25/11/2025
যারা বলেন অচেনা মানুষকে রক্ত দিয়ে কী লাভ? কিংবা রক্তদান নিয়ে হাসি-ঠাট্টা করেন তাদের বলছি:
একবার ভাবুন, আপনাকে বা আপনার প্রিয়জনকে রক্তের দরকার হলে কার কাছে হাত বাড়াবেন? তখন সেই অচেনা মানুষের কাছেই যেতে হবে।
নিজে যদি রক্ত না দেন, অন্তত চুপ থাকুন। কিন্তু কাউকে রক্তদানে বাধা দেবেন না, কিংবা তুচ্ছ করবেন না।
মনে রাখবেন, একদিন আপনিও বিপদে পড়তে পারেন।
👉 পারলে রক্ত দিন, জীবন বাঁচান।