Homeopathic Foundation Bangladesh

Homeopathic Foundation Bangladesh Welcome to the official page of Homeopathic Foundation Bangladesh, Homeopathy Feels, Nature Heals.........
প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসা হোমিওপ্যাথি।

07/12/2025

হোমিওপ্যাথিক চিকিৎসায় চর্মরোগ—অল্প সময়েই কার্যকরী সমাধান!

চর্মরোগ আমাদের জীবনে অস্বস্তি, লজ্জা ও মানসিক চাপ তৈরি করে। ফাঙ্গাল ইনফেকশন, স্কিন অ্যালার্জি, একজিমা, সোরাইসিস বা বিভিন্ন ধরনের দাগ–যাই হোক না কেন, সঠিক চিকিৎসা না হলে সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে যায়।
হোমিওপ্যাথিক চিকিৎসা চর্মরোগের মূল কারণকে লক্ষ্য করে কাজ করে, ফলে খুব অল্প সময়েই চোখে পড়ার মতো উন্নতি দেখা যায় এবং স্থায়ী সমাধান পাওয়া সম্ভব।

💡 কেন হোমিওপ্যাথি চর্মরোগে কার্যকর?

✔ শরীরের ভেতরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে

✔ রোগের আসল কারণ দূর করে দীর্ঘস্থায়ী ফল দেয়

✔ সাইড ইফেক্টের ঝুঁকি নেই

✔ শিশু থেকে বয়স্ক—সবাই নিরাপদে নিতে পারে

🧴 যেসব চর্মরোগে হোমিওপ্যাথির ভালো ফল দেখা যায়:

একজিমা

সোরাইসিস

অ্যালার্জিক র‍্যাশ

ফাঙ্গাল ইনফেকশন

হাইভস

শুকনো বা অয়েলি স্কিন সমস্যা

দাগ-ছোপ

🏥 চর্মরোগের বিশুদ্ধ ও নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন

হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল
📍 ঠিকানা: ৬৭৪, পশ্চিম কাজীপাড়া (মেট্রো স্টেশন এর ২৮৫ নং পিলারের পশ্চিমে), মিরপুর, ঢাকা
📞 মোবাইল: ০১৩৩৩৮০৮৫০৮, ০১৮৩৩৭০০২৯১
🕘 সময়: প্রতিদিন সকাল ১০টা–রাত ৯টা (বৃহস্পতিবার বন্ধ)

05/12/2025

আধুনিক জীবনের ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব, আর্থিক চাপ, চাকরির দৌড়ঝাপ—সব মিলিয়ে মানসিক চাপ (Stress) ও হতাশা (Depression) আজ সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে মানুষের জীবনযাপন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং শারীরিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হয়। হোমিওপ্যাথি এই সমস্যাগুলোর গভীরে গিয়ে রোগীর মানসিক–শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা প্রদান করে, যা অনেক ক্ষেত্রেই কার্যকরভাবে রোগীকে সুস্থতার পথে নিয়ে আসে।
[12:12 pm, 05/12/2025] Homeopathic Prescription: হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মানসিক চাপ ও হতাশার দ্রুত উন্নতি সম্ভব। তবে রোগীর পুরো পরিস্থিতি যাচাই ছাড়া ওষুধ সঠিকভাবে নির্বাচন করা যায় না। তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
📍 হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল
ঠিকানা: ৬৭৪, পশ্চিম কাজীপাড়া (মেট্রো স্টেশনের ২৮৫ নং পিলারের পশ্চিমে), মিরপুর, ঢাকা।
📞 মোবাইল: ০১৩৩৩৮০৮৫০৮, ০১৮৩৩৭০০২৯১
⏱ সময়: প্রতিদিন সকাল ১০টা – রাত ৯টা (বৃহস্পতিবার বন্ধ)








29/11/2025

জরুরি নোটিশ :
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হোমিওপ্যাথিক চিকিৎসক,শিক্ষক, ছাত্র-ছাত্রী ও হোমিওপ্যাথির অনুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত, সরকার কর্তৃক অনুমোদিত (নিবন্ধীত) হোমিপ্যাথিক চিকিৎসা, শিক্ষা,গবেষণাধর্মী,সেবামূলক ও অলাভজনক সংস্থা " হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ "এর বর্তমান কার্যকরী কমিটির গত ২২/১১/২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ (তিন) মাসের মধ্যে ফাউন্ডেশনের কার্যকরী কমিটি পুনর্গঠন এবং আগামী ৩১/১২/২০২৫ তারিখের মধ্যে সাধারণ পরিষদের সদস্যদের নামের তালিকা নবায়ন/হালনাগাদ ও নতুন সদস্য গ্রহন করে চুড়ান্ত তালিকা সংস্হার রেজিস্টার খাতার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
এমতবস্হায়, উক্ত হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বর্তমান, প্রতিষ্ঠাতা ও সাবেক সদস্যগনকে এবং নতুন করে সদস্য হতে ইচ্ছুক/আগ্রহী হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও হোমিওপ্যাথির অনুরাগী ব্যক্তিগনকে আগামী ০৭/১২/২০২৫ তারিখের মধ্যে নিজ নিজ নাম, বর্তমান ও স্হায়ী ঠিকানা প্রেরন (নতুনদের জন্য সদস্য ফরম পূরণসহ) এবং আগামী ১৫/১২/২০২৫ তারিখের মধ্যে পুরাতন সদস্যগনকে কমপক্ষে বিগত ৩(তিন) বছরের বকেয়া মাসিক চাঁদা বাবদ সর্বমোট ১০০ × ১২ × ৩= ৩৬০০/- টাকা, আগ্রহী নতুনদেরকে সদস্যফিসহ এক বছরের মাসিক চাঁদা বাবদ সর্বমোট ১০০+১০০×১২= ১৩০০/- টাকা জমা দিয়ে রশিদ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।
চেয়ারম্যান ও মহাসচিব,
হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ

24/11/2025

নারীদের বিভিন্ন গোপন সমস্যা — কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

নারীদের গোপন অঙ্গের নানা সমস্যা অনেক সময় লজ্জা, সংকোচ বা সামাজিক বাধার কারণে সঠিক চিকিৎসার অভাবে দীর্ঘস্থায়ী হয়ে যায়। সময়মতো চিকিৎসা না নিলে এসব সমস্যা ভবিষ্যতে গুরুতর জটিলতার কারণ হতে পারে। তাই সচেতনতা ও সঠিক চিকিৎসাই হতে পারে সুস্থতার মূল চাবিকাঠি।

সাধারণত যে গোপন সমস্যাগুলো বেশি দেখা যায়

অতিরিক্ত সাদা স্রাব (Leucorrhoea)

সহবাসে ব্যথা বা রক্তক্ষরণ

মাসিক অনিয়ম, অতিরিক্ত বা কম রক্তপাত

যোনি ইনফেকশন (Fungal/Bacterial)

চুলকানি, জ্বালাপোড়া, দুর্গন্ধ

হরমোনজনিত সমস্যা

যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া

পেলভিক ব্যথা বা কোমর ব্যথা

পলিপ, ফাইব্রয়েডের প্রাথমিক লক্ষণ

18/11/2025

হাড় বা জয়েন্টের ব্যথা? Ankylosing Spondylitis কি হতে পারে!

হুটহাট কোমর, পিঠ বা নিতম্বে ব্যথা? সকালে ঘুম থেকে উঠে শক্ত লাগে? দীর্ঘ সময় বসে থাকলে ব্যথা বাড়ে?
এগুলো Ankylosing Spondylitis (AS)–এর সাধারণ লক্ষণ হতে পারে।

AS হলো এক ধরনের দীর্ঘস্থায়ী Inflammatory Arthritis, যা মূলত মেরুদণ্ড এবং বড় জয়েন্টগুলোকে প্রভাবিত করে। সময়মতো চিকিৎসা না নিলে মেরুদণ্ড শক্ত হয়ে যেতে পারে।

---

AS এর সাধারণ লক্ষণগুলো:

দীর্ঘদিনের কোমর ব্যথা
সকালে ঘুম থেকে উঠলে শরীর শক্ত লাগা
নিতম্ব, হাঁটু, কাঁধে ব্যথা
বুক ফাঁপা বা শ্বাস নিতে কষ্ট
ব্যথা চলাফেরা করলে কমা, কিন্তু বিশ্রামে বাড়া

---

হোমিওপ্যাথিক চিকিৎসায় করণীয়

হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে ব্যক্তির উপসর্গ, শারীরিক গঠন, ব্যথার ধরণ এবং রোগের ইতিহাস অনুযায়ী পৃথকভাবে চিকিৎসা নির্ধারণ করা হয়।
সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করলে ব্যথা, প্রদাহ ও জড়তা উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং জীবনযাত্রার মান উন্নত হয়।

---

চিকিৎসা বা পরামর্শ পেতে যোগাযোগ করুন:

হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল
ঠিকানা: ৬৭৪, পশ্চিম কাজীপাড়া (মেট্রো স্টেশনের ২৮৫ নং পিলারের পশ্চিমে), মিরপুর, ঢাকা।
মোবাইল: ০১৩৩৩৮০৮৫০৮, ০১৮৩৩৭০০২৯১
সময়: প্রতিদিন সকাল ১০টা – রাত ৯টা (বৃহস্পতিবার বন্ধ)

---

Hashtags / Tags:

#মেরুদণ্ডব্যথা #হোমিওপ্যাথিকচিকিৎসা

17/11/2025

জয়েন্টে ব্যথা—কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা |

বর্তমানে জয়েন্টে ব্যথা একটি অত্যন্ত সাধারণ সমস্যা। হাঁটু, কোমর, কাঁধ, কনুই—যে কোনো জয়েন্টেই এই ব্যথা হতে পারে। বয়স বৃদ্ধি, অতিরিক্ত কাজ, ওজন বৃদ্ধি, ক্যালসিয়াম ঘাটতি কিংবা আঘাত—সব মিলিয়েই জয়েন্ট ব্যথা দেখা দিতে পারে।

জয়েন্টে ব্যথার প্রধান কারণ

হাড় ক্ষয় বা জয়েন্ট নরম হয়ে যাওয়া

গেঁটে বাত বা ইউরিক এসিড বৃদ্ধি

ক্যালসিয়াম ও ভিটামিন D এর অভাব

অতিরিক্ত ওজন

আঘাত বা ইনজুরি

দীর্ঘদিন একই ভঙ্গিতে কাজ করা

বয়সজনিত পরিবর্তন

কোন কোন লক্ষণ দেখলে গুরুত্ব দিতে হবে

হাঁটা বা চলাফেরায় ব্যথা

জয়েন্ট শক্ত বা জমে যাওয়া

জয়েন্টে ফোলা বা গরম অনুভূত হওয়া

সকালে ব্যথা বা শক্তভাব বেশি থাকা

সিঁড়ি ওঠানামায় কষ্ট

চলাফেরার ক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়া

---

হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা

হোমিওপ্যাথিতে জয়েন্টে ব্যথার চিকিৎসা করা হয় ব্যথার মূল কারণটি নির্ণয় করে। রোগীর বয়স, রোগের ইতিহাস, ব্যথার প্রকৃতি—সবকিছু বিবেচনা করে চিকিৎসা দেওয়া হয়।
এর ফলে ব্যথা কমার পাশাপাশি জয়েন্টের স্বাভাবিক কার্যক্ষমতাও ফিরে আসে।

হোমিওপ্যাথি:
পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত
ব্যক্তিনির্ভর চিকিৎসা
দীর্ঘমেয়াদি উপশম
ব্যথার মূল কারণ লক্ষ্য করে কাজ করে

---

আমাদের ক্লিনিকে জয়েন্ট ব্যথার বিশেষ কেয়ার

হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল
ঠিকানা: ৬৭৪, পশ্চিম কাজীপাড়া (মেট্রো স্টেশনের ২৮৫ নং পিলারের পশ্চিমে), মিরপুর, ঢাকা
মোবাইল: ০১৩৩৩৮০৮৫০৮, ০১৮৩৩৭০০২৯১
সময়: সকাল ১০টা – রাত ৯টা (বৃহস্পতিবার বন্ধ)

এখানে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পাওয়া যাবে—
জয়েন্ট ব্যথার সম্পূর্ণ মূল্যায়ন
রোগ অনুযায়ী ব্যক্তিগত চিকিৎসা
দীর্ঘমেয়াদি ব্যথার জন্য বিশেষ ফলো-আপ

12/11/2025

বাংলাদেশের রোগীদের জন্য সুখবর 🗣️
চিকিৎসার জন্য আর ভারতে যেতে হবে না।
ভারতের বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ও গবেষক ডা.অনির্বাণ সুকূল,পরিচালক,সুকূল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিক রিসার্চ, কলকাতা। অতি শীঘ্রই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সরাসরি বাংলাদেশের বিভিন্ন জটিল ও পুরাতন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ দিবেন।
ডা. সুকুল স্যারের সিরিয়াল পেতে আগ্রহীগনকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল ।

10/11/2025

কোমরের হাড় ক্ষয় হয়ে যাওয়া।
Lumbar bone degeneration.
হোমিওপ্যাথিক চিকিৎসা।
ডা. মো: আব্দুল মান্নান
বিএইচএমএস (ঢা:বি:),এমপিএইচ ( এডাস্ট) , ডিএমইউ ( বামডু)।
সিনিয়র প্রভাষক - মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মানিকগঞ্জ।
সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা।

07/11/2025

সহবাসের সময় রক্তক্ষরণ /Bleeding after Sexual In*******se এর কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা:
ডা: শারমিন আফরোজ বিএইচএমএস(ঢাবি),এমপিএইচ(ইউ এস এ),পিজিডি (মেডিসিন)
সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল।
সিনিয়র প্রভাষক, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল ও কলেজ হাসপাতাল।

05/11/2025

GFR কমে যাওয়া। Low GFR
হোমিওপ্যাথিক চিকিৎসা।

ডা. মো: আব্দুল মান্নান
বিএইচএমএস (ঢা:বি:),এমপিএইচ ( এডাস্ট) , ডিএমইউ ( বামডু)।
সিনিয়র প্রভাষক - মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মানিকগঞ্জ।
সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা।

02/11/2025

ডা. শামীমা নাসরীন দিনা
বিএইচএমএস( ঢা: বি:), এমএসএস ইন ক্লিনিক্যাল সোস্যাল ওয়ার্ক( ঢা: বি:)
কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল,
প্রভাষক - মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মানিকগঞ্জ।

31/10/2025

Ovulation / ওভুলেশন না হওয়ার লক্ষণ কি কি এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা
ডা: শারমিন আফরোজ বিএইচএমএস(ঢাবি),এমপিএইচ(লন্ডন),পিজিডি (মেডিসিন)
সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল।
সিনিয়র প্রভাষক, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল ও কলেজ হাসপাতাল

Address

674, West Kazipara(3rd Floor), Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801921219798

Alerts

Be the first to know and let us send you an email when Homeopathic Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homeopathic Foundation Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram