08/07/2025
khan আমার জীবনে একটা সময় ছিল যখন প্রতিদিন পিঠের ব্যথা যেন আমাকে দুর্বল আর নিরুপায় করে দিচ্ছিল। মনে হতো হয়তো এমনটাই নিয়তি কিন্তু আজ আমি বলতেই পারি আল্লাহর অশেষ রহমত আর লাবনী আপুর নিরলস পরিশ্রমই আমাকে সেই অন্ধকার পথ থেকে আলোতে ফিরিয়ে এনেছে।২০১৯ সালে যখন প্রথম করোনা এল, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। নিজের ভেতরে কোনো আত্মবিশ্বাস ছিল না, মনে সবসময় এক ধরনের আতঙ্ক কাজ করত। কিন্তু এখন ২০২৫-এ এসে আমি বুঝি, মানসিক শক্তি আর আত্মবিশ্বাস কতটা বড় জিনিস!
এইবার যখন আমি আবার করোনায় আক্রান্ত হলাম, তখনও মনটা ভেঙে পড়েনি। কারণ এবার আমার ভেতরে ছিল আত্মবিশ্বাস, ছিল মনের জোর—আর এই জোরটা আমি পেয়েছি ইয়োগা মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমি এখন পুরোপুরি সুস্থ।
আজ বুঝতে পারছি, সুস্থ হওয়ার পেছনে মেডিসিনের পাশাপাশি আত্মবিশ্বাস আর মনের জোর কতটা জরুরি। আর এই মানসিক শক্তি গড়ে তুলতে লাবনী আপুর গাইডেন্সে করা ইয়োগা ছিল অসাধারণ কার্যকর।
ধন্যবাদ লাবনী আপু, শুধু শরীর নয়, মনটাকেও শক্ত করে গড়ে তুলতে সাহায্য করার জন্য।
গার্লস পাওয়ার এ লাবনী আপুর অধীনে ইয়োগা শুরু করার পর বুঝেছি শরীর আর মনের সুস্থতা কেমন হতে পারে। আজ আমি শুধু শারীরিকভাবে ভালো না আমি ভিতর থেকে অনেকটা হালকা অনেকটা প্রফুল্ল। সেই পুরোনো ব্যথাটা এখন আর নেই বললেই চলে।
আমার এই বদলে যাওয়া জীবনের প্রতিটি ছোট ছোট সুখের পেছনে লাবনী আপুর অবদান অনস্বীকার্য। আমি জানি শুধু আমি না আরো অনেকেই তার থেকে জীবনের নতুন আশার আলো পেয়েছে। আল্লাহ যেন আপনাকে আরও অনেকের জন্য এমন আশীর্বাদ হয়ে রেখেন আপু।
আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা আর অশেষ ভালোবাসা। ❤️
আপু আপনি শুধু একজন শিক্ষক নন
আপনি আমাদের আলোর পথের কারিগর
একটা পরিবারকে ফিরিয়ে দিয়েছেন হাসিমুখ।
আপনার জন্য মন থেকে দোয়া আসে
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন শক্তি দিন আরো হাজারটা জীবন ছুঁয়ে দেওয়ার জন্য।
আপনি সত্যিই আশীর্বাদ
ইয়োগার সাথেই থাকুন, নিজের মতোই আলো ছড়ান 🌿🧘♀️"