17/11/2025
ডাক্তারের কাজ কেবল লক্ষণগুলি ঠিক করার জন্য ওষুধ লিখে দেওয়া না।
লক্ষণগুলির পিছনে লুকিয়ে থাকা রোগ নির্ণয় এবং সেই রোগের চিকিৎসা।৷
আরোগ্যে দিবেন আল্লাহতায়ালা,এটাও একটা রিযিক। আমার কাজ রোগ নির্নয়ের চেষ্টা এবং সাইড ইফেক্ট কম করে রোগ সারানোর ঔষধ দেয়া।
লক্ষণগুলি সারালে লক্ষণই কমবে,রোগ রোগের মত রয়ে যাবে। একজন রোগী বরিশালে ৪ বার আর আমতলি অগনিত দেখিয়েছেন শুধু সমস্যা তার গ্যাস্ট্রিক।পেট ফাপা পেটে ব্যাথা,আর কোন সমস্যা নাই।সবাই তার গ্যাস্ট্রিক কমানোর জন্য উঠে পড়ে লাগছে,যাযা আছে এ দুনিয়ায় সব দেয়া শেষ।অতপর রোগীর টাকাও শেষ,জীবন প্রায় শেষ।
এবার এসেছেন গরীব ডাক্তারের কাছে।তার অনুমতি নিয়ে কথা রেকর্ড করলাম, নিচে AI দিয়ে Transcribe এর সারসংক্ষেপ দিলাম--
তার শুধু পেট ফাপা দিয়ে কতশত ইনফরমেশন পেলাম-
*পেট ফাঁপা এবং অস্বস্তি অনুভব করে, বাথরুম ব্যবহার করার তাগিদ।
* এই সমস্যাটি কেবল গত দুই মাস নয়, বহু বছর ধরে চলছে।
* গত দুই মাস ধরে রাতে ঠান্ডা লাগা অনুভব করে।
* পায়ে ব্যথা এবং হাত ও পায়ে ঝিঁঝিঁ
* শুয়া থেকে দাঁড়িয়ে বা বসে থেকে উঠার সময় মাথা ঘোরা এবং হালকা মাথা ব্যথা অনুভব করে।
* মাথা ভারী এবং গরম অনুভূত হয়, মাঝে মাঝে মাথা ঘোরা।
* মনোযোগ দিতে এবং চিন্তা নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়।
* উদ্বিগ্ন এবং অস্থির বোধ করে, বিশেষ করে সীমিত স্থানে বা তাপমাত্রার হঠাৎ পরিবর্তনের সংস্পর্শে এলে।
* আতঙ্কের মতো লক্ষণ অনুভব করে, যার মধ্যে শ্বাসকষ্ট এবং মরে যাওয়ার অনুভূতি।
* অতিরিক্ত ঘাম।
* উচ্চতা এবং দ্রুতগামী যানবাহনের ভয়।
*অ্যালার্জিজনিত সমস্যা অনুভব করে।
* **সাধারণ স্বাস্থ্য:**
* *মনে হয় তার চেহারা বদলে গেছে, "অন্ধকার" বা কম প্রাণবন্ত দেখাচ্ছে।
* অসঙ্গত মলত্যাগের অভিজ্ঞতা, কোষ্ঠকাঠিন্য বেশি দেখা যাচ্ছে।
* রাতে ঘন ঘন প্রস্রাব করার জন্য ঘুম থেকে ওঠে (২-৩ বার)।
* *রাতে পা গরম অনুভব করে।
* মূত্রাশয় অসম্পূর্ণ খালি হওয়ার অনুভূতি।
সবশেষে পেলাম -প্যানিক ডিসওরডার+আইবিএস-সি+জেনারালাইজড আ্যনস্কাইটি ডিসওরডার।।আজ ২ মাস রোগীর ঔষধ শেষ আল্লাহ সুস্থতা দিয়েছেন তাকে,দেখা করে দোয়া করে গেলেন।
একটা কথাই বলবো সব রোগ শরীরে নয় কৈউ কৈউ মনে এসে উকি দেয়,তার ফল ভোগে শরীর......