Dr BulBul Islam - ডাঃ বুলবুল ইসলাম

Dr BulBul Islam - ডাঃ বুলবুল ইসলাম আর আমি যখন অসুস্থ হই তিনিই (আল্লাহ) আমাকে আরোগ্য দান করেন। পবিত্র আল কুরআন - সূরা আশ শু’আরা ( ২৬ঃ৮০ )

হোমিওপ্যাথি গবেষক, লেখক ও কনসালট্যান্ট। পুরাতন ও জটিল রোগীর অভিজ্ঞ হোমিও চিকিৎসক।

অপারেশন ছাড়াই শুধুমাত্র হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে জরায়ুর টিউমারের চিকিৎসা।আজকাল নারীদের জরায়ুর টিউমারের কথা প্রায়ই শোনা...
16/07/2024

অপারেশন ছাড়াই শুধুমাত্র হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে জরায়ুর টিউমারের চিকিৎসা।

আজকাল নারীদের জরায়ুর টিউমারের কথা প্রায়ই শোনা যায় এবং এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়। সাধারনত এই জাতীয় টিউমার প্রথম অবস্থায় ধরা যায় না। কারন আকারে খুব ছোট থাকে কিন্ত আকারে যখন বড় হয় তখন ধরা পড়ে।

এক্ষেত্রে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা যেমনঃ USG বা আল্ট্রাসনো TVS এবং Blood CBC ইত্যাদি পরীক্ষা ছাড়াও বিশেষ কিছু লক্ষনের মাধ্যমে শনাক্ত করা যায়। টিউমার জরায়ুর বিভিন্ন স্থানে হতে পারে যেমনঃ জরায়ুর বাইরে বা ভেতরে এবং জরায়ুর নালীতে ইত্যাদি।অনেক সময় এই জাতীয় টিউমার জরায়ুর দেয়ালে ছোট আকারে গঠিত হতে পারে এবং পেশীর স্তর ও ভেতরের স্তরের সঙ্গে জড়িত হতে পারে। আবার জরায়ুর যতটা অংশ পেরিটোনিয়াম বা সেরাস কোট দিয়ে আবৃত থাকে সেই অংশে ইহা হতে পারে। তখন ইহা জরায়ুর বাইরের গাত্রে দেখা যায়। আবার কখনো ইহা পেশীর উপর থেকে সাবমিউকাস কোটে হয় এবং জরায়ুর ঠিক ভিতরের দিকে প্রকাশ পায়। টিউমার বড় হলে তার জন্য Hyaline Degeneration হতে পারে এবং টিউমার ধীরে ধীরে নরম হতে থাকে।

এই জাতীয় টিউমারের ফলে জননতন্ত্রের বৃদ্ধি পায়, জরায়ু নেমে আসে; জরায়ুর পেশীর বন্ধন শিথিল হয়ে পড়ে, ঋতুস্রাব অনিয়মিতভাবে দেখা যায় এবং নানা প্রকার ইনফেকশন হতে পারে। কোন কোন ক্ষেত্রে নেক্রেসিস হতে পারে এবং উহার ফলে রক্তপ্রবাহ বন্ধ বা আটকে যেতে পারে। সাধারনত টিউমার গোলাকৃতির, কিছুটা লম্বাটে প্রকৃতির এবং ডিম্ব সাদৃশ্য হয়ে থাকে। একসঙ্গে অনেকগুলো টিউমার হতে পারে কোনটা ছোট আবার কোনটা বড় হয়। জরায়ুর টিউমার হলে জরায়ুর আকার বৃদ্ধি পেতে পারে এবং মাসিক স্রাব বন্ধ হয়ে যেতে পারে। এমত অবস্থায় অনেক সময় টিউমার গর্ভ বলে ভুল করা স্বাভাবিক। কোন কোন সময় এই টিউমার বেদনার সৃষ্টি করে এবং ইহার ফলে কোষ্ঠকাঠিন্য বা পায়খানা বন্ধ হয়ে যেতে পারে।

যোনী ক্ষমতা বা প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। রক্তহীনতার ভাব প্রকাশ পায়। জরায়ু প্রদেশে পুঁজ, ঘা, ফোঁড়া, ইনফেকশন প্রভৃতি হতে পারে এবং ইহা থেকে নানা প্রকার জটিল অবস্থার সৃষ্টি হতে পারে। এই জাতীয় টিউমার থেকে অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরনের জন্য এ্যানিমিয়া বা রক্তশুন্যতা হতে পারে, পেরিটোনাইটিস বা উদরী হতে পারে। রক্ত প্রবাহের পরিবর্তন কখনো কখনো edma র লিম্ফ প্রবাহে বাধা এবং রক্তপ্রবাহের বাধার সৃষ্টি করতে পারে। অনেক সময় জরায়ুর টিউমারের জন্য ওভারি ডিম্বনালী ডিম্বাশয় এবং মুত্রনালীতে বেদনার সৃষ্টি হতে পারে। টিউমার যদি ম্যালিগন্যান্ট হয় তবে উহা থেকে নাানা প্রকার কঠিন লক্ষন দেখা দিতে পারে এবং ক্যানসার পর্যন্ত হতে পারে। আবার কখনো কখনো গুটি শুকিয়ে ছোট হয়ে যায় তখন ইহাকে Atrophie বলে। কখনো কখনো এতবেশী ফ্যাট জমে যায় যে জরায়ু এবং অন্যান্য pelvic যন্ত্রাদির ক্রিয়া ব্যহত হতে পারে। অনেক সময় ক্যালসিয়াম শক্তি কমে শক্ত হয়ে যায়, সাধারনত ঋতু বন্ধের সময় তা হয়।

চিকিৎসা / বেপটরী দ্রষ্টব্যঃ তবে লক্ষনুসারে Calcaria iod - secali cor - Nitnic Acid- Thlaspi Bersa - Graphitis – Thuja – Carcinoma – Iodium – Nat mur – Merc sol – Lachasis – Aurum – Mur nut thiroedinum - bovista - sipea- silicea ইত্যাদি এছাড়া লক্ষন সাদৃশ্য রোগীর যে ঔষধ নির্বাচিত হবে সেই ঔষধেই অপারেশন ছাড়াই রোগী সুস্থ হবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে একজন রেজিঃপ্রাপ্ত অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ ও তত্বাবধানে চিকিৎসা গ্রহন করাই যুক্তিযুক্ত। চিকিৎসক ঔষধের মাত্রা ও শক্তি নির্ধারন করার পাশাপাশি সু-পরামর্শ প্রদান করে আপনার চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবেন। নচেৎ নিজে নিজে ডাক্তার না হয়ে আন্দাজে - অনুমানে ঔষধ কিনে খাওয়া নেহায়েত বোকামি হবে।

পোস্টটি লিখেছেনঃ ডাঃ কে. এম. বি. ইসলাম ( বুলবুল )
ডি. এইচ. এম. এস ( বি. এইচ. এম. ই. সি ) ঢাকা, পি. ডি. টি (বি. এইচ. এম. সি. এইচ ) ঢাকা
হোমিওপ্যাথি গবেষক, লেখক ও কনসালট্যান্ট। পুরাতন ও জটিল রোগীর অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
চিকিৎসা - স্বাস্থ্য – বিজ্ঞান ও ইসলাম সংক্রান্ত বিষয়ের আলোচক, বাংলাদেশ বেতার (খুলনা রেডিও সেন্টার)।
গভঃ রেজিঃ ২৬৫২৮, মোবাঃ 01974-918918
চেম্বারঃ মুঈনউদ্দীন হোমিওপ্যাথি চিকিৎসালয়
স্থানঃ খুলনা আলিয়া মাদ্রাসার গেটের বিপরীতে নীচতলায়।

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞাণের জনক ডাঃ হানেম্যানের  রোগীলিপি এবং শিক্ষনীয় বিষয়ঃডাঃ হার্টম্যান, যিনি হানেম্যানের একজন ভক্ত...
06/07/2024

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞাণের জনক ডাঃ হানেম্যানের রোগীলিপি এবং শিক্ষনীয় বিষয়ঃ

ডাঃ হার্টম্যান, যিনি হানেম্যানের একজন ভক্ত, শিষ্য ছিলেন ও রোগী আলোচনার সময় শুরুর নিকট উপস্থিত থাকিতেন। তিনি একটি ঘটনা উল্লেখ করিয়াছিলেন যে, একদিন একটি রোগীণী তাহার মলদ্বারে অর্শ্বের গুটির (Haemorrhoidal Tumors) চিকিৎসার জন্য আসিলে হানেম্যান প্রায় অর্ধ ঘন্টা ব্যপী তাহার রোগ বিবরণ ও বিভিন্ন প্রশ্ন করিয়া তাহার উত্তর গুলি ডায়েরী বইয়ে লিপিবদ্ধ করিয়া, একবার মেটেরিয়া মেডিকা খুলিয়া সামান্য কি যেন দেখিয়া লইলেন এবং ঔষধের ঘর হইতে তিন পুরিয়া ঔষধ আনিয়া রোগীনীকে দিয়ে বলিলেন “তিনদিন অন্তর অন্তর এই ঔষধ সেবন করিবে ও চতুর্দশ দিবসে আবার আসিবে, এক্ষনে আমাকে চারি ডলার দাও।”

রোগীনী ঔষধ গ্রহণ করিয়া ও চারি ডলার প্রদাণ করিয়া চলিয়া গেলে হার্টম্যান জিজ্ঞাসা করিলেন ”হে মহান গুরুদেব এই রোগীকে কি ঔষধ প্রদাণ করিলেন? তদুত্তরে হানেম্যান বলিলেন ‘‘কেন? তুমি কি রোগীর লক্ষণ সংগ্রহের সময় তাহার লক্ষণগুলি শোন নাই এবং কি ঔষধ, তাহা বুঝিতে পার নাই? তুমি ভালভাবে মেটিরিয়া মেডিকা পাঠ কর, তাহা হইলেই জানিতে পারিবে।”

চতুর্দশ দিবসে ঐ রোগীনী আসিলে জানা গেল ঐ গুটিটি আর এক তৃতীয়াংশ অবশিস্ট আছে এবং এই শুনিয়া তাহাকে আবার দুই পুরিয়া ঔষধ দিলেন ও ৫দিন অন্তর সেবন করিতে বলিলেন, আর কোন অর্থ গ্রহণ করিলেন না। তার ১৫ দিন পর আবার ঐ রোগী আসিলে দেখা গেল তাহার গুটি সম্পুর্ণ আরোগ্য হইয়া গিয়াছে। এত দ্রুত ক্রিয়া দর্শন করিয়া এই রোগীকে কি ঔষধ দেওয়া হইয়াছে জানিবার জন্য হার্টম্যান আবার জিজ্ঞাসা করিলেন, হে মহান গুরুদেব উহাকে কি ঔষধ দিয়াছিলেন? এবারও হানেম্যান উত্তর দিলেন এখনও তুমি বুঝিতে পার নাই? তাহা হইলে মেটিরিয়া মেডিকা পাঠ করো।

এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, হানেম্যান তাহার ছাত্রদিগকে কখনও কি ঔষধ দিয়াছেন তাহা বলিতেন না, পাছে তাহারা বাঁধা নিয়মে ঔষধ প্রয়োগে অভ্যস্ত হইয়া পড়ে; বিশেষভাবে মেটিরিয়া অনুশীলন করিয়া প্রকৃতিগত লক্ষণগুলি অনুধাবন করিয়া ঔষধ নির্বাচন করিবার জ্ঞান পিপাসা বৃদ্ধি করাই ছিলো তাহার উদ্দেশ্য।

যাহা হউক হার্টম্যান, কি ঔষধে এত দ্রুত আরোগ্য হইল জানিবার ঔৎসুক নিবারণ করিতে না পারিয়া এক সময় গোপনে হানেম্যানের ডায়েরী খুলিয়া দেখিলেন যে, প্রথম দিন তাহাকে ক্যামোমিলা ৩০,৩ মাত্রা ও পরবর্তী দিনে দুই মাত্রা কেবল সুগার মিল্কের পুরিয়া দেওয়া হইয়াছে। হার্টম্যান অতঃপর হানেম্যানকে বলিলেন “হে মহান গুরুদেব, আমি একটি মহা অপরাধ করিয়াছি, আমার ঔৎসুক দমন করিতে না পরিয়া গোপনে আপনার ডায়েরী খুলিয়া দেখিলাম উহাকে ক্যামোমিলা দেওয়া হইয়াছিল, এক্ষনে আপনার নিকট প্রার্থনা করি কোন লক্ষণের উপর আপনি তাহাকে ইহা দিয়াছিলেন?

তাহা হইলে আমার ডায়রীর বইটা লইয়া আইস এবং পড়িয়া দেখ, ক্যামোমিলা ব্যতীত অন্য কোন ঔষধ এই রোগীকে দেওয়া যায় কিনা? হার্টম্যান সমস্ত লক্ষণ গুলি পাঠ করিয়া অত্যন্ত সন্তষ্ট হইয়া লক্ষ্য করিলেন যে ক্যামোমিলা এই রোগীর একমাত্র ঔষধ।
এক্ষেত্রে কথা হলো হানেম্যান যেমন তাহার ছাত্র ও শিষ্য, ভক্ত হার্টম্যানকে ঔষধের নাম বলেননি অনুরুপভাবে যে ভদ্র মহিলা রোগিনী চিকিৎসা গ্রহন করেছিলেন সেই রোগীনিকেও ঔষধের নাম বলেননি। এর কয়েকটি কারণ থাকতে পারে যেমনঃ অধিকাংশ লোক হোমিওপ্যাথি চিকিৎসার নিয়মকানুন সম্পর্কে অনভিজ্ঞ । এখানে একটি বুঝবার বিষয় হানেম্যান প্রথমবার যখন ঔষধ দিয়েছিলেন তখন রোগীনির মাত্র চতুর্দশ দিবসে মলদ্বারের গুটিটি এক তৃতীয়াংশ অবশিষ্ট আছে। তাকে পুনরায় আর কোন ঔষধ দেওয়া হয়নি। অনৌষধি সুগার অফ মিল্কের পুরিয়া দেয়া হয়েছিল। তাহলে ২য় বার ঔষধ দিতে বাধা কিসের? – বাধা হলো ঔষধ একবার কাজ করতে আরম্ভ করলে ২য় বার ঔষধ দিলে ঔষধের কাজে ব্যাঘাত ঘটে থাকে। আবার কখনও রোগের বৃদ্ধি ঘটায়। সেইহেতু অধিকতর সতর্কতার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নীতিতে ঔষধের নাম সরবরাহ করা নীতি বিরুদ্ধ।

পোস্টটি লিখেছেনঃ ডাঃ কে এম বি ইসলাম ( বুলবুল )
ডি. এইচ. এম. এস ( বি. এইচ. এম. ই. সি ) ঢাকা, পি. ডি. টি (বি. এইচ. এম. সি. এইচ ) ঢাকা
হোমিওপ্যাথি গবেষক, লেখক ও কনসালট্যান্ট। পুরাতন ও জটিল রোগীর অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
গভঃ রেজিঃ ২৬৫২৮, মোবাঃ 01974-918918
চেম্বারঃ মুঈনউদ্দীন হোমিওপ্যাথি চিকিৎসালয়
স্থানঃ খুলনা আলিয়া মাদ্রাসার গেটের বিপরীতে নীচতলায়।

গর্ভস্থ শিশুর জন্মের পরে অনেক সময় নানান রকম রোগ দেখা যায়। যেমনঃ থ্যালাসেমিয়া-নিউমোননিয়া-ব্রঙ্কাইটিস-হার্টে ছিদ্র হওয়া-হা...
02/07/2024

গর্ভস্থ শিশুর জন্মের পরে অনেক সময় নানান রকম রোগ দেখা যায়। যেমনঃ থ্যালাসেমিয়া-নিউমোননিয়া-ব্রঙ্কাইটিস-হার্টে ছিদ্র হওয়া-হাম-বসন্ত-পক্স-শাসকষ্ট-অঙ্গপ্রত্যঙ্গের বিকলঙ্গতা-হাবা গোবা বা ব্রেইন শক্তি খুবই দুর্বল-মুখ হতে অবিরাম লালা পড়া জটুল বা অস্বাভাবিক প্রকৃতির চুল হওয়া-অটিজম-মাথার হাড় পূর্ন তৈরী না হওয়া-শরীরে হাড়ের নানান রকম বিকৃতি যেমনঃ অস্টোপেরোসিস ইমপারফেক্টা (Ostoperosis EmperFecta) এছাড়া অনেক সময় গর্ভস্থ সন্তান পূর্ন সময় পার না করে ১ম-২য়-৩য়-৪র্থ-৫ম-৬ষ্ঠ মাসে অকাল গর্ভপাত ঘটে থাকে। যার কারণে শিশু বেঁচে থাকলেও নানান রকম ঝুকিপূর্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে এবং নানান রকম হরমোন বৃদ্ধি হয়ে শরীরের অস্বাভাবিক দেহ আকৃতি হতে দেখা যায়।

এখন কথা হলো হোমিওপ্যাথি ঔষধ ও চিকিৎসায় এ সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে কিনা? এক্ষেত্রে প্রথম কথা হলো হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক একটি চিকিৎসা বিজ্ঞান । যদি শিশুর মায়ের বা নানীর অথবা খালার এ ধরনের ইতিহাস পাওয়া যায় তাহলে পূর্ব সতর্কতামূলক চিকিৎসা শিশুর মাকে দিতে পারলে ইনশাআল্লাহ আশা করা যায় শতভাগ কার্যকর হবে এবং হোমিও চিকিৎসার ইতিহাসে এরকম বহু ঘটনা বই পুস্তকে বিশদ বিবরন বিদ্যমান থাকার পাশাপাশি বাস্তব ঘটনার বহু বিবরনী আমার বিগত ২৫ বছরের চিকিৎসা জীবনে রয়েছে অনেক ঘটনার অভিজ্ঞতা । এখন প্রশ্ন হলো এই সমস্যাগুলো কেন হয় অথবা তার কারণ ই বা কি? সে বিষয়ের বিবরন অনেক বহুব্যাপক তাই এখানে সে আলোচনা করা সম্ভব হচ্ছেনা। ইনশাআল্লাহ অন্য আরেকটি পোস্টে সেটা করা হবে।

যদি চিকিৎসক ভাইদের কাছে এধরনের রোগীর আগমন ঘটে তাহলে ( যারা সবেমাত্র চিকিৎসা পেশা আরম্ভ করেছেন তাদের জন্য এই পরামর্শ ) সেক্ষেত্রে রোগীনির অবস্থা সবেমাত্র গর্ভধারন করেছেন বা করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন এমন ধরনের হতে হবে। প্রথমে রোগীনির পূর্ন কেস হিস্ট্রি নিতে হবে হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে। তারপরে রেপাটরীর মাধ্যমে লক্ষণ সাদৃশ্যে একটি ঔষধ নির্বাচন করে মেটিরিয়া মেডিকা রোগীর লক্ষণ এর সাথে কতটুকু সাদৃশ্য আছে তা বুঝে নির্ভরযোগ্য কোম্পানীর অথবা জার্মানীর willmar shcwabe এর ২০০ শক্তি থেকে আরম্ভ করে যে কোন উচ্চ শক্তি ( এক্ষেত্রে নিম্ন শক্তির ঔষধ নানান রকম গোলমাল হতে পারে বলে বিধায় পরিত্যাজ্য ) [ উচ্চ শক্তির শততমিক বা পঞ্চাশ সহস্রতমিক উভয়টা প্রযোজ্য হতে পারে ] ঔষধ দিয়ে চিকিৎসা সেবা অব্যহত রাখতে হবে। সন্তান যতদিন ভূমিষ্ট না হয় ততদিন যাবৎ।

এক্ষেত্রে রোগীনি মাসে অন্তত এক থেকে দুইবার চিকিৎসকের নিকট এসে বিস্তারিত জানানোর পাশাপাশি এন্ট্রাল চেকআপ করাবেন। আবার ডাক্তার প্রয়োজনীয় সামগ্রিক বা সকল রকম পরামর্শ দানে রোগীনির প্রতি যত্নশীল হবেন। এতে করে আশা করা যায় ইনশাআল্লাহ প্রতিবন্ধী বিকলাঙ্গ অটিজম শিশুর জন্ম রোধ করা সম্ভবপর হবে।

পোস্টটি লিখেছেনঃ ডাঃ কে এম বি ইসলাম ( বুলবুল )
ডি. এইচ. এম. এস ( বি. এইচ. এম. ই. সি ) ঢাকা, পি. ডি. টি (বি. এইচ. এম. সি. এইচ ) ঢাকা
হোমিওপ্যাথি গবেষক, লেখক ও কনসালট্যান্ট। পুরাতন ও জটিল রোগীর অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
গভঃ রেজিঃ ২৬৫২৮, মোবাঃ 01974-918918

সুদীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক কর্তৃক অপারেশন ছাড়াই শুধুমাত্র অরিজিনাল জার্মানী হোমিও ঔষধের মাধ্যমে পুরাতন ও ...
01/07/2024

সুদীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক কর্তৃক অপারেশন ছাড়াই শুধুমাত্র অরিজিনাল জার্মানী হোমিও ঔষধের মাধ্যমে পুরাতন ও জটিল রোগীদের চিকিৎসা করা হয়।

Address

খুলনা আলিয়া কামিল মাদ্রাসার গেটের সামনে
Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 01:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr BulBul Islam - ডাঃ বুলবুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram