04/07/2023
প্রায়ই ফ্লি, মাইটের ওষুধের দাম শোনার পর পেট প্যারেন্টদের একটা কথা শুনি যে ২মিলিমিটারের পোকা আমার ৪০কেজির কুকুরের কি করবে বাদ দেন।
আমরা ইনার প্যারাসাইট নিয়ে কিছুটা সচেতন হইলেও আউটার প্যারাসাইট নিয়ে তেমন কোন মাথা ব্যাথা নাই। কুকুরটির মালিক সঠিক সময়ে তার কুকুরকে ফ্লি ট্রিটমেন্ট করাননি যার কারণে কুকুরটি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আবার অনেকে গরু-ছাগলের আইভারমেকটিন, ট্রাইক্লোরোফন পাউডার ইত্যাদি দিয়ে মাইট দমনের চেষ্টা কইরা পরে বিষক্রিয়া হওয়ার পর আমাদের এখানে নিয়ে আসেন।
এজন্য সঠিক সময়ে সঠিক মেডিসিন দিয়ে আপনার বিড়াল, কুকুরকে মাইটস ফ্লি এর ট্রিটমেন্ট করুন।