা পুরো হাড়টি সরিয়ে নেন, তারপর সেটিকে liquid nitrogen দিয়ে হিমায়িত করে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করেন।
এরপর সেই একই হাড়টি আবার শরীরে প্রতিস্থাপন করা হয় এই প্রক্রিয়াকে বলা হয় biological limb reconstruction।

দীর্ঘ কেমোথেরাপি, ফিজিওথেরাপি আর অসীম সাহসের পর আজ সে আবার হাঁটে, সাইকেল চালায়, হাসে নির্ভয়ে।
সে হারায়নি — বরং প্রমাণ করেছে, জীবন সবসময় লড়াইয়ের নাম।❤️

আধুনিক চিকিৎসা শুধু জীবন বাঁচায় না, জীবনকে ফিরিয়ে দেয় নতুন রঙে।
~ ডা: এস হাসান

আমরা ভাবি কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে ঠিক এর উল্টোটি! এটি কানের ময়লাকে ঠেলে কানের পর্দার আরও ক...
24/10/2025

আমরা ভাবি কটন বাড কান পরিষ্কার করে। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে ঠিক এর উল্টোটি! এটি কানের ময়লাকে ঠেলে কানের পর্দার আরও কাছে নিয়ে যায়, যা সাধারণ প্রক্রিয়ায় আর বেরিয়ে আসতে পারে না। ফলাফল?

১. ময়লা জমতে জমতে কানের ভেতরে শক্ত জট (Impacted Wax) তৈরি হয়, যা আপনার কানে শোনার ক্ষমতা কমিয়ে দেয় এবং কানে তীব্র ব্যথা হতে পারে।

২. কানের ভেতরের ত্বক অত্যন্ত সংবেদনশীল। কটন বাডের সামান্য আঘাতেও সেখানে ঘা হতে পারে। এই ক্ষত থেকে রক্তপাত, চুলকানি এবং মারাত্মক ইনফেকশন (Otitis Externa) হওয়ার ঝুঁকি থাকে।

৩. অসাবধানতাবশত সামান্য জোরে খোঁচা লাগলেই কানের পর্দা ফেটে যেতে পারে। মারাত্মক ক্ষেত্রে এটি কানের ভেতরের সূক্ষ্ম হাড়গুলোকে পর্যন্ত ক্ষতিগ্রস্থ করতে পারে, যা আপনাকে সাময়িক বা এমনকি স্থায়ীভাবে বধির করে দেওয়ার জন্য যথেষ্ট!

বিশেষজ্ঞদের মতে, আমাদের কানের ময়লা বা খৈল (Ear wax) আসলে কানের সুরক্ষা কবচ। এটি বাইরে থেকে ময়লা ও ব্যাকটেরিয়াকে ভেতরে ঢুকতে বাধা দেয়। কান প্রাকৃতিক নিয়মেই নিজে থেকে পরিষ্কার হয়ে যায় - তাই আলাদা করে পরিষ্কার করার কোন প্রয়োজন নেই।

এরপরও কানে বেশি অস্বস্তি হলে বা কম শুনলে, নিজে চিকিৎসা না করে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
©

"জাগো বাহে, তিস্তা বাচাও"
17/10/2025

"জাগো বাহে, তিস্তা বাচাও"

শান্তিতে ২০২৫ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।✅ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার ...
10/10/2025

শান্তিতে ২০২৫ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।

✅ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মাচাদোকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

09/10/2025

Heart breaking moment for Bangladesh💔🇧🇩

Address

Jamalpur Sadar Upazila
2140

Telephone

+8801909390802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riyad in SEE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Riyad in SEE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram