09/12/2025
মেডিকেল ডিপ্লোমা ও প্যারামেডিকেল কোর্সে ভর্তি চলছে
** সরাসরি ঢাকা থেকে পরিচালিত **
✅✅ফার্মেসী ও পল্লী চিকিৎসায় আগ্রহীদের জন্য উপযুক্ত কোর্স। সকল বয়সের যেকোন সালের এসএসসি পাশকৃত রা ভর্তি হতে পারবে।
১ । পল্লী ডাক্তার/LMAF / RMP / MCH - ৬ মাস/১২ মাস
২। জেনারেল কেয়ার গিভারস (সহকারী নার্সিং)- ৬ মাস
৩। ডিএমএস/ ডিএমএ - ১ বছর / ২ বছর
৪। কমিউনিটি প্যারামেডিক - ২ বছর
( নার্সিং কাউন্সিল এর অধীনে)
৫। কমিউনিটি হেলথ ওয়ার্কার্স - ১ বছর
(রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে)
৭। সার্টিফিকেট কোর্স ইন আল্ট্রাসাউন্ড ( সিএমইউ) - ৬ মাস
✅সকাল/বিকাল/সান্ধ্যকালীন ব্যাচ।
শুক্র ও শনিবার বিশেষ ব্যাচ।
সীমিত আসনে ভর্তি চলছে, ভর্তির জন্য ফোন করুন।
✅✅ভর্তির যোগ্যতা : যে কোন সালে ও যে কোন গ্রুপ থেকে এস,এস,সি/সমমানের পাশ হতে হবে। ভর্তির সময় ৪ কপি ছবি ও শিক্ষা সনদের ফটোকপি জমা দিতে হবে। অথবা ই-মেইলে পাঠাতে হবে।
✅✅দূরের ছাত্র-ছা্ত্রীদের জন্য ( Online Class) এবং সরাসরিও ক্লাস করা যাবে। কলেজ আবাসিক হোস্টেল এ থাকার সুবিধা রয়েছে।
✅✅কর্মসংস্থান : পল্লী ডাক্তার কোর্স করে সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সহয়তা করে একটি সম্মানজনক পেশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং বহু বেকারের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরী করা।
✅✅স্যালাইন পুশ, ইনজেকশন, সেলাই, ব্যান্ডেজ, ডেন্টাল কেয়ার, ব্লাড গ্রুপিং, ঔষদের নাম ও কার্যকারিতা, চিকিৎসা পদ্ধতি, ইত্যাদিসহ হাতে কলমে এমবিবিএস ডাক্তার দ্বারা প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এফিলিয়েটেড সনদ প্রদান।
✅✅এককালীন ও কিস্তিতে কোর্স ফি পরিশোধ করা যাবে।
✅ভর্তি ফি তে ৫০ % ছাড়
✅✅ ওয়াইফাই সম্বলিত ক্যাম্পাস।
✅✅ এমবিবিএস ডাক্তার দ্বারা ক্লাস নেওয়া হয়।
✅✅ নিজস্ব হাসাপাতালে ইন্টার্নি এর সুযোগ।
✅✅ পড়াশোনা শেষে আমরাই চাকুরির ব্যাবস্থা করে দেয়।
✅✅Please Contact Us.
** সরাসরি ঢাকা থেকে পরিচালিত **
প্রোভাইটারস হেলথ সোসাইটি
ঢাকা ইন্সটিটিউট অফ মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি
রাবেয়া কমিউনিটি প্যারামেডিক ইন্সটিটিউট
** পৌরসভার সামনে, কালিগন্জ, ঝিনাইদহ
মোবাঃ 01621778611, 01342043015