বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক

  • Home
  • বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক একটি সামাজিক,অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

19/11/2025

ও পজেটিভ ব্লাড দেওয়ার মতো কেউ আছেন কিডনি রোগীর জন্য খুলনা ময়লাপোতা রাশেদা ক্লিনিকে 01402275074 আমিনুর

🕊️ বিশেষ শোক সংবাদ 🕊️বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে গভীর শোক ও বেদনার সঙ্গে জানানো যাচ্ছে যে,আমাদের সকলের প্রিয় ...
09/11/2025

🕊️ বিশেষ শোক সংবাদ 🕊️

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে গভীর শোক ও বেদনার সঙ্গে জানানো যাচ্ছে যে,
আমাদের সকলের প্রিয় ও প্রাণের স্বেচ্ছাসেবী, ইলিয়াস ভাই আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ, পরিশ্রমী ও মানবসেবায় অঙ্গীকারবদ্ধ ব্যক্তি। সমাজের সেবা ও মানুষের কল্যাণে তাঁর অবদান আমাদের স্মরণীয় হয়ে থাকবে।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন — আমিন।

03/11/2025

ও নেগেটিভ ব্লাড দেওয়ার মতো কেউ আছেন ইমারজেন্সি নোয়াপাড়া সার্জিক্যাল হাসপাতাল 01904058846

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহৎ কাজ হচ্ছে মানবসেবা এবং শ্রেষ্ঠ দান হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করা!🩸আলহামদুলিল্লাহ 🥀🌸জরুরি মূহুর্তে ...
16/10/2025

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহৎ কাজ হচ্ছে মানবসেবা
এবং শ্রেষ্ঠ দান হচ্ছে স্বেচ্ছায় রক্তদান করা!🩸

আলহামদুলিল্লাহ 🥀🌸
জরুরি মূহুর্তে লাল ভালোবাসা উপহার ♥
-প্রিয় ভাই M M Jihadul Islam
দু'য়া ও ভালোবাসা রইলো

13/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক এর অন্যতম সদস্য মোহাম্মদ রবিউল ইসলামের প্রিয় মা আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। 🤲

আমিন।
#দোয়াচাই

01/10/2025

ইমারজেন্সি এক্সিডেন্ট এবি পজেটিভ ব্লাড প্রয়োজন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
যোগাযোগ 01986223544 শাহ জামান।

30/09/2025

জরুরী রক্তের প্রয়োজন সকলে এগিয়ে আসুন🚨🚨

🚨রুগীর সমস্যা: অপারেশন
🩸রক্তের গ্রুপঃ B+
💉রক্তের পরিমাণ: 4ব্যাগ
🚨 হিমোগ্লোবিন:
🚨রক্তদানের তারিখ : আজ
📆রক্তদানের সময় : যত দ্রুত সম্ভব
🏥রক্তদানের স্হান: খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
☎যোগাযোগঃ 01839110900

💉❤️ মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত ❤️💉আজ বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি MD Tan...
26/09/2025

💉❤️ মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত ❤️💉

আজ বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি MD Tanjir Ahmmed , যিনি এক রক্তশূন্যতা বাবার প্রাণ বাঁচাতে রক্তদান করেছেন।
এটি শুধু একটি রক্তদান নয়—এটি একটি নতুন জীবনের আশা, একটি মায়ের নিরাপদ ভবিষ্যৎ।

“রক্ত দিন, জীবন বাঁচান।”
তানজিরের মতো সাহসী ও মানবিক মানুষদের জন্যই সমাজ আজও আলোকিত ✨

🌿 বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক
আপনার পাশে, জীবনের জন্য 🩸

#রক্তদান #মানবতা #বেজেরডাঙ্গা_ব্লাড_ব্যাংক #জীবনবাঁচান #রক্তদানেরঅভিযান

সাহায্যের আবেদনপ্রিয় ভাই ও বোনেরা,আমাদের এক প্রিয় মানুষ বর্তমানে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড...
18/09/2025

সাহায্যের আবেদন

প্রিয় ভাই ও বোনেরা,
আমাদের এক প্রিয় মানুষ বর্তমানে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শ্বাসকষ্টসহ নানা জটিলতায় তিনি এখন চিকিৎসাধীন। কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।

তিনি সবসময় মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন — অসংখ্য মানুষকে রক্ত দিয়েছেন, অসহায়দের পাশে থেকেছেন, পাগল মানুষকে নিজের হাতে গোসল করিয়েছেন। আজ সেই মহৎ মানুষটিই আমাদের সাহায্যের অপেক্ষায় আছেন।

তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার চার সন্তান ও স্ত্রী এখন চরম সংকটে রয়েছে।

✨ আপনাদের সামান্য সহযোগিতা তার জীবনের বড় ভরসা হতে পারে।
আসুন, আমরা সবাই মিলে এগিয়ে আসি — হয়তো আমাদের সামান্য ভালোবাসা ও সাহায্যই তাকে নতুন করে বাঁচতে সহায়তা করবে।

📞 যোগাযোগ ও আর্থিক সহায়তা (বিকাশ):
01710-774929 (বিকাশ)

🤝 সেচ্ছাসেবী: খুলনা ব্লাড ব্যাংক

18/09/2025

খুলনা সিভিল সার্জন, খুলনার ডেপুটি সিভিল সার্জন, খুলনা জেলা প্রশাসক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য উপদেষ্টা,রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সমাজের সকল শ্রেণির দৃষ্টি আকর্ষণ করছি একজন স্বেচ্ছাসেবীর পাশে সকলে এগিয়ে আসুন।

06/09/2025

বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংকের সদস্য, খতিব ও ইমাম ঢাকুরিয়া পূর্ব মোল্লাপাড়া জামে মসজিদ রাস্তার পাশে জঙ্গল হয়ে যাওয়ায় পরিষ্কার করে দিচ্ছেন।

20/07/2025

জরুরী রক্তের প্রয়োজন
🔴 রক্তের গ্রুপ : O+
💉 রক্তের পরিমান : 1 bag
📆 রক্তদানের তারিখ - কালকে সকালে ২১.৭.২৫ তাং
🏥 রক্তদানের স্থান: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,নতুন হাট
☎ যোগাযোগে : 01973183371

Address

Bazardanga

9210

Telephone

+8801838994390

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram