DSFK Blood Bank

DSFK Blood Bank বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং,কয়রা

Permanently closed.
Emergency O+ Blood Lagbe Jaigir Mohol Hospital Sijer er Rugi..Contact:01968440296
17/06/2022

Emergency O+ Blood Lagbe Jaigir Mohol Hospital Sijer er Rugi..
Contact:01968440296

22/01/2020

আপনার এক ফোটা রক্ত বাঁচতে পারে এক মুমূর্ষ ব্যক্তির জান তাই আসুন এগিয়ে যাই রক্ত দিয়ে।

10/06/2018

কয়রা থানায় একজন মুমূর্ষ রোগীর জন্য AB+ রক্তের প্রয়োজন।যদি কেউ দিতে আগ্রহী থাকেন,তবে অনুগ্রহপূর্বক যোগাযোগ করুনঃ +8801971205147(হাফেজ আমিনুর রহমান)

06/06/2018

#আপুরা_রক্তদানে_করার_আগে_নিচের_বিষয়গুলো_খেয়াল_করবেনঃ
১/মহিলাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমান কিছুটা কম থাকে... আপনার হিমোগ্লোবিনের পরিমান যদি 11.5 gm/dl এর কম হয়, তবে রক্তদান করতে পারবেন না...
২/ ওজন ৪৭+ থাকতে হবে,এবং বয়স ১৮+ থাকলে রক্তদান করতে পারবে।
৩/ গর্ভাবস্থায় রক্তদান করতে পারবেন না...
৪/ মাসিক চলাকালীন অবস্থায় রক্তদান করতে পারবেন না... (সবচেয়ে বেশি জরুরী, কারন এই তথ্যটা অনেক আপুই জানেন না)
৫/ মহিলারা কমপক্ষে ৪ মাস পর পর রক্তদান করতে পারেন...(৩ মাস পর কোনোভাবেই না)
৬/ ১ বছরের ছোট বয়সের বাচ্চা থাকলে রক্তদান
করতে পারবেন না ... অনেক আপুই এই ভুলগুলো করছে... শুধুমাত্র সঠিক তথ্য না জানার কারনে এই ভুলগুলো হচ্ছে... এবং এতে অনেকের শারীরিক অসুস্থতাও দেখা দিচ্ছে।

02/05/2018

রক্তদানে ভয় নয়,সাহসিকতায় মনুষ্যত্বের পরিচয়।

22/04/2018

রক্তদান করলে কি ওজন বেড়ে যায়?
একজন রক্তদাতার সাথে পরিচয় হয়েছিল... তিনি আগে নিয়মিত রক্তদান করতেন... রক্তদানের সাথে সাথে নাকি উনার ওজনও বাড়তে থাকে... এখন ৮০ কেজির উপর ওজন... তাই তিনি রক্তদান করবেন না সিদ্ধান্ত নিলেন... কারন উনার ধারনা, রক্তদান করার কারনেই উনার ওজন বেড়ে যাচ্ছে...
এমন আরেকজন পেয়েছি... যে কিনা ওজন বাড়ানোর আশায় রেগুলার রক্তদান করে যাচ্ছেন, কিন্তু ওজন তো বাড়ে না :P
এখন সঠিক তথ্যটা বলি... :)
*** রক্তদান করলে ওজন বাড়ে না...
*** মেডিক্যাল সাইয়েন্সে এমন কিছু কোথাও লেখা নেই...
যদি রক্তদানের পর আপনার ওজন বেড়ে থাকে, সেটা নিম্নলিখিত কারনে হতে পারেঃ
১) রক্তদানের পর অনেকে প্রচুর পরিমান খাওয়া দাওয়া করেন ১ ব্যাগ রক্তের ঘাটতি পুরনের জন্য... ভয়ে অনেকেই বেশি খাবার খায়... সে কারনে ওজন বেড়ে যেতে পারে...
২) যাদের রক্তদানের কারনে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয়, আয়রনের ডেফিসিয়েন্সি হয়, তাঁদের রুচি বেড়ে যায়... ক্ষুধা পায় কিছুক্ষন পর পর... এবং বেশি করে খাওয়া দাওয়া করতে থাকেন... সে কারনেও ওজন বেড়ে যেতে পারে...
তাই রক্তদানের সাথে ওজনের কোনো সম্পর্ক নাই... ভুল ধারনাগুলো ভুলে যেতে হবে।

16/12/2017

Address

Koyra
Khulna
9290

Website

Alerts

Be the first to know and let us send you an email when DSFK Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram