02/10/2025
কুষ্টিয়া ভেড়ামারা থেকে ১২ হাজার পিচ টেপেনডা আটক, মামলায় দেখানো হলো ৫ হাজার পিচ,বাকি ৭ হাজার পিচ কোথায়?
পাপন চৌধুরী
ওপেন স্পিস টিভি
কুষ্টিয়া ভেড়ামারা থেকে ১২ হাজার পিচ টেপেনডা সহ বুলবুল (২৫) পিতা আবুল কাশেম,গ্রাম জায়ডোগা,থানা দৌলতপুর,এবং বুলবুলের এক বন্ধু কে,সুন্দরবন কুরিয়ার সার্ভিস,ভেড়ামারা শাখা থেকে,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক,আবুল কালাম আজাদ ও কনস্টেবল রাশেদ,২৯-০৯-২০২৫ ইংরেজি তারিখে আটক করে।
বুলবুলের বন্ধু কে ছেড়ে দেয়,বুলবুলের বন্ধু আমাদের কে এমনটি জানিয়েছেন,এবং আটককৃত একটি কাঠুন সহ বুলবুল কে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে বের করে নিয়ে যায়।
তাৎক্ষণিক ঘুরে এসে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভেড়ামারা শাখার দায়িত্বরত যিনি আছেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক আবুল কালাম আজাদ ও কনস্টেবল রাশেদ তাকে বলেন কাটুনের মধ্যে ৫ হাজার পিচ টেপেনডা ট্যাবলেট পেয়েছি সাক্ষী দিবেন।
একটি ভিডিও ফুটেজে উনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। আসামি বুলবুল বলছেন কাটুনের মধ্যে ১২ হাজার পিচ টেপেনডা ট্যাবলেট ছিল,তাহলে ৭ হাজার পিচ গেল কোথায়?
জনগণের সামনে কাটুনটি না খুলে কেন অন্যথায় নিয়ে গিয়ে ৫ হাজার পিচ টেপেনডা ট্যাবলেট দিয়ে বুলবুলের বিরুদ্ধে মামলা রুজু করলো,জনসাধারণের প্রশ্ন আমাদের সামনে কেন কার্টুনটি খুললো না,কাটুনের মধ্যে না জানি কি ছিল।
আসামি নিজে বলছেন ১২ হাজার পিচ টেপেনডা ট্যাবলেট ছিল,আসামির ওয়াইফ,ও আসামির বন্ধু,আমাদের কে ১২ হাজার পিচের কথাই বলছেন,এখন প্রশ্ন হল বাকি ৭ হাজার কোথায় গেল?
প্রশাসনের উদ্ধতন কর্মকর্তার কাছে সাধারণ জনগনের চাওয়া ৭ হাজার পিচ টেপেনডা ট্যাবলেট কোথায় গেল প্রশাসন যেন সঠিক তদন্ত করেন এবং জনগণের কাছে ব্যাপারটা পরিষ্কার করেন।