Dr. Md. Emranul Islam Abir

Dr. Md. Emranul Islam Abir Dr. Md. Emranul Islam (Abir)
Retina specialist & Phaco Sergeon
Khulna Medical College,Khulna
~Eye_Care_We_Care

ডাঃ মোঃ এমরানুল ইসলাম আবির (চক্ষু)
-এম.বি.বি.এস(ঢাকা) বি.সি.এস(স্বাস্থ্য)
এফ.সি.পি.এস(চক্ষু)
-সহকারী অধ্যাপক (চক্ষু)
-খুলনা মেডিকেল কলেজ
-মেডিকেল ভিট্রিও রেটিনা ও লেজার স্পেশালিষ্ট এবং ফ্যাকো সার্জন।
-শনি হতে বুধবার / বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা
-ঠিকানা-বাংলাদেশ আই হাসপাতাল,শিববাড়ি,খুলনা
-মোবাইল-০১৭৩৫৮৯৫৮৬৫

09/06/2022
02/04/2022

চোখে ড্রপ দিলে কি রোজা নষ্ট হয়?

চোখে কোন তোঁতো স্বাদের ড্রপ দিলে খানিক পর সে স্বাদ গলায় পাওয়া যায়।এর কারন হলো এদের মাঝে একপ্রকার নালি দিয়ে সংযোগ থাকে(Nasolacrimal Duct).

স্বাভাবিকভাবে যাদের দিনের বেলায় ড্রপ ব্যবহার করতে হয় তাদের মনে এ প্রশ্ন আসে যে, ড্রপ দিলে রোজা ভাঙ্গে কিনা?

মুসলিম কাউন্সিল অব বৃটেন (MCB) এর মতে চোখের ড্রপ বা মলম,কানের ড্রপ,ইনজেকশান বা ব্লাড টেস্টে রোজা ভাঙ্গে না তবে মুখে সেবনযোগ্য ঔষধ,পায়ুপথে ব্যবহারযোগ্য ঔষধ,ফিডিং টিউবে এর মাধ্যমে ব্যবহার করা ঔষধে রোজা ভাঙ্গে।

তবু কারো মনে যদি চোখের ড্রপ ব্যবহার নিয়ে দ্বিধা থাকে তো যেসব বিষয় করা যেতে পারেঃ

*চোখে ড্রপ দেবার সময় চোখের ভেতরের কিনারা আঙ্গুলের চাপ দিয়ে কয়েক মিনিট বন্ধ রাখা।এতে চোখের ড্রপ নালী দিয়ে গলায় প্রবেশ করতে পারেনা বরং পুরোটাই চোখে প্রবেশ করে।

*যাদের চোখের ড্রপ দিনের বেলায় দিতে হয় তারা ডাক্তারের পরামর্শে সাময়িক সময়ের জন্য বিকল্প ড্রপ ব্যবহার করতে পারেন যেটা দিনের বেলায় দিতে হবেনা।

Happy women's day...
08/03/2022

Happy women's day...

25/02/2022

চোখ সুস্থ রাখতে মেনে চলুন ৭ নিয়মঃ
➤ঠান্ডা পানির ঝাপটা নেওয়া
আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কারণে ইলেকট্রনিক ডিভাইসের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকতে হয়। এছাড়া, আমরা সারাদিনে অনেকক্ষণ টিভিতে প্রিয় অনুষ্ঠান দেখি। তার জন্যও তাকিয়ে থাকতে হয় টিভি স্ক্রিনের দিকে। এসব কিছুর ফলে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, টানা কাজের মাঝে কম্পিউটারের স্ক্রিন থেকে অন্তত ২০ মিনিট অন্তর চোখ সরিয়ে ঠান্ডা পানির ঝাপটা দিন।

➤সানগ্লাস ব্যবহার
সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে চোখকে রক্ষা করতে চশমা বা সানগ্লাস পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রোদে বের হলে ইউভি প্রোটেকশনযুক্ত সানগ্লাস ব্যবহার করুন। যাতে সূর্যের প্রখর তাপ চোখে লাগতে না পারে।

➤সাকসবজি
প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর শাকসবজি রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবুজ শাকসবজি চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়াও প্রতিদিন টাটকা ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।
➤সবুজ প্রকৃতির দিকে তাকানো
সকালে সবুজ প্রকৃতির দিকে তাকালে চোখ ভালো থাকে। এমন কথা আমরা ছোটবেলা থেকেই বাবা-মায়ের কাছে শুনে থাকি। চোখ সুস্থ রাখতে বয়সকাল পর্যন্ত আমাদের এই অভ্যাস জারি রাখা প্রয়োজন।

➤পরিষ্কার হাতে চোখ স্পর্শ করা
চোখের চাপ কমাতে আপনার হাতই যথেষ্ট! তবে আগে হাত দুটি খুব ভালো করে ঘষে গরম করে নিন। এবার সেই গরম তালুর অংশ চোখের ওপর রাখুন। বড় শ্বাস নিন ও নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ঘুমের সমস্যা কমবে এই উপায়ে। তবে সবার আগে হাতে পরিষ্কার করে নেবেন।

➤ধূমপান এড়িয়ে চলুন
চোখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ধূমপান। নিয়মিত ধূমপানের ফলে দৃষ্টিশক্তি এতটাই ক্ষতিগ্রস্থ হয় যে তা সমাধানের আর কোনো রাস্তা থাকে না।

➤চেকআপ করা
চোখ ভালো রাখার জন্য নিয়মিত চোখের চেকআপ করানো দরকার। যাতে অল্প কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গেই চিকিৎসা করানো সম্ভব হয়। কারণ চোখের এমন বহু সমস্যা আছে যেগুলো আগে থেকে বোঝা যায় না। সমস্যা ঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসায় সুবিধা হয়।

17/02/2022

Color Blindness হলো মানুষের, কতিপয় রঙ দেখার, শনাক্ত করার বা তাদের মধ্যে পার্থক্য করার অক্ষমতাজনিত এক প্রকার শারীরিক বৈকল্য। সাধারণত প্রতি ১০জন পুরুষে একজনের এই সমস্যা দেখা যায়।
বর্ণান্ধতা জন্মগত কিংবা অর্জিত হতে পারে। জন্মগত বর্ণান্ধতার কারণে লাল ও সবুজ রঙয়েই বেশি সমস্যা হয়, আর অর্জিত বর্ণান্ধতার কারণে নীল ও হলুদ রঙ শনাক্ত করতে সমস্যা হয়।
যেসব কারণে মানুষ বর্ণান্ধ হতে পারে সেগুলো হল:-
বংশগত / জন্মগত: (জেনেটিক) মা-বাবা বর্ণান্ধ হলে সন্তানেরাও বর্ণান্ধ হতে পারে। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হল:-
নারীর চেয়ে পুরুষে বর্ণান্ধতা বেশি পরিলক্ষিত হয়
বর্ণান্ধ মায়ের ছেলেসন্তান সবসময় বর্ণান্ধ হয়
মা-বাবার উভয়েই বর্ণান্ধ হলে, তাদের মেয়েসন্তান বর্ণান্ধ হয়
লব্ধ / অর্জিত:
চোখের বিভিন্ন রোগ
চোখে আঘাত লাগা
ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া(বাত রোগের জন্য হাইড্রক্সি-ক্লোরোকুইনিন সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চোখের রঙ্গিন পিগমেন্ট নষ্ট হয়ে যাওয়া)

Address

9B Mojid Shoroni Shibbari
Khulna
9100

Opening Hours

Monday 17:00 - 19:00
Tuesday 17:00 - 19:00
Wednesday 17:00 - 19:00
Saturday 17:00 - 19:00
Sunday 17:00 - 19:00

Telephone

+8801735895865

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Emranul Islam Abir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Emranul Islam Abir:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram