29/11/2025
“খাগড়াছড়ির মানুষের পাশে—পরিবারের মতো যত্ন নিয়ে অংকুর”
খাগড়াছড়ির মানুষকে যারা খুব কাছ থেকে দেখেছে, তারা জানে—
এই এলাকার মানুষ শুধু হাসিখুশি নয়, তারা পরস্পরের পাশে দাঁড়াতে জানে।
একজন অসুস্থ হলে পুরো মহল্লা দৌড়ে যায়,
কারো সন্তান ভাল নেই শুনলে সবাই উদ্বিগ্ন হয়,
আর কেউ হাসপাতালে গেলে—সবাই মিলে খোঁজখবর নেয়।
এভাবেই খাগড়াছড়ি শুধু একটি জায়গা নয়,
একটি পরিবার।
অংকুর ডায়াগনস্টিক সেন্টার সেই পরিবারেরই অংশ হতে এসেছে।
শুধু ল্যাব বা টেস্ট করার জায়গা নয়—
একটি ভরসার কেন্দ্র,
যেখানে খাগড়াছড়ির মানুষ চোখ বন্ধ করে ভিতরে ঢুকতে পারে।
আমরা বিশ্বাস করি—
আপনার সুস্থতা মানেই আমাদের সাফল্য।
আপনার পরিবারের নিরাপত্তা মানেই আমাদের দায়িত্ব।
আপনার হাসিমাখা সকাল মানেই আমাদের আনন্দ।
অংকুর সবসময় চায়—
এই পাহাড়ের মানুষের জন্য,
এই প্রকৃতির সন্তানদের জন্য,
একটি নির্ভুল, যত্নশীল এবং মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।
💚 Onckur Diagnostic Center
“আপনার পরিবারের জন্য পরিবার-সম যত্ন।”
Onckur Diagnostic Center — Your Trusted Health Partner
জরুরি হলে এখনই কল করুন:
📞 01610-075570, 01610-075571
👉 লোকেশন: সদর হাসপাতাল গেইট সংলগ্ন, মসজিদ মার্কেট, খাগড়াছড়ি সদর
👉 ২৪ ঘণ্টা সেবা