12/11/2025
দাঁতের রোগ ও স্ট্রোক: ২১ বছরের গবেষণার চমকপ্রদ সত্য২১ বছর ধরে পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, দাঁতের রোগ (গাম ডিজিজ) ও দাঁতের পচন (ক্যাভিটি) কেবল মুখের সমস্যাই নয়—বরং স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।
কিভাবে দাঁতের রোগ স্ট্রোকের ঝুঁকি বাড়ায়?
মুখের ব্যাকটেরিয়া রক্তে মিশে প্রদাহ সৃষ্টি করে, যা রক্তনালীতে ব্লকেজ, ক্লট এবং প্রদাহ বাড়াতে পারে।গাম ডিজিজ ও দাঁতের পচন রক্তনালী ক্ষতিগ্রস্ত করে, এতে রক্তপ্রবাহ বিঘ্নিত হয় এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়ে।শরীরে 'C-reactive protein' (CRP) বাড়ে, যা রক্তনালী সংকুচিত করতে সহায়ক এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করতে পারে।
গবেষণার ফলাফল
যাদের গাম ডিজিজ ও দাঁতের ক্যাভিটি ছিল, তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি প্রায় দ্বিগুণ—৮৬% বেশি দেখা গেছে।শুধু গাম ডিজিজে আক্রান্ত হলে ঝুঁকি ছিল ৪৪% বেশি, আর যাদের স্বাস্থ্য ভালো ছিল তাদের মধ্যে ছিল মাত্র ৪%।
কী করতে হবে?
নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস করুনপ্রতি ছয় মাসে দাঁতের ডাক্তারের কাছে যানদাঁতের সমস্যা উপেক্ষা করবেন নাস্বাস্থ্যবান মুখ—সুস্থ জীবন। মুখের যত্ন নিন, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাযন ।