26/11/2025
বিনামূল্যে কীভাবে পেইড রিসার্চ পেপার ডাউনলোড করবেন?
নিয়মিত গবেষণাপত্র পড়া একজন গবেষকের প্রতিদিনের গবেষণা কার্যক্রমের একটি অংশ। তবে অনেক জার্নালের আর্টিকেল সাবস্ক্রিপশন-ভিত্তিক হওয়ায় সেগুলো সরাসরি পড়তে বা ডাউনলোড করতে গেলে অনেক সময় টাকা খরচ করতে হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশের গবেষকদের জন্য এই খরচ বহন করা খুব কঠিন। তাহলে কীভাবে পেইড আর্টিকেলগুলো (Subscription) বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব?
কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে যার মাধ্যমে এই পেইড আর্টিকেলগুলো কোনো টাকা খরচ ছাড়াই ডাউনলোড করা সম্ভব।
𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐀𝐜𝐜𝐞𝐬𝐬
Institutional Access-এর মাধ্যমে বিভিন্ন জার্নাল ডাটাবেস ব্যবহার করে পেইড গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করা যায়। এজন্য নিজের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের লাইব্রেরি ওয়েবসাইটে গিয়ে E-resources বা Online Database অংশে প্রবেশ করে ScienceDirect, Springer, Wiley, Taylor & Francis, JSTOR, IEEE Xplore ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় আর্টিকেল সার্চ করলেই সাধারণত “Full-text access” বা “Download PDF” অপশন দেখা যায়। এটি সম্পূর্ণ বৈধ এবং সবচেয়ে নিরাপদ উপায়।
𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡𝐆𝐚𝐭𝐞
পেইড আর্টিকেল পাওয়ার আরেকটি সহজ উপায় হলো ResearchGate ব্যবহার করা। প্রায় সব প্রকাশিত আর্টিকেলই এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় আর্টিকেলটি খুঁজতে ResearchGate-এ গিয়ে টাইটেল বা লেখকের নাম দিয়ে সার্চ করুন। যদি আর্টিকেলটি সেখানে পাওয়া যায়, তাহলে “Request full-text” নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে ResearchGate স্বয়ংক্রিয়ভাবে লেখকের কাছে মেসেজ পাঠানোর জন্য একটি ড্রাফট তৈরি করে। আপনাকে শুধু Send বাটনে ক্লিক করতে হবে। বেশিরভাগ সময়ে লেখকরা এই অনুরোধের প্রতিক্রিয়ায় আপনার ResearchGate এর প্রোফাইলে এবং ইমেইলে আর্টিকেলের PDF কপি পাঠিয়ে দেন। যদি কোনো লেখক সাড়া না দেন, তাহলে আর্টিকেলের মধ্যে থাকা corresponding author-এর ইমেইল ঠিকানা খুঁজে নিয়ে ভদ্রভাবে একটি মেইল পাঠান। মেইলে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কেন আপনি সেই আর্টিকেলটি চান এবং গবেষণায় এর প্রয়োজনীয়তা উল্লেখ করলে বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য করেন।
𝐒𝐜*𝐢-*𝐇𝐮*𝐛
Sc*i-*H*ub আধুনিক বিজ্ঞানের অন্যতম বিত*র্কিত প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্ল্যাটফর্মটি মূলত সাবস্ক্রিপশনভিত্তিক পেইড আর্টিকেলগুলো বিনামূল্যে অ্যাক্সেস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। Sc*i-Hu*b ওয়েবসাইটে ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে প্রকাশিত অধিকাংশ গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করা যায়। তবে Sc*i-*Hu*b-এর ডোমেইন বিভিন্ন সময়ে পাবলিশারদের আইনি চাপের কারণে পরিবর্তন করা হয়। ফলে এটি নির্দিষ্ট কোনো একটি ডোমেইনে স্থায়ী থাকে না। বর্তমানে সচল এবং ব্যবহৃত ডোমেইনগুলোর মধ্যে রয়েছে: sc*i-*hu*b (.*st, .*se, .*ren, .*do, .*ee, .*ru, .*live, .*wf, .*shop, .*box) ইত্যাদি। প্রথমে আপনি যে গবেষণাপত্রটি ডাউনলোড করতে চান তার DOI (Digital Object Identifier) নম্বর বা পুরো টাইটেল কপি করুন। এরপর ব্রাউজারে গিয়ে Sc*i-*Hu*b-এর কার্যকর ডোমেইন ঠিকানায় প্রবেশ করুন। ওয়েবসাইটে গেলে একটি সার্চ বক্স দেখতে পাওয়া যাবে, সেখানে আপনার কপি করা DOI বা টাইটেলটি পেস্ট করুন। তারপর “Open” বা সার্চ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই কাঙ্ক্ষিত আর্টিকেলটি স্ক্রিনে চলে আসবে। এখান থেকে আপনি সহজেই PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখতে হবে, Sc*i-*H*ub-এর মাধ্যমে সদ্য প্রকাশিত (২০২০ সালের পর) অনেক আর্টিকেল পাওয়া যায় না। সম্প্রতি প্রকাশিত আর্টিকেল ডাউনলোডের ক্ষেত্রে Sc*i-*Net (sc*i-net[dot]xyz) ব্যবহার করা যেতে পারে। Sci*DB-কেও Sc*i-*H*ub এর সম্প্রসারণ হিসেবে ধরা হয় এবং এটি তুলনামূলক সাম্প্রতিক পেপার ডাউনলোডে সাহায্য করে। Sc*i-*H*ub ব্যবহার করে পেইড কনটেন্ট ডাউনলোড করা অনেক দেশে কপিরাইট আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত। তাই এই ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা জরুরি।
𝐒𝐜𝐢*𝐞𝐧𝐜𝐞 𝐇*𝐮𝐛 𝐌𝐮*𝐭𝐮𝐚𝐥 𝐀𝐢*𝐝 𝐂𝐨𝐦*𝐦𝐮𝐧𝐢𝐭𝐲
সম্প্রতি প্রকাশিত আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল আছে যেগুলো কোনো কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে Scie*nce H*ub Mu*tual Ai*d Com*munity (www. wos*onhj*. com) হতে পারে আরেকটি কার্যকর বিকল্প। এই কমিউনিটি-ভিত্তিক প্ল্যাটফর্মে সদস্যরা একে অপরকে পেইড আর্টিকেল ডেলিভারি করে সহযোগিতা করে। ব্যবহারকারী হিসেবে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে একটি একাউন্ট খুলতে হবে এবং প্রতিদিন কমপক্ষে একবার লগইন করে কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে। এই পয়েন্টই হলো আপনার মুদ্রা, যার মাধ্যমে আপনি “Post” অপশনে গিয়ে যেকোনো আর্টিকেলের DOI নম্বর লিখে “Quick Search” দিতে পারবেন। যদি সেই আর্টিকেল সিস্টেমে থেকে থাকে, তাহলে “New Reward” অপশনে ক্লিক করার পর সাধারণত ৪-৫ মিনিটের মধ্যে আপনার প্রোফাইলের Content অপশনের My Posts এ এবং ইমেইলে ঐ আর্টিকেলটি চলে আসবে। ব্যবহারকারীরা সাধারণত অত্যন্ত সক্রিয় এবং গবেষণার প্রতি সহানুভূতিশীল হওয়ায় এই প্ল্যাটফর্মে সহায়তা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
𝐀𝐜𝐜𝐞𝐬𝐬 𝐭𝐨 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡
Access to Research যুক্তরাজ্যের একটি বিনামূল্যে রিসার্চ আর্টিকেল অ্যাক্সেস পরিষেবা। এখানে আনুমানিক ৩০ মিলিয়ন আর্টিকেল পাওয়া যায়। এখানে কোনো সাবস্ক্রিপশন বা পেমেন্ট ছাড়াই আর্টিকেল পড়ার সুযোগ পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটি মূলত পাবলিক লাইব্রেরির মাধ্যমে ব্যবহার করা হয়। ব্যবহারকারী কেবল ওয়েবসাইটের সার্চ সেকশনে টাইটেল, কীওয়ার্ড বা লেখকের নাম লিখে সার্চ করলে সংশ্লিষ্ট আর্টিকেল পাওয়া যায়। তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সব জার্নাল এই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত নয় এবং ঘরে বসে সরাসরি ডাউনলোড বা অ্যাক্সেস করা সাধারণত সম্ভব নয়। তাই যদি কোনো প্রয়োজনীয় আর্টিকেল খুঁজে না পান, অথবা নিজে যুক্তরাজ্যে অবস্থান করার সুযোগ না থাকে, তাহলে পরিচিত কেউ UK-তে থাকলে তাদের সাহায্য নেওয়া যেতে পারে। তারা স্থানীয় লাইব্রেরিতে গিয়ে আপনার প্রয়োজনীয় আর্টিকেল সার্চ করে সংগ্রহ করতে পারেন।
--------------
Azizul Haque
সহকারী অধ্যাপক
Yeungnam University, দক্ষিণ কোরিয়া
ফটোকার্ড কালেক্টেড ফ্রম ওপেন এক্সেস বাংলাদেশ।