Jinnat Hospital And Diagnostic Center

Jinnat Hospital And Diagnostic Center Jinnat Hospital And Diagnostic Center believes to serve patients.

Laparoscopy Machine (Karl Storz) and Diathermy Machine (Vellylab Force Fx C)  has been newly added with Jinnat Hospital ...
04/10/2023

Laparoscopy Machine (Karl Storz) and Diathermy Machine (Vellylab Force Fx C) has been newly added with Jinnat Hospital And Diagnostic Center. Please pray for us.

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,🌙❤️🎆       ❤️ঈদ মোবারক❤️জিন্নাত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার -এর পক্ষ থেকে জানা...
21/04/2023

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,🌙❤️🎆
❤️ঈদ মোবারক❤️

জিন্নাত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার -এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও মোবারক। 🤝
মহান আল্লাহ পাক আমাদের রামাদানের সাওম,সালাত ও নেক আমলগুলো কবুল করুন। 🤲📿

আমিন🤲❤️

🌙🌙📿💚❤️💛🌱📿🌙🌙

14/04/2023
07/04/2023

আমাদের এই দেশে প্রায় ১৬ থেকে ১৭ কোটি মানুষের বসবাস এর মধ্য, কথার কথা বলছি, ১০ কোটি অথবা ৮ কোটি কিংবা ৬ কোটি মানুষ কোন না কোন ভাবে ইনকামের বা অর্থ উপার্জনের সাথে জড়িত ।
আমরা এই উপার্জন সক্ষম মানুষগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি, যেমন- উচ্চবৃত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং অসহায় বা দরিদ্র।

ধরে নেওয়া যাক, চিকিৎসা সেবায় সহায়তার উদ্দেশ্যে, এই ৬ কোটি মানুষের মধ্যে, উচ্চবিত্তরা যদি সর্বনিম্ন ২০ টাকা দেয়, মধ্যবিত্তরা যদি ১০ টাকা করে দেয়, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষেরা যদি নূন্যতম ২ টাকা করে দেয়, তাহলে দেখুন যে, মাত্র একদিনে কত টাকা হয় এবং এই সমূদয় টাকা একত্রিত করার জন্য যদি একটি সুন্দর ও সুষ্ঠ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থা থাকে, তাহলে একবার ভেবে দেখুনতো যে কোন অসহায় দরিদ্র মানুষ তার সন্তান, মা-বাবা, ভাই-বোন কিংবা স্বামী -স্ত্রীর সু চিকিৎসা বা কোন জটিল অপারেশনের জন্য অর্থের অভাবে দ্বারে দ্বারে বা সাহায্যের জন্য হাত পেতে বেড়াতে হবে না। কিংবা অর্থের অভাবে তাদের প্রিয় মানুষগুলোকে অকালে হারাতে হবে না।

আমরা জানি না যে আমরা কতটুকু পারবো, কিন্তু মহান আল্লাহতালার রহমতে আমাদের সক্ষমতা বা অবস্থান থেকে আমরা সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সেবাই পাশে থাকবো, কথা দিচ্ছি।

06/04/2023

সততা,বিশ্বাসযোগ্যতা,নির্ভরযোগ্যতা, ভরসা এবং আস্থা, এ সকল কথাগুলো মানুষের সৎ কর্মের উপরে সৃষ্ট, যা কখনোই সময়ের মাপকাঠিতে বিচার করা যায় না।

আমরা কখনোই
অর্থের মাপকাঠিতে কোন রোগীকে বিচার বিশ্লেষণ করি না। আমাদের এই সমাজের সর্বস্তরের মানুষই আমাদের কাছে সমান মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটি রোগী আমাদের নিকট সর্বোত্তম সম্পদ, যাদের চিকিৎসা সেবা সঠিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রতিটি কর্মী নিরলস ভাবে কাজ করে আসছে।

আমরা সম্পদ নয় আমারা একটি দৃঢ় সম্পর্ক স্থাপনে বিশ্বাসী।

ইনশাআল্লাহ, মহান আল্লাহ তা'আলার রহমতে আমরা আমাদের সততা ও ভালোবাসা দিয়ে আপনাদের আস্থা এবং ভালোবাসা অর্জনে সক্ষম হবো।

এই আস্থা আমাদের অনুপ্রেরণা এবং আগামি দিন গুলি সামনে এগিয়ে যাওয়ার শক্তি এবং সর্বোত্তম সম্পদ।

আমরা সরকার অনুমোদিত একটি বিশ্বস্ত আধুনিক চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবার উন্নতি এবং সঠিক চিকিৎসা সেবা নিশ্চয়তার লক্ষে, সরকারের এক নিরলস সৈনিক হিসেবে সততার সাথে এই সেক্টরে কাজ করে আসছি।

আপনাদের কাছে যতটুকু অর্থ আছে, তা নিয়ে চলে আসুন আমাদের কাছে, আমরা আছি আপনার পাশে, আপনারই পরিবারের অতি আপন সদস্য হিসাবে" জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" থাকবে আপনার পাশে।

আমাদের সেবা, আপনার সচেতনতা এবং মহান আল্লাহ তা'আলার কাছে সাহায্যের প্রার্থনা। এই ৩ টি আমাদের শক্তি।

একটি সমাজ বা জাতি সর্বস্তরের মানুষকে নিয়ে নিয়ে গঠিত। এর কোন একটি স্তরের মানুষকে বাদ দিয়ে বা অবহেলা করে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। প্রত্যেকটি স্তরের মানুষেরই সঠিক সম্মান এবং ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আমরা সকলকে নিয়েই একসাথে বাঁচতে চায়। মহান আল্লাহ তাআ'লা আমাদের সকলকে সুস্থতা দান করুক।

অর্থের অভাবে আর যেন কোন গর্ভবতী মা, শিশু কিংবা কোন অসহায় রোগীর অকাল মৃত্যু না হয়, সে লক্ষ্যে, নামমাত্র খরচে আমরা সকল প্রকার চিকিৎসা সেবা দিয়ে আসছি (অপারেশন এবং সকল প্যাথলজিকাল টেস্ট)।

#প্রসূতি_ও_গাইনি_বিভাগঃ

১. সিজারিয়ান অপারেশন (ডেলিভারি)
২. নরমাল ডেলিভারি
৩. জরায়ুর টিউমার অপারেশন
৪. জরায়ু অপারেশন
৫. ওভারিয়ান টিউমার অপারেশন
৬. ওভারিয়ান সিস্টার অপারেশন
এছাড়াও মহিলাদের অনেক ধরনের জটিল ও গোপন রোগের অপারেশন করা হয়ে থাকে।

#সার্জারি_বিভাগঃ

১. এপেন্ডিসাইটিস
২. হার্নিয়া (ইনগুইনাল, আম্বিলিকাল সহ অনান্য হার্নিয়া জনিত সমস্যা) অপারেশন
৩. পাইলস
৪. ফিস্টুলা
৫. ব্রেস্ট এ্যাবসেস অপারেশন
৬. ব্রেস্ট টিউমার অপারেশন
৭. সি এ (কারসিনোমা) বা ক্যান্সার ব্রেস্ট অপারেশন।
৮. পিত্তথলি অপারেশন
৯. বাস্ট এ্যাপেনডিক্স অপারেশন
১০. ল্যাপারেটমি এবং বাউল পারফোরেশনের মতো জটিল অপারেশন করা হয়।
১১. ল্যাপারস্কোপির মাধ্যমে পিত্তথলি অপারেশন করা হয়।

ছাড়াও আধুনিক ল্যাপারস্কোপি মেশিনের মাধ্যমে অনেক জটিল রোগের অপারেশন করা হয়ে থাকে।

ইউরোলজি ও কিডনি বিভাগঃ

১. আধুনিক এন্ডস্কোপি মেশিনের মাধ্যমে পুরুষের প্রস্টেট অপারেশন
২. এন্ডস্কোপি মেশিনের মাধ্যমে কিডনি পাথর অপারেশন

৩. কিডনি অপারেশন সহ মহিলা ও পুরুষের অনেক জটিল রোগের অপারেশন করা হয়।

#নাক_কান_ও_গলা_বিভাগঃ

১. টনসিল অপারেশন
২. পলিপাস অপারেশন
৩. বাঁকা নাক বা সেপ্টোপ্লাস্টি অপারেশন

এছাড়াও নাক-কান ও গলা বিভাগের অন্যান্য জটিল রোগের অপারেশন করা হয়

অর্থোপেডিক্স (হাড়) বা অর্থোপেডিক্স সার্জারি বিভাগঃ

১.ভাঙ্গা হাড় জোড়া লাগানো

২. দুর্ঘটনায় হাত বা পায়ের হাড় ভেঙে যাওয়া সহ হাড়ের যেকোন ধরনের জটিল অপারেশন করা হয়।

#শিশু_সার্জারি_বিভাগঃ

বিশেষজ্ঞ শিশু ডাক্তার দ্বারা শিশুদের অনেক জটিল রোগের অপারেশন করা হয়।

ছোট শিশুদের বিশেষজ্ঞ ডক্টর দ্বারা মুসলমানি করানো হয়।

আর্থিক ভাবে অসহায় ও গরীব মা, শিশু এবং গরীব অসহায় রোগীদের জন্য এসকল অপারেশন করানোর ক্ষেত্রে বিশেষ বিবেচনার মাধ্যমে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয়ে থাকে।

যেকোনো ধরনের অপারেশনের সুযোগ-সুবিধা বা পরামর্শ পেতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

+880 1974-868200

04/04/2023

Job Post:

Designation : AMO (Assistant Medical Officer).

Education Qualification:

Candidate having completed Diploma in Medical Faculty(DMF)/Diploma in Medical Assistant (DMA)/Community Paramedic (CP) from my recognized medical education Institute, can apply for this position.

Professional Experience:

Potential candidate like a fresher can apply and a candidate having experienced 1 year or below in the same field, can also apply.

Working Hour:

According to duty roster, schedule of work will be changed.

Interested candidates have to have the mentality to work at night also according to duty roster.

Duty roster will start at morning 8AM to 2 PM at noon/ 2PM to 8PM at night and 8PM to next day morning 8AM.

Job duties and responsibilities:

1. Candidate has to be dedicated to work.

2. Having mentality to follow the discipline as guided by the management.

3. Having good knowledge about how to write post operative medicine order sheet which is to be advised by doctor after completion of any surgery procedure.

4. Monitoring admitted patients scrupulously and visiting cabins or ward.

5. To be in touch with patients during working hour.

6. To maintain good communication with respected and specialized surgeons regarding the treatment issues of patients.

7. Capable to monitor and guide duty nurse/sisters.

8. Egoistic person is highly discouraged to apply for this position.

9. Candidate must have knowledge about social mannerism and etiquettes.

10. After completion of daily duties, properly handed over the duty to other colleagues and vice versa.

Job Location: 129, B K Roy Road, Dalmil Mor, Moylapota, Khulna City Corporation, Khulna.

Contact:- +880 1974-868200

Salary: Negotiable and according to the knowledge and experience salary to be decided.

04/04/2023

আসসালামু আলাইকুম!

নিয়োগ বিজ্ঞপ্তিঃ

জিন্নাত হসপিটালে কর্তব্যরত চিকিৎসকের প্রয়োজন।

পদঃ কর্তব্যরত চিকিৎসা (পুরুষ কিংবা নারী উভয় আবেদন করতে পারবেন)

শিক্ষাগত যোগ্যতা যোগ্যতাঃ এমবিবিএস এবং ডি এম এফ/ ডি এম এ।

অভিজ্ঞতাঃ ফ্রেশার কিংবা এক বছরের হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকলে হবে।

বেতনঃ আলোচনা সাপেক্ষে।

কাজের সময়ঃ ডিউটি রোস্টার রোস্টার অনুযায়ী হবে।

দৈনন্দিন কর্তব্য ও দায়িত্বঃ

১. ভালো মার্জিত এবং ভদ্র ব্যবহার সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।

২. পোস্ট অপারেটিভ মেডিসিন অর্ডারশীট এবং অপারেশনের পরবর্তী সময়ের অপারেশন সম্পর্কিত ইন্ডিকেশন সম্বন্ধে ধারণা থাকতে হবে।

৩. সম্মানিত রোগীদেরকে চিকিৎসা সম্বন্ধে ধারণা সঠিকভাবে দিতে হবে।

৪. নার্স বা সিস্টারদের অপারেশন পরবর্তী সময় মেডিসিন সম্পর্কিত সঠিক গাইডলাইন দিতে হবে।

৫. প্রতিটি ক্যাবিনে ভিজিট করতে হবে রোগীদের সার্বিকশারীরিক সুবিধা অসুবিধা দেখতে হবে।

৬. দায়িত্বতার সাথে হ্যান্ডওভার টেকওভার সঠিকভাবে পরবর্তী চিকিৎসককে বুঝিয়ে দিতে এবং নিতে হবে।

৭. ব্যক্তিগত ইগো থাকা যাবে না।

যোগাযোগঃ জিন্নাত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
১২৯, বি কে রায় রোড, ডালমিল মোড়, ময়লাপোতা, খুলনা সিটি করপোরেশন, খুলনা।

ফোন নাম্বারঃ ০১৯৭৪৮৬৮২০০

জিন্নাত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে, যে সকল বিশেষজ্ঞ সম্মানিত ডাক্তাররা নিয়মিত রোগী দেখছেন।ঠিকানাঃ-১২৯,বি.কে. রয়...
31/03/2023

জিন্নাত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে, যে সকল বিশেষজ্ঞ সম্মানিত ডাক্তাররা নিয়মিত রোগী দেখছেন।

ঠিকানাঃ-১২৯,বি.কে. রয় রোড,ডালমিল মোড়,খুলনা।
যোগাযোগঃ- +880 1974-868200

Address

129, B. K. Rai Road, Dalmil More
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Jinnat Hospital And Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jinnat Hospital And Diagnostic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category