29/11/2025
গত ২৬ নভেম্বর ২০২৫ (বুধবার), ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে অনুষ্ঠিত হলো প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের অত্যাধুনিক প্রযুক্তি PSMA PET-CT Scan বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেশন। এতে অধ্যাপক ডা. ফাতিমা বেগম এই প্রযুক্তির ক্লিনিক্যাল গুরুত্ব, নির্ভুলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে বাংলাদেশে মাত্র দুটি প্রতিষ্ঠানে এই সেবা চালু রয়েছে—যা এর প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরে।
সেশনে, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালের বিশিষ্ট ইউরোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশ নেন। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ১.৪ মিলিয়ন পুরুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন, এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষত ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোগটি অধিকাংশ সময় প্রাথমিক পর্যায়ে নিঃশব্দে বৃদ্ধি পায়—তাই সময়মতো সঠিক ইমেজিং ও স্টেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে PSMA PET-CT Scan একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অত্যন্ত নির্ভুল প্রযুক্তি।
প্রশ্নোত্তর সেশনে, PSMA PET-CT Scan নিয়ে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল আলোচনা, চ্যালেঞ্জ এবং রোগীর উপকারিতা উঠে আসে—যা প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক। আয়োজনটিতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা শুধু চিকিৎসা নয়, বরং আন্তর্জাতিকমানের ক্যান্সার কেয়ার প্রযুক্তিকে বাংলাদেশের রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
🩺 চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন: 10664