12/03/2024
শুরু হলো পবিত্র মাহে রমজান মাস। আমরা অনেক ভাগ্যবান যে আরও একটি রমজান মাস আমাদের জীবনে পেলাম, নিজেদেরকে পাপ মুক্ত করার আবারও একটা সুযোগ পেলাম। আমরা যারা সুস্থ আছি তারা, অবশ্য পালনীয় এই ফরজ ইবাদত থেকে নিজেদেরকে বঞ্চিত করব না। আর যারা অসুস্থ তাদের জন্যও বিধান আছে,
কোরআনে আছে, ‘রমজান মাস, এতে মানুষের পথপ্রদর্শক ও সৎ পথের স্পষ্ট নিদর্শন। এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসারূপে কোরআন অবতীর্ণ হয়েছিল। অতএব, তোমাদের মধ্যে যে-কেউ এ-মাস পাবে, সে যেন এ-মাসে অবশ্যই রোজা রাখে। আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এ-সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পার ও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পার, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পার।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)।
দোয়া করি খুব সুন্দর, সুস্থ ভাবে এবং ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটুক আমাদের পবিত্র মাহে রমজান মাস।