03/10/2025
অক্টোবরের স্মৃতি ✨
খুব তড়িঘড়ি করে বের হয়ে পড়লাম। বাইরে ভীষণ বৃষ্টি। অটোওয়ালা এসে গেছে, ইতিমধ্যেই সবকিছু তোলার কাজ শেষ। বন্ধু ইয়াসিনও চলে এসেছে। শুরু হলো অজানার উদ্দেশ্যে যাত্রা। আসবাবপত্রে ভরপুর অটো চলছে নিজ গতিতে, আর আমরা ভাবছি অজানা ভবিষ্যৎ নিয়ে। চলতে চলতে একসময় অটো পৌঁছাল শহরে। দুই জন আসবাবপত্র নামাতে নামাতে উপস্থিত হলো বন্ধু রিফাত। তারপর নতুন কামরায় উঠলাম। যদিও মেস খুঁজতে আগেও বেরিয়েছিলাম, কিন্তু এটাই শেষ চেষ্টা ছিলো, এখানেই পেলাম। এখান থেকেই শুরু হলো নতুন জীবনের যাত্রা। সামনে শুধু সমুদ্র—স্বপ্ন আর সংগ্রামের বিশাল সমুদ্র!
বিকেল বেলাতেই বের হলাম প্রাইভেটের উদ্দেশ্যে। মুষলধারে বৃষ্টি থামার নামই নেই। একসময় পৌঁছালাম আশিক ভাইয়ের বাসায়। শহরের পুরো রাস্তায় পানি উঠে গেছে। পড়া শেষ করে ফিরতে গিয়ে পায়ের নখ হারালাম কাদামাখা সেই রাস্তায়। তখনই বুঝেছিলাম—এই যাত্রা সহজ হবে না। পরের দিন বন্ধু তৌফিক এসে পৌঁছালো। ততক্ষণে কামরা একেবারে রেডি। এরপর শুরু হলো আমাদের চার বন্ধুর মহাসমুদ্রের যাত্রা—ভর্তিযুদ্ধ!
মেসলাইফের খাওয়াদাওয়া থেকে শুরু করে প্রতিটি মুহূর্তেই ছিলো সংগ্রাম। পরীক্ষায় শূন্য পাওয়া, খাবারপানির কষ্ট, অর্থের টানাপোড়েন আরও কত কী! কবে যে ৪–৫ মাস কেটে গেল, আমরা কেউ বুঝতেই পারলাম না। মাঝে মাঝে বাড়ি গেছি, সুযোগ পেলে বিকেলে বাইরে হাওয়া বদল করতে বেরিয়েছি। মন খারাপ হলে বা ভালো না লাগলে হাসপাতালের পুকুরপাড়ে বসে থেকেছি। এভাবেই দুঃখ–কষ্টে, হাসি–আনন্দে দিন পার করতে করতে কখন যে পরীক্ষা এসে গেল, টেরই পাইনি!
মাঝে মাঝে সন্ধ্যায় পেয়ারা–মুড়ি পার্টি, কিংবা মেসের মাসিক মিটিং—সবই ছিল উপভোগ্য। কখনো ভেঙে পড়েছি, আবার কখনো একে অপরকে মানসিক সাপোর্ট দিয়েছি। সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হতো। এর মাঝেই এলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। ভয়ে বাড়ি যাওয়ার সাহস হলো না। সবাই গেলেও আমি একাই থেকে গেলাম। কারও ভালো হলো, কারও খারাপ। তবুও আমরা একে অপরকে বুঝিয়েছিলাম এই ফলাফলই শেষ নয়, সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে!
অবশেষে আমাদের মেসলাইফের ইতি ঘটলো। প্রায় ৪–৫ মাস বা তারও বেশি একসাথে থাকার পর, ভবিষ্যতের পথে এগোতে সবার আলাদা হয়ে যেতে হলো। এই সময়টাতে অনেকবার হতাশ হয়েছি, ভেঙে পড়েছি, তবুও কেউ হাল ছাড়িনি। জীবনের কিছু তারিখ থাকে, যেগুলো কখনো ভোলা যায় না। ৪ঠা অক্টোবর তার মধ্যে অন্যতম।
অক্টোবরের স্মৃতি কখনো ভোলার মতো নয়… 🍂
---
✍️ লেখা: সাইম মাহমুদ শুভ
👥 চরিত্র: শুভ, ইয়াসিন, রিফাত, তৌফিক
📅 সময়: ৪ঠা অক্টোবর ২০২৩