Dr Ahammad Rubaiyat

Dr Ahammad Rubaiyat FCPS PART-II TRAINEE
Dhaka Medical College Hospital. MediCal Officer,Paediatrics Department,
Bashundhara Ad-Din Medical College Hospital.

31/10/2025

সারাদিন ঘুমানোর পরেও ক্লান্তি শেষ হয় না!
আসলেই কতটুকু ও কখন ঘুমানো দরকার?

30/10/2025

"এক্সরে-তে যে ক্যান্সারটা দেখা যাচ্ছিল, দোকানদার সেটা এন্টিবায়োটিক দিয়ে ঢাকতে চেয়েছিল!"

ডান ফুসফুসের উপরে গোলাকার একটা ছায়া।
লাল বৃত্তে ঘেরা সেই অংশটা দেখে আমি থমকে যাই।
রোগী এসেছিলেন
কাশি
বুকে ব্যথা
কফের সাথে রক্ত যাওয়ার অভিযোগ নিয়ে।

আমার অভিজ্ঞতা বলছিল: এটা হতে পারে —
নিউমোনিয়া
টিবি
কিংবা সবচেয়ে ভয়ঙ্কর — ফুসফুসের ক্যান্সার।

আমি রোগীকে পরীক্ষা করলাম।
প্রাথমিক রক্ত পরীক্ষা,
কফ পরীক্ষা,
GeneXpert করে নিশ্চিত হলাম — টিবি বা নিউমোনিয়া না।

তখন সামনে রইল কেবল একটাই সম্ভাবনা
ফুসফুসের ক্যান্সার।

রোগীর বয়স বেশি।
অনেক বছর ধরে ধূমপায়ী।
ওজন দ্রুত কমেছে।
কাশির সাথে রক্ত যাচ্ছে।

সব মিলিয়ে আমি সন্দেহ করলাম Bronchogenic Carcinoma
পরবর্তী করণীয়: CT-guided FNAC
তারপর রিপোর্ট অনুযায়ী কেমোথেরাপি বা রেডিওথেরাপি

কিন্তু রোগী শোনেননি আমার কথা।
তিনি বিশ্বাস করেছেন
পাড়ার ফার্মেসির দোকানদারকে
যিনি তাকে ১২০ টাকায় "Oditen 400" দিয়ে পাঠিয়ে দিয়েছেন।
বলেছেন
"রিপোর্ট-টিপোর্ট লাগবে না, আমি বুঝি!"
আর হ্যাঁ, আমার নামে দোকানেই কাটা হয়েছে:
“এইসব ডাক্তাররা রিপোর্ট ছাড়া ওষুধ দেয় না, শুধু টেস্ট করায়, খরচ বাড়ায়!”

আজ সন্ধ্যায় রোগীর মেয়ে আমাকে ফোন করে বলল,
"আব্বুর আবার রক্ত গেছে অনেক, আপনি যা বলছিলেন, তাই তো..."

আমি চুপ করে ছিলাম।

আমি আসলে বোকা হয়ে গেছি।
একজন এমবিবিএস গ্র্যাজুয়েট হয়েও
আমি হেরে গেছি সেই দোকানদারের কাছে

যার ডাক্তারি সার্টিফিকেট নেই,
কিন্তু রোগীর ‘আস্থা’ আছে।

আমাদের দেশে মানুষ ক্যান্সার চিকিৎসা নেয় ফার্মেসিতে,
আর প্রফেসরের প্রেসক্রিপশন নিয়ে আসে এমবিবিএস ডাক্তারের কাছে ব্যাখ্যার জন্য!

কি অদ্ভুত জাতি আমরা!

ডাক্তারদের গালি দিলে মনের জ্বালা কমে, বুঝি।
কিন্তু ভুল চিকিৎসায় মরে গেলে, সেই ডাক্তার আর কিছু করতে পারে না।

আর তখন কান্নাটা শুধুই আপনার হয়।

শেয়ার করুন, যাতে কেউ অন্তত সময়মতো সঠিক সিদ্ধান্ত নেয়।

কেস সামারি : ডা: আহমেদ জুবায়ের

লেখা :
Dr-Abdur Rahman

25/10/2025
21/10/2025

আপনার বাচ্চার সলিড খাবার কখন ও কিভাবে শুরু করবেন?

Chamber: Nazmul Modern Hospital

দেশের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা বা টেস্ট (Dengue NS1 antigen) সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে আগামী ৩...
18/10/2025

দেশের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের পরীক্ষা বা টেস্ট (Dengue NS1 antigen) সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এই পরীক্ষা করার জন্য চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন লাগবে।

15/10/2025

দাউদকান্দি ব্রিজ

07/10/2025

শিশুর মেধাবিকাশ ও বৃদ্ধিতে প্রয়োজনীয় খাবার।

চেম্বার: Nazmul Modern Hospital, Smart Diagnostic Center

নাভি না শুকানোর একটা কারণ হল Umbilical Granuloma...সাধারণত নাভি শুকাতে 7 থেকে 14 দিন সময় লাগতে পারে। যদি এর মধ্যে না শু...
05/10/2025

নাভি না শুকানোর একটা কারণ হল Umbilical Granuloma...

সাধারণত নাভি শুকাতে 7 থেকে 14 দিন সময় লাগতে পারে। যদি এর মধ্যে না শুকায় তাহলে নাভির মধ্যে এমন ধরনের মাংসপিণ্ড দেখা যায় কিনা খেয়াল করবেন। নাভি পড়ে যাওয়ার পর ওই অংশে অতিরিক্ত পরিমাণ টিস্যু জন্মানোর কারণে এই সমস্যাটা হয়। ছবির মত এমন সমস্যা যদি দেখা দেয় অবশ্যই নিকটস্থ ডাক্তার দেখাবেন।

ডা: আহম্মদ রুবাইয়্যাত

01/10/2025

সহযোগী অধ্যাপক ডা: জান্নাত আরা ম্যামের সঞ্চালনায় শিশু ক্যান্সার পেসেন্টদের মানসিক বিকাশে ক্যান্সার সচেতনতা মাস পালন করা হয়।প্রাণোচ্ছল শিশুর উপর কেমোথেরাপী খুব ভালো কাজ করে।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Ahammad Rubaiyat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Ahammad Rubaiyat:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category