18/10/2025
#রোগী_কথন
আমার এক পুরুষ রোগী, প্রায় একমাস আগে আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছে তার শ্বাসকষ্টের সমস্যার জন্য। তার ফলোআপ ছিল পরবর্তী সাতদিন পরে।
আজ সেই রোগী এসেছে আমার কাছে। তার কমপ্লেন আপনার উপর আমার অনেক রাগ হয়েছে।
বিনয়ের সাথে আমি কারণ জানতে চাইলাম। তিনি বললেন আপনি ওষুধ দিয়েছিলেন সাত দিনের। আর আমি ওষুধ খেয়েছি তিন দিন। আর লাস্ট সাত দিন ধরে আমার ঘন ঘন প্রসাব হচ্ছে। তাই ডায়াবেটিস পরীক্ষা করে দেখি আমার ডায়াবেটিস হয়েছে । রোগীর প্রশ্ন তিন দিন তো ওষুধ খেয়েছিলাম তাহলে এখন ডায়াবেটিস হবে কেন???
আমার অবস্থা এখন কোন প্রশ্নটা রেখে কোনটার উত্তর দেয়🙄🙄