Homoeopathic knowledge store

Homoeopathic knowledge store Challengers German Homoeo Care,
Housing Estate, A- Block,
(besides Technical School and College ga

21/10/2025

দেহ যন্ত্রের সংক্ষিপ্ত দৈর্ঘ্য তালিকা:--
---------------------------------------
লেখক - DrKushal Kundu

ফ্যারিংস -- ৪.৫ ইঞ্চি
গলনালী বা ইসোফেগাস - ৯ ইঞ্চি
পাকস্থলী বা স্টোমাক - ৫-১০ ইঞ্চি
ডিওডেনাম - ১০ ইঞ্চি
ক্ষুদ্র অন্ত্র - ২৩ ফুট
অ্যাপেন্ডিক্স - ৩.৫ ইঞ্চি
সিকাম - ২.২৫ ইঞ্চি
অ্যাসেন্ডিং কোলন - ৮ ইঞ্চি
ট্রান্সভার্স কোলন - ২০ ইঞ্চি
ডিসেন্ডিং কোলন - ৬ ইঞ্চি
পেলভিক কোলন - ১৬ ইঞ্চি
মলনালী বা রেকটাম - ৫ ইঞ্চি
গুহ্যদ্বার বা এনাস - ১ ইঞ্চি
মেরুদন্ড বা স্পাইনাল কলম - ১৮ ইঞ্চি
প্লীহা বা স্প্লিন - ৫×৩×১.৫ ইঞ্চি
অগ্নাশয় বা প্যানক্রিয়াস - ৫-৬ ইঞ্চি
কন্ঠনালী বা ট্রাকিয়া - ৪-৫ ইঞ্চি
বায়ুনালী বা ব্রংকাই- বাম :১.৫ ইঞ্চি ও ডান :১ ইঞ্চি
পিত্তনালী বা বাইল ডাক্ট - ৪.৫ ইঞ্চি
থোরাসিক ডাক্ট - ১৮ ইঞ্চি
মূত্রযন্ত্র বা কিডনি - ৪.৫ ইঞ্চি
মূত্রনালী- পুং : ৮-১২ ইঞ্চি ও স্ত্রী :১.৫ ইঞ্চি
মূত্রথলি - গড়ে ২২০ সি সি মূত্র ধরে
অন্ড বা টেস্টিস - ১.৫ ইঞ্চি
বীর্যনালী বা ভাস ডিফারেন্স - ১৮ ইঞ্চি
ওভারি বা ডিম্বকোষ - ১×১.৫ ইঞ্চি
জরায়ু বা ইউটেরাস - ৩ ইঞ্চি
ফ্যালোপিয়ান টিউব - ৪ ইঞ্চি
যোনি বা ভ্যাজাইনা - ৩-৪ ইঞ্চি
প্রোস্টেট গ্রন্থি - ১.৫×১.২৫ ইঞ্চি
যকৃত বা লিভার - ৮×৬×৩ ইঞ্চি
থাইরয়েড গ্রন্থি - ১.৫×১×১

সংগৃহিত **

21/10/2025

গাড়ীতে বসে মেটিরিয়া শেখাই

১) প্রস্রাব করার সময় ভীষণ জ্বালা, বিশেষ করে শেষের মুহূর্তে--- ক্যান্থারিস

২) বৃদ্ধদের স্মৃতিভ্রংশ, কিছুই মনে রাখতে পারছে না, সব সময় ঘুম ঘুম ভাব --- ক্যালি ব্রোম,

৩) ভালো মানুষ ছিল, কিন্তু হঠাৎ যেন সবকিছু কেমন স্বপ্নের মধ্যে, কেমন যেন ঘোরের মধ্যে মনে হচ্ছে -- এনাকার্ডিয়াম

৪) ফোঁড়া, কার্বাঙ্কেল, ইত্যাদিতে যখন মারাত্মক জ্বালা, ব্যাথার থেকে জ্বালা বেশি, গরম সেঁকে আরাম -- আর্সেনিক,
কোন সেঁকে কিছু বঝা যাচ্ছে না --- এ্যানথ্রাকসিন,

৫) বাচ্চাদের আমাশা, গ্যাঁজা, গ্যাঁজা সবুজ রঙের মল, মুখে খুব লালা, জিভ একটু পরিষ্কার -- ইপিকাক -৬,

৬) মলত্যাগ করতে বসলো আর উঠলো--- এলো সকোট্রিনা ,

৭) মলত্যাগ করতে টয়লেটে ঢুকলো কিন্তু বেরুনোর নাম নেই -- মার্ক সল,

৮) জল পান করা মাত্রই বমি-- আর্সেনিক, বিসমাথ,

৯) জলপান করার ৫/১০ মিনিট পরে বমি -- ফসফরাস,

১০) যে কোন রোগেই --- শরীরের যে কোন একটি পায়ের বুড়ো আঙুল জার্ক করছে বা লাফাচ্ছে --- জিঙ্কাম মেট,

১১) যে কোন রোগেই --- শরীরের যে কোন এক দিকের হাত ও পা কাঁপতে থাকে --- হেলিবোরাস,

১২) কিছু খেলেই পেটব্যথা কমে -- এনাকার্ডিয়াম,

১৩) কিছু খেলেই মাথাব্যথা কমে -- লাইকো,

১৪) পৃথিবী আর ভালো লাগে না -- অরাম মেট,

১৫) সংসার আর ভাল লাগে না -- সিপিয়া,

১৬) লোকজনকে যৌনাঙ্গ দেখাতে, বা লোকজনের সামনে উলঙ্গ হওয়া কোন ব্যাপার নয়, মোট কথা কোন লজ্জা নেই -- হায়োসিয়ামাস,

১৭)) মাঝরাতের পরে কাশি আরম্ভ হয়, শোওয়া থেকে উঠে পড়তে বাধ্য হয় -- ড্রসেরা,

১৮) শোওয়ার সাথে সাথে বা ঘুম আসার সাথে সাথে কাশি বা শ্বাসকষ্ট আরম্ভ হয় -- এরালিয়া রেসিমোসা,

১৯) সুড়ঙ্গ জায়গার খুব ভয় -- স্ট্রামোনিয়াম,

২০) বাচ্চাকে যদি বলা হয়, তোমার নাম কি? --- আমার নাম কি? আমার নাম ছোট্টু। এইভাবে প্রশ্ন রিপিট করে তারপরে উত্তর দেয় --- জিঙ্কাম মেট।

পরিকল্পনাটা আরও আগে মাথায় আসলে আরও কিছু সংখ্যা বাড়ানো যেতো। কিন্তু গাড়ী নিউটাউনে আসার পরে মাথায় ব্যাপারটা এসেছিলো, এখন বাড়িতে প্রায় ঢুকে পড়েছি। তাই আজ আর হবে না। সময় থাকলে এই ভাবে এক লাইনের মাধ্যমে অনেক ঔষধের উল্লেখযোগ্য সিমপটমসগুলি আলোচনা করা যায় বা শেখানো যায়।

*সংগৃহিত*

18/10/2025

জিহ্বার স্থূলতা বশত: বাকশক্তি হীনতা।
ঔষধ : জেলসিমিয়াম (Gelsimium).
(নির্দিষ্ট এক ফোঁটা,পৃষ্ঠা-১৬৫)।

13/10/2025

CG🇧🇩 homeo care, Kushtia 🇧🇩
Dr. Md. Murshalin Zaman
DHMS
Reg no: 46276

👉হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে যোগাযোগ করুন :
Chamber Address:
CG homeo care,
Housing A block, Kushtia. (বুদ্ধি -প্রতিবন্ধী স্কুলের পুরাতন গেটের সামনে)
Contract no: +8801719477900.

👉রোগী দেখার সময় :
সকাল ৯:০০টা - দুপুর ১:০০টা
বিকাল ৫:০০টা- রাত ১০:০০টা।।

23/09/2025

❤️Phosphorus –❤️ অদ্ভুত, একক ও বিরল লক্ষণসমুহ

১. সামান্য রক্তপাতেই শরীর ভেঙে পড়ে।

Kent Rubric: Generalities – Hemorrhage – weakness, with

প্রথম গ্রেডের ওষুধ: Phos, China, Ferrum, Arsenicum

Reference: Kent, Lectures on Homoeopathic Materia Medica, p. 512

২. বজ্রপাত বা ঝড়ের শব্দে প্রাণ ভয়ে কেঁপে ওঠে।

Kent Rubric: Mind – Fear – thunderstorm, of

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Rhododendron, Silicea

Reference: Hering, Guiding Symptoms, Vol. VIII, p. 217

৩. আলোতে, বিশেষত মোমবাতির আলোয়, সবকিছু সবুজাভ দেখায়।

Kent Rubric: Vision – Colors – green – objects look green

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Digitalis, Belladonna

Reference: Allen, Encyclopedia of Pure Materia Medica, Vol. VII, p. 417

৪. দাঁত ব্রাশ করলেই মাড়ি থেকে রক্ত পড়ে।

Kent Rubric: Mouth – Bleeding – gums

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Mercurius, Nux-v, Sulphur

Reference: Boericke, Pocket Manual of Materia Medica, p. 511

৫. বরফ ঠান্ডা পানি খেতে চায়, কিন্তু পেটে গিয়ে উষ্ণ হলেই সঙ্গে সঙ্গে( ১০ মিনিট পর) বমি হয়।

Kent Rubric: Stomach – Cold drinks – desires – vomits when warm in stomach

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Arsenicum, Veratrum

Reference: Kent, Lectures, p. 513

৬. বুকে আগুন জ্বলে, যেন ভেতরে এক অগ্নিকুণ্ড জ্বলছে।

Kent Rubric: Chest – Burning – heat, as if fire inside

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Arsenicum, Sulphur

Reference: Nash, Leaders in Homoeopathic Therapeutics, p. 231

৭. হাত-পা যেন অবশ হয়ে আসে, আঙুলে ঝনঝনানি।

Kent Rubric: Extremities – Numbness – hands

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Conium, Plumbum

Reference: Farrington, Clinical Materia Medica, p. 389

৮. সামান্য ক্ষতও সহজে পেকে গিয়ে পুঁজ বের হয়।

Kent Rubric: Skin – Suppuration – tendency to

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Hepar, Silicea

Reference: Hering, Guiding Symptoms, Vol. VIII, p. 221

৯. বুকটা শূন্য শূন্য লাগে, যেন অন্তরপুরীতে কিছুই নেই।

Kent Rubric: Chest – Emptiness – sensation of

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Sepia, Sulphur

Reference: Kent, Lectures, p. 515

১০. বাম পাশে শুলেই শ্বাস রুদ্ধ হয়ে আসে। বাম পাশে শু'লে অস্বস্তি।

Kent Rubric: Respiration – difficult – lying – left side, on

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Pulsatilla, Spongia

Reference: Boericke, p. 513

১১. রোগী অতিসংবেদনশীল—অল্প আলো, শব্দ, গন্ধ বা ছোঁয়াতেই বিরক্ত।

Kent Rubric: Mind – Sensitive – external impressions, to

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Nux-v, Coffea

Reference: Kent, Lectures, p. 511

১২. খাবার মুখে যেতেই বমি করে ফেলে।

Kent Rubric: Stomach – Vomiting – immediately after eating

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Arsenicum, Antimonium crudum

Reference: Allen, Vol. VII, p. 420

১৩. খোলা বাতাসে প্রাণ জুড়ায়, কিন্তু গরম ঘরে থাকতে পারে না।

Kent Rubric: Generalities – Air – open air – amel.

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Pulsatilla, Sulphur

Reference: Pathak , Materia Medica, p. 287

১৪. উষ্ণ হাতে ছোঁয়ায় বা গরমে আরাম পায়। উষ্ণ বাহ্য প্রয়োগে আরাম লাগে।

Kent Rubric: Generalities – Heat – external – amel.

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Arsenicum, Magnesia phos.

Reference: Farrington, p. 392

১৫. দাঁড়ালে চোখের সামনে কালো ছোপ ছোপ বিন্দু ভেসে বেড়ায়।

Kent Rubric: Vision – Black spots, mouches volantes

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Cyclamen, Sulphur

Reference: Boericke, p. 510

১৬. সামান্য ঠান্ডা বাতাসেই কাশি শুরু হয়ে যায়।

Kent Rubric: Cough – Cold air – agg.

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Hepar, Rumex

Reference: Hering, Vol. VIII, p. 219

১৭. মেরুদণ্ডে দাউদাউ আগুনের মতো জ্বালা। মেরুদণ্ডের ভেতর অসহ্য জ্বালা ও যন্ত্রণাবোধ।

Kent Rubric: Back – Burning – spine, along

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Arsenicum, Picric acid

Reference: Kent, p. 517

১৮. ঘুমের মধ্যে অজান্তেই কথা বলে,হাসে।

Kent Rubric: Sleep – Talking – during

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Stramonium, Sulphur

Reference: Allen, Vol. VII, p. 425

১৯. রক্ত পাতলা, সহজে জমাট বাঁধে না।দেরীতে জমাট বাঁধে।

Kent Rubric: Blood – Coagulation – delayed

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Crotalus, Lachesis

Reference: Boericke, p. 512

২০. মৃত্যুভয় প্রবল, তাই একা থাকতে পারে না।

Kent Rubric: Mind – Fear – death – alone, when

প্রথম গ্রেডের ওষুধ: Phos, Arsenicum, Aconite

Reference: Nash, p.234

২১. *হাত ও পায়ের তালুতে জ্বালাপোড়া*

- *Kent Repertory রুব্রিক:* *Extremities – Burning – palms*
- *Phosphorus:* হাত ও পায়ের তালুতে জ্বালাপোড়া অনুভব করে।
- *অন্যান্য প্রথম গ্রেডের ওষুধ:* *Sulphur, Arsenicum album, Lachesis*
- *রেফারেন্স:* Boericke’s Materia Medica

২২.*সহজে ক্লান্ত হওয়া ও শুয়ে থাকতে ইচ্ছে করা*

- *Kent Repertory রুব্রিক:* *Generalities – Lassitude*
- *Phosphorus:* শুয়ে থাকতে চায়, সামান্য কাজেই ক্লান্ত।
- *অন্যান্য ওষুধ:* *Gelsemium, Calcarea carbonica, Sulphur*
- *রেফারেন্স:* Hering’s Guiding Symptoms

২৩.*মন অস্থির, উত্তেজিত ও দ্রুত বিষণ্নতায় চলে যায়*

- *Kent Repertory রুব্রিক:* *Mind – Sadness – alternating with – cheerfulness*
- *Phosphorus:* আনন্দ-দুঃখের পরিবর্তনশীলতা আছে; মাঝে মাঝে হাসে, হঠাৎ মন খারাপ হয়ে যায়।
- *অন্যান্য ওষুধ:* *Ignatia, Aurum, Pulsatilla*
- *রেফারেন্স:* Allen’s Keynotes

২৪.*গলায় শুষ্কতা, পানি পান করলে আরাম*
*Kent Repertory রুব্রিক:* *Throat – Dryness – amel. by cold drinks*
- *Phosphorus:* গলা শুকিয়ে যায়, ঠান্ডা পানি পানে আরাম পায়।
- *অন্যান্য ওষুধ:* *Belladonna, Bryonia, Lachesis*
- *রেফারেন্স:* Boericke

❤️❤️❤️❤️❤️
★ দৈহিক অবয়ব :

Phosphorus* ব্যক্তির সাধারণ দৈহিক অবয়ব ও গঠন নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসাবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী যে চিত্র পাওয়া যায়, তা হলো:

⚫ *শারীরিক অবয়ব (Constitution):*

1. *লম্বা ও চিকন গড়ন:*
- দেহ লম্বাটে, হালকা, সরু বুক, কাঁধ নিচু।
- (Ref: Kent’s Lectures on Materia Medica, p. 561)

2. *গাত্রবর্ণ:*
- ত্বক ফর্সা, পাতলা এবং স্বচ্ছ (translucent)। শিরা-উপশিরা স্পষ্ট দেখা যায়।
- (Ref: Farrington, Clinical Materia Medica)

3. *চুল ও চোখ:*
- চুল সোনালি বা বাদামি রঙের। চোখ সাধারণত নীলচে বা বাদামি।
- (Ref: Hering’s Guiding Symptoms)

4. *স্বভাব ও শরীর:*
- খুব সংবেদনশীল (sensitive) – আবহাওয়া, শব্দ, আলো, গন্ধে সহজে প্রতিক্রিয়া দেয়।
- শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, একবার অসুস্থ হলে ধীরে সারে।
- (Ref: Allen’s Keynotes)

5. *পেট ও বুক:*
- বুক পাতলা ও সরু (narrow chest)। সহজেই বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হতে পারে।
- (Ref: Nash’s Leaders)

6. *ভূমিকা:*
- সাধারণত ফসফরাস টাইপের রোগী শিল্প-সংস্কৃতিমনা, চিন্তাশীল, আবেগপ্রবণ হয়।
- তারা আগ্রহ নিয়ে কথা বলে, কিন্তু দুর্বলতায় ক্লান্ত হয়ে পড়ে দ্রুত।
- (Ref: Phatak’s Materia Medica)

*সতর্কতা:*⚠️
এটি একটি প্রতীকী ফিজিকাল টাইপ মাত্র — সবসময় শরীর দেখে ওষুধ নির্বাচন করা হয় না। রোগের সামগ্রিক লক্ষণ, মানসিক অবস্থাও বিবেচ্য।

*Phosphorus*-এর ক্ষেত্রে যেসব কারণ (Causation) থেকে রোগ শুরু হয় বা যেগুলো ওষুধ নির্বাচনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেগুলো নিচে দেওয়া হলো:

🟠 *Causation (কারণসমূহ):*

1. *Mental/emotional excitement or shock*
- হঠাৎ ভয়, দুঃখ বা উত্তেজনা → রোগের সূত্রপাত।
- (Ref: Kent’s Lectures, p. 564)

2. *Loss of vital fluids*
- অতিরিক্ত রক্তপাত, স্বেচ্ছায় হস্তমৈথুন, বারবার সেমিনাল লস → চরম দুর্বলতা।
- (Ref: Allen’s Keynotes)

3. *Overexertion (শারীরিক বা মানসিক পরিশ্রম)*
- বেশি কাজ, ক্লান্তি → মাথা ব্যথা, বুক ধড়ফড় ইত্যাদি লক্ষণ শুরু।
- (Ref: Nash’s Leaders)

4. *Exposure to bright light, strong smells, noise*
- ফসফরাস টাইপ ব্যক্তি এসবের প্রতি সংবেদনশীল, এগুলো থেকে মাথা ঘোরা বা মাথাব্যথা হয়।
- (Ref: Phatak’s Materia Medica)

5. *Climatic changes / Cold air*
- ঠান্ডা বাতাস বা হঠাৎ আবহাওয়ার পরিবর্তন → শ্বাসকষ্ট, সর্দি-কাশি, নিউমোনিয়া।
- (Ref: Hering’s Guiding Symptoms)

6. *Suppressed eruptions/discharges*
- চর্মরোগ বা ফিস্টুলা চাপা পড়লে ফুসফুস বা লিভারে রোগ স্থানান্তরিত হয়।
- (Ref: Farrington, Clinical Materia Medica)

এই কারণগুলো থাকলে, ফসফরাস ওষুধটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় — যদি বাকী টোটালিটি মিলে।

❤️❤️❤️❤️❤️

*Phosphorus – Modalities (Better/Worse factors):*
*(রোগী কোন অবস্থায় ভালো বা খারাপ বোধ করে — ওষুধ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে)*

❤️Modalities ❤️

*❌ Worse (যেসব কারণে খারাপ হয়):*

1. *Cold air / ঠান্ডা বাতাসে*
→ Slight exposure to cold brings on complaints (especially chest symptoms).
(Ref: Kent’s Materia Medica, p. 574)

2. *Change of weather / হঠাৎ আবহাওয়া পরিবর্তন*
→ Particularly from warm to cold — aggravates.
(Ref: Allen’s Keynotes)

3. *Physical or mental exertion / অতিরিক্ত পরিশ্রমে*
→ Slight exertion causes palpitation, weakness.
(Ref: Nash’s Leaders)

4. *Lying on left side*
→ Especially in heart or chest complaints.
(Ref: Phatak’s MM)

5. *Twilight and evening*
→ অনেক উপসর্গ সূর্যাস্তের সময় খারাপ হয়।
(Ref: Hering’s GS)

6. *Odors, noise, touch, light*
→ High sensitivity — aggravates headache or nervous symptoms.
(Ref: Farrington)

*✅ Better (যেসব কারণে আরাম পায়):*

1. *Cold drinks / ঠান্ডা পানি খেলে আরাম*
→ Especially with burning sensations in stomach or throat.
(Ref: Allen’s Keynotes)

2. *Eating (temporarily)*
→ Empty stomach makes symptoms worse; eating gives short-term relief.
(Ref: Kent)

3. *Sleep / ঘুম দিলে উপসর্গ কমে যায়*
(Ref: Phatak)

4. *Lying on right side*
→ Esp. in chest affections.
(Ref: Hering)

5. *Massage and gentle rubbing*
→ Weakness ও limb pain-এ আরাম দেয়।
(Ref: Farrington)

এই Modalities গুলো Phosphorus-এর মূল Individualizing চিহ্ন, যা অন্য ওষুধ থেকে আলাদা করে।

➡️➡️➡️➡️➡️➡️➡️

রেফারেন্স গ্রন্থ

1. Hering – Guiding Symptoms of Materia Medica, Vol. VIII

2. Kent – Lectures on Homoeopathic Materia Medica, p. 511–518

3. Boericke – Pocket Manual of Materia Medica, p. 510–514

4. Nash – Leaders in Homoeopathic Therapeutics, p. 230–235

5. Allen – Encyclopedia of Pure Materia Medica, Vol. VII

6. Phattak's – Materia Medica, p. 287–290

7. Farrington – Clinical Materia Medica, p. 389–395

সতর্কতা⚠️

Phosphorus ওষুধটির প্রভাব গভীর ও প্রবল। এর চিহ্নগুলো প্রায়ই গুরুতর অসুখের সাথে মিলে যায়—ফুসফুসের জটিল রোগ, রক্তপাত, এমনকি ক্ষয়রোগ পর্যন্ত। তাই শুধু বই পড়ে বা লক্ষণ মিলিয়ে নিজে থেকে এই ওষুধ খাওয়া বিপজ্জনক। কেবল অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ ও পর্যবেক্ষণেই প্রয়োগ করা উচিত।

❤️প্রণয়নে---
Md. Selim Uddin DHMS BSc MPH

15/09/2025

বড় আলসার পেইন নাই 🤔🤔🤔

পেইন না হবার পিছনে কারন কি??

সাধারনত কিছু কারনে পেপটিক আলসারে পেইন হয় না

১) বয়স্ক রোগী :বয়স বাড়ার সাথে সাথে visceral pain sensation কমে যায়।

২) ডায়াবেটিস :diabetic neuropathy থাকলে পেটে ulcer হলেও ব্যথা বোঝা যায় না।

৩)NSAID induced ulcer : নিয়মিত painkiller (NSAID) খাওয়া রোগীদের মধ্যে অনেক ulcer silent হয়।

৪) Alcoholic বা smokers : এদের pain perception কমে যেতে পারে।

৫) Corticosteroid বা immunosuppressive therapy ulcer থেকে classical pain develop হয় না।

15/09/2025

Antim crud 200 রোগীর অল্প খেলেই পেট ভরে যাওয়া + গলা পর্যন্ত খাবার উঠে আসা অনুভূতি + মানসিক হতাশা ও বিরক্তিভাব

15/09/2025

পেইন লেস আলসারের একটি চমৎকার মেডিসিন ব্যাপ্টিসিয়া , লক্ষন সিমিলার হলে ব্যাপ্টিসিয়া ২০০ থেকে পর্যায়ক্রমে সিংগেল ডোজ দ্বীর্ঘ বিরতীতে ১০০০ এবং ১০০০০ দেওয়া যেতে পারে

11/09/2025

সিঙ্গেল_সিস্পটম_এক_কথায়_হোমিওপ্যাথিক
#১রোগী কথায় কথায় “যদি” শব্দ বললে Arg Nit 200
#২হঠাৎ আসা তরুণ বা যেকোন রোগে- Aconite
#৩গলায় মাছের কাটা বিধলে-Silicia 200
#৪ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে-Staphysagria
#৫পিন, তারকাটা, পেরেক, লোহা বিধলে-Ledum Pal 200
#৬অতিরিক্ত হাঁচি আসলে-Natrum Mur 30
#৭যানবাহনে চড়ে বমি হলে-Cocculus Ind
#৮ঘুমের মাঝে নাক ডাকলে- O***m
#৯ঘুম না আসলে- O***m
#১০অত্যধিক ঘুমের জন্য লেখা পড়ার ক্ষতি হলে-Ferrum Phos 3x
#১১চোখের পাতায় বার বার অঞ্জলি/তেলেঙ্গা হলে-Staphysagria
#১২যেকোন স্থানে, যেকোন ব্যথায়-Mag phos 6x
#১৩ক্ষুধা ও বলশক্তি বৃদ্ধির জন্য-Nux Vom Q
#১৪খাবারে রুচি না থাকলে-Amloki Q
#১৫শরীরের কোন স্থান কেটে রক্তপাত ঘটলে-Calendula Q (বাহ্যিক)
#১৬বর্ষা/বৃষ্টির কারণে যেকোন রোগ হলে-Rhus Tox
#১৭আমাশয় হলে-Merc Sol
#১৮আমাশয়ে রক্ত গেলে-Merc Cor
#১৯শরীরের যেকোন স্থান দিয়ে টাটকা লাল রক্ত স্রাব হলে-Sinaberis
#২১কি ঔষধ প্রয়োগ করবেন না জানলে-NuxVom- 30
#২২নড়াচড়া বা চাপলে আরাম-RhusTox
#২৩চুপচাপ থাকলে আরাম-Bryonia Alb
#২৪স্কুল কলেজ/অবিবাহিত যুবকদের কামরিপু দমনের জন্য Cantharis
#২৫গায়ক/বক্তার স্বর ভেঙ্গে গেলে-Custicum/Arg Nit
#২৬স্মরণশক্তি লোপ পেলে-Anacardium
#২৭খিটখিটে মেজাজ বদ-রাগি লোকদের যেকোন রোগে-Camomila
#২৮আগুন, গরম ও রৌদ্রজনিত যেকোনো রোগে বা সমস্যায়-Glonoine
#২৯শুঁচিপায়ি রোগির জন্য- Syphillinum-10m
#৩০বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে-Cina
#৩১মৌমাছি হুল ফুটালে-Apis Mel
#৩২চুন খেয়ে জিহ্বা পুড়লে/সমস্যা হলে-Causticum
#৩৩পিঠে ব্যথায়-Lycopodium
#৩৪ঘাড় ব্যথার জন্য-Conium
#৩৫দুরগন্ধযুক্ত যেকোন স্রাব হলে-Achinesia
#৩৬সোরাইসিসের জন্য-Gynocardium Q
#৩৭যা খায় তাই বমি করে, কোন খাবার হজম হয়না-Symphoricur pus 30
মাথায় যন্ত্রনা বা ব্রেনের যেকোন সমস্যায়- Kali P6x
#৩৮মহিলাদের জরায়ু ঝুলে গেলে-Sipia 200
#৪০মহিলাদের তল পেটে ব্যথা হলে-Colophylom Q
#৪১প্রস্রাব ধারনে অক্ষমতা-Causticum 200
#৪২গুরুপাক খাবার খেয়ে অসুখ হলে-Pulsitilla
#৪৩যেকোনো বাতের জন্য -Guacum
#৪৪শরীরে ক্যালসিয়ামের অভাব হলে-Calcaria phos-6x
#৪৫শরীরে আইরনের অভাব হলে-Ferum phos-6x
#৪৬শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন হলে- Five Phos
#৪৭ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে মাথাব্যথা-Calcaria phos

04/09/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

22/08/2025

সালফার ও সোরিনামের মধ্যে পার্থক্যঃ-

অনেক সময় নবীন বা প্রবীন ডাক্তার একটা ধোয়াশার মধ্যে পড়ে যায় সোরার এই দুই বসকে নিয়ে দুই জনই যেন যমজ ভাই কিন্তু তাদের পার্থক্য করে মাথার ঘাম ঝরাতে হয়। কিন্তু নিচের কথা গুলো মনে রাখলে হয়ত একটু ক্লিয়ার হয়ে যাবে।

▶️ #সালফার স্নানে অনিচ্ছা- স্নানে বৃদ্ধি
#সোরিনাম স্নানে অনিচ্ছা, স্নানে উপশম।

▶️ #সালফার গরম সহ্য করতে পারে না, শীতল বাতাস চায় । #সোরিনাম শীত সহ্য করতে পারেনা, শীতের ভয়ে মাথায় কাপড় দিয়ে রাখে।

▶️ #সালফার পিপাসার্ত বেশি; সোরিনাম কম।
#সালফারের মল খুব কঠিন #সোরিনামের মল নরম কিন্তু বের হতে চায় না।

▶️ #সালফারের রুগী ময়লা খুটে খায় না;
#সোরিনাম খুটে খায়, বাচ্চারা সর্দি টেনে খায়।

▶️ #সালফার দুধ খেতে চায় না, হজম হয় না তাই। #সোরিনামের এই সমস্যা নেই।

▶️ #সালফারে চুলকানির পরে মামড়ি পড়ে না। #সোরিনামে চুলকানির পর মামড়ি পড়ে ত্বক শক্ত হয়ে যায়।

▶️ #সালফারে স্নানের পরেও মলিন দেখায় না। #সোরিনামে স্নানেও পরিষ্কার দেখায় না।

▶️ #সালফারে ক্ষুধা বেশি আছে। #সোরিনামের ক্ষুধা অনেক বেশি এমনকি রাতে ঘুম থেকে উঠেও খেতে হয়।

▶️ #সালফারে হতাশা আছে; কিন্তু হতাশায় ধর্মকর্ম নিয়ে অস্থির হয়ে যায় না। #সোরিনামে এত হতাশ হয়ে যায় যে ধর্ম কর্ম নিয়ে অস্থির হয়ে যায়।

Unique Homeopathy পেইজ ফলো দিয়ে যুক্ত থাকুন।

Address

Kushtia
Khulna

Telephone

+8801719477900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homoeopathic knowledge store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homoeopathic knowledge store:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram