HPC Jashore.

HPC Jashore. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HPC Jashore., Medical and health, চাচড়া, ডালমিল, পুলিশ ফাঁড়ির বিপরিতে, সদর, যশোর।, Jessore.

অর্থোপেডিক ও নিউরো রিহ্যাবিলিটেশন:
শিরা, মাংসপেশী, জয়েন্ট, নার্ভের উপর চাপ জনিত ব্যথা, পিএলআইডি, হাঁটু ব্যথা, হাঁটু ভেঙ্গে বসতে সমস্যা, স্ট্রোক জনিত প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, ঘাড় ব্যথা, মহিলাদের সিজারের পর কোমরের ব্যথা, হাত, পা ঝিন ঝিন ও অবশ ভাব।

10/11/2025
29/10/2025

🌿 স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে নতুন আশা! 🌿

স্ট্রোক মানেই জীবনের শেষ নয় — বরং এটি একটি নতুন শুরু! 💪
এখন Health & Pain Care, যশোরে শুরু হয়েছে অত্যাধুনিক RTM থেরাপি (Repetitive Transcranial Magnetic Therapy) — যা স্ট্রোক পরবর্তী পুনর্বাসনে এক গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি।

যারা দীর্ঘদিন ধরে স্ট্রোকের পর শারীরিক দুর্বলতা, হাঁটাচলায় সমস্যা বা কথা বলার অসুবিধায় ভুগছেন —

👉 এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।
RTM থেরাপির মাধ্যমে অনেক রোগী ফিরে পাচ্ছেন স্বাভাবিক জীবনের আনন্দ ও আত্মবিশ্বাস।

🧠 স্ট্রোকের পর আর ভয় নাই — স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়!

📍 ঠিকানা: Health & Pain Care, যশোর
📞 যোগাযোগ: 01822000035

#স্বাভাবিকজীবনে_ফিরে_আসুন #স্ট্রোক_নিয়ে_ভয়_নাই #তৌফিক_উজ_জামান #হেলথ_এন্ড_পেইন_কেয়ার

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য এবং HPCToufiq health and pain care  (HPC) এর উপর আস্থা রাখার জন্য! 😇আম...
30/07/2025

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য এবং HPCToufiq health and pain care (HPC) এর উপর আস্থা রাখার জন্য! 😇
আমাদের সম্মানিত পেশেন্ট এর কাছ থেকে এমন ইতিবাচক রিভিউ পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আপনাদের সন্তুষ্টিই আমাদের মূল উদ্দেশ্য। 😊

যেকোনো পরামর্শের জন্য বা আমাদের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে যোগাযোগ করুনঃ 01822-000035

আমাদের ঠিকানা:-

হেলথ অ্যান্ড পেইন কেয়ার (HPC) সেন্টার।
চাঁচড়া, ডালমিল (পুলিশ ফাঁড়ির বিপরিতে),সদর, যশোর।


06/06/2025

#বিশেষ_পরামর্শ:
আপনি যদি কোমর, ঘাড় বা হাঁটুর পুরোনো সমস্যা নিয়ে ভোগেন, তাহলে কোরবানির কাজের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন এবং প্রয়োজনে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন।
Acupuncture by Toufiq Toufiq health and pain care
#কোরবানিতে গরুর মাংস কাটাতে যাবার আগে খেয়াল করবেন.....

হঠাৎ করে কোরবানির গরুর মতো বড় ওজনের পশুর মাংস কাটতে গেলে, বিশেষ করে যদি আপনি নিয়মিত ভারি কাজ না করে থাকেন, তাহলে শরীরে বেশ কিছু সমস্যা বা ক্ষতি হতে পারে। নিচে সম্ভাব্য ক্ষতিগুলো উল্লেখ করা হলো:

⚠️ সম্ভাব্য ক্ষতি বা ঝুঁকি

1. পেশি টান (Muscle strain)

অতিরিক্ত চাপ বা অনভ্যস্তভাবে ভারী কাজ করলে হাত, কাঁধ, পিঠ বা কোমরের পেশিতে টান লাগতে পারে।

বিশেষ করে কোমরের নিচের অংশে ব্যথা খুব সাধারণ।

2. মেরুদণ্ডের ক্ষতি (Spinal injury)

ভুল ভঙ্গিতে নত হয়ে বা মোচড় দিয়ে কাঁটার ফলে ডিস্কে চাপ পড়ে (Lumbar disc herniation হতে পারে)।

দীর্ঘমেয়াদী কোমর ব্যথা বা সায়াটিকা হতে পারে।

3. স্নায়ুতে চাপ পড়া (Nerve compression)

হাতে বা পায়ের স্নায়ুতে অতিরিক্ত চাপ পড়ে অবশভাব, ঝিনঝিনে অনুভূতি হতে পারে।

4. দাঁড়িয়ে বা ঝুঁকে দীর্ঘ সময় কাটানো

দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা সামনে ঝুঁকে কাজ করলে কোমর, হাঁটু ও পায়ের জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে।

রক্ত চলাচলে ব্যাঘাত ঘটতে পারে, বিশেষ করে পায়ে।

5. চাকু বা ধারালো যন্ত্রপাতি ব্যবহারে দুর্ঘটনা

অদক্ষভাবে কাটা বা তাড়াহুড়ো করলে হাত বা আঙুলে কেটে যাওয়ার ঝুঁকি থাকে।

6. হঠাৎ রক্তচাপ বা হৃদপিণ্ডের ওপর চাপ

হাই ব্লাডপ্রেশার বা হার্টের রোগ থাকলে হঠাৎ ভারি কাজ করলে মাথা ঘোরা, বুকে ব্যথা, এমনকি স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে পারে।

✅ কীভাবে সাবধান থাকবেন?

কাজ শুরুর আগে হালকা স্ট্রেচিং করুন

ভঙ্গি ঠিক রাখুন – কোমর থেকে না ঝুঁকে হাঁটু ভেঙে নিচু হয়ে কাজ করুন

কাজ ভাগ করে করুন – একসাথে দীর্ঘসময় কাজ নয়

নিয়মিত পানি পান করুন

অসুস্থ বা বেশি বয়স হলে অন্যদের দিয়ে কোরবানির কাজ করানো ভালো

゚viralfbreelsfypシ゚viral

06/06/2025

পবিত্র ঈদুল আযহার এই পবিত্র উপলক্ষে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আসুন, কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে মানবতা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিই।

01/06/2025
01/06/2025

🧠 ঘাড় বাকা করে কাজ করলে কি ক্ষতি হয় জানেন?
📍 Toufiq health and pain care
📍 ,Pain Care Center, Narail

আজকের অনেক অফিস-চেয়ার জিবনে সবচেয়ে উপেক্ষিত কিন্তু মারাত্মক একটি সমস্যার নাম – “নেক বাকা করে দীর্ঘ সময় কাজ করা”।

🔻 এই অভ্যাসটি থেকে যেসব সমস্যা হতে পারে: ✔️ ক্রনিক ঘাড় ব্যথা
✔️ সার্ভাইক্যাল স্পন্ডিলোসিস
✔️ মাথা ব্যথা ও চোখের উপর চাপ
✔️ বাহু ও আঙ্গুলে ঝিনঝিন/সুঁই ফোটার অনুভূতি
✔️ ঘাড়ে হাড় ক্ষয় বা ডিস্ক স্লিপ

👩‍⚕️ আমাদের ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বলছেন:
“ঘাড় বাকা করে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কে কাজ করার ফলে ঘাড়ের মাংসপেশি ও ডিস্কে অত্যধিক চাপ পড়ে। এতে ধীরে ধীরে সার্ভাইক্যাল পেইন তৈরি হয় এবং অনেক ক্ষেত্রেই এটি দীর্ঘমেয়াদি সমস্যায় রূপ নেয়।”

✅ করণীয়: 🔹 প্রতি ৩০ মিনিট পর ঘাড় সোজা করে একটু হেঁটে নিন
🔹 স্ক্রিন চোখের সমান্তরালে রাখুন
🔹 ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে নিয়মিত স্ট্রেচিং করুন

📞 neck pain বা cervical issue থাকলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন!
🩺 আমরা দিচ্ছি আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা ও ব্যথা উপশমের সর্বোত্তম সেবা।

📍 হেলথ অ্যান্ড পেইন কেয়ার
📍 Acupuncture by Toufiq
📞 ফোন: 01515-615188

27/05/2025

23/04/2025

ঘাড় কোমর ও হাটু ব্যথাই ফিরে পান স্বস্তি ও সুস্থতা, পেইন কেয়ার সেন্টার এখন যশোরে। ব্যথায় আর কষ্ট নয় ফিরে পান স্বাভাবিক জীবন।

নিয়মিত রোগী দেখছেন

অর্থোপেডিক ও নিউরো রিহ্যাব ফিজিওথেরাপি প্রাকটিশনার
মো: তৌফিক উজ জামান
ব্যাচেলর অফ ফিজিওথেরাপি
ডিইউ ফ্যাকাল্টি অফ মেডিসিন
সি এম এফ আর পি( ইন্ডিয়া)
স্পোর্টস পেইন ম্যানেজমেন্ট লেজার ট্রিটমেন্ট ও আকুপাংচার ফিজিওথেরাপি প্র্যাকটিশনার।
রেজি: নং ১৮২৮

এছাড়াও মেডিসিন বিষয়ের রোগী দেখছেন
ডাঃ সর্বজিৎ রয়
এমবিবিএস
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা
পিজিটি মেডিসিন।
রেজিস্ট্রেশন নং এ ১১৪৪৪৮

18/04/2025
18/04/2025
17/04/2025

ঘাড় কোমর ও হাঁটু ব্যথায় ফিরে পান স্বস্তি ও সুস্থতা। ব্যথার চিকিৎসায় পেইন কেয়ার আছে আপনার পাশে। এমবিবিএস ডাক্তার ও ফিজিওথেরাপি চিকিৎসকের সম্মিলিত চিকিৎসাই ফিরে পান ব্যথা মুক্ত স্বাভাবিক জীবন।

নিয়মিত রোগী দেখেন

১,সর্বজিৎ রয়
এমবিবিএস
পিজিটি মেডিসিন
বিএমডিসি রেজি: ১১৪৪৪৮

২'মো: তৌফিক উজ জামান
ব্যাচেলর অফ ফিজিওথেরাপি( বিপিটি)
(ডিইউ) ফ্যাকাল্টি অফ মেডিসিন
অর্থোপেডিক ও নিউরো রিহ্যাব
সি এম এফ আর পি (ইন্ডিয়া)

পেইন কেয়ার সেন্টার
আলাদাতপুর নড়াইল
সিরিয়ালের জন্য কল করুন ০১৮ ২২ ০০ ০০ ৩৪

Address

চাচড়া, ডালমিল, পুলিশ ফাঁড়ির বিপরিতে, সদর, যশোর।
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when HPC Jashore. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram