Natural and Homeopathic Healing Center

Natural and Homeopathic Healing Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natural and Homeopathic Healing Center, Family doctor, ০৩ ক্ষেত্রখালী খালের পূর্বপাড়, (আজুর কালভার্ট) শিপইয়ার্ড, খুলনা।, Khulna.

🌿 Welcome Natural and Homeopathic Healing Center
A- Homeopathy Treatment Service Center 🌿
We specialize in providing Homeopathy Treatment for a wide range of health concerns, focusing on holistic healing that addresses the root cause of your symptoms.

ওভারিয়ান সিস্ট (Ovarian Cyst) হলো ডিম্বাশয়ে (O***y) তরল-ভরা থলি বা ফোলাভাব, যা সাধারণত নারীদের প্রজনন বয়সে বেশি দেখা য...
21/09/2025

ওভারিয়ান সিস্ট (Ovarian Cyst) হলো ডিম্বাশয়ে (O***y) তরল-ভরা থলি বা ফোলাভাব, যা সাধারণত নারীদের প্রজনন বয়সে বেশি দেখা যায়। এটি অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই থাকতে পারে এবং স্বাভাবিকভাবে কয়েক মাসের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে সিস্ট বড় হতে পারে, ব্যথা দিতে পারে বা জটিলতা তৈরি করতে পারে।
ওভারিয়ান সিস্টের প্রধান ধরন
ফাংশনাল সিস্ট (Functional cyst)
Follicular cyst: ডিম্বাশয়ে ডিম্বাণু বের হওয়ার সময় ফোলিকল না ফেটে গেলে তৈরি হয়।
Corpus luteum cyst: ডিম্বাণু বের হওয়ার পর ফোলিকল বন্ধ হয়ে ভেতরে তরল জমলে হয়।
👉 এগুলো সাধারণত ক্ষতিকর নয় এবং কিছুদিন পর নিজে থেকেই সেরে যায়।
প্যাথলজিকাল সিস্ট (Pathological cyst)
Dermoid cyst (Teratoma): জন্মগতভাবে তৈরি হয়, ভেতরে চুল, দাঁত, চর্বি ইত্যাদি থাকতে পারে।
Cystadenoma: ডিম্বাশয়ের টিস্যু থেকে তৈরি হয়, বড় আকার ধারণ করতে পারে।
Endometrioma: জরায়ুর এন্ডোমেট্রিয়াল টিস্যু ডিম্বাশয়ে চলে এলে তৈরি হয়, যাকে "চকলেট সিস্ট" বলা হয়।
সাধারণ উপসর্গ
তলপেটে ব্যথা বা চাপ অনুভব
পিরিয়ডে অনিয়ম
তলপেট বা কোমরে ভারীভাব
সঙ্গমের সময় ব্যথা
পেট ফুলে যাওয়া
ঘন ঘন প্রস্রাবের চাপ
জটিলতা
সিস্ট ফেটে গেলে তীব্র ব্যথা ও রক্তপাত হতে পারে।
সিস্ট মোচড় খেয়ে (torsion) রক্ত সরবরাহ বন্ধ করতে পারে, যা জরুরি অবস্থা।
কিছু সিস্ট দীর্ঘদিন থাকলে টিউমারে পরিণত হওয়ার ঝুঁকি থাকতে পারে।
চিকিৎসা
ছোট ও ফাংশনাল সিস্ট → সাধারণত পর্যবেক্ষণ (Observation), কয়েক মাস পর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়।

হোমিওপ্যাথিতে → Lachesis, Apis mellifica, Thuja, Calcarea carb, Lycopodium, Pulsatilla ইত্যাদি ওষুধ রোগীর সম্পূর্ণ উপসর্গ, প্রকৃতি ও মায়াজম অনুযায়ী প্রয়োগ করা হয়।

20/09/2025

গ্যাস্ট্রিকের সমস্যা কতটা কষ্ট দিতে পারে মানুষকে

20/09/2025

দীর্ঘদিনের মাথা যন্ত্রণার রোগী
মায়ের ডাক্তার দেখিয়েও কাজ হয়নি এ কারণে আমার কাছে এসেছে ইনশাল্লাহ ভিতরে একটা ভালো রেজাল্ট আসবে।

20/09/2025

হার্ড ব্লক রুগীর হিস্টরি।
কোন সমস্যা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক।

20/09/2025

আলহামদুলিল্লাহ কোমরে হাড় ক্ষয় হয়ে যাওয়ার কারণে কোমরে অনেক ব্যথা এবং জ্বালা করত আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছে।

19/09/2025

আলহামদুলিল্লাহ বাত ব্যথার সেই রোগীটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে আগে ঘুম হতো না ২০ বছর যাবত ঘুমাতে পারতো না আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ঘুমাতে পারতেছে এবং ব্যথা অনেকটা কম।

19/09/2025

আলহামদুলিল্লাহ মাত্র এক সপ্তাহে থাইরয়েড টিউমার অনেকটাই কমে এসেছে।

1. Normal Disc (স্বাভাবিক ডিস্ক)কেমন হয়: নরম, জেলির মতো nucleus pulposus মাঝখানে থাকে এবং চারপাশে শক্ত annulus fibrosus ...
16/09/2025

1. Normal Disc (স্বাভাবিক ডিস্ক)
কেমন হয়: নরম, জেলির মতো nucleus pulposus মাঝখানে থাকে এবং চারপাশে শক্ত annulus fibrosus থাকে।
কাজ: ঝাঁকুনি শোষণ, হাড়গুলির মাঝে কুশন হিসেবে কাজ করা, নমনীয়তা দেওয়া।
সমস্যা নেই – স্বাস্থ্যবান মানুষের ডিস্ক এমন থাকে।
2. Degenerated Disc (অবক্ষয়জনিত ডিস্ক)
কেমন হয়: বয়স বা দীর্ঘদিনের চাপের কারণে ডিস্কের পানি শুকিয়ে যায়, স্থিতিস্থাপকতা কমে যায়।
লক্ষণ: হালকা ব্যথা, stiffness, বসা/দাঁড়ানোতে অস্বস্তি।
কারণ: বয়সজনিত ক্ষয়, অতিরিক্ত ওজন, হেভি লিফটিং, খারাপ posture।
ঝুঁকি: ভবিষ্যতে ডিস্ক বাল্জিং বা হার্নিয়েশনের সম্ভাবনা বাড়ে।
3. Bulging Disc (বাহিরে ফুলে ওঠা ডিস্ক)
কেমন হয়: ডিস্ক ভেতর থেকে ফেটে না গিয়ে বাইরের দিকে ফুলে উঠে, কিন্তু nucleus pulposus বাইরে আসে না।
লক্ষণ: স্নায়ুতে চাপ পড়লে কোমর ব্যথা, পায়ের দিকে ব্যথা (sciatica), অসাড়তা।
ঝুঁকি: যদি বেশি চাপ পড়ে তবে এটি হার্নিয়েটেড ডিস্কে রূপ নিতে পারে।
4. Herniated Disc (হার্নিয়েটেড ডিস্ক / সlip Disc)
কেমন হয়: ডিস্কের বাইরের স্তর (annulus fibrosus) ফেটে যায়, ভেতরের নরম অংশ (nucleus pulposus) বেরিয়ে আসে এবং স্নায়ুতে চাপ দেয়।
লক্ষণ:
তীব্র কোমর ব্যথা
পায়ের দিকে ছড়িয়ে পড়া ব্যথা (sciatica)
অসাড়তা বা ঝিঝি ধরা
পেশী দুর্বলতা
কারণ: ভারি ওজন তোলা, আঘাত, হঠাৎ মেরুদণ্ড বাঁকা হওয়া, অবক্ষয়।
5. Disc Degeneration with Osteophyte Formation (ডিস্ক ক্ষয়ের সঙ্গে হাড়ের কাঁটা তৈরি হওয়া)
কেমন হয়: দীর্ঘদিন ডিস্ক ক্ষয় হতে হতে চারপাশের হাড়ে "বোন স্পার" বা হাড়ের কাঁটা (osteophyte) গজায়।
লক্ষণ:
ক্রনিক ব্যথা
ঘাড় বা কোমরে stiffness
স্নায়ু চাপে হাত বা পায়ে ব্যথা ও দুর্বলতা
কারণ: দীর্ঘস্থায়ী ডিস্ক ক্ষয় (spondylosis)।
6. Thinning Disc (পাতলা হয়ে যাওয়া ডিস্ক)
কেমন হয়: ডিস্কের উচ্চতা (height) কমে যায়, ভেতরের জেলির মতো পদার্থ শুকিয়ে যায়।
লক্ষণ:
দীর্ঘস্থায়ী ব্যথা
মেরুদণ্ড ছোট হয়ে যাওয়া
নমনীয়তা কমে যাওয়া
কারণ: বয়স, repeated stress, dehydration of disc।
সারসংক্ষেপ:
Normal Disc → সুস্থ অবস্থা
Degenerated Disc → শুরুতে ক্ষয়
Bulging Disc → বাইরের দিকে ফুলে ওঠা
Herniated Disc → ফেটে স্নায়ুতে চাপ দেওয়া
Disc Degeneration with Osteophyte → ক্ষয়ে হাড়ের কাঁটা তৈরি
Thinning Disc → পাতলা হয়ে যাওয়া, শক্তি কমে যাওয়া
👉 চিকিৎসা নির্ভর করে অবস্থা ও লক্ষণের উপর:
প্রাথমিক পর্যায়: বিশ্রাম, posture ঠিক রাখা, ওজন নিয়ন্ত্রণ, exercise, physiotherapy, homeopathic / natural medicine।
অগ্রসর পর্যায়: প্রয়োজন হলে ইনজেকশন, advanced physiotherapy।
জটিল পর্যায়: সার্জারি (যদি স্নায়ু মারাত্মক চাপে থাকে)।
Natural and homeopathic healing centre
01716-629098
Natural and Homeopathic Healing Center

13/09/2025

থাইরয়েড টিউমার একবার অপারেশন করার পরও আবার দেখা দিয়েছে ।এরপরে আমাদের কাছে এসেছে ইনশাল্লাহ অল্প দিনেই একটা রেজাল্ট পাওয়া যাবে।

13/09/2025

ব্যথার কারণে মানুষের কতটা ভয়াবহ অবস্থা হতে পারে।

08/09/2025

আলহামদুলিল্লাহ লিভার ক্যান্সারের রোগী।
আগে খাবার খেতে পারত না এবং যতটুকু খেতো ব্যালেন্ডার করে ফেলত আলহামদুলিল্লাহ এখন সে হাত দিয়ে খাবার খাচ্ছে। মাত্র তিন দিনের ওষুধে।

08/09/2025

নিউরোফাইব্রামা
নতুন রোগী ইনশাল্লাহ ভালো কিছু আসবে।

Address

০৩ ক্ষেত্রখালী খালের পূর্বপাড়, (আজুর কালভার্ট) শিপইয়ার্ড, খুলনা।
Khulna
9201

Alerts

Be the first to know and let us send you an email when Natural and Homeopathic Healing Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram