21/10/2025
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার-এর উদ্যোগে গত ২০ অক্টোবর ২০২৫ (সোমবার) অত্যন্ত সফলভাবে পালিত হলো 'বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫' এবং 'বিশ্ব অস্টিওপোরোসিস দিবস' ২০২৫।
দিনটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় যা গ্রীন রোডের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম (ডিরেক্টর, মেডিক্যাল সার্ভিসেস এন্ড সিনিয়র কনসালটেন্ট, অ্যানেস্থেসিওলজি), মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী (উপদেষ্টা, এক্সটারনাল এফেয়ার্স এন্ড কমিউনিকেশন), অধ্যাপক ডা. মো. সেতাবুর রহমান (সিনিয়র কনসালটেন্ট, সার্জিক্যাল অনকোলজি) সহ হাসপাতালের ডাক্তার, নার্স, মেডিক্যাল স্টাফ এবং উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
র্যালিটি হাসপাতালের প্রাঙ্গণে এসে শেষ হওয়ার পর 'ব্রেস্ট ক্যান্সার সচেতনতা' এবং 'অস্টিওপোরোসিস সচেতনতা' বিষয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ সেশনে অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন (সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি), ডা. আবু খালেদ মুহম্মদ ইকবাল (কনসালটেন্ট, সার্জিক্যাল অনকোলজি), প্রফেসর ডাঃ সৈয়দ সহিদুল ইসলাম (সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স, ট্রমা ও স্পাইন সার্জারি), অধ্যাপক ডা. সাবেরা খাতুন (সিনিয়র কনসালটেন্ট, গাইনী অনকোলজি) সহ আরও অনেক বিশেষজ্ঞ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। আলোচনার মূল আকর্ষণ ছিল ক্যান্সার জয়ীদের উপস্থিতি; তাঁরা তাদের ক্যান্সার জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত মানুষকে সুস্থ জীবনযাপন ও কঠিন রোগ মোকাবিলায় আশাবাদী হতে অনুপ্রাণিত করে।
🩺 চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন: 10664