Labaid Cancer Hospital and Super Speciality Centre

Labaid Cancer Hospital and Super Speciality Centre Labaid Cancer Hospital and Super Speciality Centre, a Concern of Labaid Group.

MISSION:

To strive to deliver high quality, cost effective and personalized health care services to the people of the country. To recognize and affirm the unique and intrinsic worth of each and every individual seeking services from us. To support individuals and families at the most sensitive and critical moments of their lives by maximizing the power of our health care expertise. To deliver, trusted and innovative to our patients and clients to positively influence individuals total health and well-being. VISION:

Labaid aspires to be the health care provider of choice for patients, physicians and other professionals of the country by redefining the health care delivery system and by consistently performing at a superior level while maintaining sound ethical, moral and regulatory standards & to cater same standard of treatment to people who can afford & who can't. Health Care apart, Labaid wishes to explore diverse business sectors to be the world leader in products, services and solutions.

জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ ডা. চৌধুরী সাজ্জাদ হায়দার, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশাল...
04/12/2025

জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ ডা. চৌধুরী সাজ্জাদ হায়দার, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে শনিবার থেকে বৃহস্পতিবার নিয়মিত রোগী দেখছেন।

🩺 অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: 10664




03/12/2025

আমাদের হাসপাতালের সেবার মান নিয়ে কথা হয়েছে মোঃ এনামুল কবিরের সাথে। আমরা জানার চেষ্টা করেছি, তার স্ত্রীর ক্যান্সার যুদ্ধে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার থেকে তিনি কেমন সেবা পেয়েছেন। হাসপাতালের ডাক্তার, নার্স এবং স্টাফদের সেবা ও আন্তরিকতা তাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে—এসব বিষয়ে মোঃ এনামুল কবির জানিয়েছেন তার স্ত্রীর ক্যান্সার চিকিৎসার অভিজ্ঞতা ও অনুভূতি। আমাদের প্রতি তার বিশ্বাস এবং চমৎকার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

🩺 চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন: 10664




ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এর ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে, বাংলাদেশের অভিজ্ঞ ও ...
02/12/2025

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এর ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে, বাংলাদেশের অভিজ্ঞ ও স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি দেওয়া হয়।

🩺 ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার সম্পর্কে জানতে কল করুন: 10664





01/12/2025

"পাকস্থলীর ক্যান্সার নির্ণয়" এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন-

অধ্যাপক ডা. মো. সেতাবুর রহমান
সিনিয়র কনসালটেন্ট, সার্জিক্যাল অনকোলজি
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার

🩺 চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন: 10664

প্রাকৃতিক দু/র্যো/গ কখনোই আগে থেকে বলে আসে না। তাই ভূ/মি/ক/ম্পে/র সময় কীভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখা যায়—সেটা জা...
01/12/2025

প্রাকৃতিক দু/র্যো/গ কখনোই আগে থেকে বলে আসে না। তাই ভূ/মি/ক/ম্পে/র সময় কীভাবে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখা যায়—সেটা জানা খুবই জরুরি। এক মুহূর্তের সতর্কতাই বড় ক্ষ/তি থেকে বাঁচাতে পারে।

তাই, ভূ/মি/ক/ম্পে/র আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন।

🩺 চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন: 10664




📅 1 December | 🌍 World AIDS Day 2025Theme: “Overcoming disruption, transforming the AIDS response”In 2024, an estimated ...
01/12/2025

📅 1 December | 🌍 World AIDS Day 2025
Theme: “Overcoming disruption, transforming the AIDS response”

In 2024, an estimated 40.8 million people were living with HIV — reminding us why prevention, testing, and treatment are more important than ever.

Today, we stand together to raise awareness, fight stigma, and support those affected by HIV around the world.

🩺 To know more and appointments, call 10664





হাড়, মেরুদন্ড ও বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথা জনিত যেকোনো সমস্যা সমাধান ও ক্যান্সার রোগীদের জীবনের মান উন্নয়ন করতে যোগ...
01/12/2025

হাড়, মেরুদন্ড ও বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথা জনিত যেকোনো সমস্যা সমাধান ও ক্যান্সার রোগীদের জীবনের মান উন্নয়ন করতে যোগাযোগ করুন আমাদের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে।

🩺 ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার সম্পর্কে জানতে কল করুন: 10664




আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। প্রতি বছরই এ দিনটি এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী পালিত হয়। এ বছরের প্রতিপাদ...
01/12/2025

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। প্রতি বছরই এ দিনটি এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় "Overcoming disruption, transforming the AIDS response" যার লক্ষ্য এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করা।

এইচআইভি এমন একটি ভাইরাস যা ধীরে ধীরে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে, ফলে সাধারণ সংক্রমণও জীবন-হুমকিতে পরিণত হতে পারে। এই ভাইরাস নিয়ন্ত্রণহীন অবস্থায় পৌঁছালে তা এইডস-এ রূপ নেয়। বিশ্বে প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার মানুষ নতুন করে এইচআইভিতে আক্রান্ত হন; এর মধ্যে প্রায় ৫০০ জনই ১৫ বছরের নিচে। আক্রান্তদের ৩২ শতাংশের বয়স ১৫–২৪ বছরের মধ্যে, যার মধ্যে ২০ শতাংশ নারী।

আসুন, বিশ্ব এইডস দিবসে সবাই মিলে এইচআইভি/এইডস সম্পর্কে সচেতন হই এবং নিজেদের পাশাপাশি সমাজকেও নিরাপদ রাখি। এইডস সংক্রান্ত পরীক্ষা বা চিকিৎসা-পরামর্শের প্রয়োজন হলে আজই ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

🩺 চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন: 10664





আপনি জানেন কি? 🤔শরীরের যে কোন ব্যথায়, প্যারালাইসিস চিকিৎসায় ও প্যারালাইসিস রোগীদের স্বনির্ভরতা বাড়াতে ফিজিওথেরাপি একট...
30/11/2025

আপনি জানেন কি? 🤔
শরীরের যে কোন ব্যথায়, প্যারালাইসিস চিকিৎসায় ও প্যারালাইসিস রোগীদের স্বনির্ভরতা বাড়াতে ফিজিওথেরাপি একটি অন্যতম উপায়!

🩺 ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার সম্পর্কে জানতে কল করুন: 10664




গতকাল ২৯ নভেম্বর ২০২৫ (শনিবার), ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার সফলভাবে সম্পন্ন করেছে “Earthqu...
30/11/2025

গতকাল ২৯ নভেম্বর ২০২৫ (শনিবার), ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার সফলভাবে সম্পন্ন করেছে “Earthquake Survival & Emergency Response Training”, যেখানে ১২০ জনেরও বেশি সহকর্মী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সবাই জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে হয় তা হাতে-কলমে শিখেছেন।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে রোগী ও সহকর্মীদের নিরাপত্তা সবসময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই নিয়মিত তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, দায়িত্বশীল এবং প্রস্তুতিমুখী সুরক্ষা সংস্কৃতি গড়ে তুলছি।

একসাথে আমরা গড়ে তুলছি এমন একটি কর্মপরিবেশ, যেখানে নিরাপত্তা, আস্থা এবং রোগীর যত্ন—সবসময়ই প্রথম অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি, প্রস্তুত থাকাই নিরাপত্তার মূল চাবিকাঠি।

🩺 চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন: 10664




আমাদের কাস্টমার কেয়ার সেন্টার ২৪ ঘন্টা আছে আপনারই পাশে। 🩺 স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আজই কল করুন,  ১০৬৬৪     ...
29/11/2025

আমাদের কাস্টমার কেয়ার সেন্টার ২৪ ঘন্টা আছে আপনারই পাশে।

🩺 স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আজই কল করুন, ১০৬৬৪





গত ২৬ নভেম্বর ২০২৫ (বুধবার), ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে অনুষ্ঠিত হলো প্রোস্টেট ক্যান্...
29/11/2025

গত ২৬ নভেম্বর ২০২৫ (বুধবার), ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে অনুষ্ঠিত হলো প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের অত্যাধুনিক প্রযুক্তি PSMA PET-CT Scan বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেশন। এতে অধ্যাপক ডা. ফাতিমা বেগম এই প্রযুক্তির ক্লিনিক্যাল গুরুত্ব, নির্ভুলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে বাংলাদেশে মাত্র দুটি প্রতিষ্ঠানে এই সেবা চালু রয়েছে—যা এর প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরে।

সেশনে, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালের বিশিষ্ট ইউরোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ অংশ নেন। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ১.৪ মিলিয়ন পুরুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন, এবং ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষত ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোগটি অধিকাংশ সময় প্রাথমিক পর্যায়ে নিঃশব্দে বৃদ্ধি পায়—তাই সময়মতো সঠিক ইমেজিং ও স্টেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে PSMA PET-CT Scan একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং অত্যন্ত নির্ভুল প্রযুক্তি।

প্রশ্নোত্তর সেশনে, PSMA PET-CT Scan নিয়ে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল আলোচনা, চ্যালেঞ্জ এবং রোগীর উপকারিতা উঠে আসে—যা প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক। আয়োজনটিতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা শুধু চিকিৎসা নয়, বরং আন্তর্জাতিকমানের ক্যান্সার কেয়ার প্রযুক্তিকে বাংলাদেশের রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

🩺 চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন: 10664





Address

26, Green Road, Dhanmondi, Dhaka
Kalabaga
1205

Alerts

Be the first to know and let us send you an email when Labaid Cancer Hospital and Super Speciality Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Labaid Cancer Hospital and Super Speciality Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category