22/11/2025
ইকোকার্ডিওগ্রাফি কখন করবেন??
ইকোকার্ডিওগ্রাফি (Echocardiography) হৃদপিণ্ডের গঠন ও কার্যকারিতা মূল্যায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরাপদ ও নন-ইনভেসিভ পরীক্ষা।
✅ কখন ইকো রিপোর্ট (Echocardiography) করতে হবে?
১. বুকে ব্যথা বা হার্ট অ্যাটাকের সন্দেহে
দীর্ঘদিনের chest pain
Exertional chest pain
ECG তে সমস্যা থাকলে
২. শ্বাসকষ্ট বা হঠাৎ শ্বাস নিতে সমস্যা
Heart failure সন্দেহ
ফুসফুসে পানি জমা
বিছানায় ঘুমালে শ্বাসকষ্ট হওয়া, রাতের বেলায় শ্বাসকষ্ট হয়ে ঘুম থেকে ওঠা
৩. পা ফোলা / শরীর ফুলে যাওয়া
হার্ট ফেইলিউর
কার্ডিওমায়োপাথি
ভালভের সমস্যা
৪. অনিয়মিত হৃদস্পন্দন (Arrhythmia)
এট্রিয়াল ফিব্রিলেশন
বুক ধড়ফড় করা
৫. উচ্চ রক্তচাপ / দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ
LVH আছে কি না
Diastolic dysfunction আছে কিনা দেখার জন্য
৬. হার্টের ভাল্ভের সমস্যা
Mitral stenosis, Mitral regurgitation
Aortic stenosis, Aortic regurgitation
৭. স্ট্রোক বা TIA হলে
Cardiac source of emboli খোঁজার জন্য
LAA thrombus
৮. জন্মগত হার্টের রোগ (Congenital heart disease)
হার্টের ছিদ্র আছে কিনা দেখার জন্য
ASD, VSD, PDA, TOF ইত্যাদি
৯. হার্ট অ্যাটাকের পর follow-up
LVEF দেখা বা হার্টের পাওয়ার দেখা
জটিলতা দেখা
১০. Pre-operative cardiac fitness
বড় কোনো অপারেশনের আগে হার্টের ঝুঁকি দেখা
এই সকল কারণে ইকোকার্ডিওগ্রাম করা আবশ্যক।।।
ডা: মো: লিমন পারভেজ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিকার্ড ( কার্ডিওলজি), সিসিডি (বারডেম)
এফ সিপিএস (কার্ডিওলজি) এফ পি
হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়া