Dr. Md. Monirul Islam

Dr. Md. Monirul Islam হাড় ভাঙা, জোড়া, বাত, শিরা , মেরুদন্ড , হাটু ও অর্থোপেডিক সেবার বিশ্বস্ত ও আস্থার ঠিকানা 01717250254

13/11/2025
“আমি কখনও কোনো বন্য প্রাণীকে নিজের জন্য কাঁদতে দেখিনি।”— ডি. এইচ. লরেন্সঘটনাটি নির্মম। সে তখন মাত্র আট মাসের এক বাচ্চা শ...
08/11/2025

“আমি কখনও কোনো বন্য প্রাণীকে নিজের জন্য কাঁদতে দেখিনি।”
— ডি. এইচ. লরেন্স

ঘটনাটি নির্মম।
সে তখন মাত্র আট মাসের এক বাচ্চা শিয়াল। এক অবৈধ ফাঁদে পা দিয়ে হারিয়েছিল নিজের সামনের এক পা। আমি কেঁদেছিলাম— তার ব্যথার জন্য, তার হারানোর জন্য, এই পৃথিবীর অন্যায়ের জন্য।
কিন্তু সে কাঁদেনি।
অপারেশনের পর জেগে উঠেই দাঁড়ানোর চেষ্টা করেছিল। কয়েক সেকেন্ডেই বুঝে ফেলল— শরীরের ভারসাম্য বদলে গেছে। তারপর নিঃশব্দ দৃঢ়তায় নতুনভাবে দাঁড়িয়ে গেল। সে কষ্টে ডুবে থাকেনি, শুধু নিজেকে বদলে নিয়েছিল।

পরের সপ্তাহগুলোতে সে আবার শিখে নিল কীভাবে দৌড়াতে, শিকার ধরতে, বাঁচতে হয়। তিন পা নিয়েই সে প্রমাণ করেছিল— টিকে থাকা এক মানসিক শক্তি, শারীরিক নয়।

আমরা ভেবেছিলাম আমরা তাকে মুক্ত করছি, কিন্তু আসলে সে-ই আমাদের মুক্ত করেছিল— জীবনের সবচেয়ে বড় পাঠ দিয়ে।

ফিনিক্স আমাকে শিখিয়েছিল, আরোগ্য মানে হারানো ফিরে পাওয়া নয়; বরং যা নেই, তার মাঝেও এগিয়ে যাওয়া।
আমরা আমাদের ক্ষতির দ্বারা নয়, বরং কতবার নতুন করে দাঁড়িয়েছি, তা দিয়েই সংজ্ঞায়িত হই।

22/10/2025

এটা সত্যিই বেদনাদায়ক! যেকোনো বিবাহিত জীবনে সন্তান থাকলে বিচ্ছেদ বা ডিভোর্স শুধু স্বামী–স্ত্রীর নয়, পুরো পরিবারের জন্য আজীবন এক দুঃসহ স্মৃতি হয়ে থাকে। স্বামী বা স্ত্রী হয়তো নতুন জীবনসঙ্গী পেয়ে অতীত ভুলে যায়, কিন্তু সন্তানরা বেড়ে ওঠে অনাদরে, অবহেলায়, ভালোবাসা ও যত্নহীন পরিবেশে।
তাদের শৈশবের আনন্দ মলিন হয়ে যায় আর ভবিষ্যৎ হয় অনিশ্চিত। অনেক সময় ব্রোকেন ফ্যামিলির সন্তানরা ভালো পরিবেশ ও বিয়েশাদীতে গ্রহণযোগ্যতা থেকেও বঞ্চিত হয়।

দেশের উদীয়মান ইসলামি বক্তা আবু ত্ব হা আদনান ও তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহারের জীবনে ঘটে যাওয়া দাম্পত্য জটিলতা এই বাস্তবতাকেই নতুন করে সামনে এনেছে। তাদের সম্পর্কের শেষ প্রান্তে এসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সন্তানরা যাদের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত পথে।

দাম্পত্য জীবনে কলহ না থাকাই বিরল। কিন্তু ইসলামি সেলিব্রিটি হওয়ায় তাদের বিচ্ছেদ ভক্তদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাবিকুন্নাহারের ভাষ্যমতে আদনান তাকে শারীরিকভাবে পৈশাচিক নির্যাতন করেছে যা নিঃসন্দেহে অন্যায়। অন্যদিকে, সাবিকুন্নাহারের অতিরিক্ত নিয়ন্ত্রণ ও ঈর্ষাও তাদের সম্পর্কে তিক্ততা এনেছে। তিনি চাননি আদনান তার প্রথম স্ত্রী ও সন্তানদের প্রতি কোনো ভালোবাসা প্রদর্শন করুক যা বাস্তবে সম্ভব নয়। আবার আদনান তৃতীয় বিবাহ করার ইচ্ছা পোষণ করলে সেটিও কোনভাবে মেনে নিতে চাইনি সাবিকুন্নাহার।

শুরুতে সংসার ঠিকঠাক চললেও জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে সাবিকুন্নাহারের আচরণ আদনানের কাছে অসহনীয় হয়ে ওঠে। পুরুষ মানুষকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখা যায়, কিন্তু নিয়ন্ত্রণ দিয়ে নয়। ভালোবাসা মানে স্বামীকে বোঝা, তার প্রতি সহানুভূতিশীল থাকা, তাকে সম্মান দেওয়া যাতে সে সন্তুষ্ট থাকে। দুঃখজনকভাবে, ভালোবাসার নামে স্বামীকে হাতের মুঠোয় রাখতে চাওয়ার প্রবণতা থেকেই অনেক সংসারে অশান্তি জন্ম নেয়।

সাবিকুন্নাহারের প্রথম স্বামী ছিলেন আওয়ামী পরিবারভুক্ত একজন মানুষ। মুলত প্রথম স্বামী তার পছন্দ ছিল না, মন থেকে মেনে নিতে পারে নি সে।সাবিকুন্নাহার নিজের কথায় বলেছেন মওলানা বাবা মারা যাবার পরে মায়ের ইচ্ছায় বিয়ে করেছিলেন, কিন্তু ক্রমে সেই সংসার বিষিয়ে উঠেছিল। শাশুড়ী ভালো না, ননদ ভালো না, পরিবারে পর্দা নেই নানা অজুহাতে সাবিকুন্নাহার বিচ্ছেদ ঘটায়।

তার স্বামী অভিযোগ করেছেন স্ত্রীর চাহিদা পূরণে বাড়িঘর ছেড়ে আলাদা বাসায় উঠেছিলেন, কিন্তু তবুও সংসার টেকেনি। দুটি সন্তান রয়ে গেছে বাবার কাছে, আর মা তাদের খোঁজও রাখেননি এটাও এক চিন্তার বিষয়।

এরপর নিজের পছন্দে আরেক জনকে দ্বিতীয় বিয়ে করেছিলেন, সেই সংসারও টিকে নি। তাহলে মায়ের পছন্দের প্রথম স্বামীর দোষটা আসলে কোথায় ছিল?

আদনানের প্রতি তার যত্ন ও ভালোবাসার গভীরতা তার নিজের কথাতেই প্রকাশ পায়। সব কিছুতেই তিনি আদনানের পাশে ছিলেন। আন্ডারওয়্যার কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকতেন৷ আদনানের জন্য সাজতেন, সাজাতেন। যদি এই একই ভালোবাসা ও যত্ন প্রথম স্বামীর প্রতিও দেখাতে পারতেন, শরীয়তের দৃষ্টিতে স্বামীর অধিকার বুঝে চলতেন, তাহলে হয়তো সেই স্বামীই আজ একজন আদর্শ আল্লাহওয়ালা মানুষ হতে পারতেন।

দুনিয়ায় অসংখ্য দ্বীনি বোন আছেন যারা তাদের দ্বীনহীন স্বামীদের চরিত্র, ভালোবাসা ও মহব্বতের মাধ্যমে বদলে দিয়েছেন। তাদের সংসারগুলো আজ প্রশান্তির দৃষ্টান্ত।

যাহোক, আদনান-সাবিকুন্নাহারের জন্য আমার তেমন মায়া নেই, আমার মায়া সেই নিরীহ শিশুদের জন্য,
যারা বাবা-মায়ের কলহ, বিচ্ছেদ আর অহংকারের শিকার হয়ে বড় হচ্ছে। আল্লাহ যেন তাদের উত্তম অভিভাবক হয়ে যান, তাদের জীবনে প্রশান্তি ও দয়া বর্ষণ করেন।....

 #তিতা_কথন এই আফার নাম স্নেহা। সে ভিকারুননিসা কলেজের সম্ভবত দ্বিতীয় বর্ষে পড়ালেখা করে। গতকাল তার একটা ইন্টারভিউ ভাইরাল হ...
19/10/2025

#তিতা_কথন
এই আফার নাম স্নেহা। সে ভিকারুননিসা কলেজের সম্ভবত দ্বিতীয় বর্ষে পড়ালেখা করে।

গতকাল তার একটা ইন্টারভিউ ভাইরাল হয়, যেখানে সে কলেজের ইউনিফর্ম গায়ে দিয়েই অবলিলায় তাহার প্রেমের বর্ণনা দিচ্ছে।

তার ভাষ্যমতে, সে ক্লাস ১০ থেকে প্রেম করে। তার বাবা-মা সব জানে। তাহারা খুশিতে গদগদ। বিএফ তাকে কি গিফট দেয়, কোন ছেলেবন্ধু নেই ইত্যাদি ইত্যাদি হা হা হু হু করতে করতে অবলিলায় ক্যামেরার সামনে হাত পা হেলেদুলে বলে গেলো।

একপক্ষ ছি ছি করছে ভিকারুননিসার যা সম্মান ছিল সব গেলো গেলো।

অন্যপক্ষ ইঁচড়েপাকা মেয়েকে তুলোধুনো করছে।

আমি একটু অন্য দিক সম্পর্কে বলি, আমি দীর্ঘ দিন স্টুডেন্ট পড়াই। টিনেজার ছেলেমেয়েদের খুব কাছ থেকে দেখার যেমন সুযোগ হয়, তেমনি এদের অভিভাবকদেরও দেখার সুযোগ হয়।

সেই অভিজ্ঞতায় দেখেছি অবিশ্বাস্য হলেও সত্য বর্তমানে কিছু অভিভাবক তাদের ছেলেমেয়েদের প্রেম করাটা ডাল ভাতের মত মেনে নেয়। ক্লাস ৮/৯/১০ বা কলেজের একটা মেয়ে বা ছেলে সারাদিন তার বিএফ জিএফ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ঘুরে বেড়াচ্ছে তাদের কোন চিন্তা নেই। শুনতে খারাপ লাগলেও বিষয়টা এমন, "ঘুরোফিরো, লাইফ ইনজয় করো শুধু প্রেগন্যান্ট না হলেই হল। বাকি যা পারিস কর ।"

মেয়ে তার বিএফের কাছ থেকে গিফট নিচ্ছে মা আহ্লাদিত হচ্ছে৷ ছেলে জিএফের সাথে সেক্সুয়াল কথপোকথন করছে বিষয় না, ও বয়সে একটু এমন করেই।

মেয়ে প্রাইভেট এ যাবে অভিভাবক চিন্তা করছেন কার সাথে যাবে। মেয়ে আহ্লাদিত হয়ে বিএফকে কল দিচ্ছে তাকে পৌঁছে দিয়ে আসতে। মাও নিশ্চিন্তে যেতে দিচ্ছে। হা হা হা..
..শেয়ালের কাছে মুরগি নাকি মুরগির কাছে শেয়াল? কে যে কার কাছে বেশি নিরাপদ? হা হা.. "

কয়দিন পর ব্রেকাপ হচ্ছে। মেয়েকে স্বান্তনার বাক্য শুনিয়ে কিংবা বকাবকি করে নেক্সট প্রজেক্টে পাঠাচ্ছে।

আমরা বর্তমান প্রজন্ম নিয়ে আফসোস করি কিন্তু আফসোস করা উচিৎ বর্তমান প্রজন্মের অভিভাবকদের নিয়ে। বর্তমানে অধিকাংশ অভিভাবক কতটা নিচে নামতে পারেন বা নেমেছে বাহিরে থেকে আপনি ধারণাও করতে পারবেন না।

সন্তানের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে তার মানে এই না তাকে হারাম সম্পর্কে যেতে দিতে হবে। ধর্ম, সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেনা করতে দিতে হবে।

আপনার বাচ্চার এতই পেয়ারকা আঁকুপাঁকু থাকলে বিয়ে দিয়ে দিন। বিএফের গিফট না বরের গিফট নিয়ে গর্ব করুক সমস্যা কি? ঈদে চান্দে আপনিও কিছু গিফট পেলেন। সোনায় সোহাগা। হা হা

আজ তিতা কথন একটু বেশি তিতা তাদের লাগবে যারা জানে তাদের সন্তানেরা এসব জেনার সম্পর্কে আছে আর তিনি পর্দানশীল, ধার্মিক, সৎ জীবন যাপনের নাটক করেন নিজের সাথেই।

আমি এমন মেয়েকেও দেখেছি বাবা-মার প্রশ্রয়ে প্রেম করতে গিয়ে কনসিভ করেছে। সেই অনাগত ভ্রুনকে হ..ত্যা করতেও এদের বিবেকে বাঁধেনি।

আমার খুব শত্রুর কপালেও যেনো এমন অভিভাবক না জোটে যে এসব অপ্রাপ্ত বয়সী ছেলেমেয়েকে হারাম সম্পর্কে জড়াতে এবং চালিয়ে যেতে সাহায্য করে, উৎসাহিত করে।

আমার তিতা কথনের সাথে যারা দ্বিমত হবেন। তারা চারপাশে একটু নজর রাখবেন। ওপরের কথাগুলোর যথার্থতা প্রমাণ পেয়ে যাবেন।

#সেলিনা_রহমান_শেলী

12/10/2025

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করা হয়েছে। বিশ্বজুড়ে ইসলাম বিষয়ক যুক্তিনির্ভর বক্তৃতার জন্য পরিচিত এই দাঈর আগমন ঘিরে দেশের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। সূত্রঃ ইত্তেফাক
#বাংলাদেশ ❤️

হে শহীদ কামরুল রহ.! যে জাহাঙ্গীরনগরে শিবির করার কারণে নামাজ থেকে নিয়ে তোমার মাথা থে ত লে দিয়ে শহীদ করেছিলো আজ তোমার ক্যা...
15/09/2025

হে শহীদ কামরুল রহ.! যে জাহাঙ্গীরনগরে শিবির করার কারণে নামাজ থেকে নিয়ে তোমার মাথা থে ত লে দিয়ে শহীদ করেছিলো আজ তোমার ক্যাম্পাসে শিবির বিজয়ী।

ডাঃ তাসনিম জারা......কে সে??সোস্যাল মিডিয়ার পপুলার ব্যক্তিত্ব!!অক্সফোর্ড, কেমব্রিজ এর মেধাবী ছাত্রী?!!!!সে কি ফ্যাসিস্ট...
23/08/2025

ডাঃ তাসনিম জারা......
কে সে??
সোস্যাল মিডিয়ার পপুলার ব্যক্তিত্ব!!
অক্সফোর্ড, কেমব্রিজ এর মেধাবী ছাত্রী?!!!!
সে কি ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের শাসনের বিরুদ্ধে কোনদিন কোন একটা কথা বলেছিল? কোন অন্যায়ের বিরুদ্ধে কোনদিন কোন প্রশ্ন তুলে একটা বক্তব্য দিয়েছিল? আওয়ামী আমলে কি সে কোন ক্ষতিগ্রস্থ হয়েছে এমন কেউ?? সে কি জুলাই আন্দোলনের কোন স্টেক হোল্ডার ? কি ভূমিকা রেখেছিল সে??
আসুন দেখে নিই আসলে সে কি, সে কার, সে কার জন্য এসাইন নিয়ে দেশের জুলাই নেতৃত্ব দেওয়া একটা নব্য রাজনৈতিক দলের একেবারে টপ নেতৃত্বে রাতারাতি বসে গেলেন!!!!! সে একজন ধূর্ত মেরিকান ডিপ স্টেট এজেন্ট..

তাসনিম জারা আসলে কে? ।। Nobonita Chowdhuryনবনীতা চৌধুরীর ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রত্যেকদিন দেখুন, শুনুন 'নবনীতা চৌধুরীর ব.....

12/08/2025

জুলাইয়ের জুলাইয়ের দেয়াল লিখন গ্রাফিতি - 'দেশটা কারো বাপের না' কি এতো তাড়াতাড়ি মুছে গেল ? এইসব নেতাদের মত নেতায় ভরপুর দেশ! এরা নির্বাচিত হলে জনগণের অধিকার বলে কিছু রাখবে আসলেই ?

Address

Jhenida

Opening Hours

Monday 08:00 - 14:30
16:00 - 22:00
Tuesday 08:00 - 14:30
16:00 - 22:00
Wednesday 08:00 - 14:30
16:00 - 22:00
Thursday 08:00 - 14:29
16:00 - 22:00
Friday 14:00 - 20:00
Saturday 08:00 - 14:30
16:00 - 22:00
Sunday 08:00 - 14:30
16:00 - 22:00

Telephone

+8801820502870

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Monirul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Monirul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram