হিজামা সেন্টার খুলনা

হিজামা সেন্টার খুলনা Cupping/শিঙ্গা/হিজামা শুধু একটি চিকিৎসা'ই নয়, বরং বিলিপ্ত প্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ্!

24/06/2024

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো।

তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেলো।

তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো।

তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে।

২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে।

ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) রেলে হামলা করবে। নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।

তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো!
©️

হে মুমিনগণ! তোমরা ইয়াহুদী ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আর তোমাদের মধ্যে কেউ তাদেরক...
29/03/2024

হে মুমিনগণ! তোমরা ইয়াহুদী ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহন করলে সে নিশ্চয় তাদেরই একজন।(১) নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হেদায়াত দেন না।

সূরা আল মায়িদা - আয়াত (১২০)

চৌদ্দশো বছর আগের দৃশ্যগুলো একটু অনুভব করুন 😥নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাব...
07/03/2024

চৌদ্দশো বছর আগের দৃশ্যগুলো একটু অনুভব করুন 😥
নবীজি ﷺ এর হায়াতের দিনগুলো স্মরণ করিয়ে দিল এই ছবিটি। ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা এলেন, নিজেদের অবস্থা জানালেন। আমার নবীজি ﷺ তখন নিজের জামা উঁচিয়ে দেখালেন—তাতে দুটো পাথর বাঁধা!
আমরা উদরপূর্তি করে আহার করছি। ভাত ভালো না লাগলে রুটি খাচ্ছি। তাতেও না হলে বিরিয়ানি, পোলাও কিংবা রেস্তোরাঁয় চলে যাচ্ছি। আমাদেরই এক অংশ দুনিয়ার এক প্রান্তে না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব জানি না...

আমাদের মাফ করুন ইয়া রব!

আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। নবীজি ﷺ বলেছেন, ‘মিরাজের রাতে আমি জান্নাতের একটি দরজায় লেখা দেখলাম, দান-সাদকায় দশ গুণ...
06/01/2024

আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। নবীজি ﷺ বলেছেন, ‘মিরাজের রাতে আমি জান্নাতের একটি দরজায় লেখা দেখলাম, দান-সাদকায় দশ গুণ সওয়াব এবং কর্জে আঠারো গুণ। আমি বললাম, হে জিবরীল, কর্জ দান-সাদকার চেয়ে উত্তম হওয়ার কারণ কী? তিনি বললেন, ‘ভিক্ষুক নিজের কাছে (সম্পদ) থাকতেও ভিক্ষা চায়, কিন্তু কর্জ চাওয়া ব্যক্তি প্রয়োজন ছাড়া কর্জ চায় না।’ (সুনান ইবনু মাজাহ; ২৪৩১)

অপর হাদিসে রাসুলুল্লাহ ﷺ বলেছেন, ‘যে মুসলমান অপর কোনো মুসলমানকে দুইবার কর্জ দেয়, সে ওই পরিমাণ সম্পদ একবার সদকা করে দেওয়ার সওয়াব পায়’ (সুনান ইবনে মাজা: ২৪৩০)।

25/08/2023

🌍হিজামা শুধু চিকিৎসা'ই নয়, বরং বিলুপ্ত প্রায় অত্যন্ত গুরুত্বপূর্ন সুন্নাহ্!🌍

🌿হিজামা সংক্রান্ত হাদিসঃ
🔴 হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ-"নিশ্চয়ই হিজামায় সেফা রয়েছে"। (মুসলিমঃ ২২০৫)

🟠 হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
"হযরত জিব্রাইল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।" (আল-হাকিমঃ ৭৪৭০)

🟡 ইবনে আব্বাস রাঃ এর সূত্রে, নবী কারীম (সঃ) হতে বর্ণিত, "রোগ মুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহত।
১) হিজামা লাগানো, ২) মধু পান করা, ৩) আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মধ্যে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি"।
(বুখারীঃ ৫৬৮১)

🟢 হযরত আনাস রাঃ থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারণ, কারো উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে"। (আল হাকিমঃ ৭৪৮২)

🔵 ইবনু আব্বাস রাঃ বলেনঃ-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় তিনি ফেরেশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, আপনি অবশ্যই হিজামা করাবেন ।
(তিরমিযীঃ ৩৪৬২)

🟣 জাবির রাঃ হতে বর্ণিতঃ-
যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি এহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন।
(নাসায়ীঃ ২৮৫২)

🟤 ইবনু মাসুদ রাঃ হতে বর্ণিত, তিনি বলেনঃ মিরাজের রাত সম্পর্কে রাসূলুল্লাহ (সঃ) বলেছেন যে, এই রাতে ফেরেস্তাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন। (ইবনে মাজাহঃ ৩৪৭৯, মিশকাতঃ ২০৫২)

⚫ আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় আধ কপালির (মাইগ্রেন জনিত মাথাব্যথা) কারণে তার মাথায় হিজামা লাগান। (বুখারীঃ ৫৭০১)

⚪ সালমা রাঃ বর্ণনা করেছেনঃ যখন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে মাথাব্যথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন। (আবু দাউদঃ ৩৮৫৮)

🟥 ইবনে ওমর রাঃ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালি পেটে হিজামা করানো উত্তম। এতে সেফা ও বরকত রয়েছে। এতে জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
(ইবনে মাজাহঃ ৩৪৮৭)

🌿ব্যথা ও বিষের প্রভাবের জন্য হিজামাঃ
🟧 আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন যে, এক ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ যুক্ত গোশত খেতে দিয়েছিল। তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন, কেন তুমি এ কাজ করলে? মহিলাটি উত্তরে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও, তবে আল্লাহ তোমাকে জানিয়ে দেবেন। আর তুমি যদি তার রাসুল না হও, তবে আমি মানুষকে তোমার থেকে নিরাপদ রাখবো। যখন আল্লাহর রাসূল (সঃ) বিষের যন্ত্রণা অনুভব করতে লাগলেন, তিনি হিজামা ব্যবহার করলেন। একদা এহরাম অবস্থায় তিনি ভ্রমণে বের হলেন এবং ওই বিষের যন্ত্রণা বোধ করলেন, তখন তিনি হিজামা ব্যবহার করলেন।
(মুসনাদে আহমদঃ ১/৩০৫)

🌿জাদুগ্রস্থ হলে হিজামাঃ
🟨 ইবনুল ক্কাইয়িম (রহঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদু দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় হিজামা লাগান, এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ, যদি সঠিকভাবে করা হয়।
(জাদুল মা'আদঃ ৪/১২৫-১২৬)

🟩 আমর বিন আমির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগাতেন এবং কোন লোকের পারিশ্রমিক কম দিতেন না।
(বুখারীঃ ২২৮০)

🟦 আবু কাবশাহ আনমারী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝে হিজামা করতেন এবং বলতেন, যে ব্যক্তি নিজের শরীরের এই অংশে হিজামা করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও কোন ক্ষতি হবে না।
(আবু দাউদঃ ৩৮৫৯, ইবনে মাজাহঃ ৩৪ ৮৪)

🟪 জাবির (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এজন্য হিজামা করান।
(আবু দাউদ ৩৮৬৩, ইবনে মাজাহঃ ৩৪৮৫)

🟫 হযরত আনাস রাঃ থেকে বর্ণিত, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবি মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচন করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য থাকবে"। (সুনানে ইবনে মাজাহঃ ৩৪৮৬)

⬛ আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের দু'পাশে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে হিজামা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা লাগাতেন।(মিশকাতঃ ৪৫৪৬)

🌿মহিলাদের জন্য হিজামাঃ
⬜ জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) বর্ণনা করেছেন, উম্মে সালামা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হিজামা করার জন্য অনুমতি চাইলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজামা লাগিয়ে দিতে আবু তাইবা (রাঃ) কে আদেশ দিলেন।
(আবু দাউদঃ ৪১০৫, ইবনে মাজাহঃ ৩৪৮০)

🔴 আছেম বিন ওমর বিন ক্কাতাদা থেকে বর্ণিত আছে যে, "জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বলেন, আমি সরব না, যতক্ষণ না তুমি হিজামা লাগাবে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই হিজামার মধ্যে নিরাময়ে রয়েছে।"
(আবু দাউদঃ ৩৮৬০)

--🟠🟡🟢🔵🟣🟤⚫🔴🟠--

🌿যে সমস্ত রোগের ক্ষেত্রে হিজামায় উপকারিতা রয়েছেঃ
রোগ নিরাময়ের জন্য চিকিৎসা ব্যাবস্থার মধ্যে যতগুলো পন্থা রয়েছে, তন্মধ্যে অন্যতম ও গুরুত্বপুর্ণ একটি কার্যকরী ব্যবস্থা হল প্রাচীন এই হিজামা চিকিৎসা।
সাধারণত অনেক রোগের ক্ষেত্রেই এই চিকিৎসা গ্রহণ করা যায়। তবে তারমধ্যে কার্যকারী ও উল্লেখযোগ্য হল____

⭐উচ্চ রক্তচাপ সমস্যা,
⭐বিষক্রিয়া যন্ত্রণার সমস্যা,
⭐পায়ের ব্যাথা,
⭐ব্রণ এর সমস্যা,
⭐কোমর ব্যাথা,
⭐ঘাড় ব্যাথা,
⭐পিঠে ব্যাথা,
⭐কাধেঁর ব্যাথা,
⭐মচকে যাওয়া ব্যাথা,
⭐হাড় ক্ষয়ের ব্যাথা,
⭐মাংসপেশী চাবানো এবং ব্যাথা,
⭐হাত পায়ে চাবানো ব্যাথা,
⭐হাঁটু ব্যাথা,
⭐মাইগ্রেন -জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা,
⭐রক্তনালি ব্লক সমস্যা,
⭐দীর্ঘমেয়াদী চর্ম রোগের সমস্যা,
⭐এলার্জি সমস্যা,
⭐বাতের ব্যথা,
⭐হার্টের ব্লক সমস্যা,
⭐হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যথা /ফ্র্যাকচার পেইন সমস্যা,
⭐রক্তদুষণ সমস্যা,
⭐স্মৃতি ভ্রষ্টতা,
⭐ফ্যাটি লিভার সমস্যা,
⭐হাত পায়ের গিরার মধ্যে চাবানো ও ব্যথা,
⭐চুল পড়া ও চুল না গজানো সমস্যা,
⭐হরমোনাল ইমব্যালেন্স,
⭐গ্যাস্ট্রিকের সমস্যা/গ্যাস্ট্রিক আলসার/এসিডিটি সমস্যা,
⭐আর্থ্রাইটিস রোগের সমস্যা,
⭐স্পোর্টস ইনজুরি,
⭐ঘুমের সমস্যা,
⭐অতিরিক্ত মানুষিক চাপ সমস্যা,
⭐অনিয়মিত পিরিয়ড ও তল পেট ব্যাথা,
⭐নারী ও পুরুষের বন্ধ্যাত্ব ও বেক্তিগত সমস্যা,
ইত্যাদি

🟥আমাদের ঠিকানা:🟧
🌿হিজামা সেন্টার খুলনা🌿
🌍 Address: শপ নং: ০৪, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস বিল্ডিং, ১৮০ যশোর রোড, শিববাড়ি মোর, সোনাডাঙ্গা, খুলনা। জিপিও: ৯০০০
📞 Phone: 01996-004148
📞 Phone: 01846131188
📩 Gmail: hijamacenter.khulna@gmail.com
📍Google Map Location:
https://rb.gy/kxtrf

18/08/2023

শরীরে দীর্ঘদিন যাবত ব্যথা জনিত সমস্যার কারণে একজন One Man Army ভাই এসেছেন হিজামা নিতে।
আল্লাহ সুবহানাহু অতাআলা ভাইকে শেফা দান করুক।

🌿Hijama Center Khulna🌿
📞Call for more details & to getting Appointment for Hijama

11/08/2023

🌿🧡🌿

11/08/2023
04/08/2023

🖤🖤🖤

31/07/2023

Hijama Center Khulna

Address

4 No Shop, 17 No Ward Councillor Office Building, 180 Jashore Road, Shib Barir Mor, Sonadanga
Khulna
9000

Telephone

+8801996004148

Website

Alerts

Be the first to know and let us send you an email when হিজামা সেন্টার খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হিজামা সেন্টার খুলনা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram